29-07-2020, 02:12 PM
"" ছাব্বিস""
পরদিন ঘুম ভাংলো ফোনের শব্দে, স্ক্রিনে তাকিয়ে দেখি ঋতু কল করেছে।রিসিভ করতেই ঋতু বললো কোথায় তুমি? আমি বললাম রুমে মাএ ঘুম থেকে উঠলাম। বাহ বাহ নবাবজাদার মত এতো বেলা করে উঠলে চলবে। কয়টা বাজে দেখছো? আমি বললাম সকালে উঠে কি করবো কাজ নাই কাম নাই। ও বললো নাই তো খোঁজ, আজ থেকে তোমার নতুন কাজ চাকরি খোঁজা বুঝেছো ? উফফ হে ভগবান সকাল থেকেই শুরু, ঋতু বললো কি কিছু বললে? আমি বললাম না না কিছু না।আচ্ছা সকালে ফোন দিয়ে একটু আদর করবা তা না কি জ্ঞান দিচ্ছো। তুমি কি গো। ও বললো এই যে স্যার আমি তোমার গার্লফ্রেন্ড না যে ফোন দিয়ে চুমাচুমি শুরু করে দিবো।এখন যেটা বলছি মন দিয়ে শোন, আমার আজ একটা ক্লাস নেবার ছিলো,সেটা নেওয়া হয়ে গেছে,আমি এখন কলেজ থেকে বের হবো। তুমি আমার জন্য বৈকালি সিনেমা হলের ওখানে ওয়েট করো।আমি বললাম মানে কি ? আমি এখনো বেড থেকেই উঠিনি,তোমার ওখানে আসতে বড়ো জোর ১০ মিনিট লাগবে। তাহলে অতো তাড়াতাড়ি আমি কিভাবে যাবো? ঋতু বললো ওতো কিছু জানিনা না,যেটা বললাম সেটাই,তোমাকে তো আর আমি দুপুর পর্যন্ত ঘুমাতে বলিনি। বলেই ফোন রেখে দিলো।
উফ এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না দ্রুত উঠে ফ্রেশ হলাম, ক্ষুধায় পেটে ছুচো ডাকছে কিন্তু খাবার সময় নাই ওর কলেজের ওখান থেকে আসতে বড় জোর দশ মিনিট লাগবে। দেরি হলে আবার কুরুক্ষেএ বেধে যাবে। তাড়াতাড়ি করে রাস্তায় এলাম তারপর দৌড়ে মোড়ের রাস্তার দোকান থেকে মিঠু একবার ডাকলো পরে আসবো বলে হাত নাড়ালাম, তারপর এক অটো ডেকে বললাম খুব তাড়া কোন প্যাসেঞ্জার নিয়েন না।বৈকালি মোড় চলেন। ১১ মিনিটে এসে পৌছালাম, যাক এক মিনিট তেমন কোন লেট না অটোর ভাড়া মিটিয়ে চারিদিকে তাকিয়ে ঋতুকে খুজতেছি। না ঋতু নাই!কি ব্যাপার এখনো আসেনি। কল করলাম ওর ফোনে নো এন্সার আরো কয়েকবার করলাম একই রেজাল্ট। কি করবো ক্ষুধাও লাগছে কিন্তু কিই বা খাবো,ধুর ভালো লাগেনা একটা দোকানে গিয়ে এক গ্লাস জল খেয়ে একটা সিগারেট জ্বালালাম, কিন্তু ঋতুর দেখা নাই। পাক্কা ৩০ মিনিট পর ঋতু এলো।আমাকে দেখে বললো একটা রিক্সা ডাকো। আমি বললাম আগে বলো দেরি কেন? ও বললো ওমা তোমার মত ঘুমালে কি আর আমার চলে ক্লাস ছিলো না। আমি বললাম তুমি যে বললে ক্লাস শেষ এখুনি বের হবা। তোমার আসার আগে এখানে থাকতে বললে!? তাই তোমার আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে না খেয়েই দৌড়ের উপর এসেছি। ঋতু মুখ ভেংচে বললো আহ,,হা বেচারা! আমি যখন তোমায় কল দিই তখন ক্লাস নিতে ঢুকছি। আর বের হয়েই এখানে। আমি বললাম তাহলে মিথ্যা বললে কেন ? ওর সোজা উত্তর ইচ্ছা হয়েছে তাই... সকাল সকাল দৌড়ানো ভালো। আমি বললাম ও তাই। কি মেয়ে তুমি আমি তোমার জন্য এতো কষ্ট করে না খেয়ে এলাম আর তুমি এই কথা বলছো। অন্য মেয়ে হলে বলত ওকে বাবু চলো তোমায় নাস্তা করাই, তুমি না খেয়ে কেন এলে।