01-08-2020, 09:56 PM
(This post was last modified: 31-08-2020, 03:05 PM by kumdev. Edited 3 times in total. Edited 3 times in total.)
ষষ্ঠ পর্ব
আরো জোরে কড়া নাড়ার শব্দ হয়। দরজা ভেঙ্গে ফেলবে নাকি?বিমলা বিছানা হতে উঠে বসে,কোথায় হারিয়ে গেছিল সে?ঘড়ির দিকে চোখ যায়,বারোটা বেজে গেছে।দরজার ফুটোয় চোখ লাগাতে এক চিলতে হাসি ফোটে মুখে।উদাসীন ভাবে দরজা খোলে।এলোমেলো চুল,ঘাম ঝরছে জুলফি চুইয়ে, প্যাণ্টের উপর পাঞ্জাবি খোচাখোচা দাঁড়ি-গোঁফের ফাকে হাসি নিয়ে দাঁড়িয়ে নীরাপদ।
–অঃ তুমি?বিমলার গলায় নিস্পৃহতা।
–কখন থেকে কড়া নাড়ছি, তুমি কি ভাবলে ডাকাত?
মনে মনে বলে,ডাকাত ছাড়া কি?একচিলতে হাসি দিয়ে বলে,বাইরে দাঁড়িয়ে আর রঙ্গ করতে হবে না।এবার দয়া করে ভিতরে এস।
দরজা হতে সরে পাশ দেয় বিমলা।নীরাপদ ঘরে ঢুকতে দরজা বন্ধ করে ঘুরতেই নীরাপদ দুহাতে বিমলাকে জড়িয়ে ধরে মুখে মুখ ঘষে,লালায় সিঁদুরে মাখামাখি।
–আঃ কি হচ্ছে কি ছাড়।গায়ে ঘেমো গন্ধ,আসতে না আসতে শুরু হয়ে গেল দৌরাত্মি–।
আঁচল দিয়ে নীরাপদর মুখে লেপটে থাকা সিঁদুরের দাগ মুছে দেয়।মুখে বলে,খুব হয়েছে এতদিন পরে এসে সোহাগ জানানো হচ্ছে।স্থির হয়ে বস তো।
অবাক হয়ে বিমলাকে লক্ষ্য করে নীরাপদ।মনে মনে ভাবে নারীকে যেখানেই রাখো যত কালিমা লাগুক তার মমতাময়ী রূপ কিছুতেই মলিন হবার নয়।বিধাতার বিস্ময়কর সৃষ্টি এই নারী।অথচ এই সমাজ নারীর মর্যাদা বুঝলো না।যেদিন বুঝবে তার মর্যাদা সেদিন সমাজ আরো সমৃদ্ধ হবে তা নিশ্চয়ই করে বলা যায়।
--এত দেরী করলে আমি ভাবলাম আর বুঝি আসবে না।
--আর বোলনা বেরতে যাব অমনি ঝামেলা।
--আবার কি নিয়ে ঝামেলা?
--গত মাসে দোকানে বিল হয়েছে তিন হাজার টাকার উপর।দোকানে টাকা মিটিয়ে বলে দিলাম আর বাকী দেবেন না।
--এতটাকা কি জন্য?
--কস্মেটিক্স।ব্যাস সঙ্গে সঙ্গে এ্যাকশন,তুমি বাকী দিতে মানা করেছো?বললাম,হ্যা যখন যা লাগবে বলবে টাকা দিয়ে দেব।রোজ রোজ তোমার কাছে হাত পাততে হবে?দরকার হলে পাততে হবে বৈকি।তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো?এইসব হাবিজাবি কথা।
বিমলার খারাপ লাগে মানুষটা বড় অশান্তিতে আছে। একটা প্লেটে দুটো সন্দেশ আর এক গেলাস জল এগিয়ে দেয় বিমলা।ভ্রু কুচকে তাকিয়ে নীরাপদ বলে,একি সন্দেশ! চা হবে না?
–দিচ্ছি,আগে পুজোর প্রসাদটা খেয়ে নেও।
–আজ আবার কি পুজো?
–লক্ষিছাড়ার পুজো।চা দিচ্ছি,চা খেয়ে স্নান সেরে নেও।
–ঢুকতে না ঢুকতে শুরু হল শাসন।নীরাপদ চায়ে চুমুক দেয়।
–আমি একটু আসছি।এসে যেন দেখি স্নান সারা,বিমলা বলে।
–বাইরে যাচ্ছো?দাড়াও আমার জন্য –।নীরাপদ দেওয়ালে ঝোলানো পাঞ্জাবির পকেট হতে টাকা বের করতে যায়।
–সিগারেট? ঠিক আছে টাকা দিতে হবে না।ওসব পয়সার গরম অন্য জায়গায় দেখাবে।
নীরাপদ অনর্থক কথা বাড়িয়ে ভর দুপুরে অশান্তি করতে চায় না।নীরাপদর কপালে চুমু দিয়ে বিমলা বেরিয়ে যায়।দুজনে কত পার্থক্য নীরাপদ ভাবে মনে মনে।সৌমীর সঙ্গে গোলমাল অপর্ণা তাতে উস্কানি দেয়নি বরং বলেছে এভাবে কতদিন চলবে কিছু একটা মিটমাট করা যায়না।সৌমী গ্রাজুয়েশন করেছে অপর্ণা কেবল কলেজের গণ্ডি পেরিয়েছে।যত দেখছে অবাক হচ্ছে নীরাপদ।আজ সৌমী বলছিল গোয়েন্দা লাগাবার কথা।তার এসব কথা মনে হয়নি কখনো।শুনেছে গোয়েন্দারা নাকি অতীত বর্তমান সব প্রমাণসহ বের করে আনে পার্টি জানতেও পারেনা।
