29-07-2020, 08:40 PM
(29-07-2020, 08:22 PM)kalobaba Wrote: গল্প তো নয়, যেন চলমান জীবন। ছন্দ-ময়। রূপ আর অঙ্গ-প্রত্যঙ্গ গুলো কে যদি একটু সংযত হয়ে লিখতেন, তাহলে বুঝি মূল ধারার বড় গল্প মনে হতো। মনের আনন্দে লেখেন বেশ। এখনকার মত ওই আমাজনে মাল অর্ডার করার মতন নয়। কিছু গল্প দেখে আবার বোঝা যায় না! গল্প নাকি "খিস্তি"! সেগুলো ও থাকা দরকার। নয়তো এটা ভালো বুঝতাম বা কি করে।
সে কিছু দিন ছিল, xossip এ। পিনুরাম আর আপনার গল্প যেন একের ওপর আর এক। এ বলে আমায় দেখ তো সে বলে আমায়। যদিও অনেকেই ছিল। দুঃখিত! সবার নাম মনে নেই। তাঁরাও বেশ ভালো লিখতেন। তবে কোয়ালিটি বলে ব্যাপারটা বেশ ছিল সেখানে।
যাইহোক। সেই চুটকীর মতো বলছি.... কারেন্ট চলে যাওয়ার পর, মেয়ের মা তার মেয়ের গানের মাস্টার কে বলছে। মাস্টার! কারেন্ট গেছে যাক, হারমোনিয়াম যেন না থামে। তেমন আপনাকে বলছি। আপডেট আসুক বা না আসুক, লেখা যেন না থামে।
প্রসঙ্গত, একজন নামকরা লেখক(দি.পা বাবুর), লেখার সাথে আপনার লেখার অনেক মিল পাওয়া যায়।
ধন্যবাদ ভাই।ভাল লাগলো আপনার কথা শুনে।ভাল থাকবেন।