31-07-2020, 09:31 PM
২০ এপ্রিল ,২০৫০
আজ দাদার বিয়ের দিন নয় ,তবুও আমাদের বাড়ীটা নতুন বিয়ের কণের মতো সেজে উঠেছে । পুরো বাড়ীতে আলোর রোশনাই । ছাদে প্যান্ডেল । সেখানে পাত্র পক্ষদের , আমাদের বাড়ীর আত্মীয়সজ্জনদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা । ভিয়েন একপাশে । বাড়ীতে করুণ সুরে সানাই বাজছে । আর মা -বাবা তটস্থ সব সময় । যেন ছেলের জন্ম দিয়ে না -জানি কতো ভুল করে ফেলেছেন । ওপরে যে ঘরে আমি আর দাদা শুতাম , সেই ঘরের ভোলটাই পুরো পাল্টে গেছে । দেওয়ালে মাগী কাটিং গোলাপী রং , একটা ড্রেসিং টেবিল ঢুকেছে - তাতে থরে থরে সাজানো সাজের জিনিস । দেওয়াল জোড়া কাবার্ড -এ , আমাদের যত জিন্স -টি শার্ট ছিল , সব সরিয়ে স্থান হয়েছে গোছা গোছা রং -বেরঙের ব্রা আর প্যান্টির । আর সায়া , একদিকে ম্যাচিং করে রাখা ব্লাউজের স্তুপ । অন্যদিক শাড়ি । টপ । লেগিংস । সালোয়ার কামিজ ।
দাদার ফুটবল প্রিয় । কিন্তু সেই ফুটবল কেড়ে , সেখানে বিছানার ওপর রাখা হাগিং বিয়ার । দাদার বন্ধুমহলে কানাঘুসো , দাদা না কী অপারেশন করে মেয়ে হবে । আজ সেই দিনের শুরু । দাদার আশীর্বাদ ।
শুরুটা হয়েছিল উচ্চ মাধ্যমিক ( এখন হাইকলেজ ) দেওয়ার কয়েকমাস আগে থেকেই । গভর্মেন্ট -এর সার্চ ফর সুইটেবল ক্যান্ডিডেটস ফর জেন্ডার রিএসাইনমেন্ট প্রোগ্রাম থেকেই । যা গভর্নমেন্ট -এর নতুন আইন অনুযায়ী সমস্ত বিদ্যালয়কে জেন্ডার টেস্টের আওতায় আনা হয়েছে । ডিস্ট্রিক্ট জেন্ডার রি এসাইনমেন্ট অফিসার একটা ছোট ডাক্তারের টিম নিয়ে বিদ্যালয় পরিদর্শন করছেন , খুঁজে বার করছেন সেই সব সুইট্যাবল ক্যান্ডিডেটসদের , যাদের কে জেন্ডার রিএসাইনমেন্ট করে দেশে পুরুষ এবং স্ত্রী র সমতা ফিরিয়ে আনা হবে । ২০২০ তে প্রতি ৫২ জন পুরুষে ৪৮ জন নারী কমতে কমতে ১৩ এ নেমে এসেছে , নিউবর্ন এর দের রেসিও আরো খারাপ , প্রতি ১০০ জনে মেয়েদের সংখ্যা মাত্র ৬ ।
আশু অবস্থার পরিবর্তন না ঘটলে , অবস্থা আরো খারাপের দিকে যাবে । সরকারি ও বেসরকারী লগ্নিতে ভারতবর্ষের প্রতিটি জেলায় গড়ে তোলা হয়েছে জেন্ডার ট্রান্সফরমেশন ইনস্টিটিউট । যেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে রাখা হয়েছে রিএসাইনড নারীর জন্য মেয়েলি আদবকায়দা শেখানোর ব্যবস্থা । যা প্রচুর ব্যয় বহুল । জেন্ডার রিএসাইনমেন্ট-র সম্পূর্ণ ভার বহন করতে সরকার এখন অক্ষম , তাই যার -যার তার -তার নীতি । অর্থাৎ সরকার পরীক্ষা করে শুধু নাম তুলে দিচ্ছে ডাটাবেসে । ন্যাশনাল ডাটাবেস ফর সুইটেবল ক্যান্ডিডেটস ফর জেন্ডার রিএসাইনমেন্ট ।
