30-08-2020, 07:56 AM
নাহ, পারলাম না। অনেকবার অনেকভাবেই চেস্টা করলাম। কোনোভাবেই গল্পটার বাকি অংশ উদ্ধার করতে পারলাম না। খুব ভালো লেগে গিয়েছিলো গল্পটা পড়তে। অনেক কিছুর সংমিশ্রণ ছিলো গল্পটায়। যৌন গল্পে এরকম সাসপেন্স খুব একটা দেখা যায় না। সব থেকে বড় কথা গল্পটায় সুন্দর একটা ধারাবাহিকতা ছিলো। প্রচুর চরিত্রের সন্নিবেশন ঘটানোর পরেও গল্পটায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। কিংবা কোনো অসংলগ্নতা ছিলো না। বরং তরতরিয়ে এগিয়ে যাচ্ছিলো সামনের দিকে বাস্তবতার পরশ বুলিয়ে। এই ধরনের লেখা মাসের পর মাস এমনকি বছরের পর বছর চালিয়ে নেয়া যায়। যেমন চালিয়ে নিয়েছিলেন দীপালীদি তাঁর বিখ্যাত গল্পটি। গল্পের প্রয়োজনে চরিত্রের আগমন আর সেই চরিত্রটির সঠিক পরিচর্য্যা করতে বিপুলদা যথেষ্ঠ মুন্সীয়ানার পরিচয় দিয়েছিলেন। আফসোসটা থেকেই গেলো। যদিও এখন আর কিচ্ছুটি করার নেই। শুধু বিপুলদাকে ধন্যবাদ দেয়া ছাড়া...
অনেক অনেক ধন্যবাদ, বিপুলদা। এরকম সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য।
অনেক অনেক ধন্যবাদ, বিপুলদা। এরকম সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য।