27-08-2020, 12:35 AM
দানা, ইন্দ্রাণীকে ছাড়তে যায় ওর বাড়িতে। ফ্লাটের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ইন্দ্রাণী ওর হাত ধরে দাঁড়িয়ে থাকে। এই মনে হয় শেষ স্পর্শ,এর পরে কি আর দানাকে সেই ভাবে স্পর্শ করতে পারবে? ওর বুকে ওর স্বামী রঞ্জনের হারিয়ে যাওয়া ভালোবাসা, দানার পাশে এই বারে মহুয়ার দেখা পাবে। মুক ইন্দ্রাণীর ঠোঁটের ভাষা অনেক কিছু বলে দেয়। দানা ওর হাত ধরে ঠোঁটের কাছে এনে আলতো চুমু খেয়ে বলে, "পাশে নেই তো কি হয়েছে, পেছনে থাকবো।"
ইন্দ্রাণী নিজের হাত ছাড়িয়ে নেয় না, ওর ঠোঁটের উষ্ণতার পরশ অন্তিম বারের মতন অঙ্গে মাখিয়ে বলে, "মহুয়া কে দেখো। আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও ওর কাছে ফিরে যাও দানা।"
আর এইবারে গুমটিতে গিয়ে লাভ নেই। মহুয়ার ফ্লাটকেই নিজের বাসস্থান করে নিতে আর দ্বিধাবোধ হয় না। মনের আনন্দে এক রকম লাফাতে লাফাতে ফ্লাটে ঢোকে। ঢুকেই মহুয়াকে জড়িয়ে ধরতে হাত বাড়ায়।
হাত বাড়াতেই গালের ওপরে মহুয়ার কোমল হাতের এক চড়, "শয়তান ছেলে, আগে থেকে বলা নেই কওয়া নেই। দুম করে এমন একজন কে বাড়িতে আনতে আছে নাকি? কিছুই খেতে দিতে পারলাম না, কি ভাবল বলো তো?"
দানা হাসবে না কাঁদবে ভেবে পায় না, গালের ওপরে হাত বুলিয়ে ওকে কাছে টেনে বলে, "পাপড়ি, গতকাল রাতে যে তুমি আমার ফোন উঠাও নি।"
"পাপড়ি" নাম শুনে ওর বাহু ডোরে নিজেকে সঁপে দেয়। মহুয়ার কোমরে হাত দিয়ে দানা কাছে টেনে ধরে। দিনের আলোতে একটু খানি আড়ষ্ট ভাব দেখায় কিন্তু এতদিন পরে বুকের মাঝে ভালোবাসা পেয়ে চিত্ত ছলকে ওঠে। দানার প্রশস্ত ছাতির সাথে মহুয়ার কোমল উন্নত স্তন যুগল পিষে যায়। দানা, ইচ্ছে করেই ওই কোমল উষ্ণ স্তনের ছোঁয়া পেতে ওকে আরো নিবিড় করে কঠিন বাহুপাশে বেঁধে ফেলে। কঠিন ছাতির ওপরে কোমল স্তনের চাপ, প্রেম তৃষ্ণার্ত শরীরের উষ্ণতা পরস্পরের শরীরে ছড়িয়ে উত্তপ্ত করে তোলে আশেপাশের বাতাস। এতক্ষণ "পাপড়ি" নাম শুনে ওর দিকে তাকাতে পারছিল না। ধীরে ধীরে, দানার দিকে মুখ তুলে তাকায়। দানা একটু ঝুঁকে পড়ে প্রেমিকা, মহুয়ার মুখের ওপরে, চশমা ভেদ করে চোখের কালো মনির মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। প্রগাড় প্রেমের আবেগে মহুয়ার গোলাপি নরম ঠোঁট জোড়া অল্প খুলে যায়, ঠোঁটের পেছনে দুই সারি মুক্তো সাজানো।
দানা ওর মুখের ওপরে আলতো উষ্ণ শ্বাস বইয়ে বলে, "পাপড়ি তুমি ভারী সুন্দরী।"
মহুয়া ওর কাঁধের ওপরে হাত রেখে নিজেকে ওর সাথে চেপে ধরে। দুই চোখে গভীর প্রেমে বারিধারা। ঠোঁট জোড়া একটু কেঁপে ওঠে, মিহি প্রেমঘন কণ্ঠে ওকে বলে, "একবারের জন্য ভেবেছিলাম তোমাকে আর ফিরে পাবো না। বড় ভয় করেছিল, ইন্দ্রাণীদিকে বড় হিংসে হয়েছিল।"
দানা ওর পিঠের ওপরে হাত বুলিয়ে বলে, "জানি সোনা, তোমার কষ্ট আমি বুঝেছিলাম। এখন আর ওই কথা নয় সোনা, এখন শুধু আমি আর তুমি।"
দানা ওকে টেনে ধরে, নিজের সাথে মিলিয়ে দেয়। মহুয়ার বুকের ধুকপুকানি নিজের ছাতির ওপরে অনুভব করতে পারে। মহুয়ার শরীর ধীরে ধীরে আসন্ন প্রেমের মিলনের উত্তেজনায় উত্তপ্ত হতে শুরু করে দেয়।
ওর চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, "জিত, এখন কিন্তু রাত হয় নি।"
দানা আর থাকতে পারে না, নাকের ওপরে নাক ঘষে বলে, "দিন রাত দেখে লাভ নেই সোনা।"
মহুয়ার অল্প ঠোঁটের ফাঁক দিয়ে উষ্ণ শ্বাস প্রশ্বাস দানার বুকে কামনার লেলিহান শিখা জ্বালিয়ে দেয়। পুরুষাঙ্গ ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। দানা, ওর কোমর টেনে কাছে এনে, ওর নরম তলপেটের ওপরে নিজের কঠিন উদ্ধত পুরুষাঙ্গ আলতো চেপে ধরে।
দানা মিহি প্রেমঘন কণ্ঠে ওকে বলে, "তোমার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে যেটা উপেক্ষা করা যায় না। ওই কাজল চোখের গভীরে হারিয়ে যেতে ইচ্ছে করে, শরীরে এক অনির্বচনীয় মাদকতা ভরে রয়েছে।"
মহুয়া মিষ্টি হেসে চোখ বড় বড় করে বলে, "বাপ রে, এতো কথা শিখলে কোথা থেকে, জিত? নয়নার কাছে কি ওর সিনেমার স্ক্রিপ্ট পড়তে নাকি?"
