28-07-2020, 09:49 PM
"" পঁচিশ""
বাসায় ফিরে এলাম..ধুর কিছুই ভালো লাগছেনা।বার বার বারান্দায় যাচ্ছি না ঋতুর দেখা নাই। ভাবছি ধুর কাল দেখা করে একটু কড়া হবো। একটা মেয়ে যা বলবে তাই করতে হবে নাকি।তখন মনে পরলো কাল তো শুক্রবার ছুটির দিন,উফ এ মেয়ে দেখছি সব আঁটঘাট বেধে লেগেছে।তাছাড়া ও তো আমার খারাপের জন্য কিছু বলেনি। ঋতু নিজের কথা মতো বারান্দায় আর আসেনি। আমি ও উপায় না দেখে সব কাগজ রেডি করি। শনিবার দিন ওর কথা মতো কলেজ গিয়ে সব কাজ সেরে ওর জন্য মোড়ের রাস্তায় দাঁড়িয়ে থাকি। ঋতু আসলো আমি ওর হাতে ভর্তির কাগজ দিতে গেলাম ,ও বললো ও নিয়ে আমি কি করবো। আমি বললাম সেদিন যে খুব বড় বড় কথা বলছিলে।ও বললো সেই জন্যই তো আজ তুমি কাজটা করেছো,আমি বললাম তুমি কাগজটা দেখবে না জানলে এতো প্যারা নিতাম না।আমি কিছু বলে ম্যানেজ করে নিতাম।ঋতু দৃঢ়তার সাথে বললো পারতে না।আমি বললাম কেন ? ঋতু কিছুক্ষণ চুপ থেকে বললো আমি যাকে ভালবাসি সে কখনো মিথ্যা বলতেই শেখেনি!
তারপর ঋতু আমাকে ওর ছাতার নিচে আসতে বললো,আমি ছাতার নিচে গিয়ে ওর কোমড়ে হাত দিতে গেলেই ও বললো একদম শয়তানি করবেনা। সোজা হয়ে থাকো,আমিও অগ্রত তাই করলাম,এবার ঋতু চারপাশে কি যেন দেখলো তারপর হঠাৎ করে আমার গালে ওর নরম ঠোঁট দিয়ে একটা ছোট্ট চুমু একে দিল।
আমি তো অবাক ও এটা করবে ভাবিনি,এমনি যে রাগি ব্যবহার আর অভিভাবক গিরী দেখায়। তাছাড়া এই রাস্তার মাঝে। উফপ ওর ঠোঁটা যখন আমার গাল স্পর্শ করলো মনে হলো ,কোন রসালো রসগোল্লা বাউন্স করে গেল আমার গালের উপর। ওর দেখাদেখি আমিও একটা কিস করতে গেলাম তখন আমাকে ধাক্কা দিয়ে ছাতার নিচ থেকে বের করে দিলো,আমি বললাম কি হলো তুমি দিলে আর আমি দিলেই দোষ, ঋতু বললো ওকে আর দিবো না।আমি বললাম আরে না না আমি কি তাই বলেছি, যাও আমি দিচ্ছিনা। বলে মেকি রাগ দেখালাম। ঋতু বললো ওমন ন্যাকা ন্যাকা রাগ করে লাভ নেই স্যার।তুমি আমার কথা শুনেছো তাই একটা উপহার দিলাম।আমি বললাম তাহলে এখন থেকে সব কথা শুনলেই দিবে?জি না স্যার সব সময় না। দুজনে পাশাপাশি হাঁটছি,আমি বললাম ভাবতেই পারছিনা,তুমি এতো ফার্স্ট হবে।
ঋতু বললো দেখ আবির আমি যেমনই হইনা কেন আমিও একটা মেয়ে আর অন্য সব মেয়ের মত আমার শরীর চায় অনেক কিছু কিন্তু অসৎ ভাবে সেই চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভবনা। তাই নিজেকে গুটিয়ে রাখি। এরপর দুজনের নাম্বার আদান প্রদান হলো। কথায় কথায় ঋতু না বাবার মৃত্যু বার্ষিকীর কথা জানতে চাইলো,আমি বললাম ওসব আমি করিনা,ও বললো কেন ? আমি বললাম অভিমানে কেন এক সাথে চলে গেল আমায় ছেড়ে, আমার কথা একটুও ভাবলো না। এ কথা বলতে বলতে আমার চোখের কোণ ভিজে উঠলো। ঋতু আমাকে সান্ত্বনা দিয়ে বললো, দেখ জন্ম মৃত্যুতে তো কারো হাত নেই।কিন্তু তোমার উচিৎ ছিলো পুএ হিসেবে অন্তত তাদের উদ্দেশ্যে একটু ছোট করে হলেও তাদের বছরকী টা পালন করা। আচ্ছা উনাদের মৃত্যু বার্ষিকী কবে ? আমি বললাম ২৫ শ্রাবণ,ও বললো ওমা এতো সামনেই আর কিছুদিন বাকি।
