Thread Rating:
  • 13 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery শালআ ভদ্দর লোক/কামদেব
#8
হাটতে হাটতে দোকানের সামনে এসে দাড়ালাম।হ্যা ঠিকঠাক তালা দিয়েছি।পাশে পরেশদার দোকানও বন্ধ।বুল্টি অবশ্য বলেছে আজকের কথা কেউ জানবে না কিন্তু ওর মাসী?উফস কিছু ভাবতে পারছি না দ্রুত বাড়ির দিকে পা চালালাম। 
বাসায় ফিরে বাথরুমে ঢুকে হাপুস হুপুস জল ঢালতে থাকি মাথায়।সমস্ত গ্লানি অনুতাপ অপরাধবোধ যেন জলের তোড়ে ধুয়ে মুছে সাফ করতে চায়।হাত মেরেছি কিন্তু এ একেবারে অন্যরকম। খেতে বসে ভাত নাড়াচাড়া করছি মা বলল,কিরে শরীর খারাপ?
--উম না।
--কি ভাবছিস বলতো?তখন থেকে দেখছি ভাত নিয়ে নাড়াচাড়া করছিস?
মায়ের কথায় ঠোটে হাসি এনে বললাম,খাচ্ছি তো।
 বুল্টি কথা দিয়েছিল কেউ জানবে না কিন্তু এইসব মেয়ের কথা।

 পরেশদা কাগজটা নিয়ে গেল। বোতল থেকে ঢকঢক করে জল খেলাম।কথা ছিল বুল্টি ট্যাবলেট নিতে আসবে,আসেনি।এখন ঘড়ির কাটা এগারোটা অতিক্রম করছে।চব্বিশ ঘণ্টাও হয়নি।সময় আছে তাছাড়া বাড়িতে এরকম একটা কাণ্ড কি করেই বা আসবে?দাদাকে কিছু বলেনি তো?
অনেক বেলা হল দোকান বন্ধ করতে হয়।

বিকেলে দোকান খুলে ঠাকুরকে ধুপ ধুনো দিয়ে প্রণাম করছি বেবি পাল এলেন।ঝাড়ন দিয়ে সামনের শোকেস মুছে জিজ্ঞেস করলাম,বলুন ম্যাম?
--আজ দোকান খুলতে একটু বেলা হল?
লাজুক হেসে বললাম,দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম।
 --তুমি তো শুনেছো বিমলের কথা।ক্লাবের ছেলেরা হাসপাতালে গেছে বডি আনতে।ছেলেটা মরে বেচেছে।গলা নামিয়ে মুখটা কাছে নিয়ে এসে জিজ্ঞেস করলেন,ভাল কোয়ালিটির ইয়ে আছে?
 বলার ভঙ্গিতে বুঝতে অসুবিধে হয় না,কণ্ডোম চাইছেন।তবু মনে একটা দ্বিধার ভাব ঠিক বুঝেছি তো? বেবি পাল বললেন,তাড়াতাড়ি দাও।কে আবার এসে পড়বে?
এইবার নিশ্চিন্ত হই উনি কণ্ডোম চাইছেন।এক প্যাকেট কণ্ডোম কাগজে মুড়ে ওনার হাতে দিলাম।
--ভাল তো?বেবি পাল মৃদু হেসে বললেন,ওষূধের দোকানদাররা পাড়ার হাড়ির খবর জানে।চোখ নাচিয়ে দোকান থেকে নামতে যাবেন দল বেধে ক্লাবের ছেলেরা এসে পড়ে।বেবি পাল জিজ্ঞেস করেন,কিরে বডি এনেছিস?
--হ্যা এইতো এলাম।নীলুদা,বিমল তোমাকে খুব শ্রদ্ধা করতো।আমরা সব দোকান থেকেই চাদা তুলছি।
--কত দেবো?
--তোমার যা ইচ্ছে দশ-পনেরো, কারো কাছে জোর করবো না।
একটা পঞ্চাশ টাকার নোট বের করে এগিয়ে দিলাম।একটি ছেলে বলল,দেখলি বলেছিলাম না?নীলুদা বিমলকে খুব ভালবাসতো।