নয়নার নাম শুনতেই একটু কামোত্তেজিত হয়ে ওঠে সেই সাতে একটু বিতৃষ্ণা। মহুয়াকে একটু জোরে চেপে ধরে বলে, "পাপড়ি, এই সময়ে ওই ছেনালের নাম না আনলেই পারতে। তুমি যা মিষ্টি, তোমাকে দেখে যে কোন কারুর মন গলে যাবে।"
মহুয়া ওর ঠোঁটের ওপরে আলতো ফু দিয়ে বলে, "আমার মিষ্টি শুধু তোমার কাছে। এবারে একটু ছাড়ো, মেয়ে দেখে ফেললে লজ্জায় পড়ে যাবো।"
দানা ওর চোখের ভেতরে গভীর ভাবে তাকিয়ে বলে, "বাবা মা একটু প্রেম করতে পারে না নাকি?"
দানা ওর ঠোঁটের ওপরে ঠোঁট নিয়ে যায়। মহুয়া নিজের রসালো নরম ঠোঁট মেলে দানার পুরু ঠোঁটকে আহবান জানায়। আলতো করে মহুয়ার নরম ঠোঁটের ওপরে পুরু কালো ঠোঁট ছুঁয়ে যায়। মহুয়া ওর কাঁধ ছেড়ে, মাথার পেছন আঁকড়ে ধরে, প্রেমঘন চুম্বনকে আরো গভীর করে তোলে। দানা, ওর কোমর জড়িয়ে নিজের সাথে প্রেমিকার কমনীয় দেহপল্লব মিলিয়ে নেয়। মহুয়ার চোখের পাতা প্রগাঢ় প্রেমের আবেগে ভারী হয়ে আসে। মহুয়ার কুসুম কোমল অধর নিজের ঠোঁটের মাঝে নিয়ে চুষতে শুরু করে দেয়। ডান হাত নেমে যায় কোমরের নিচে, শাড়ির ওপর দিয়েই মহুয়ার কোমল নিটোল পাছা নিজের কঠিন থাবার মধ্যে পিষে ধরে নিজের ঊরুসন্ধির ওপরে মহুয়ার ঊরুসন্ধি চেপে ধরে। কঠিন উদ্ধত লিঙ্গের পরশে মহুয়ার কমনীয় দেহ পল্লবে প্রেমের শিহরণ বয়ে যায়। গোলাপি শিক্ত জিব দানার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে, ওর জিব নিয়ে কামঘন খেলায় মেতে ওঠে। দুই বিরহ কাতর, তৃষ্ণার্ত কপোত কপোতী প্রেমের খেলায় মজে যায়। সময় ওদের চারপাশে থমকে দাঁড়িয়ে পড়ে।
ঠিক এমন সময়ে, ছোট্ট রুহি কোথা থেকে দৌড়ে এসে ওদের মাঝে ঢুকে পড়ে। লজ্জায় মহুয়া লাল হয়ে যায়, সেই সাথে দানাও লজ্জায় লাল হয়ে যায়। রুহিকে কোলে নিতেই, দানার গালে ছোট্ট চুমু খেয়ে আদো আদো কণ্ঠে বলে, "ডাডা, মাই কিসি?" "ড্যাড" এর পরিবর্তে দানাকে "ডাডা" বলতে শিখিয়েছে মহুয়া।
মহুয়া ওর আলিঙ্গন পাশ ছাড়িয়ে দানার কান আলতো টেনে বলে, "বলেছিলাম রাত পর্যন্ত অপেক্ষা করতে। কিছুতেই শুনবে না। এবারে মেও সামলাও।" বলেই কমনীয় দেহ পল্লবে এক মাদকতা ময় হিল্লোল তুলে দানাকে আর রুহিকে ছেড়ে কাজে লেগে পড়ে।
অগত্যা দানা, কচি রুহিকে নিয়ে বাড়ি সামনের পার্কে খেলতে বেড়িয়ে যায়। এখন থেকে এই ওর সর্বস্ব।