08-03-2019, 03:20 PM
(08-03-2019, 10:44 AM)bourses Wrote:
সারা বিশ্বের কল্যাণ যত
নারীদের অবদানে,
বিশ্ব নারী দিবস আজিকে
তাঁদেরই সসম্মানে।
এই বিশ্বের উন্নতি যত
সব নারীদের দান,
বিশ্ব নারী দিবসে আজি
দিতে হবে সম্মান।
স্বদেশের তরে করেছে সংগ্রাম
অস্ত্র ধরি নিজ হাতে।
সমান তালে যুঝিয়াছে নারী
পুরুষের সাথে সাথে।
গৃহের কোণে বন্দী নারীরা
উঠেছে হিমালয় চূড়ে,
নারী বন্দনা দিকেদিকে আজ
তাই সারা বিশ্বজুড়ে।
নারীরা রত্ন দেশের মণি
নারীরা জাতির মান,
তবুও কেন পায় না নারী
যোগ্যা নারীর সম্মান?
এসো এসো নারী দু-হস্ত প্রসারি
তুমি যে কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি
হও আজি বিশ্ব-জয়ী।
কে বলে তুমি কন্যা, কে বলে তুমি জায়া,কে বলে তুমি জননী।
তুমি যে এ বিশ্ব চরাচরের অপার
বাঙ্ময় বিষ্ময়, তুমি যে নারী।আজ নয়, আজ নয়,
সভ্যতার সেই যুথবদ্ধতার আদিম সময় সরনি ধরে তুমি ই করেছ ধারণ, তুমি ই করেছ বহন, তুমি ই রেখেছ বেঁধে এই সংঘবদ্ধতার চন্দ্রিল ছায়াপথে।
তুমি ই বুঝিয়েছ সমাজ কে মূল্যবোধ তোমার ওই আরক্তিম চেতনা দিয়ে।
রেখেছ তোমার চূড়ান্ত দায়বদ্ধতার তীব্র বহি:প্রকাশ সময়ের সাথে পাল্লা দিয়ে।
তবুও হায় ছায়াবৃতা রেখে দিল তোমায় সেই কৃপণ আলোর অন্ত:পুরে।
আজ ও কি সমাজ বুঝবে না, তোমার দিয়ে যাওয়া নিয়ত ঘটমান সময়ের স্রোতে মূল্যবোধ এর শিক্ষা???????
আমি গর্বিতা আমি নারী।।।।।।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।