টাকার নিক্তিতে ভালবাসা ওজন।টাকা পেয়ে হইহই করে চলে গেল।বেবিপাল বললেন,এ্যাই নিমু এবার ঐ মেয়েটাকে তাড়া,ওদের জ্বালায় টেকা যাচ্ছে না।
 --হবে আন্টি বিমলের জন্য কিছু করতে পারছিলাম না,এবার দ্যাখো কি করি?বড় বাড় বেড়েছে।আমরা পাড়ার ছেলে শালা আমাদেরই পাত্তা দেয়না। ছেলেটি বলে।
আমার বুক কেপে উঠল,নিমুরা কি করবে?
বেবি পাল আমার দিকে ঘুরে বলেন,তুমি জানো নীলু ঐটুকু মেয়ে তার কি খাই?
 দোকানে অন্য খদ্দের আসতে বেবি পাল চলে গেলেন।একজন মহিলা কি করে এত হিংস্র হতে পারে ভেবে অবাক লাগে।প্রায় দু-দিন হতে চলল,বুল্টি ওষুধ নিতে এলনা।মনের মধ্যে আশঙ্কাটা মাথা চাড়া দিয়ে ওঠে।বুল্টির মতলব কি আমাকে ফাসাবে না তো?বিমল কাউকে কিছু বলেনি তো?সে হয়তো এখন কিছু বলছে না পুলিশের ঝামেলার জন্য।নানা  চিন্তা নিয়ে খদ্দের সামলাচ্ছি।দোকানের ভীড় একটু পাতলা হতে রাস্তার মোড়ে ফুলের দোকান থেকে একটা রজণীগন্ধার মালা কিনে বিমলের গলায় পরিয়ে দিয়ে এলাম।বিমলের বাবা বা মাসী বুল্টি কাউকে দেখলাম না।কে জানে কোথায় ওরা কি করছে?বাড়ি ফিরে রাতে ভাল ঘুম হল না।বুল্টির কথা ভাবছি,বলেছিল কারো দুর্বলতার সুযোগ নিতে 
ঘেন্না হয়।মাসীকে টাকা নিতে দেয় নি।তাহলেও বুল্টির উপর ভরসা করতে পারছিনা।তিন দিনের মধ্যে ওষুধটা খেতে হয়।দু-দিনের উপর হয়ে গেল মেয়েটার পাত্তা নেই।মনে মনে ভাবতে থাকি কি যুক্তি খাড়া করবো?মিথ্যে বদনাম দিচ্ছে বলবো?ভদ্রলোকের ছেলের কথাই সবাই বিশ্বাস করবে। যদি জিন টেষ্ট করা হয়? আমি আর কিছু ভাবতে পারছিনা।
সকালে যথারীতি দোকানের শাটার তুলে ঠাকুরকে জল বাতাসা দিয়ে চোখ বুজে মনে মনে প্রার্থনা জানাই,খুব ভুল হয়ে গেছে আর কখনো হবে না,ঠাকুর এইবারের মত মাপ করে দাও।জানাজানি হলে মুখ দেখাতে পারবো না। চোখ খুলে বাইরে তাকাতে চমকে উঠলাম।ভুল দেখছি না তো?চোখে মুখে ক্লান্তির ছাপ,আলুথালু বেশ ঠোটে মৃদু হাসি বুল্টি দাঁড়িয়ে আছে।জিজ্ঞেস করলাম,কাল তোমাকে দেখলাম না তো?
--ক্লাবের ছেলেরা যেতে নিষেধ করেছে,শ্মশানে গেছিলাম।
শরীরের সমস্ত অস্বস্তি উধাও হতে থাকে,ঠাকুর তাহলে কথা শুনেছে?বুল্টি হাত বাড়িয়ে দিয়ে বলে,কি ওষুধ দেবে বলছিলে,দাও।
 পিলের প্যাকেট রেডি ছিল,প্যাকেটটা এগিয়ে দিতে গিয়ে ভদ্রতার খাতিরে বলি,এবার বিয়ে-থা করে স্বাভাবিক জীবন যাপন করো।
