29-08-2020, 06:22 PM
পর্ব--০১৬ (শেষ পর্ব)
-----------------------------------
-হুম আমিই শ্রাবন।
তারপর সেই লোক একটা রুমে নিয়ে আমার হাতে একটা চিঠি আর একটা ছোট্ট শিশু আমার কোলে তুলে দিল।ছোট্ট বাবুটা অনেক কিউট।বাবুকে সান্তার কোলে তুলে দিয়ে আমি চিঠিটা পড়তে লাগলাম।,,
"আমার বিশ্বাস ছিল,তুমি এখানে আসবে।হয়তো আমার প্রতি তোমার ভালবাসায় এখানে নিয়ে এসেছে।বাবুকে পেয়েছো কি?হ্যা এটাই আমার বাবু,আমাদের অবৈধ সন্তান।এই সমাজ আমাদের মেনে নিত না।আর আমি একটা মেয়ে হয়ে এই সমাজে এই বাবুটাকে নিয়ে বাঁচতে পারতাম না।আর আমি বাবুটাকেও নষ্ট করতে পারতাম না।কি করে পারবো বলো,মা হয়ে তো নিজের সন্তানকে মেরে ফেলতে পারিনা।তাই নিজেই চলে গেলাম।হয়তো আমি বেঁচে থাকলে বাবু বড় হয়ে সবার কাছে কটু কথা শুনতো।সমাজের মানুষ আমার বাবুকে অবৈধ সন্তান বলে গালি দিত।তখন সেই কষ্ট আমি সইতে পারতাম না।তুমিই বলো,আমার পাপের শাস্তি কেন আমার সন্তান পাবে।আমার করা ভুলের জন্য তো আর নিজের সন্তানের কোন ক্ষতি করতে পারি না।আমি সেদিন যে ভুল করেছিলাম তোমাকে ছেড়ে এসে।আমি জানি তার কোন ক্ষমা নেয়।তবে আমার শেষ অনুরোধ রইলো,আমার সন্তানকে নিজের পরিচয়ে বড় করো।ভালো থেকো সবসময়।
আল্লাহ হাফেজ।
এদিকে সান্তা জানতে চাইছে এই সন্তানটা কার।
আমি সান্তার হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বাবুকে কোলে তুলে নিলাম।
সান্তা চিঠিটা পড়তে লাগলো।
চিঠিটা পড়া শেষ করে, আমার কোল থেকে বাবুকে নিয়ে নিল
কি হলো বাবুকে কি এখানে অথবা অন্য কোথাও রেখে যাবো।
না।
তাহলে?
আমি এই বাবুর মা হয়ে সারা জীবন আমার সাথে রেখে দিব।তুমি যদি পারো,তবে বাবুর বাবা পরিচয়টা দিতে পারো।নয়তো,,,,
নয়তো কি?
নয়তো,আমি নাদিয়ার মত এত বোকা নয়,যে বাবুকে নিয়ে বাঁচতে পারবো না।বাবুকে নিয়ে অন্য কোন এক অজানা শহরে চলে যাবো।
কোথাও যেতে হবে না।আর আমি কি একটি বারো বলেছি যে,আমি বাবুর বাবা হবো না।তবে একটা কথা,
কি,,,,,?
তোমার মত মেয়ে পাওয়া,সত্যি ভাগ্যের ব্যপার।
তাই বুজি,আর তোমার মত মানুষ বুজি আরও আছে।।
তাহলে চলো বাড়িতে গিয়ে বাবা মাকে বলি এই সন্তানের কথা।
ওকে।
তারপর বাসায় এসে বাবা মাকে সব কিছু খুলে বললাম।
বাবা শুধু একটা কথায় বলেছিল,যেখানে তোমাদের কোন আপত্তি নেয়।সেখানে আমার কেন আপত্তি থাকবে।বাবা বলল,তার আগে তোমাদের বিয়েটা দেয়া দরকার।নয়তো আবার কে কি বলে ফেলে।আর বিয়েটা আজ রাতেই হবে,কোন আয়োজন হবে না।বুঝতেই পারছো,কেন আয়োজন করা যাবে না।তবে আয়োজন করবো,যখন তোমাদের বিবাহ বার্ষিকি তখন।
আমি আর সান্তা আচ্ছা বলে দিলাম।
(আজকে দিনটা তার মানে আমার কাছে বেস্ট একটা দিন।দুটি ভালবাসার মানুষের কাছে পেলাম।আর কেউ বিশ্বাস ঘাতকও বলতে পারবে না।)
এই কি ভাবতেছো।
কিছুনা।
বাজারে যাও এখন।
কেন?
