27-08-2020, 02:34 PM
(26-08-2020, 09:34 PM)Mr Fantastic Wrote: নাহ, প্রশংসা করার জন্য কোনো বিশেষণই যথেষ্ট নয়। এই Lekhak কিন্তু গল্পের বুনন, ভাষাশৈলী, নিখুঁত বাস্তব বর্ণনা, চরিত্রগুলোর বাস্তবায়ণ করার ক্ষমতায় নিজেকে অনন্য আসনে তুলে ধরতে পারেন। এই গল্পটা নিঃসন্দেহে ওঁনার সেরার সেরা সৃষ্টি। খুব খারাপ লাগে এরকম একজন দক্ষ লেখক হারিয়ে গেলেন, যেভাবে আমি গল্পটা পড়তে পড়তে কাহিনীর মধ্যে হারিয়ে গিয়েছিলাম। অ-সাধারণ তকমা এরকম গল্পের উপরই দেওয়া যায়।হা উনি একজন বড় মাপের লেখক।আর উনার লেখার ভাষা অতুলনীয়!! সাইটা তো পারিবারিক গল্পের ভান্ডার হয়ে গেছে।যেটা আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করিনা !আর সব বস্তা পচা গল্প। কয় একজন লেখক আছে এখন সাইটে কিন্তু তাড়াও কেমন ঝিমিয়ে গেছে। তাই আমি কষ্ট করে আপনাদের মত রুচিশীল পাঠকদের জন্য এই গল্প গুলা পোষ্ট করার চেষ্টা করি।।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!