রাস্তায় দুপুরের নির্জনতা।লোক চলাচল নেই বললেই চলে।কে বলবে সন্ধ্যে নামতে এই রাস্তা হবে কোলাহল মুখর। বিমলাকে দেখে ইয়াসিন বলে,ও খলিফা এসে গেছে?কিন্তু হাঁড়ি নামতে আরো মিনিট দশেক লাগবে বইন।একটু দাড়াতে হবে।
এক পাশে ছায়া আশ্রয় করে দাঁড়ায় বিমলা।গলিটা সোজা গিয়ে দূরে বড় রাস্তায় মিলেছে।এই গলিতে সাধারনের চলাচল কম।বড় রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক দূর অতীতের দিকে গুটি গুটী হাটতে থাকে। সেদিনের কথা মনে পড়ে গেল,দিনটা ছিল আর পাঁচটা দিনের মত।অন্যদের মত কাস্টোমার ধরতে রাস্তায় দাঁড়ায় না বিমলা।ঘরেই থাকে,কখনো বা চাতালে বসে গল্প-গুজব করে।চাতাল পেরিয়ে সদর দরজা।কমিশনের বিনিময়ে ঝণ্টেরা কাস্টমার ধরে আনে।ভদ্রগোছের কাস্টোমার ছাড়া ঘরে ঢোকায় না বিমলা।সবাই জানে বিমলি-দি আর পাচজনের মত না।টাকা পেলেই হল মুচি মেথর রিক্সাওলা কোন বাছবিচার নেই।স্নান সেরে পরিপাটি বসে ছিল বিমলা।উগ্র প্রসাধন ওর অপছন্দ।রূপোসী না হলেও চোখে পড়ার মত একটা আলগা শ্রী অন্যদের চেয়ে আলাদা করে চিনিয়ে দিত।এমন সময় পরেশ কাকা হাজির।অনেকদিন দেখা হয় নি কাকার সঙ্গে,দেখে ভাল লাগে।পরেশ কাকাকে কেমন গম্ভীর মনে হল।
ঘরে এনে বসিয়ে জিজ্ঞেস করে,কাকা কেমন আছেন?পাড়ার খব সব ভালতো?
– বুড়ি তুই কোনো খবর পাসনি? থমথমে মুখ পরেশ কাকার।
–কি খবর? কি হয়েছে কাকা?
–ঠাকুর মশাই নেই।বিমলা বুঝতে পারছে না সে ঠিক শুনেছে তো?
–কাকা কি হয়েছে আমাকে বলুন?চুপ করে থাকবেন না।কাকা–।হাউ-হাউ কেদে ফেলে।
–গত সপ্তাহে ঠাকুর মশাই চলে গেল।তোকে কেউ বলেনি?নিজের মনে বলে,কেন বলবে? ওদের কাছে তো তুই মরা। আজ আসি রে।পরেশ চলে যায়।
বাবা নেই ওকে কেউ একবার জানালো না?বড় অভিমান হয়–একবারও কি তার কথা কারো মনে এলনা? নাকি ইচ্ছে করেই তাকে খবর দেয় নি?
বালিশে মুখ গুজে ফুফিয়ে কাঁদতে থাকে বিমলা।পৃথিবীতে বাবা নেই ভেবে নিজেকে ভীষণ একাকী মনে হতে থাকে।বাবার মুখটা ভেসে ওঠে চোখের সামনে।অসহায় মানুষটার শেষ জীবন কেটেছে বড় কষ্টে।মেয়েটা নিরুদ্দেশ হলে বাড়ির বাইরে বের হত না লজ্জায়।এভাবে পড়ে আছে কতক্ষন, খেয়াল নেই।
–বিমলি-দি কাস্টোমার।বাইরে ঝণ্টের গলা শুনে উঠে বসে।অবিন্যস্ত বেশবাস সামলে চোখ মেলে তাকাতে দেখল, সামনে দাঁড়িয়ে মানুষটা।নীরাপদ একটা একশো টাকার নোট এগিয়ে দেয়।বিমলা টাকাটা নিয়ে কুলুঙ্গিতে গুজে রাখে। অনাবৃত হয়ে কেবল শায়ার দড়ি ধরে বিমলা বলে,আসেন।
লোকটি ভিতরে ঢুকে জিজ্ঞেস করে,আপনি কাঁদছিলেন কেন?
আগে কাস্টমারদের মুখে ‘আপনি’ সম্বোধন শোনেনি।বিমলা অবাক হয়ে লোকটিকে দেখে বলে,ও কিছু না।আপনি আসেন।আর এইটা লাগায়ে নেন।কণ্ডোম এগিয়ে দিয়ে বিছানায় ডাকে বিমলা।
--আমার নাম নীরাপদ আপনার নাম?
--বিমলা।
নীরাপদ এগিয়ে আসে,পাশে বসে বলে,আমাকে বলুন কাঁদছিলেন কেন?
