08-08-2020, 06:55 PM
আপনি বারবার ব্রেক মেরে গাড়ি চালাতে পছন্দ করেন, তাই অনেকদিন পর ঢুঁ মারলাম। একসঙ্গে অনেকটা পড়লাম। যা বুঝলাম, ধ্যানমগ্ন মুনি ঋষিদের কানের কাছে কোনো মেনকা উর্বশী এই গল্প পাঠ করলে তাঁদের ঘুমন্ত সাপ ফণা তুলে জেগে উঠতে বাধ্য, আমার মতো পাপিষ্ঠের কথা তো বাদই দিলাম !