কত আদর করতো বুঝেছো। আবার ও সেই সোজাসুজি উত্তর ঠিক আছে অন্য মেয়ের কাছে যাও,,এই রিক্সা বলে হাঁক পারলো।
আমি বললাম ওকে দরকার নাই আমার খাওয়ার বলো এখন কোথায় যাবে।ও বললো আগে রিক্সা ডাকো আমি রিক্সা ডাকলাম,ও রিক্সাওয়ালা কে বললো শিববাড়ি চলুন। আমি বললাম শিববাড়ি কেন ? কাজ আছে ! আমি বললাম কি কাজ?ঋতু বললো গেলেই বুঝতে পারবে। আমি বললাম আচ্ছা ঋতু আমি যে খেয়ে আসিনি কিন্তু ক্ষুধা লাগছে আমার তোমার খারাপ লাগছেনা। ঋতু বললো ওরে বাবা রে এখনো সেই খাওয়া নিয়ে পরে আছো। তো শোন দুপুর ১ টার আগে তুমি খাবার পাবে না। কারণ এগারোটা সকালের নাস্তার সময় না। তাই ঠিক দুপুরে একবারে দুপুরের খাবার খাবে। আমি বললাম তোমার মনে তো দেখছি আমার প্রতি দয়া মায়া বলে কিছুই নেই।
এবার ঋতু বললো তুমি কখনো হাসপাতালে ভর্তি রোগীর সাথে থেকেছো? আমি বললাম হা থেকেছি তো!তো কি হয়েছে? ঋতু বললো অনেক সময় রোগী জল খেতে চায় কিন্তু ডাঃ রা দেয় না বা দিতে বারণ করে। একজন জল চাচ্ছে আর আমরা দিচ্ছিনা এটা কিন্তু খুব খারাপ, তবুও কেন দেইনা কারণ সেই সময় জলটা রোগীর জন্য ভালো না। এমনি অনেক সময় জল খাবার পর পরই রোগী মারাও যায়..অথচ জল না খেয়েও রোগী কিন্তু দিব্যি ভালো হয়ে যাচ্ছে।সো জল দিলো না বলে কি ডাঃ খারাপ হয়ে গেল!? আজ তোমাকে একটু টাইট দিলাম দেখবা নেস্ট টাইম তোমার সব ঠিক হয়ে গেছে।
আমি কিছুই আর বলিনি বুঝতে পারছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব পাল্টে দিবে। কি জানি কবে শালা নিজের চৌদ্দ গুষ্টির নামই পাল্টে দেয়..রিক্সা থামার ঝাকুনিতে চিন্তায় ছেদ ঘটলো।ভাড়া মিটালাম আমিই তারপর ঋতু আমাকে শিব বাড়ির ওখানে এক কিছু ', অধুষিত এলাকার দিকে নিয়ে গেল।আমি বললাম এবার তো বলো কোথায় যাচ্ছি?ও বললো ঠাকুর মহাশয়ের কাছে। আমি বললাম আমরা বিয়ে করছি এটা আগে বলবে না! এবার ঋতু কট মটিয়ে আমার দিকে তাকালো।আর বললো তোমার কি বুদ্ধি বলে কিছু নেই আমার বিয়ের ঠাকুর আমি হয়ে ঠিক করতে আসবো! আমি বললাম তাহলে ঠাকুর মহাশয়ের কাছে কি।