নীরাপদর স্বরে মমতার স্পর্শ পেয়ে বিমলা আর নিজেকে ধরে রাখতে পারে না।শায়ার দড়ি হাত থেকে পড়ে যায়,দু-হাতে মুখ ঢেকে হাউ-হাউ করে কেঁদে ফেলে।নীরাপদ নীচু হয়ে শায়া তুলে কোমরে বেধে দিয়ে পিঠে হাত দিয়ে বিছানায় বসিয়ে দিল।ধীরে ধীরে সব কথা বলে নীরাপদকে।মাথা নীচু করে নীরাপদ শোনে নীরবে কিছুক্ষন।উলঙ্গ শরীর বিমলা নিঃসঙ্কোচে বসে থকে নীরাপদর সামনে।
নীরাপদ বলে,আজ থাক।তুমি কাপড় পরো।
বিমলা হতাশ হয়ে কুলুঙ্গি হতে টাকাটা এনে ফেরৎ দিতে যায়।নীরাপদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বিমলার দিকে।
কোমরে এখনো পড়েনি বলিরেখা,স্তনযুগল ঈষৎ নিম্নাভিমুখি, সুগঠিত দেহ সৌষ্ঠব।মৃদু হেসে নীরাপদ বলে,টাকা তুমি রাখো।আমি আবার আসবো।
বিমলা অবাক হয়।চোখ তুলে তাকিয়ে দেখে মানুষটাকে।লাইনে কম দিন হল না কাস্টোমার দেখেছে নানা রকম।আজ দেখছে এক অন্যরকম মানুষ অচেনা মানুষ। বিমলার ঠোট কাপে।
–আজ তোমার মন ভাল নেই।একটা কথা বলবো?নীরাপদ বলে।
বিমলা সপ্রশ্ন দৃষ্টি মেলে তাকায়।
–চলো কোথাও নিরবিলিতে বসে কথা বলি,তোমার ভাল লাগবে।অবশ্য তোমার যদি–।ইতস্তত করে নীরাপদ।
মানুষটা কি মনের কথা বুঝতে পারে? বিমলার মনটাও খুজছিল একটু নির্জনতা,পুরানো দিন গুলো নিয়ে নাড়াচাড়া করতে তার মধ্যে হারিয়ে যেতে।
অনেক রাত অবধি ওরা বসেছিল গঙ্গার ধারে। একটু দূরে শ্মশান,মৃতদেহ দাহ হচ্ছে।কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। সেদিকে তাকিয়ে উদাস হয়ে বসে নীরাপদ।বিমলা ছেড়া ছেড়া ভাবে বলে যায় তার নিজের কথা।পয়সার জন্য পড়াশোনা বেশিদুর হয়নি।পয়সা উপার্জনের জন্য কি ভাবে প্রতারিত হয়ে ঘর ছেড়েছিল।পাঁচ ঘাটের জল খেয়ে অপর্না এখন বিমলা।
–তুমি বাবার শ্রাদ্ধ করবে না? নীরাপদ জিজ্ঞেস করে।
কি উত্তর দেবে বিমলা বুঝতে পারে না।চোখের জলে দৃষ্টি ঝাপসা,বিমলা বলে,ওরা তো আমায় স্বীকার করে না।
–চল উঠি,অনেক রাত হল।তোমাকে বাসায় ফিরে আবার রান্না করতে হবে,তাই না?
–আজ আর কিছু খাব না।
–না না,তা কি করে হয়।কিছু না খেলে শরীর খারাপ হবে।ব্যস্ত হয়ে বলে,চলো হোটেলে গিয়ে বরং কিছু খেয়ে নিই।
চলো ওঠো।হাত ধরে বিমলাকে টেনে তোলে।
গঙ্গার পাড় ধরে হাটতে থাকে দুজনে।ওপারে জমাট বাধা অন্ধকার তারই মাঝে টিপ টিপ তারার মত আলো জ্বলে।কেমন যেন রহস্যময়। বিমলা আড় চোখে দেখে পাশের মানুষটাকে।তার শরীর খারাপের জন্য কেউ চিন্তা করে? একজন বেবুশ্যে মেয়েছেলের এত মূল্য আছে এমন করে তার মনে হয় নি।গঙ্গার হাওয়া এসে যেন মমতার স্পর্শ বুলিয়ে দিচ্ছে।
দোকান-পাট সব বন্ধ হতে চলেছে।এত রাতে হোটেল খোলা থাকলে হয়।অনেকটা সময় একসঙ্গে আছে অথচ সেভাবে তাকে স্পর্শ করে নি।
–আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো?সত্যি করে বলবেন?বিমলা জিজ্ঞেস করে।
–অকারন মিথ্যে আমি বলিনা।কি কথা?
–আমাকে আপনার ভাল লাগেনি ,তাই না?
–কি করে বুঝলে?হেসে তাকায় নীরাপদ।
–সব সময় দুরত্ব বাচিয়ে চলছেন,একবার ছুয়ে দেখতেও ইচ্ছে হল না।
–কি করব,তুমি যেভাবে ‘আপনি-আজ্ঞে’করছো তাতে ভরসা হয় নি।
বিমলার মুখ লাল হয়।নীরাপদর দিকে তাকাতে পারে না।কি করে বোঝাবে তার ইচ্ছের কথা।তুমি বলতে গিয়েও অনায়াসে বলতে পারছে না।এমন আগে হয় নি।আমতা আমতা করে বলে,না আসলে কেমন যেন–।
–বলো ‘তুমি।’নীরাপদ ঘুরে দাঁড়িয়ে বলে।
–চলো,আস্তে আস্তে হয়ে যাবে।লাজুক গলায় বলে বিমলা।
একটা হোটেল নজরে পড়ে,প্রায় ফাকা।একটী লোক বেঞ্চ মুছে পরিস্কার করছে। নীরাপদ জিজ্ঞেস করে,কিছু পাওয়া যাবে?
লোকটি তাকিয়ে দুজনের সম্পর্ক বোঝার চেষ্টা করে তারপর অবজ্ঞার স্বরে বলে,রুটি তড়কাহতে পারে।ভাত হবে না, মাছ-মাংস শেষ।
দুজনে হোটেলে ঢুকে একটী কেবিনে বসে।বেয়ারা দু গ্লাস জল দিয়ে যায়।আর পাত্তা নেই।নীরাপদ উঠে খোজ নিতে গেল।তড়কা হয়ে গেছে রুটি হচ্ছে।ফিরে এসে অন্যমনস্কভাবে একটা গেলাস তুলে চুমুক দিতে গেলে বিমলা শশব্যস্ত হয়ে বলে,ওমা ওটা আমার জল।
–তোমার মানে?
–না মানে, আমি এটো করে খেয়েছি।বিমলা অপ্রস্তুত বোধ করে,চোখ নামিয়ে নেয়। এরপর যা ঘটল তার জন্য বিমলা মোটেই প্রস্তুত ছিল না।নীরাপদ দু-হাতে তার গাল চেপে ধরে ঠোটজোড়া সজোরে চুম্বন করে।
–উম-হু-উম।বাধা দেবার ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে বিমলা।
–তোমার মুখে মুখ দিয়ে এটো করে দিলাম।
–কি যে পাগলামি করো–।লজ্জায় রাঙ্গা হল বিমলা,সারা শরীরে অনাস্বাদিত সুখের শিহরন খেলে যায়।
–রাগ করলে?
