Thread Rating:
  • 32 Vote(s) - 3.22 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
মহানগরের আলেয়া
ওকে ওই ভাবে নতমস্তকে বাড়ি ছেড়ে বেড়িয়ে আসতে দেখে মনা আর পিন্টু কারন জিজ্ঞেস করে। দানা জানায় কিছু কারনে ওর আর মহুয়ার মধ্যে ঝগড়া হয়েছে তাই একটু ভারাক্রান্ত কিন্তু মনা আর পিন্টু যেন এই বাড়ি পাহাড় দেয়। ক্ষণিকের জন্যেও যেন মহুয়া আর রুহিকে চোখের আড়াল না করে। মনা আর পিন্টু জানিয়ে দেয়, যতক্ষণ ওদের শরীরে জীবন থাকবে ততক্ষণ কেউ "মহুয়া ম্যাডামের" আর "রুহি সোনার" চুলের ডগা ছুঁতে পারবে না।

দানা অনেকক্ষণ মহুয়ার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে। বুকের মধ্যে ঝড় বয়ে যায়, কিছুতেই সেই ঝড় শান্ত করতে পারে না। কেন নয়নার ছলনার কবলে পড়েছিল? কেন নয়নার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছিল, এতকিছু যদি দানা না করত তাহলে এই পর্যায়ে কখন পৌঁছাত না। মহুয়ার কথা মেনে নয়নার কাজে যোগ না দিয়ে যদি সেই সময়ে দানা একটা ব্যাবসা করত তাহলে ওর জীবনের খাত অন্যদিকে বয়ে যেত। একটা সুখী জীবন যাপন করতে পারত। একটা সুন্দরী স্ত্রী, একটু ফুটফুটে কচি শিশু ওর হতে পারত। দানা যে নিজের জীবন নিজে হাতে বারেবারে খন্ডন করেছে। এইবারে দানাকে সব ভুল অঙ্ক আবার করে কষতে হবে। তবে ইন্দ্রাণীকে অথবা মহুয়াকে হয়ত আর ফিরে পাবে না। ইন্দ্রাণী কেমন আছে? অনেকদিন ওর কোন খবর নেই। যদিও বলাই আর শক্তিকে ওর বাড়ির ওপরে নজর রাখতে পাঠিয়েছে তাও এক বার মন মাঝি চঞ্চল হয়ে ওঠে ইন্দ্রাণীকে দেখার জন্য।

এতক্ষণে নয়না নিশ্চয় বাড়িতে ফিরে গেছে। কি করছে নয়না? গত রাতে ভীষণ উত্তেজক ভাবে নয়নার কোমল দেহ পল্লব দুমড়ে মুচড়ে খামচে চাপড়ে নর খাদক অসুরের মতন ;., করে গেছে। নয়না ওর সাথীদের সাথে এতক্ষণে নিশ্চয় দানার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছে। কি পদক্ষেপ নিতে পারে নয়না। বাপ্পা নস্করের কাছে যাবে না বিমান চন্দের কাছে যাবে। বাপ্পা নস্করের কাছে গেলে দানার হাতে ওর বিরুদ্ধে মোক্ষম অস্ত্র তৈরি আছে। ওর মোবাইলে বিমান আর নয়নার একত্রের ছবি। বিমানের পরনে শুধু মাত্র একটা তোয়ালে আর নয়নার পরনেও একটা তোয়ালে। একটা নির্জন বাড়ির মধ্যে দুই পূর্ণ বয়স্ক নারী পুরুষ তোয়ালে গায়ে দিয়ে হুতুম পেঁচার গল্প অন্তত করে না সেটা সবাই জানে।

এইবারে বাপ্পা নস্করের কাছে যাওয়া উচিত। ওকে জানাতে হবে যে দানা আর নয়নার গাড়ি চালাতে চায় না। কিন্তু যদি বাপ্পা নস্কর ওকে জিজ্ঞেস করে যে দানা এরপরে কি করবে তাহলে দানা কি উত্তর দেবে? না না, দানা বলবে ও কোন একটা ব্যাবসা করতে চায়। কিন্তু টাকা কোথায়? নয়নাকে শাসিয়ে ব্যাবসার টাকা আদায় করবে।

কিছুক্ষণ পরে দানা, বাপ্পা নস্করের বাড়িতে পৌঁছে যায়। এত সকালে দানাকে দেখে বাপ্পা নস্কর আশ্চর্য চকিত হয়ে ওকে আসার কারন জিজ্ঞেস করে।

দানা ওকে বলে, "আপনার সাথে একটু ব্যাক্তিগত আলোচনা করার আছে।" বাপ্পা নস্কর উৎসুক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। দানা ওকে বলে, "আমি আর নয়নার গাড়ি চালাতে চাই না।"

বাপ্পা নস্কর অবাক হয়ে প্রশ্ন করে, "কেন রে কি হয়েছে? ভালোই ত চলছিল।"

দানা মাথা চুলকে, ঠোঁট মেকি হাসি দিয়ে বলে, "না মানে নিজের ব্যাবসা করার ইচ্ছে আছে তাই আর গাড়ি চালাতে চাই না।"

বাপ্পা ভুরু কুঁচকে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে জিজ্ঞেস করে, "সেটা বেশ কিন্তু আমার খবর দবরের কি হবে তাহলে?"