বাবুর জন্য জামা-কাপর নিয়ে আসবা।
ওকে যাচ্ছি।
আমি বাজারে চলে এলাম।
বাবুর জন্য জামা-কাপর কিনে বাসায় চলে এলাম।
সবাই বাবুকে নিয়ে অনেক মজা করতেছি।বাবুর জন্য আমর মনেই হয়নি,একটু পর আমার বিয়ে।
হঠাৎ দেখি কাজি সাহেব হাজির।
কাজি এসে আমাদের বিয়ে পরিয়ে চলে গেল।
এদিকে বাবুকে নিয়ে আবারও আমরা মেতে ওঠলাম।রাতে খাবার খেয়ে
ঘুমাতে চলে এলাম।আমর রুমে প্রবেশ করতেই দেখতে পেলাম,সান্তা লাল শাড়ি পরে বাবুকে কোলো নিয়ে বসে আছে।
কি ব্যপার,তুমি এখানে কেন।
কেন কোথায় থাকবো তাহলে।
তোমার রুমে।
বিয়ের পরও আলাদা রুমে থাকতে হবে।
ও,,,আমারতো মনেই ছিল না।আমাদের বিয়ে হয়েছে।তা বাবু তোমার কোলে কেন।
আমার বাবু আমার কোলে থাকবে নাতো কার কোলে থাকবে।
তাই বলে আজকে রাতেও।
হুম। আর বাবু ঘুমিয়ে,বাবুকে এক পাসে শুয়িয়ে দিল।আমিও সান্তার পাশে গিয়ে বসলাম।
যখন সান্তাকে আদর করতে যাব,ঠিক তখনি বাবুটা কেঁদে ওঠলো।
তখন সান্তাকে বললাম,যাও বাবুকে নিয়ে অন্য রুমে নিয়ে ঘুমিয়ে পড়,আমি বুঝতে পারছি,তোমাকে আদরটা করা হবে না।
দাড়াও,বাবুকে মায়ের কাছে দিয়ে আসতেছি।।
একটু পর,সান্তা চলে এল,তারপর বুজতেই পারছেন কি হবে,,,,,,।
দেখতে দেখতে আজ ১ বছর কেটে গেল,আজ আমাদের বিবাহ বার্ষিকি।বাবা অনেক বড় আয়োজন করেছে।
আর আমাদের ফ্যামিলিটাও অনেক হ্যাপি একটা ফ্যামিলি।সব কিছু সম্ভব হয়েছে শুধু সান্তার জন্য।আর সান্তা মা হতে চলছে, আমাদের জন্য দোয়া করবেন।
একটা মেয়ে যদি মন থেকে চাই তাহলে একটা ছেলের আগাছোলা জীবনকে সুন্দর সাজিয়ে দিতে পারে।
সবাই ভাল থাকবেন।
(সমাপ্ত)
-----------------------------------
-হুম আমিই শ্রাবন।
তারপর সেই লোক একটা রুমে নিয়ে আমার হাতে একটা চিঠি আর একটা ছোট্ট শিশু আমার কোলে তুলে দিল।ছোট্ট বাবুটা অনেক কিউট।বাবুকে সান্তার কোলে তুলে দিয়ে আমি চিঠিটা পড়তে লাগলাম।,,
"আমার বিশ্বাস ছিল,তুমি এখানে আসবে।হয়তো আমার প্রতি তোমার ভালবাসায় এখানে নিয়ে এসেছে।বাবুকে পেয়েছো কি?হ্যা এটাই আমার বাবু,আমাদের অবৈধ সন্তান।এই সমাজ আমাদের মেনে নিত না।আর আমি একটা মেয়ে হয়ে এই সমাজে এই বাবুটাকে নিয়ে বাঁচতে পারতাম না।আর আমি বাবুটাকেও নষ্ট করতে পারতাম না।কি করে পারবো বলো,মা হয়ে তো নিজের সন্তানকে মেরে ফেলতে পারিনা।তাই নিজেই চলে গেলাম।হয়তো আমি বেঁচে থাকলে বাবু বড় হয়ে সবার কাছে কটু কথা শুনতো।সমাজের মানুষ আমার বাবুকে অবৈধ সন্তান বলে গালি দিত।তখন সেই কষ্ট আমি সইতে পারতাম না।তুমিই বলো,আমার পাপের শাস্তি কেন আমার সন্তান পাবে।আমার করা ভুলের জন্য তো আর নিজের সন্তানের কোন ক্ষতি করতে পারি না।আমি সেদিন যে ভুল করেছিলাম তোমাকে ছেড়ে এসে।আমি জানি তার কোন ক্ষমা নেয়।তবে আমার শেষ অনুরোধ রইলো,আমার সন্তানকে নিজের পরিচয়ে বড় করো।ভালো থেকো সবসময়।
আল্লাহ হাফেজ।
এদিকে সান্তা জানতে চাইছে এই সন্তানটা কার।
আমি সান্তার হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বাবুকে কোলে তুলে নিলাম।
সান্তা চিঠিটা পড়তে লাগলো।
চিঠিটা পড়া শেষ করে, আমার কোল থেকে বাবুকে নিয়ে নিল
কি হলো বাবুকে কি এখানে অথবা অন্য কোথাও রেখে যাবো।
না।
তাহলে?