কিছু পরীক্ষা , দেহের গড়ন আর অবজেক্টিভ মাল্টিপল কোয়েশ্চেন -এর ওপর ভিত্তি করে নাম তুলে দিচ্ছে , বাড়ীতে চিঠি চলে আসছে বাবা -মা কে নিজের খরচায় ছেলের সার্জারি করিয়ে নিতে , যদি অপারগ হন তাঁরা , তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে , সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে সমাজের উচ্চ বিত্ত শ্রেণীর মানুষের কাছে , যাঁরা তাদের পুত্রের বিবাহের জন্য পাত্রী খুঁজছেন । এই দুটো উদ্যোগে ব্যর্থ হলে যাঁরা দরিদ্র সীমার নিচে আছেন তাদের জন্য আছে বেসিক অপারেশন ব্যবস্থা , শুদু মাত্র হরমোন দিয়ে দিয়ে মেয়েছেলের মতো নরম বানিয়ে অপারেশন করে দুটো দুধ বসিয়ে দেওয়া হবে , যদিও নিম্নাঙ্গ পুরুষের মতোই থাকবে ,এরা শি মেল্ - এদের পুনর্বাসন করা হবে বিউটিসিয়ান কোর্স করিয়ে বা কাউকে এসকর্ট বানিয়ে । এরা সন্তান জন্ম দিতে অপারগ । কিন্তু পূর্ণ নারীতে যাঁদের রূপান্তর করা হবে এদের জরায়ু থাকবে ফলে সন্তান জন্ম দিতে এরা পারবে ।
যাঁরা স্বেচ্ছায় নিজের পুত্রের লিঙ্গান্তর করবে তাঁদের কাছে বেছে নেওয়ার সুযোগ থাকবে , কার সাথে সে তার লিঙ্গান্তরিত পুত্রের বিয়ে দেবে এই স্বাধীনতা তাঁর থাকবে , দ্বিতীয় ক্ষেত্রে বলাই বাহুল্য তা নেই , সে ক্ষেত্রে যে এই যৌন রূপান্তর স্পনসর করছে , তাঁর ইচ্ছেই শেষ কথা । আমার দাদা এই দ্বিতীয় শ্রেণীর ।
আজ দাদার বিয়ের দিন নয় ,তবুও আমাদের বাড়ীটা নতুন বিয়ের কণের মতো সেজে উঠেছে । পুরো বাড়ীতে আলোর রোশনাই । ছাদে প্যান্ডেল । সেখানে পাত্র পক্ষদের , আমাদের বাড়ীর আত্মীয়সজ্জনদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা । ভিয়েন একপাশে । বাড়ীতে করুণ সুরে সানাই বাজছে । আর মা -বাবা তটস্থ সব সময় । যেন ছেলের জন্ম দিয়ে না -জানি কতো ভুল করে ফেলেছেন । ওপরে যে ঘরে আমি আর দাদা শুতাম , সেই ঘরের ভোলটাই পুরো পাল্টে গেছে । দেওয়ালে মাগী কাটিং গোলাপী রং , একটা ড্রেসিং টেবিল ঢুকেছে - তাতে থরে থরে সাজানো সাজের জিনিস । দেওয়াল জোড়া কাবার্ড -এ , আমাদের যত জিন্স -টি শার্ট ছিল , সব সরিয়ে স্থান হয়েছে গোছা গোছা রং -বেরঙের ব্রা আর প্যান্টির । আর সায়া , একদিকে ম্যাচিং করে রাখা ব্লাউজের স্তুপ । অন্যদিক শাড়ি । টপ । লেগিংস । সালোয়ার কামিজ ।
দাদার ফুটবল প্রিয় । কিন্তু সেই ফুটবল কেড়ে , সেখানে বিছানার ওপর রাখা হাগিং বিয়ার । দাদার বন্ধুমহলে কানাঘুসো , দাদা না কী অপারেশন করে মেয়ে হবে । আজ সেই দিনের শুরু । দাদার আশীর্বাদ ।