–না তা নয়,কেউ যদি এসে পড়তো?লজ্জায় মাথা তুলতে পারে না বিমলা।অবাক হয়ে ভাবেএই লাইনে আসার পর লজ্জা সঙ্কোচ সেই কবে ঝেড়ে ফেলে দিয়েছে।ভেবে পায় না এত লজ্জা এখন কোথা হতে এল?
ঝণ্টের কথায় হুঁশ ফেরে।কোথায় খোয়া গেছিল মনটা।একটু লজ্জা পায় বিমলা।
–এখানে দাঁড়িয়ে আছো? ঝণ্টে বলে।
–বিমলির ঘরে আজ বাবু এসেছে,বিরিয়ানি চাই।ইয়াসিন বলে।
–বিমলি-দি সেই বাবুটা? আমি যাকে এনে দিয়েছিলাম? বখশিস দিতে হবে কিন্তু। একগাল হেসে ঝণ্টে বলে।
–এ্যাই বাবু বলবি না।
–তবে কি বলবো? কাস্টোমার?
–তোকে কিছু বলতে হবে না।পরে আসিস বখশিস দেব।
বাবু কথার অনুসঙ্গে বেশ্যা শব্দটি জড়িয়ে বিমলার ভাল লাগেনা।কিন্তু নিরাপদ তার কে?এই প্রশ্নের উত্তর সে নিজেই কি জানে ?মানুষটা পাগল।সে রাতে হোটেলে খাওয়া-দাওয়ার পর ঘরে ফিরে আসে।নাম নিরাপদ কিন্তু কোথায় থাকে জিজ্ঞেস করা হয় নি।রাতের আঁধারে যেন মিলিয়ে গেল।বিছানায় শুয়ে সারা রাত কেবল ভেবেছে যতক্ষন সঙ্গে ছিল মন ভরেছিল অপুর্ব রোমাঞ্চে।
স্বপ্নের মত কেটে গেল দিনটা।লোকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে,বিমলা স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল।ঘুম ভাঙ্গলো কড়ানাড়ার শব্দে,দরজা যেন ভেঙ্গে ফেলছে।এই ভোর রাতে কে এল?
তন্দ্রা জড়িত চোখে দরজা খুলে ঘুম ছুটে গেল,চোখ কপালে ওঠার যোগাড়।কাকে দেখছে সে? স্বপ্ন দেখছে না তো?
নিরাপদ দাঁড়িয়ে আছে। কোন পাগলের পাল্লায় পড়লো বিমলা।এসময় কেন?
–নেও ,একটা গামছা নিয়ে তাড়াতাড়ি চলো।
–কোথায়?
–গঙ্গায়।দেরী করলে ভীড় বেড়ে যাবে।
এখনো সবার ঘুম ভাঙ্গে নি।সবাই জেগে উঠলে জবাব দিহির শেষ থাকবে না।বাধ্য হয়ে একটা গামছা নিয়ে অনুসরন করে নিরাপদকে।একটু মজা যে পাচ্ছে না তা নয়।গঙ্গার ঘাটে যেতে একটা কাল পাড় কোরা শাড়ি কাধের ঝোলানো ব্যাগ হতে বের করে হাতে দিয়ে বলে,স্নান করে শাড়িটা পরে নেও।আমি আসছি।
শাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এক মূহুর্ত মনে মনে নিজেই নিজেকে জিজ্ঞেস করে,বিমলা তোমার আর কি চাই?নিরাপদ হন হন করে শ্মশানের দিকে চলে যায়।সেদিকে বিমলা চেয়ে থাকে অপলক।হায় বিধাতা তুমি যেমন সৃষ্টি করেছো গরল,তেমনি অমৃতও তোমার সৃষ্টি।
গঙ্গায় ডুব দেয় বিমলা।চোখের জল গঙ্গার জল একাকার।কেঁদেও এত সুখ আগে কে তা জানতো?শাড়ি বদলে নতুন শাড়ি পরে।দুর হতে আসতে দেখে নিরাপদকে,সঙ্গে একজন পুরোহিত।
গঙ্গার ধারে একটা পরিস্কার জায়গা দেখে শুরু হল শ্রাদ্ধ।আসন করে বসে বিমলা।
পুরোহিত জিজ্ঞেস করে,কি নাম মা?
–পশুপতি ভট্টাচার্য।
–তোমার নাম?
–বিমলা দেবী।
–না না অপর্না ভট্টাচার্য।নিরাপদ পাশ থেকে বলে।
পুরোহিতের ধন্দ্ব লাগে,আড়চোখে নিরাপদকে দেখে।নিরাপদ বলে,বিমলা ডাক নাম। বিমলাকে ধমক দেয়,নিজের নামটাও ঠিক মত বলতে পার না?
বিমলার বুকের কাছে কফের মত জমে থাকে এক দলা কান্না।এরকম একজন ধমক দেবার মানুষ কোন মেয়ে না চায়?