উফ একটু চুপ থাকো না বাবা! এবার ঋতু একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো জিতেন্দ্র ঠাকুরের বাড়ি কোনটা? মেয়েটা হাতের ইশারায় দেখিয়ে দিলো। উনার বাড়িতে গিয়ে ঋতু যা বললো আমি হতবাক,ও বললো আসলে ঠাকুর মহাশয় আমার শশুর মহাশয় আর শাশুরী মা একসাথেই পরলোক গমন করেছে কয়েক বছর আগে,তাই উনাদের আত্মার শান্তি কামনায় আমরা একটু উনাদের মৃত্যু বার্ষিকী করতে চাই এই ধরুন একটু আপনার নিয়মে পূজা অর্চনা, ছোট করে একটু নাম কীর্তন আর পাড়ার বয়োজেষ্ঠ্যদের একটু নিরামিষ ভোজন। তো সেই জন্য আপনার কাছে আসা। আপনি দয়া করে আমাদের কাজটা নিন আর পুজার জন্য কি লাগবে একটা ফর্দ করে দিন। তারপর ঠাকুরের কাছ থেকে সব কাজ শেষে বের হয়ে এলাম রাস্তায়।
সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, আমার দু চোখে জল এসে গেছে ঋতুর দিকে তাকাতে পারছিনা। ঋতু সেটা খেয়াল করাতে বললো এমা বোকা ছেলে কাঁদছো কেন!? এতো বুড়োধারি কাঁদলে লোকে কি বলবে। আমি বললাম তুমি কে গো ? কেন করছো এতো ? এটাই কি ভালোবাসা ? আমার যে ভালবাসার সংজ্ঞাটা নতুন করে জানতে হবে! ঋতু আমার চোখের জল মুছে দিয়ে বললো,,,,
আমি বিপদে তোমার বুদ্ধি!
কর্মে তোমার শক্তি!
সাফল্যে তোমার ধৈর্য্য !
হাসলে তোমার বন্ধু সম!
কাঁদলে তোমার মাত্রী!
শয়নে তোমার সুখ নিদ্রা!
জাগিলে মনে প্রশান্তি!
পরদিন ঘুম ভাংলো ফোনের শব্দে, স্ক্রিনে তাকিয়ে দেখি ঋতু কল করেছে।রিসিভ করতেই ঋতু বললো কোথায় তুমি? আমি বললাম রুমে মাএ ঘুম থেকে উঠলাম। বাহ বাহ নবাবজাদার মত এতো বেলা করে উঠলে চলবে। কয়টা বাজে দেখছো? আমি বললাম সকালে উঠে কি করবো কাজ নাই কাম নাই। ও বললো নাই তো খোঁজ, আজ থেকে তোমার নতুন কাজ চাকরি খোঁজা বুঝেছো ? উফফ হে ভগবান সকাল থেকেই শুরু, ঋতু বললো কি কিছু বললে? আমি বললাম না না কিছু না।আচ্ছা সকালে ফোন দিয়ে একটু আদর করবা তা না কি জ্ঞান দিচ্ছো। তুমি কি গো। ও বললো এই যে স্যার আমি তোমার গার্লফ্রেন্ড না যে ফোন দিয়ে চুমাচুমি শুরু করে দিবো।এখন যেটা বলছি মন দিয়ে শোন, আমার আজ একটা ক্লাস নেবার ছিলো,সেটা নেওয়া হয়ে গেছে,আমি এখন কলেজ থেকে বের হবো। তুমি আমার জন্য বৈকালি সিনেমা হলের ওখানে ওয়েট করো।আমি বললাম মানে কি ? আমি এখনো বেড থেকেই উঠিনি,তোমার ওখানে আসতে বড়ো জোর ১০ মিনিট লাগবে। তাহলে অতো তাড়াতাড়ি আমি কিভাবে যাবো? ঋতু বললো ওতো কিছু জানিনা না,যেটা বললাম সেটাই,তোমাকে তো আর আমি দুপুর পর্যন্ত ঘুমাতে বলিনি। বলেই ফোন রেখে দিলো।