শুরুটা হয়েছিল উচ্চ মাধ্যমিক ( এখন হাইকলেজ ) দেওয়ার কয়েকমাস আগে থেকেই । গভর্মেন্ট -এর সার্চ ফর সুইটেবল ক্যান্ডিডেটস ফর জেন্ডার রিএসাইনমেন্ট প্রোগ্রাম থেকেই । যা গভর্নমেন্ট -এর নতুন আইন অনুযায়ী সমস্ত বিদ্যালয়কে জেন্ডার টেস্টের আওতায় আনা হয়েছে । ডিস্ট্রিক্ট জেন্ডার রি এসাইনমেন্ট অফিসার একটা ছোট ডাক্তারের টিম নিয়ে বিদ্যালয় পরিদর্শন করছেন , খুঁজে বার করছেন সেই সব সুইট্যাবল ক্যান্ডিডেটসদের , যাদের কে জেন্ডার রিএসাইনমেন্ট করে দেশে পুরুষ এবং স্ত্রী র সমতা ফিরিয়ে আনা হবে । ২০২০ তে প্রতি ৫২ জন পুরুষে ৪৮ জন নারী কমতে কমতে ১৩ এ নেমে এসেছে , নিউবর্ন এর দের রেসিও আরো খারাপ , প্রতি ১০০ জনে মেয়েদের সংখ্যা মাত্র ৬ ।
আশু অবস্থার পরিবর্তন না ঘটলে , অবস্থা আরো খারাপের দিকে যাবে । সরকারি ও বেসরকারী লগ্নিতে ভারতবর্ষের প্রতিটি জেলায় গড়ে তোলা হয়েছে জেন্ডার ট্রান্সফরমেশন ইনস্টিটিউট । যেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে রাখা হয়েছে রিএসাইনড নারীর জন্য মেয়েলি আদবকায়দা শেখানোর ব্যবস্থা । যা প্রচুর ব্যয় বহুল । জেন্ডার রিএসাইনমেন্ট-র সম্পূর্ণ ভার বহন করতে সরকার এখন অক্ষম , তাই যার -যার তার -তার নীতি । অর্থাৎ সরকার পরীক্ষা করে শুধু নাম তুলে দিচ্ছে ডাটাবেসে । ন্যাশনাল ডাটাবেস ফর সুইটেবল ক্যান্ডিডেটস ফর জেন্ডার রিএসাইনমেন্ট ।
কিছু পরীক্ষা , দেহের গড়ন আর অবজেক্টিভ মাল্টিপল কোয়েশ্চেন -এর ওপর ভিত্তি করে নাম তুলে দিচ্ছে , বাড়ীতে চিঠি চলে আসছে বাবা -মা কে নিজের খরচায় ছেলের সার্জারি করিয়ে নিতে , যদি অপারগ হন তাঁরা , তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে , সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে সমাজের উচ্চ বিত্ত শ্রেণীর মানুষের কাছে , যাঁরা তাদের পুত্রের বিবাহের জন্য পাত্রী খুঁজছেন । এই দুটো উদ্যোগে ব্যর্থ হলে যাঁরা দরিদ্র সীমার নিচে আছেন তাদের জন্য আছে বেসিক অপারেশন ব্যবস্থা , শুদু মাত্র হরমোন দিয়ে দিয়ে মেয়েছেলের মতো নরম বানিয়ে অপারেশন করে দুটো দুধ বসিয়ে দেওয়া হবে , যদিও নিম্নাঙ্গ পুরুষের মতোই থাকবে ,এরা শি মেল্ - এদের পুনর্বাসন করা হবে বিউটিসিয়ান কোর্স করিয়ে বা কাউকে এসকর্ট বানিয়ে । এরা সন্তান জন্ম দিতে অপারগ । কিন্তু পূর্ণ নারীতে যাঁদের রূপান্তর করা হবে এদের জরায়ু থাকবে ফলে সন্তান জন্ম দিতে এরা পারবে ।
যাঁরা স্বেচ্ছায় নিজের পুত্রের লিঙ্গান্তর করবে তাঁদের কাছে বেছে নেওয়ার সুযোগ থাকবে , কার সাথে সে তার লিঙ্গান্তরিত পুত্রের বিয়ে দেবে এই স্বাধীনতা তাঁর থাকবে , দ্বিতীয় ক্ষেত্রে বলাই বাহুল্য তা নেই , সে ক্ষেত্রে যে এই যৌন রূপান্তর স্পনসর করছে , তাঁর ইচ্ছেই শেষ কথা । আমার দাদা এই দ্বিতীয় শ্রেণীর ।
We're all something we're not.