09-08-2020, 04:44 PM
(08-08-2020, 06:55 PM)Mr Fantastic Wrote: আপনি বারবার ব্রেক মেরে গাড়ি চালাতে পছন্দ করেন, তাই অনেকদিন পর ঢুঁ মারলাম। একসঙ্গে অনেকটা পড়লাম। যা বুঝলাম, ধ্যানমগ্ন মুনি ঋষিদের কানের কাছে কোনো মেনকা উর্বশী এই গল্প পাঠ করলে তাঁদের ঘুমন্ত সাপ ফণা তুলে জেগে উঠতে বাধ্য, আমার মতো পাপিষ্ঠের কথা তো বাদই দিলাম !
কিন্তু জনাবজী , সেক্ষেত্রে ''ধ্যান ভঙ্গের অপরাধ'' ( আপনার কথায় - তাঁদের ঘুমন্ত সাপ ফণা তুলে জেগে ) অথবা কৃতিত্ব কার অ্যাকাাউন্টে জমা পড়বে ? মেনকা উর্বশী না কি এই নিতান্ত এলেবেলে পিপিং টমের ? - তবে আপনার এই মন্তব্যের নজরানা হিসেবে সালাম-স্বীকৃতিটুকু কিন্তু জমা পড়লো আপনার অ্যাকাউন্টেই জনাবজী । বিলম্বিয় ঈদ-মোবারক সহ ।