দানা মিচকি হেসে উত্তরে বলে, "তিন মাসে নয়না কোথায় গেছে কার সাথে গেছে সব আমি আপনাকে জানিয়েছি। আমার মনে হয় এই ছাড়া নয়না আর কোথাও যায় না।"

বাপ্পা নস্কর ওর কথা বিশ্বাস করে নেয়। দানা সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বলে, "আমি ব্যাবসা করলে আপনি আমাকে সাহায্য করবেন?"

পয়সা পিশাচ বাপ্পা কিঞ্চিত হেসে ওকে বলে, "আচ্ছা দেখা যাবে। তুই কি করতে চাস সেটা আগে বল।"

দানা মাথা চুলকে খানিকক্ষন ভেবে বলে, "দেখি কিছু এখন ঠিক করিনি তবে নয়নার গাড়ি আমি আজ থেকে আর চালাবো না।" এই বলে বাপ্পার সামনে পকেট থেকে পিস্তল, সাইলেন্সার আর ম্যাগাজিন গুলো রেখে দেয়।

ঠিক সেই সময়ে বাপ্পার কাছে একটা ফোন আসে। ফোনের কথাবার্তা শুনে দানার কান খাড়া হয়ে যায় সেই সাথে বাপ্পা বারেবারে দানার দিকে তাকিয়ে দেখে। বাপ্পার কথোপকথন দানার কানে ভেসে আসে, "হ্যাঁ কি হয়েছে?..... হ্যাঁ একটু আগেই আমার কাছে এসেছিল। হ্যাঁ নিজেই বলেছে..... কি হয়েছে ঠিক বলো তো?..... তাই নাকি আচ্ছা ওকে আমি জিজ্ঞেস করে নেব..... "

ফোন ছেড়েই বাপ্পা নস্কর দানাকে গুরু গম্ভির কণ্ঠে প্রশ্ন করে, "কি রে কাল রাতে নয়নার সাথে কি হয়েছিল?"

দানা ঠিক এটাই ভয় করেছিল। ফোনের ওইপাশে তাহলে নয়না ছিল। বুক দুরুদুরু করে ওঠে, ক্রোধে শরীর জ্বলে ওঠে। ওর শেষ সম্বল বিমানের সাথে নয়নার ছবি গুলো তাহলে এই বারে বাপ্পাকে দেখাতেই হবে।

বাপ্পা টেবিল থেকে পিস্তল হাতে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে, দানাকে বলে, "আরে বাবা, নয়না অভিনেত্রী মানুষ। একটু খানি ঝগড়া হয়েছে বলে কি কাজ ছেড়ে দিবি নাকি? যা যা নয়নার কাছে ক্ষমা চেয়ে নিস আর ওর গাড়ি চালতে শুরু কর।"

দানার চোয়াল শক্ত হয়ে যায়। এ আবার কোন নতুন খেলায় নেমেছে নয়না। বাপ্পার কাছে দানার নামে শুধু মাত্র ঝগড়ার নালিশ করে গেল কেন? নয়নার চাল ঠিক বোধগম্য হল না। নয়না ফোন করে শুধু মাত্র দানাকে সরাতে বলেছে আর কিছু জানায় নি।

দানা কিছুতেই আর নয়নার গাড়ি চালাবে না তাই বাপ্পাকে বিনয়ের সহিত বলে, "না বাপ্পাদা এবারে নিজের ব্যাবসা, আর গাড়ি নয়।"

বাপ্পা খানিক হেসে ওর পিঠ চাপড়ে বলে, "আবার একটা তোর মতন ভালো বিশ্বাসী ড্রাইভার কোথায় পাই বলত? আচ্ছা এইবারে চলে যাচ্ছিস কিন্তু মনে রাখিস আমার কথা।"

কি কথা? দানা উৎসুক হয়ে ওর মুখের দিকে তাকাতেই বাপ্পা হেসে বলে, "নয় মাস পরে কিন্তু নির্বাচন। তোর এলাকার সব ভোট আমার চাই।" তারপরে গলা নামিয়ে বলে, "অরুনকান্তি বাবুকে একটু বলে কয়ে দেখিস, মাঝে মাঝে দলে এলে ভালো লাগে আর কি।"

দানা মনে মনে হেসে ফেলে, একবার তোমাকে বাগে পাই তাহলে তোমার সব চর্বি গলিয়ে দেব আমি। মাথায় দুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বাপ্পা নস্করের বাড়ি থেকে বেড়িয়ে আসে। কিন্তু মনের মধ্যে হাজার প্রশ্ন ভিড় করে আসে। কেন নয়না ওর বিরুদ্ধে বাপ্পা নস্করের কাছে কোন নালিশ করল না। হয়ত বিমানের কাছে ওর নালিশ করবে। তবে এখন ওর সাথে বিমানের দেখা হয়নি। দানা একা নয় ওর পেছনে প্রচুর লোকবল রয়েছে। ঠাণ্ডা মাথায় এইবারে কাজ সারতে হবে।
Like Reply


Messages In This Thread
RE: মহানগরের আলেয়া - by Mr Fantastic - 24-08-2020, 04:53 PM



Users browsing this thread: 8 Guest(s)