শ্রাদ্ধ শেষ হতে বেলা হয়ে গেল।নিরাপদকে সঙ্গে নিয়ে ফিরছে।পথে মদনের সঙ্গে দেখা। দালালি করে।
–তোমায় দারুন দেখতে লাগছে মাইরি।
বিমলা লজ্জা পায়।কিছু বলে না।একবার চোখ তুলে নিরাপদকে দেখে।
–বিশ্বাস কর একেবারে মা-মা মনে হচ্ছে।মদন বলে।
–ঠিক আছে এখন যা।
–তুমি বাড়ি যাচ্ছো? দেখবে কেমন ঝামেলা।ফ্যাক ফ্যাক করে হাসতে থাকে মদন।
চলে যেতে স্বস্তি বোধ করে বিমলা।কি বলতে কি বলে নিরাপদ কি মনে করে খালি ভয় হচ্ছিল।
আরো জোরে কড়া নাড়ার শব্দ হয়। দরজা ভেঙ্গে ফেলবে নাকি?বিমলা বিছানা হতে উঠে বসে,কোথায় হারিয়ে গেছিল সে?ঘড়ির দিকে চোখ যায়,বারোটা বেজে গেছে।দরজার ফুটোয় চোখ লাগাতে এক চিলতে হাসি ফোটে মুখে।উদাসীন ভাবে দরজা খোলে।এলোমেলো চুল,ঘাম ঝরছে জুলফি চুইয়ে, প্যাণ্টের উপর পাঞ্জাবি খোচাখোচা দাঁড়ি-গোঁফের ফাকে হাসি নিয়ে দাঁড়িয়ে নীরাপদ।
–অঃ তুমি?বিমলার গলায় নিস্পৃহতা।
–কখন থেকে কড়া নাড়ছি, তুমি কি ভাবলে ডাকাত?
মনে মনে বলে,ডাকাত ছাড়া কি?একচিলতে হাসি দিয়ে বলে,বাইরে দাঁড়িয়ে আর রঙ্গ করতে হবে না।এবার দয়া করে ভিতরে এস।
দরজা হতে সরে পাশ দেয় বিমলা।নীরাপদ ঘরে ঢুকতে দরজা বন্ধ করে ঘুরতেই নীরাপদ দুহাতে বিমলাকে জড়িয়ে ধরে মুখে মুখ ঘষে,লালায় সিঁদুরে মাখামাখি।
–আঃ কি হচ্ছে কি ছাড়।গায়ে ঘেমো গন্ধ,আসতে না আসতে শুরু হয়ে গেল দৌরাত্মি–।
আঁচল দিয়ে নীরাপদর মুখে লেপটে থাকা সিঁদুরের দাগ মুছে দেয়।মুখে বলে,খুব হয়েছে এতদিন পরে এসে সোহাগ জানানো হচ্ছে।স্থির হয়ে বস তো।
অবাক হয়ে বিমলাকে লক্ষ্য করে নীরাপদ।মনে মনে ভাবে নারীকে যেখানেই রাখো যত কালিমা লাগুক তার মমতাময়ী রূপ কিছুতেই মলিন হবার নয়।বিধাতার বিস্ময়কর সৃষ্টি এই নারী।অথচ এই সমাজ নারীর মর্যাদা বুঝলো না।যেদিন বুঝবে তার মর্যাদা সেদিন সমাজ আরো সমৃদ্ধ হবে তা নিশ্চয়ই করে বলা যায়।
--এত দেরী করলে আমি ভাবলাম আর বুঝি আসবে না।
--আর বোলনা বেরতে যাব অমনি ঝামেলা।
--আবার কি নিয়ে ঝামেলা?
--গত মাসে দোকানে বিল হয়েছে তিন হাজার টাকার উপর।দোকানে টাকা মিটিয়ে বলে দিলাম আর বাকী দেবেন না।
--এতটাকা কি জন্য?
--কস্মেটিক্স।ব্যাস সঙ্গে সঙ্গে এ্যাকশন,তুমি বাকী দিতে মানা করেছো?বললাম,হ্যা যখন যা লাগবে বলবে টাকা দিয়ে দেব।রোজ রোজ তোমার কাছে হাত পাততে হবে?দরকার হলে পাততে হবে বৈকি।তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো?এইসব হাবিজাবি কথা।
বিমলার খারাপ লাগে মানুষটা বড় অশান্তিতে আছে। একটা প্লেটে দুটো সন্দেশ আর এক গেলাস জল এগিয়ে দেয় বিমলা।ভ্রু কুচকে তাকিয়ে নীরাপদ বলে,একি সন্দেশ! চা হবে না?
–দিচ্ছি,আগে পুজোর প্রসাদটা খেয়ে নেও।
–আজ আবার কি পুজো?
–লক্ষিছাড়ার পুজো।চা দিচ্ছি,চা খেয়ে স্নান সেরে নেও।
–ঢুকতে না ঢুকতে শুরু হল শাসন।নীরাপদ চায়ে চুমুক দেয়।
–আমি একটু আসছি।এসে যেন দেখি স্নান সারা,বিমলা বলে।
–বাইরে যাচ্ছো?দাড়াও আমার জন্য –।নীরাপদ দেওয়ালে ঝোলানো পাঞ্জাবির পকেট হতে টাকা বের করতে যায়।
–সিগারেট? ঠিক আছে টাকা দিতে হবে না।ওসব পয়সার গরম অন্য জায়গায় দেখাবে।
