27-08-2020, 02:15 PM
প্রতিদিনই মনামী লক্ষ করতো সামনের বেঞ্চ এ বসে বাংলা অধ্যাপক সুপ্রিয় বোসের ক্রোধান্বিত দৃষ্টি তার দিকে| একদিন ক্লাসের সকলের সামনে তার লো-কাট টপ নিয়ে তাঁর কুটিল মন্তব্য এবং তারপরেই প্রায় টানা ৪৫ মিনিট এ যুগের মেয়েদের কুরুচিপূর্ণ পোশাকের সমালোচনা শুনে সে বুঝতে পারে তাঁর ক্রোধের কারণ| মনে মনে সে সেদিন হেসেছিলো কারণ এখনো অধ্যাপক নিজে ধুতি-পাঞ্জাবীর উপরে উঠতে পারেন নি| এছাড়া অপর কোনো শিক্ষকের তার পোশাক নিয়ে কোনো আপত্তি সে শোনেনি, বরং তাঁদের চোরা দৃষ্টি ও তার সাহসী পোশাক নিয়ে মন্তব্য সুবিধাজনকভাবে উপেক্ষা করে যাওয়ায় সে অভ্যস্ত ছিল|
কিন্তু সে সত্যিই রেগে ওঠে যখন ষান্মাসিক পরীক্ষায় বাংলায় সে পাশ নম্বরের ১০ কম পায়| এই নিয়ে সে স্টাফরুমে অধ্যাপকের সাথে কথা বলতে গেলে তিনি সক্রোধে ব্যক্ত করেন যে সে ‘বাংলাতে লিখতেই শেখেনি’! সেদিন ঝড়ের গতিতে অপমানিত হয়ে বেরিয়ে আসে মনামী|
তবে বাড়িতে এসে নিভৃতে চিন্তা করে মনামী স্থির সিদ্ধান্ত নেয় সে কিছুতেই ফাইনাল এ বাংলায় ফেল করতে পারবে না| এবং সে জন্য তাকে অধ্যাপকের মন জয় করতেই হবে, যে করেই হোক| কিন্তু এ কাজ তার কাছে অতো সহজ নয় তার কারণ আপতভাবে তার প্রধান অস্ত্র – যা কিনা তার যৌন আবেদন, তা অধ্যাপকের বিষদৃষ্টির স্বীকার| কিন্তু যে করেই হোক, মনামী ভাবে, সে একবার শেষ চেষ্টা করে দেখবে|
কিন্তু সে সত্যিই রেগে ওঠে যখন ষান্মাসিক পরীক্ষায় বাংলায় সে পাশ নম্বরের ১০ কম পায়| এই নিয়ে সে স্টাফরুমে অধ্যাপকের সাথে কথা বলতে গেলে তিনি সক্রোধে ব্যক্ত করেন যে সে ‘বাংলাতে লিখতেই শেখেনি’! সেদিন ঝড়ের গতিতে অপমানিত হয়ে বেরিয়ে আসে মনামী|
তবে বাড়িতে এসে নিভৃতে চিন্তা করে মনামী স্থির সিদ্ধান্ত নেয় সে কিছুতেই ফাইনাল এ বাংলায় ফেল করতে পারবে না| এবং সে জন্য তাকে অধ্যাপকের মন জয় করতেই হবে, যে করেই হোক| কিন্তু এ কাজ তার কাছে অতো সহজ নয় তার কারণ আপতভাবে তার প্রধান অস্ত্র – যা কিনা তার যৌন আবেদন, তা অধ্যাপকের বিষদৃষ্টির স্বীকার| কিন্তু যে করেই হোক, মনামী ভাবে, সে একবার শেষ চেষ্টা করে দেখবে|