Thread Rating:
  • 50 Vote(s) - 3.42 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
নতুন জীবন - Written By sagnik
#37
নতুন জীবন – ০৭

মৃগাঙ্কীর জ্বর। বিকেলে পাওলা বৌদি
ফোন করে জানালো সাগ্নিককে। তার
মানে পড়াতে যেতে হবে না। বিকেলের
বাধা দুধগুলো দিয়ে সাগ্নিক তাড়াতাড়ি
রাতের খাবার খেয়ে ঘুমাবে বলে ঠিক
করলো। কাল সারাদিন বিক্রি হয়নি বলে
সন্ধ্যায় বাপ্পাদার দোকানের সামনে
লস্যি নিয়ে বসেছিলো। আজ বাপ্পাদাকেও
ফোন করে জানালো যাবে না। হোম
ডেলিভারিতে ফোন করে দিলো রাতে
খাবার লাগবে না। রেস্টোরেন্টে খাবে
সন্ধ্যায়। সখ হলো।
তবে কোনোকিছুই সাগ্নিকের জীবনে
প্ল্যান অনুযায়ী হয় না। অন্তত মাস ছয়েক
যাবৎ তো হচ্ছেই না। আনুমানিক ৬ টা নাগাদ
ফোন এলো। আইসা ম্যাডামের নম্বর।
আইসা- হাই সাগ্নিক।
সাগ্নিক- হ্যাঁ ম্যাডাম বলুন।
আইসা- আমি ভাবছিলাম আজ তুমি আমার
এখানে ডিনার করে যাও।
সাগ্নিক- আমি? কেনো ম্যাডাম?
আইসা- এমনিই ইচ্ছে হলো। তুমিও পরিবার
ছাড়া আছো মন খারাপ নিয়ে। আমিও একই।
তাই বললাম। আমি রাঁধবো না যদিও কিছু।
রেস্টোরেন্ট থেকে আনাবো যদি আসো
তবে।
সাগ্নিক- ম্যাডাম আমি সাধারণ মানুষ।
আইসা- আমিও সাধারণ মানুষ সাগ্নিক। এসো
ঠিক আছে?
সাগ্নিক- একটু পরে জানাই?
আইসা- আচ্ছা।
সাগ্নিক ফোন রেখে চিন্তায় পড়ে গেলো।
আইসা ম্যাডামের হঠাৎ কি হলো। ম্যাডাম
একটু কেমন যেন! কোনো কোম্পানিতে বড়
চাকরি করেন। একাই থাকেন। সকাল ৮ টায়
দুধ দিতেই হয়। উনি ৯ টার মধ্যে বেরিয়ে
যান। ১০-১৫ দিন পরপর টাকা দেন। যখন দেন
তখন খুচরো টাকা রিটার্ন নেন না। এতে
সাগ্নিকের উপকার হয়।
এক্সট্রা ৩০-৪০ টাকা পেয়ে যায়। ম্যাডাম
বেশ ভদ্র। সবসময়ই ঢাকা থাকেন। শরীর
দেখার বিন্দুমাত্র উপায় নেই। আবার বেশী
চাপা জিনিসও পড়েন না যে জামাকাপড়
দেখে শরীর বোঝা যাবে। দুধ নিতে দরজা
খোলেন যখন তখনও ঢাকা শরীরে। বুকের ওপর
এক্সট্রা কাপড় থাকে, বা ওড়না থাকে।
সাগ্নিক ওভাবে কখনও ভাবেওনি। বয়স ৩৫-৩৬
হবে হয়তো। বিয়ে করেছেন কি না জানেনা
সাগ্নিক। অদ্ভুত রহস্যময় কেমন যেন। সকালে
বেরিয়ে রাতে ফেরেন বলে
অ্যাপার্টমেন্টেও খুব বেশী পরিচিতি নেই।
কিছুক্ষণ ভেবে সাগ্নিক যাবার সিদ্ধান্ত
নিলো। নিজে রেস্টুরেন্টে যা খেতো, তার
চেয়ে নিশ্চয়ই ভালো খাবে ওখানে।
সাগ্নিক ফোন করে জানিয়ে দিলো ৮ টা
নাগাদ যাবে। ঘরে ফিরে স্নান করে নিলো
সাগ্নিক। একটু হালকা ডিও লাগালো। ব্লু
জিন্স, ফুল স্লিভ একটা সাদা কালো টি
শার্ট চাপালো গায়ে। ফেরার সময় ঠান্ডা
লাগতে পারে। বেশ সেজেগুজে বেরিয়ে
পড়লো। সাইকেল নিলো না। ঘেমে যাবে
সাইকেল চালালে। টোটোতে চেপে হাজির
হলো আইসার অ্যাপার্টমেন্টে। দশ মিনিট
বাকি আছে এখনও। নীচে একটু দাঁড়িয়ে
তারপর উঠে কলিং বেল টিপলো।
আইসা- বাবাহ! একদম টাইমে। বেশ
পাংচুয়াল তো তুমি।
সাগ্নিক- ওই আর কি!
আইসা- বোসো। ডিনার অর্ডার করেছি।
৯ঃ৩০ নাগাদ দিয়ে যাবে। অসুবিধে নেই
তো?
সাগ্নিক- না ম্যাডাম।
আইসা- আহ ম্যাডাম ম্যাডাম কোরো না
তো।
সাগ্নিক- আমি ওতেই স্বচ্ছন্দ।
আইসা- আচ্ছা আচ্ছা বেশ।
সাগ্নিক আইসাকে কথার ফাঁকে ফাঁকে
দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। ঠোঁট বেশ
পাতলা। চোখগুলো খুবই সুন্দর, বেশ টানা
টানা, চোখের পাতায় মেক আপ করেছে
হালকা। মায়াবী লাগছে। আনারকলি কুর্তি
পড়েছে লাল আর কালো ফ্লাওয়ার
ডিজাইনের। মিষ্টি লাগছে। যথারীতি
একটা ভারী ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত।
কুর্তিটা হাটুর নীচ অবধি। পাতিয়ালা
প্যান্টের মতো ঢিলেঢালা প্যান্ট পড়েছে
একটা। হাত পায়ের নখে নেইল পেন্টিং
করানো। ঠোঁটে হালকা লিপস্টিকের
ছোঁয়া। বেশ অনবদ্য লাগছে আইসাকে।
সাগ্নিক যে কথার ফাঁকে ফাঁকে তাকে
দেখছে ভালো করে তা বেশ বুঝতে পারছে
আইসা। মনে মনে হাসলো একবার।
Like Reply


Messages In This Thread
RE: নতুন জীবন - Written By sagnik - by ChodonBuZ MoniruL - 18-08-2020, 03:06 PM
RE: নতুন জীবন - Written By sagnik - by TheLoneWolf - 21-10-2020, 12:34 PM



Users browsing this thread: 7 Guest(s)