নীরাপদ অনর্থক কথা বাড়িয়ে ভর দুপুরে অশান্তি করতে চায় না।নীরাপদর কপালে চুমু দিয়ে বিমলা বেরিয়ে যায়।দুজনে কত পার্থক্য নীরাপদ ভাবে মনে মনে।সৌমীর সঙ্গে গোলমাল অপর্ণা তাতে উস্কানি দেয়নি বরং বলেছে এভাবে কতদিন চলবে কিছু একটা মিটমাট করা যায়না।সৌমী গ্রাজুয়েশন করেছে অপর্ণা কেবল কলেজের গণ্ডি পেরিয়েছে।যত দেখছে অবাক হচ্ছে নীরাপদ।আজ সৌমী বলছিল গোয়েন্দা লাগাবার কথা।তার এসব কথা মনে হয়নি কখনো।শুনেছে গোয়েন্দারা নাকি অতীত বর্তমান সব প্রমাণসহ বের করে আনে পার্টি জানতেও পারেনা।
রাস্তায় দুপুরের নির্জনতা।লোক চলাচল নেই বললেই চলে।কে বলবে সন্ধ্যে নামতে এই রাস্তা হবে কোলাহল মুখর। বিমলাকে দেখে ইয়াসিন বলে,ও খলিফা এসে গেছে?কিন্তু হাঁড়ি নামতে আরো মিনিট দশেক লাগবে বইন।একটু দাড়াতে হবে।
এক পাশে ছায়া আশ্রয় করে দাঁড়ায় বিমলা।গলিটা সোজা গিয়ে দূরে বড় রাস্তায় মিলেছে।এই গলিতে সাধারনের চলাচল কম।বড় রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক দূর অতীতের দিকে গুটি গুটী হাটতে থাকে। সেদিনের কথা মনে পড়ে গেল,দিনটা ছিল আর পাঁচটা দিনের মত।অন্যদের মত কাস্টোমার ধরতে রাস্তায় দাঁড়ায় না বিমলা।ঘরেই থাকে,কখনো বা চাতালে বসে গল্প-গুজব করে।চাতাল পেরিয়ে সদর দরজা।কমিশনের বিনিময়ে ঝণ্টেরা কাস্টমার ধরে আনে।ভদ্রগোছের কাস্টোমার ছাড়া ঘরে ঢোকায় না বিমলা।সবাই জানে বিমলি-দি আর পাচজনের মত না।টাকা পেলেই হল মুচি মেথর রিক্সাওলা কোন বাছবিচার নেই।স্নান সেরে পরিপাটি বসে ছিল বিমলা।উগ্র প্রসাধন ওর অপছন্দ।রূপোসী না হলেও চোখে পড়ার মত একটা আলগা শ্রী অন্যদের চেয়ে আলাদা করে চিনিয়ে দিত।এমন সময় পরেশ কাকা হাজির।অনেকদিন দেখা হয় নি কাকার সঙ্গে,দেখে ভাল লাগে।পরেশ কাকাকে কেমন গম্ভীর মনে হল।
ঘরে এনে বসিয়ে জিজ্ঞেস করে,কাকা কেমন আছেন?পাড়ার খব সব ভালতো?
– বুড়ি তুই কোনো খবর পাসনি? থমথমে মুখ পরেশ কাকার।
–কি খবর? কি হয়েছে কাকা?
–ঠাকুর মশাই নেই।বিমলা বুঝতে পারছে না সে ঠিক শুনেছে তো?
–কাকা কি হয়েছে আমাকে বলুন?চুপ করে থাকবেন না।কাকা–।হাউ-হাউ কেদে ফেলে।
–গত সপ্তাহে ঠাকুর মশাই চলে গেল।তোকে কেউ বলেনি?নিজের মনে বলে,কেন বলবে? ওদের কাছে তো তুই মরা। আজ আসি রে।পরেশ চলে যায়।
বাবা নেই ওকে কেউ একবার জানালো না?বড় অভিমান হয়–একবারও কি তার কথা কারো মনে এলনা? নাকি ইচ্ছে করেই তাকে খবর দেয় নি?
বালিশে মুখ গুজে ফুফিয়ে কাঁদতে থাকে বিমলা।পৃথিবীতে বাবা নেই ভেবে নিজেকে ভীষণ একাকী মনে হতে থাকে।বাবার মুখটা ভেসে ওঠে চোখের সামনে।অসহায় মানুষটার শেষ জীবন কেটেছে বড় কষ্টে।মেয়েটা নিরুদ্দেশ হলে বাড়ির বাইরে বের হত না লজ্জায়।এভাবে পড়ে আছে কতক্ষন, খেয়াল নেই।
–বিমলি-দি কাস্টোমার।বাইরে ঝণ্টের গলা শুনে উঠে বসে।অবিন্যস্ত বেশবাস সামলে চোখ মেলে তাকাতে দেখল, সামনে দাঁড়িয়ে মানুষটা।নীরাপদ একটা একশো টাকার নোট এগিয়ে দেয়।বিমলা টাকাটা নিয়ে কুলুঙ্গিতে গুজে রাখে। অনাবৃত হয়ে কেবল শায়ার দড়ি ধরে বিমলা বলে,আসেন।
লোকটি ভিতরে ঢুকে জিজ্ঞেস করে,আপনি কাঁদছিলেন কেন?
আগে কাস্টমারদের মুখে ‘আপনি’ সম্বোধন শোনেনি।বিমলা অবাক হয়ে লোকটিকে দেখে বলে,ও কিছু না।আপনি আসেন।আর এইটা লাগায়ে নেন।কণ্ডোম এগিয়ে দিয়ে বিছানায় ডাকে বিমলা।
--আমার নাম নীরাপদ আপনার নাম?
--বিমলা।
নীরাপদ এগিয়ে আসে,পাশে বসে বলে,আমাকে বলুন কাঁদছিলেন কেন?
