03-08-2020, 01:33 AM
এই প্লাটফর্ম আমাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে গেছে। প্রতিদিন সকালে কাগজ দেখার মতো এই প্লাটফর্ম সারাদিনের মধ্যে একবার না একবার দেখি।ইরোটিক যে ভালো লাগে না এটা বললে মিথ্যে বলা হবে। তবে এই রকম একটি রোমান্টিক মিলনাত্মক গল্প যা আমাদের প্রাত্যহিক জীবন যন্ত্রণা কিছুটা হলেও ভুলিয়ে দেয়। আর আমরা হাপছেড়ে একটু গভীর শ্বাস নিয়ে বাচার আস্বাদ টা খুঁজে পাই। এ গল্পটা ঐ ধরনের একটি অত্যন্ত সুন্দর উদাহরণ। এ গল্পটা পড়ে আনন্দ, কখন যে অভি-রিমির জীবনের ওঠা- নামার সঙ্গে নিজেরাই জড়িয়ে গিয়েছি , জানতেই পারিনি। তাইতো আপডেটের জন্যে অধৈর্য্য প্রকাশ করছি। আমরা সকলেই জানি যে যেভাবে আমরা চাই সেভাবে এত তাড়াতাড়ি আপডেট দেওয়া যায় না। তবুও ঐ গল্পের টানেই আমরা করি। জিও দাদা, আবার ও এইরকম গল্প চাই।ভালো থাকবেন। নমস্কার।