আমি এই বাবুর মা হয়ে সারা জীবন আমার সাথে রেখে দিব।তুমি যদি পারো,তবে বাবুর বাবা পরিচয়টা দিতে পারো।নয়তো,,,,
নয়তো কি?
নয়তো,আমি নাদিয়ার মত এত বোকা নয়,যে বাবুকে নিয়ে বাঁচতে পারবো না।বাবুকে নিয়ে অন্য কোন এক অজানা শহরে চলে যাবো।
কোথাও যেতে হবে না।আর আমি কি একটি বারো বলেছি যে,আমি বাবুর বাবা হবো না।তবে একটা কথা,
কি,,,,,?
তোমার মত মেয়ে পাওয়া,সত্যি ভাগ্যের ব্যপার।
তাই বুজি,আর তোমার মত মানুষ বুজি আরও আছে।।
তাহলে চলো বাড়িতে গিয়ে বাবা মাকে বলি এই সন্তানের কথা।
ওকে।
তারপর বাসায় এসে বাবা মাকে সব কিছু খুলে বললাম।
বাবা শুধু একটা কথায় বলেছিল,যেখানে তোমাদের কোন আপত্তি নেয়।সেখানে আমার কেন আপত্তি থাকবে।বাবা বলল,তার আগে তোমাদের বিয়েটা দেয়া দরকার।নয়তো আবার কে কি বলে ফেলে।আর বিয়েটা আজ রাতেই হবে,কোন আয়োজন হবে না।বুঝতেই পারছো,কেন আয়োজন করা যাবে না।তবে আয়োজন করবো,যখন তোমাদের বিবাহ বার্ষিকি তখন।
আমি আর সান্তা আচ্ছা বলে দিলাম।
(আজকে দিনটা তার মানে আমার কাছে বেস্ট একটা দিন।দুটি ভালবাসার মানুষের কাছে পেলাম।আর কেউ বিশ্বাস ঘাতকও বলতে পারবে না।)
এই কি ভাবতেছো।
কিছুনা।
বাজারে যাও এখন।
কেন?
বাবুর জন্য জামা-কাপর নিয়ে আসবা।
ওকে যাচ্ছি।
আমি বাজারে চলে এলাম।
বাবুর জন্য জামা-কাপর কিনে বাসায় চলে এলাম।
সবাই বাবুকে নিয়ে অনেক মজা করতেছি।বাবুর জন্য আমর মনেই হয়নি,একটু পর আমার বিয়ে।
হঠাৎ দেখি কাজি সাহেব হাজির।
কাজি এসে আমাদের বিয়ে পরিয়ে চলে গেল।
এদিকে বাবুকে নিয়ে আবারও আমরা মেতে ওঠলাম।রাতে খাবার খেয়ে
ঘুমাতে চলে এলাম।আমর রুমে প্রবেশ করতেই দেখতে পেলাম,সান্তা লাল শাড়ি পরে বাবুকে কোলো নিয়ে বসে আছে।
কি ব্যপার,তুমি এখানে কেন।
কেন কোথায় থাকবো তাহলে।
তোমার রুমে।
বিয়ের পরও আলাদা রুমে থাকতে হবে।
ও,,,আমারতো মনেই ছিল না।আমাদের বিয়ে হয়েছে।তা বাবু তোমার কোলে কেন।
আমার বাবু আমার কোলে থাকবে নাতো কার কোলে থাকবে।
তাই বলে আজকে রাতেও।
হুম। আর বাবু ঘুমিয়ে,বাবুকে এক পাসে শুয়িয়ে দিল।আমিও সান্তার পাশে গিয়ে বসলাম।
যখন সান্তাকে আদর করতে যাব,ঠিক তখনি বাবুটা কেঁদে ওঠলো।
তখন সান্তাকে বললাম,যাও বাবুকে নিয়ে অন্য রুমে নিয়ে ঘুমিয়ে পড়,আমি বুঝতে পারছি,তোমাকে আদরটা করা হবে না।
দাড়াও,বাবুকে মায়ের কাছে দিয়ে আসতেছি।।
একটু পর,সান্তা চলে এল,তারপর বুজতেই পারছেন কি হবে,,,,,,।
দেখতে দেখতে আজ ১ বছর কেটে গেল,আজ আমাদের বিবাহ বার্ষিকি।বাবা অনেক বড় আয়োজন করেছে।
আর আমাদের ফ্যামিলিটাও অনেক হ্যাপি একটা ফ্যামিলি।সব কিছু সম্ভব হয়েছে শুধু সান্তার জন্য।আর সান্তা মা হতে চলছে, আমাদের জন্য দোয়া করবেন।
একটা মেয়ে যদি মন থেকে চাই তাহলে একটা ছেলের আগাছোলা জীবনকে সুন্দর সাজিয়ে দিতে পারে।
সবাই ভাল থাকবেন।
(সমাপ্ত)