উফ এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না দ্রুত উঠে ফ্রেশ হলাম, ক্ষুধায় পেটে ছুচো ডাকছে কিন্তু খাবার সময় নাই ওর কলেজের ওখান থেকে আসতে বড় জোর দশ মিনিট লাগবে। দেরি হলে আবার কুরুক্ষেএ বেধে যাবে। তাড়াতাড়ি করে রাস্তায় এলাম তারপর দৌড়ে মোড়ের রাস্তার দোকান থেকে মিঠু একবার ডাকলো পরে আসবো বলে হাত নাড়ালাম, তারপর এক অটো ডেকে বললাম খুব তাড়া কোন প্যাসেঞ্জার নিয়েন না।বৈকালি মোড় চলেন। ১১ মিনিটে এসে পৌছালাম, যাক এক মিনিট তেমন কোন লেট না অটোর ভাড়া মিটিয়ে চারিদিকে তাকিয়ে ঋতুকে খুজতেছি। না ঋতু নাই!কি ব্যাপার এখনো আসেনি। কল করলাম ওর ফোনে নো এন্সার আরো কয়েকবার করলাম একই রেজাল্ট। কি করবো ক্ষুধাও লাগছে কিন্তু কিই বা খাবো,ধুর ভালো লাগেনা একটা দোকানে গিয়ে এক গ্লাস জল খেয়ে একটা সিগারেট জ্বালালাম, কিন্তু ঋতুর দেখা নাই। পাক্কা ৩০ মিনিট পর ঋতু এলো।আমাকে দেখে বললো একটা রিক্সা ডাকো। আমি বললাম আগে বলো দেরি কেন? ও বললো ওমা তোমার মত ঘুমালে কি আর আমার চলে ক্লাস ছিলো না। আমি বললাম তুমি যে বললে ক্লাস শেষ এখুনি বের হবা। তোমার আসার আগে এখানে থাকতে বললে!? তাই তোমার আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে না খেয়েই দৌড়ের উপর এসেছি। ঋতু মুখ ভেংচে বললো আহ,,হা বেচারা! আমি যখন তোমায় কল দিই তখন ক্লাস নিতে ঢুকছি। আর বের হয়েই এখানে। আমি বললাম তাহলে মিথ্যা বললে কেন ? ওর সোজা উত্তর ইচ্ছা হয়েছে তাই... সকাল সকাল দৌড়ানো ভালো। আমি বললাম ও তাই। কি মেয়ে তুমি আমি তোমার জন্য এতো কষ্ট করে না খেয়ে এলাম আর তুমি এই কথা বলছো। অন্য মেয়ে হলে বলত ওকে বাবু চলো তোমায় নাস্তা করাই, তুমি না খেয়ে কেন এলে।কত আদর করতো বুঝেছো। আবার ও সেই সোজাসুজি উত্তর ঠিক আছে অন্য মেয়ের কাছে যাও,,এই রিক্সা বলে হাঁক পারলো।
আমি বললাম ওকে দরকার নাই আমার খাওয়ার বলো এখন কোথায় যাবে।ও বললো আগে রিক্সা ডাকো আমি রিক্সা ডাকলাম,ও রিক্সাওয়ালা কে বললো শিববাড়ি চলুন। আমি বললাম শিববাড়ি কেন ? কাজ আছে ! আমি বললাম কি কাজ?ঋতু বললো গেলেই বুঝতে পারবে। আমি বললাম আচ্ছা ঋতু আমি যে খেয়ে আসিনি কিন্তু ক্ষুধা লাগছে আমার তোমার খারাপ লাগছেনা। ঋতু বললো ওরে বাবা রে এখনো সেই খাওয়া নিয়ে পরে আছো। তো শোন দুপুর ১ টার আগে তুমি খাবার পাবে না। কারণ এগারোটা সকালের নাস্তার সময় না। তাই ঠিক দুপুরে একবারে দুপুরের খাবার খাবে। আমি বললাম তোমার মনে তো দেখছি আমার প্রতি দয়া মায়া বলে কিছুই নেই।