বুল্টির চোখে বিদ্যুতের ঝিলিক খেলে যায় বলে,আমি তো ভালভাবেই বাঁচতে চাই।তা হলে ওষুধটা তুলে রাখো।
 বুকটা ধক করে ওঠে,কি বলতে চায় বুল্টি বুঝতে অসুবিধে হয় না।তা কি করে সম্ভব আমি ভাবতে পারিনা।কোথায় আমরা আর কোথায় ওরা। বুল্টি বলে,একবার বদনাম হয়ে গেলে সবাই খারাপ চোখে দেখে।বিয়েশাদি করে ঘর করার স্বপ্ন আর দেখিনা।ভদ্রলোকেরা টি-টোয়েণ্টি গেম খেলতে চায় বড় খেলায় আগ্রহ নেই।কে আমায় বিয়ে করবে?
প্যাকেটটা হাতের মুঠোয় নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে,চলি নীলুদা।খুব ভয় পেয়ে গেছিলে?
 বুল্টির ক্লান্ত পায়ে চলে যাবার দিকে তাকিয়ে নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। খদ্দেরের ভীড় বাড়তে থাকে।মনটা বেশ হাল্কা বোধ হয়।একা মানুষ দোকান সামলাতে হিমশিম খাচ্ছি। যে ওষুধগুলো শেষ হয়ে যাচ্ছে খাতায় লিখে রাখা দরকার।কখনো টুলে উঠে উচু থেকে ওষূধ পাড়তে হচ্ছে।একজন লোক না রাখলেই নয়।দেরী হবার জন্য কেউ কেউ বিরক্ত হচ্ছে।ভীড় কমলো, ঘড়িতে দেখলাম একটা বেজে।এবার দোকান বন্ধ করতে হবে।রাস্তায় কিসের যেন শোরগোল,হাপাতে হাপাতে বেবি পাল দোকানে এলেন।জিজ্ঞেস করি,কিছু নেবেন?
--না,দেখো কে আসছে।পাড়ারকে নরক করে তুলেছিল। খুশি উপচে পড়ছে চোখে মুখে।
তাকিয়ে দেখলাম ডান হাতে টিনের সুটকেস বাম কাধে ঝোলা ব্যাগ গলায় গাদা ফুলের মালা আনত দৃষ্টি বুল্টি হাটতে হাটতে আসছে।পিছনে পাড়ার ক্লাবের ছেলেরা,একেবারে ওর গা ঘেষে।কেউ কেউ চোরাগোপ্ত ওরা পাছায় হাত দিচ্ছে।আমার দোকানের সামনে এসে একমুহুর্ত দাড়ালো,চোখ তুলে তাকালো দোকানের দিকে।আমি দ্রুত শোকেসের আড়ালে বসে গেলাম যাতে চোখাচুখি না হয়।কোথায় যাচ্ছে বুল্টি?
 ভীড়ের মধ্যে আওয়াজ উঠলো,বিল্লোরানী চলে শ্বশুরাল।
বুল্টির ঠোটে এক চিলতে শ্লেষ মিশ্রিত হাসি খেলে গেল।সেই হাসি আমার কানে ধ্বনি হয়ে বাজে, "শাললা ভদ্দর লোক।"
 প্রতারণার গ্লানিতে শরীর মন অশুচি বোধ হয়।ঐটূকু মেয়ের উপর আমাদের পাপাচারের বোঝা চাপিয়ে দিয়ে দিব্যি আমরা চমৎকার ভদ্রলোক হয়ে বসে আছি।  


                                                    সমাপয়েৎ
Like Reply


Messages In This Thread
RE: শালআ ভদ্দর লোক/কামদেব - by kumdev - 04-08-2020, 10:25 PM



Users browsing this thread: 1 Guest(s)