নীরাপদর স্বরে মমতার স্পর্শ পেয়ে বিমলা আর নিজেকে ধরে রাখতে পারে না।শায়ার দড়ি হাত থেকে পড়ে যায়,দু-হাতে মুখ ঢেকে হাউ-হাউ করে কেঁদে ফেলে।নীরাপদ নীচু হয়ে শায়া তুলে কোমরে বেধে দিয়ে পিঠে হাত দিয়ে বিছানায় বসিয়ে দিল।ধীরে ধীরে সব কথা বলে নীরাপদকে।মাথা নীচু করে নীরাপদ শোনে নীরবে কিছুক্ষন।উলঙ্গ শরীর বিমলা নিঃসঙ্কোচে বসে থকে নীরাপদর সামনে।
নীরাপদ বলে,আজ থাক।তুমি কাপড় পরো।
বিমলা হতাশ হয়ে কুলুঙ্গি হতে টাকাটা এনে ফেরৎ দিতে যায়।নীরাপদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বিমলার দিকে।
কোমরে এখনো পড়েনি বলিরেখা,স্তনযুগল ঈষৎ নিম্নাভিমুখি, সুগঠিত দেহ সৌষ্ঠব।মৃদু হেসে নীরাপদ বলে,টাকা তুমি রাখো।আমি আবার আসবো।
বিমলা অবাক হয়।চোখ তুলে তাকিয়ে দেখে মানুষটাকে।লাইনে কম দিন হল না কাস্টোমার দেখেছে নানা রকম।আজ দেখছে এক অন্যরকম মানুষ অচেনা মানুষ। বিমলার ঠোট কাপে।
–আজ তোমার মন ভাল নেই।একটা কথা বলবো?নীরাপদ বলে।
বিমলা সপ্রশ্ন দৃষ্টি মেলে তাকায়।
–চলো কোথাও নিরবিলিতে বসে কথা বলি,তোমার ভাল লাগবে।অবশ্য তোমার যদি–।ইতস্তত করে নীরাপদ।
মানুষটা কি মনের কথা বুঝতে পারে? বিমলার মনটাও খুজছিল একটু নির্জনতা,পুরানো দিন গুলো নিয়ে নাড়াচাড়া করতে তার মধ্যে হারিয়ে যেতে।
অনেক রাত অবধি ওরা বসেছিল গঙ্গার ধারে। একটু দূরে শ্মশান,মৃতদেহ দাহ হচ্ছে।কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। সেদিকে তাকিয়ে উদাস হয়ে বসে নীরাপদ।বিমলা ছেড়া ছেড়া ভাবে বলে যায় তার নিজের কথা।পয়সার জন্য পড়াশোনা বেশিদুর হয়নি।পয়সা উপার্জনের জন্য কি ভাবে প্রতারিত হয়ে ঘর ছেড়েছিল।পাঁচ ঘাটের জল খেয়ে অপর্না এখন বিমলা।
–তুমি বাবার শ্রাদ্ধ করবে না? নীরাপদ জিজ্ঞেস করে।
কি উত্তর দেবে বিমলা বুঝতে পারে না।চোখের জলে দৃষ্টি ঝাপসা,বিমলা বলে,ওরা তো আমায় স্বীকার করে না।
–চল উঠি,অনেক রাত হল।তোমাকে বাসায় ফিরে আবার রান্না করতে হবে,তাই না?
–আজ আর কিছু খাব না।
–না না,তা কি করে হয়।কিছু না খেলে শরীর খারাপ হবে।ব্যস্ত হয়ে বলে,চলো হোটেলে গিয়ে বরং কিছু খেয়ে নিই।
চলো ওঠো।হাত ধরে বিমলাকে টেনে তোলে।
গঙ্গার পাড় ধরে হাটতে থাকে দুজনে।ওপারে জমাট বাধা অন্ধকার তারই মাঝে টিপ টিপ তারার মত আলো জ্বলে।কেমন যেন রহস্যময়। বিমলা আড় চোখে দেখে পাশের মানুষটাকে।তার শরীর খারাপের জন্য কেউ চিন্তা করে? একজন বেবুশ্যে মেয়েছেলের এত মূল্য আছে এমন করে তার মনে হয় নি।গঙ্গার হাওয়া এসে যেন মমতার স্পর্শ বুলিয়ে দিচ্ছে।
দোকান-পাট সব বন্ধ হতে চলেছে।এত রাতে হোটেল খোলা থাকলে হয়।অনেকটা সময় একসঙ্গে আছে অথচ সেভাবে তাকে স্পর্শ করে নি।
–আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো?সত্যি করে বলবেন?বিমলা জিজ্ঞেস করে।
–অকারন মিথ্যে আমি বলিনা।কি কথা?
–আমাকে আপনার ভাল লাগেনি ,তাই না?
–কি করে বুঝলে?হেসে তাকায় নীরাপদ।
–সব সময় দুরত্ব বাচিয়ে চলছেন,একবার ছুয়ে দেখতেও ইচ্ছে হল না।
–কি করব,তুমি যেভাবে ‘আপনি-আজ্ঞে’করছো তাতে ভরসা হয় নি।
বিমলার মুখ লাল হয়।নীরাপদর দিকে তাকাতে পারে না।কি করে বোঝাবে তার ইচ্ছের কথা।তুমি বলতে গিয়েও অনায়াসে বলতে পারছে না।এমন আগে হয় নি।আমতা আমতা করে বলে,না আসলে কেমন যেন–।
–বলো ‘তুমি।’নীরাপদ ঘুরে দাঁড়িয়ে বলে।
–চলো,আস্তে আস্তে হয়ে যাবে।লাজুক গলায় বলে বিমলা।
একটা হোটেল নজরে পড়ে,প্রায় ফাকা।একটী লোক বেঞ্চ মুছে পরিস্কার করছে। নীরাপদ জিজ্ঞেস করে,কিছু পাওয়া যাবে?
লোকটি তাকিয়ে দুজনের সম্পর্ক বোঝার চেষ্টা করে তারপর অবজ্ঞার স্বরে বলে,রুটি তড়কাহতে পারে।ভাত হবে না, মাছ-মাংস শেষ।
দুজনে হোটেলে ঢুকে একটী কেবিনে বসে।বেয়ারা দু গ্লাস জল দিয়ে যায়।আর পাত্তা নেই।নীরাপদ উঠে খোজ নিতে গেল।তড়কা হয়ে গেছে রুটি হচ্ছে।ফিরে এসে অন্যমনস্কভাবে একটা গেলাস তুলে চুমুক দিতে গেলে বিমলা শশব্যস্ত হয়ে বলে,ওমা ওটা আমার জল।
–তোমার মানে?
–না মানে, আমি এটো করে খেয়েছি।বিমলা অপ্রস্তুত বোধ করে,চোখ নামিয়ে নেয়। এরপর যা ঘটল তার জন্য বিমলা মোটেই প্রস্তুত ছিল না।নীরাপদ দু-হাতে তার গাল চেপে ধরে ঠোটজোড়া সজোরে চুম্বন করে।
–উম-হু-উম।বাধা দেবার ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে বিমলা।
–তোমার মুখে মুখ দিয়ে এটো করে দিলাম।
–কি যে পাগলামি করো–।লজ্জায় রাঙ্গা হল বিমলা,সারা শরীরে অনাস্বাদিত সুখের শিহরন খেলে যায়।
–রাগ করলে?
