06-08-2020, 10:41 AM
(05-08-2020, 10:20 PM)kumdev Wrote: বুল্টির চোখে ঘর বাধার স্বপ্ন ছিল।লেখা পড়ায় ভাল ছিল।অনেকেই ভাল ভাল উপদেশ দেয় কিন্তু সত্যিকারের পা রাখার জায়গা কেউ করে দেয়নি।দাদার বন্ধুকে নিয়ে অসম্ভব জেনেও খড়কুটোর মত আকড়ে ধরতে চেয়েছিল।চোখে আমারও জল এসে গেছিল।
আমাদের নিষ্ঠুর সমাজ কারো কারো কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারে
কিন্তু সপ্ন দেখার অধিকার , সেটা কি ছিনিয়ে নেওয়া সম্ভব !
কখনোই নয় !!