31-08-2020, 02:53 AM
(This post was last modified: 01-09-2020, 01:49 AM by rambo786. Edited 3 times in total. Edited 3 times in total.)
তবে ঘটনাটা এত সহজে হয়নি , কুমার শানু চিরকালই একটু উচ্চকাঙ্খী। খালি পাড়ায় পারে স্টেজে বা বারে গান গেয়ে সে জীবন কাটাতে চায়না ,সে চায় প্লেব্যাক সিঙ্গার হতে , নিজের গানের অ্যালবাম বার করতে , সেই কারনে সে ষ্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করতো কিন্তু সুবিধা হতোনা। বাংলা ফিল্ম দুনিয়া ছোট জগৎ ,বছরে কটা গান আর তৈরী হয় , যে কোটা গান হয় , কিশোর কুমার মুম্বাই থেকে এসে গেয়ে যায় আর গান গুলো হিট ও যেত ,কে আর রিস্ক নিয়ে নতুন গায়ক কে চান্স দেবে ? ষ্টুডিও ঘুরে ঘুরে শানু হতাশ পড়ছিলো। ,তবে তার মধ্যে জীবনের রুপোলি রেখা মীনাক্ষী শেষাদ্রীয়ের সিনেমা দেখা আর রিতার সঙ্গে প্রেম।নিজের সেরকম উন্নতি না হলেও মনটা একটু খুশি খুশি ছিল ,,তার বর্তমানের প্রিয় হিরোইন মীনাক্ষী শেষাদ্রি মোটামুটি ভালোই চালাচ্ছে ,শ্রীদেবী ,জয়া প্রদা ২ নামজাদা হিরোইনের মাঝে টুকটুক করে চালিয়ে যাচ্ছিলো। শানু কোনোদিন সামনা সামনি তাকে দেখেনি বা মীনাক্ষী তখন শানুর নাম শোনেনি ,তবু মীনাক্ষীর সাফল্যে শানুর মনটা ভালো হয়ে যেত ,সেই সঙ্গে মীনাক্ষীর ছবি দেখলে লিঙ্গাও একটু শক্ত হয়ে উঠতো।