–না তা নয়,কেউ যদি এসে পড়তো?লজ্জায় মাথা তুলতে পারে না বিমলা।অবাক হয়ে ভাবেএই লাইনে আসার পর লজ্জা সঙ্কোচ সেই কবে ঝেড়ে ফেলে দিয়েছে।ভেবে পায় না এত লজ্জা এখন কোথা হতে এল?
ঝণ্টের কথায় হুঁশ ফেরে।কোথায় খোয়া গেছিল মনটা।একটু লজ্জা পায় বিমলা।
–এখানে দাঁড়িয়ে আছো? ঝণ্টে বলে।
–বিমলির ঘরে আজ বাবু এসেছে,বিরিয়ানি চাই।ইয়াসিন বলে।
–বিমলি-দি সেই বাবুটা? আমি যাকে এনে দিয়েছিলাম? বখশিস দিতে হবে কিন্তু। একগাল হেসে ঝণ্টে বলে।
–এ্যাই বাবু বলবি না।
–তবে কি বলবো? কাস্টোমার?
–তোকে কিছু বলতে হবে না।পরে আসিস বখশিস দেব।
বাবু কথার অনুসঙ্গে বেশ্যা শব্দটি জড়িয়ে বিমলার ভাল লাগেনা।কিন্তু নিরাপদ তার কে?এই প্রশ্নের উত্তর সে নিজেই কি জানে ?মানুষটা পাগল।সে রাতে হোটেলে খাওয়া-দাওয়ার পর ঘরে ফিরে আসে।নাম নিরাপদ কিন্তু কোথায় থাকে জিজ্ঞেস করা হয় নি।রাতের আঁধারে যেন মিলিয়ে গেল।বিছানায় শুয়ে সারা রাত কেবল ভেবেছে যতক্ষন সঙ্গে ছিল মন ভরেছিল অপুর্ব রোমাঞ্চে।
স্বপ্নের মত কেটে গেল দিনটা।লোকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে,বিমলা স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল।ঘুম ভাঙ্গলো কড়ানাড়ার শব্দে,দরজা যেন ভেঙ্গে ফেলছে।এই ভোর রাতে কে এল?
তন্দ্রা জড়িত চোখে দরজা খুলে ঘুম ছুটে গেল,চোখ কপালে ওঠার যোগাড়।কাকে দেখছে সে? স্বপ্ন দেখছে না তো?
নিরাপদ দাঁড়িয়ে আছে। কোন পাগলের পাল্লায় পড়লো বিমলা।এসময় কেন?
–নেও ,একটা গামছা নিয়ে তাড়াতাড়ি চলো।
–কোথায়?
–গঙ্গায়।দেরী করলে ভীড় বেড়ে যাবে।
এখনো সবার ঘুম ভাঙ্গে নি।সবাই জেগে উঠলে জবাব দিহির শেষ থাকবে না।বাধ্য হয়ে একটা গামছা নিয়ে অনুসরন করে নিরাপদকে।একটু মজা যে পাচ্ছে না তা নয়।গঙ্গার ঘাটে যেতে একটা কাল পাড় কোরা শাড়ি কাধের ঝোলানো ব্যাগ হতে বের করে হাতে দিয়ে বলে,স্নান করে শাড়িটা পরে নেও।আমি আসছি।
শাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এক মূহুর্ত মনে মনে নিজেই নিজেকে জিজ্ঞেস করে,বিমলা তোমার আর কি চাই?নিরাপদ হন হন করে শ্মশানের দিকে চলে যায়।সেদিকে বিমলা চেয়ে থাকে অপলক।হায় বিধাতা তুমি যেমন সৃষ্টি করেছো গরল,তেমনি অমৃতও তোমার সৃষ্টি।
গঙ্গায় ডুব দেয় বিমলা।চোখের জল গঙ্গার জল একাকার।কেঁদেও এত সুখ আগে কে তা জানতো?শাড়ি বদলে নতুন শাড়ি পরে।দুর হতে আসতে দেখে নিরাপদকে,সঙ্গে একজন পুরোহিত।
গঙ্গার ধারে একটা পরিস্কার জায়গা দেখে শুরু হল শ্রাদ্ধ।আসন করে বসে বিমলা।
পুরোহিত জিজ্ঞেস করে,কি নাম মা?
–পশুপতি ভট্টাচার্য।
–তোমার নাম?
–বিমলা দেবী।
–না না অপর্না ভট্টাচার্য।নিরাপদ পাশ থেকে বলে।
পুরোহিতের ধন্দ্ব লাগে,আড়চোখে নিরাপদকে দেখে।নিরাপদ বলে,বিমলা ডাক নাম। বিমলাকে ধমক দেয়,নিজের নামটাও ঠিক মত বলতে পার না?
বিমলার বুকের কাছে কফের মত জমে থাকে এক দলা কান্না।এরকম একজন ধমক দেবার মানুষ কোন মেয়ে না চায়?
শ্রাদ্ধ শেষ হতে বেলা হয়ে গেল।নিরাপদকে সঙ্গে নিয়ে ফিরছে।পথে মদনের সঙ্গে দেখা। দালালি করে।
–তোমায় দারুন দেখতে লাগছে মাইরি।
বিমলা লজ্জা পায়।কিছু বলে না।একবার চোখ তুলে নিরাপদকে দেখে।
–বিশ্বাস কর একেবারে মা-মা মনে হচ্ছে।মদন বলে।
–ঠিক আছে এখন যা।
–তুমি বাড়ি যাচ্ছো? দেখবে কেমন ঝামেলা।ফ্যাক ফ্যাক করে হাসতে থাকে মদন।
চলে যেতে স্বস্তি বোধ করে বিমলা।কি বলতে কি বলে নিরাপদ কি মনে করে খালি ভয় হচ্ছিল।