24-08-2020, 08:32 AM
(24-08-2020, 07:12 AM)rialthakur Wrote: আপনার লেখা সত্যিই অসাধারণ। আপনি যেভাবে পরিবেশের বর্ণনা দেন সেগুলো পড়তে খুব ভাল লাগে। কিন্তু আপনার শেষ আপডেটে চরিত্র গুলো নিজেদের মধ্যে খুব অল্প সংলাপ করেছে। আপনি যেভাবে সংলাপ লেখেন তা অসাধারণ, আপনার গল্পের মূল আকর্ষণ হচ্ছে সংলাপ(আমার মতামত)।হয়ত আপনার হয়ত এই গল্প শেষ করার তাড়া ছিল। পাহাড়ের গহীনের অনেক সংলাপ এখনও মাথায় ঘুরতেছে।তাড়াহুড়ো করে লিখতে গিয়ে সংলাপ বাদ দিবেন না। আমি আপনার লেখার ভক্ত।
ভাল থাকবেন।
খুব ভালো লাগল আপনার সুনিপুণ বচন। আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। এটা আর কেউ ধরতে পেরেছে কিনা জানিনা, তবে আপনি ধরেছেন এবং প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে।
সংলাপ বা কথপোকথন একটু কমই ছিল "তিস্তা পাড়ের সুফলা " গল্পটিতে। এটা অস্বীকার করার উপায় নেই। এর কারণ আপনি যা উল্লেখ করেছেন সেটাই, গল্পটা শেষ করার একটা তাড়া ছিল।
মাথায় কিছু আসছিল না বলে, প্রায় একমাস কোন আপডেট দিতে পারিনি। একটা গল্পকে কত আর ঝুলিয়ে রাখব বলেন! তাই সংলাপ সৃষ্টির কষ্টকর প্রচেষ্টায় যেতে চাইনি বলা যায়। তাও আপনারা পছন্দ করেছেন, এটাই প্রাপ্তি।