এবার ঋতু বললো তুমি কখনো হাসপাতালে ভর্তি রোগীর সাথে থেকেছো? আমি বললাম হা থেকেছি তো!তো কি হয়েছে? ঋতু বললো অনেক সময় রোগী জল খেতে চায় কিন্তু ডাঃ রা দেয় না বা দিতে বারণ করে। একজন জল চাচ্ছে আর আমরা দিচ্ছিনা এটা কিন্তু খুব খারাপ, তবুও কেন দেইনা কারণ সেই সময় জলটা রোগীর জন্য ভালো না। এমনি অনেক সময় জল খাবার পর পরই রোগী মারাও যায়..অথচ জল না খেয়েও রোগী কিন্তু দিব্যি ভালো হয়ে যাচ্ছে।সো জল দিলো না বলে কি ডাঃ খারাপ হয়ে গেল!? আজ তোমাকে একটু টাইট দিলাম দেখবা নেস্ট টাইম তোমার সব ঠিক হয়ে গেছে।
আমি কিছুই আর বলিনি বুঝতে পারছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব পাল্টে দিবে। কি জানি কবে শালা নিজের চৌদ্দ গুষ্টির নামই পাল্টে দেয়..রিক্সা থামার ঝাকুনিতে চিন্তায় ছেদ ঘটলো।ভাড়া মিটালাম আমিই তারপর ঋতু আমাকে শিব বাড়ির ওখানে এক কিছু ', অধুষিত এলাকার দিকে নিয়ে গেল।আমি বললাম এবার তো বলো কোথায় যাচ্ছি?ও বললো ঠাকুর মহাশয়ের কাছে। আমি বললাম আমরা বিয়ে করছি এটা আগে বলবে না! এবার ঋতু কট মটিয়ে আমার দিকে তাকালো।আর বললো তোমার কি বুদ্ধি বলে কিছু নেই আমার বিয়ের ঠাকুর আমি হয়ে ঠিক করতে আসবো! আমি বললাম তাহলে ঠাকুর মহাশয়ের কাছে কি।উফ একটু চুপ থাকো না বাবা! এবার ঋতু একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো জিতেন্দ্র ঠাকুরের বাড়ি কোনটা? মেয়েটা হাতের ইশারায় দেখিয়ে দিলো। উনার বাড়িতে গিয়ে ঋতু যা বললো আমি হতবাক,ও বললো আসলে ঠাকুর মহাশয় আমার শশুর মহাশয় আর শাশুরী মা একসাথেই পরলোক গমন করেছে কয়েক বছর আগে,তাই উনাদের আত্মার শান্তি কামনায় আমরা একটু উনাদের মৃত্যু বার্ষিকী করতে চাই এই ধরুন একটু আপনার নিয়মে পূজা অর্চনা, ছোট করে একটু নাম কীর্তন আর পাড়ার বয়োজেষ্ঠ্যদের একটু নিরামিষ ভোজন। তো সেই জন্য আপনার কাছে আসা। আপনি দয়া করে আমাদের কাজটা নিন আর পুজার জন্য কি লাগবে একটা ফর্দ করে দিন। তারপর ঠাকুরের কাছ থেকে সব কাজ শেষে বের হয়ে এলাম রাস্তায়।
সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, আমার দু চোখে জল এসে গেছে ঋতুর দিকে তাকাতে পারছিনা। ঋতু সেটা খেয়াল করাতে বললো এমা বোকা ছেলে কাঁদছো কেন!? এতো বুড়োধারি কাঁদলে লোকে কি বলবে। আমি বললাম তুমি কে গো ? কেন করছো এতো ? এটাই কি ভালোবাসা ? আমার যে ভালবাসার সংজ্ঞাটা নতুন করে জানতে হবে! ঋতু আমার চোখের জল মুছে দিয়ে বললো,,,,
আমি বিপদে তোমার বুদ্ধি!
কর্মে তোমার শক্তি!
সাফল্যে তোমার ধৈর্য্য !
হাসলে তোমার বন্ধু সম!
কাঁদলে তোমার মাত্রী!
শয়নে তোমার সুখ নিদ্রা!
জাগিলে মনে প্রশান্তি!
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!