Thread Rating:
  • 32 Vote(s) - 3.22 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
মহানগরের আলেয়া
রাত প্রায় বারোটা বাজে, এতরাতে এই শীতে সবাই প্রায় গভীর ঘুমে আচ্ছন্ন। সুমিতা আর নয়নার সাহায্যে, দানা সঙ্গীতার নিঃসাড় দেহ চাদরে জড়িয়ে গাড়ির পেছনে উঠিয়ে দেয়। নয়না অত সহজে কাউকে ঠিক বিশ্বাস করে না তাই দানার সাথে সুমিতাকে পাঠায়। দানা প্রমাদ গোনে, ভেবেছিল সঙ্গীতাকে গুমটিতে না নিয়ে গিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু পাশে সুমিতা থাকায় সেটা সম্ভব হয় না। নিরুপায় দানা, গাড়ি চালিয়ে কালী পাড়ার বস্তিতে আসে। শীতকালের অত রাতে বস্তির কেউ জেগে না থাকাতে ওদের বেশ সুবিধে হয়। সঙ্গীতাকে চাদরে মুড়ে সুমিতা আর দানা নিজের গুমটির মধ্যে নিয়ে আসে।


গুমটির মধ্যে ঢুকে দানা একবার ভাবে এইখানে সুমিতাকে মেরে ফেললে, কেউ জানতে পারবে না, কিন্তু ঠিক সেই সময়ে নয়না ফোন করে জেনে নেয়, দানার খবর। সুমিতা, নয়নার গাড়ি নিয়ে ফিরে যায়, ফেরার আগে একবার সঙ্গীতার মুখের ওপরে চাদর সরিয়ে দেখে নেয়। দানার নির্দেশ মতন সঙ্গীতা চোখ বুজে চুপচাপ পড়েছিল তাই সুমিতার মনে কোন সন্দেহের উদ্রেক হয় না। সুমিতা ওর কাঁধ চাপড়ে, চোখ টিপে ইশারা করে বলে যায় রাতে ভালো করে আয়েশ করে সঙ্গীতাকে ভোগ করতে আর সকাল হলে যেন সঙ্গীতাকে ভালো ভাবে শাসিয়ে দেয়, যদি কোনোদিন নয়নার পথের কাঁটা হয় তাহলে পরেরবার আর ;., করাবে না, সোজা পরপারের টিকিট কাটিয়ে পাঠিয়ে দেবে। সুমিতা আর নয়না যেন এক ধাতুর তৈরি মহিলা, দুই নারীর ধূর্ত রূপ দেখে দানা সতর্ক হয়ে যায়। মাথা নেড়ে জানিয়ে দেয়, সুমিতার কথা মতন কাজ হবে।



সুমিতা, চলে যেতেই, দানা সঙ্গীতার চোখে মুখে জলের ছিটে মেরে উঠিয়ে দিয়ে বলে যে সুমিতা চলে গেছে। মুখ খুলে হাত পা খুলে দিতে, সঙ্গীতা একটু আরাম করে বসে। দানা জল এনে সঙ্গীতাকে খেতে দেয়। আঁচর কামরের দাগের ওপরে লাগানোর জন্য বোরোলিন ধরিয়ে দেয়। সঙ্গীতা জল খেয়ে সুস্থ হয়ে বসে দানাকে এই জায়গার কথা জিজ্ঞস করে। দানা জানায় ওকে নিয়ে নিজের বস্তির গুমটিতে এসেছে। কালী পাড়া নাম শুনে, সঙ্গীতা বলে কাছেই নাকি ওর মাসির বাড়ি। ওই পাল বাগানে একটা বড় ফ্লাটের চারতলায় থাকে ওর ছোট মাসি। সঙ্গীতাকে পরের দিন সকালে ওর মাসির বাড়ি পৌঁছে দেবে বলে কথা দেয় দানা। ক্লান্ত, সঙ্গীতার চোখে কিছুতেই ঘুম আসে না। বিছানায় বসে রাগে দুঃখে, চরম অপমানে সাপের মতন ফুঁসতে থাকে।



দানা ওকে জিজ্ঞেস করে, "আচ্ছা ঠিক করে বলো, তুমি কি জানো যে নয়না তোমাকে মারতে চায়?"



দানা মোবাইল বের করে সঙ্গীতার কথা রেকর্ড করতে শুরু করে দেয়। কোন সময়ে এই তথ্য ওর কাজে লাগতে পারে। সঙ্গীতা ওর তদন্তের কথা বলতে শুরু করে। মাঝেরহাটের দিকে জলা জমি, ধানা জমি বুজিয়ে যে নতুন শহর নির্মাণের কাজ চলছে, সেইখানে প্রচুর আর্থিক আর জমি কেলেঙ্কারির খবর পায়। সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে জানতে পারে এর পেছনে আসলে বাপ্পা নস্করের মাথা। বাপ্পা নস্কর, চাষিদের স্থানীয় লোকেদের হুমকি দিয়ে বেনামে কম দামে প্রচুর জমি জমা কিনেছে, তারপরে সেই জমির চড়া দামে কোন প্রমোটারকে, বিল্ডারদের বিক্রি করেছে। সরকারী নথিপত্র নয়ছয় করে প্রচুর জমিজমা নিজের নামে করে নিয়েছে। এ ছাড়াও বিমান বন্দরে যাওয়ার পথের দুই দিকে ব্যাঙ্গের ছাতার মতন গজিয়ে ওঠা বহু ফ্লাট বাড়ি, আবাসনে ওর বেনামে শেয়ার আছে। বাপ্পা নস্করের পেছনে ঘুরতে ঘুরতে, অভিনেত্রী নয়না বোসের সাথে ওর গোপন সম্পর্কের কথা জানতে পারে।
Like Reply


Messages In This Thread
RE: মহানগরের আলেয়া - by Mr Fantastic - 20-08-2020, 08:08 PM



Users browsing this thread: 6 Guest(s)