05-08-2020, 02:55 PM
(05-08-2020, 12:06 PM)Mr Fantastic Wrote: কলেজের প্রফেসর নিরাপদ পেরেছিল, কিন্তু এই ওষুধ বিক্রেতা ভদ্রলোক শুধুমাত্র নিজের বাপ-ঠাকুরদার ঐতিহ্যের কথা মাথায় রেখে পারলো না। অথচ উত্তেজনার বশে নিজেকে সংবরণের চেষ্টাও করেনি। অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস। আর ওই বেবি পাল তো বুল্টির চেয়েও অধম। নাহ, বুল্টিদের জন্য সত্যিই খারাপ লাগে, খারাপ লাগে এই সমাজ ব্যবস্থার উপর।
তথা কথিত সিরিয়াল অভিনেত্রী তাদের খোজ নিন দেহকে ব্যবহার করে অথচ তারা সেলিব্রিটি আর ওদের বলা হয় যৌনকর্মী।