তারপর দুজনে যার যার বাসায় ফিরে এলাম, এরপর থেকে বারান্দায় বসে রাতে দুজনে দুজনের দিকে তাকিয়ে ফোনে কথা বলা। কিন্তু কি জানেন, ওর শুধু জ্ঞান এটা করো ওটা করো এটা ভালো না ওটা ভালো, আমি ও আপন মনে ওর কথা শুনে যেতাম। কিন্তু ও কখনো মৌয়ের মত এটা চাই ওটা চাই করেনি। ঋতু এক সময় বললো আমাকে তোমার বাসায় নিয়ে যাবেনা ? আমি বললাম সেটাতো আমারও ইচ্ছা করে কিন্তু কিভাবে, আমি একা থাকি তোমার একটা সম্মান আছে তাছাড়া কেউ দেখে নিলে কত বাজে কথা বলবে তোমার নামে। ঋতু বললো আসলে তোমার বাসাটার ভিতর দেখার খুব ইচ্ছা তুমি কিভাবে থাকো, কি করো, এসব আর কি।
আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আসতে পারি, কে কি বললো আর কে কি দেখলো তাতে আমার কিছু যায় আসেনা। ও বললো না আমি সেটা চাই না,ওকে সমস্যা নাই, আমি ঠিক দেখে নিবো। আচ্ছা শোন একটা লোক নিয়ে তার সাথে করে পুরো বাসাটা একটু পরিস্কার করে নিও তো, পারলে কালকের ভিতর.. আমি বললাম কেন ও বললো দরকার আছে যেটা বলছি সেটা করো তোমার অতো শুনে কাজ নাই। এখন ঘুমিয়ে পরো,,,শুভ রাএী,,,!
বাসায় ফিরে এলাম..ধুর কিছুই ভালো লাগছেনা।বার বার বারান্দায় যাচ্ছি না ঋতুর দেখা নাই। ভাবছি ধুর কাল দেখা করে একটু কড়া হবো। একটা মেয়ে যা বলবে তাই করতে হবে নাকি।তখন মনে পরলো কাল তো শুক্রবার ছুটির দিন,উফ এ মেয়ে দেখছি সব আঁটঘাট বেধে লেগেছে।তাছাড়া ও তো আমার খারাপের জন্য কিছু বলেনি। ঋতু নিজের কথা মতো বারান্দায় আর আসেনি। আমি ও উপায় না দেখে সব কাগজ রেডি করি। শনিবার দিন ওর কথা মতো কলেজ গিয়ে সব কাজ সেরে ওর জন্য মোড়ের রাস্তায় দাঁড়িয়ে থাকি। ঋতু আসলো আমি ওর হাতে ভর্তির কাগজ দিতে গেলাম ,ও বললো ও নিয়ে আমি কি করবো। আমি বললাম সেদিন যে খুব বড় বড় কথা বলছিলে।ও বললো সেই জন্যই তো আজ তুমি কাজটা করেছো,আমি বললাম তুমি কাগজটা দেখবে না জানলে এতো প্যারা নিতাম না।আমি কিছু বলে ম্যানেজ করে নিতাম।ঋতু দৃঢ়তার সাথে বললো পারতে না।আমি বললাম কেন ? ঋতু কিছুক্ষণ চুপ থেকে বললো আমি যাকে ভালবাসি সে কখনো মিথ্যা বলতেই শেখেনি!
তারপর ঋতু আমাকে ওর ছাতার নিচে আসতে বললো,আমি ছাতার নিচে গিয়ে ওর কোমড়ে হাত দিতে গেলেই ও বললো একদম শয়তানি করবেনা। সোজা হয়ে থাকো,আমিও অগ্রত তাই করলাম,এবার ঋতু চারপাশে কি যেন দেখলো তারপর হঠাৎ করে আমার গালে ওর নরম ঠোঁট দিয়ে একটা ছোট্ট চুমু একে দিল।
আমি তো অবাক ও এটা করবে ভাবিনি,এমনি যে রাগি ব্যবহার আর অভিভাবক গিরী দেখায়। তাছাড়া এই রাস্তার মাঝে। উফপ ওর ঠোঁটা যখন আমার গাল স্পর্শ করলো মনে হলো ,কোন রসালো রসগোল্লা বাউন্স করে গেল আমার গালের উপর। ওর দেখাদেখি আমিও একটা কিস করতে গেলাম তখন আমাকে ধাক্কা দিয়ে ছাতার নিচ থেকে বের করে দিলো,আমি বললাম কি হলো তুমি দিলে আর আমি দিলেই দোষ, ঋতু বললো ওকে আর দিবো না।আমি বললাম আরে না না আমি কি তাই বলেছি, যাও আমি দিচ্ছিনা। বলে মেকি রাগ দেখালাম। ঋতু বললো ওমন ন্যাকা ন্যাকা রাগ করে লাভ নেই স্যার।তুমি আমার কথা শুনেছো তাই একটা উপহার দিলাম।আমি বললাম তাহলে এখন থেকে সব কথা শুনলেই দিবে?জি না স্যার সব সময় না। দুজনে পাশাপাশি হাঁটছি,আমি বললাম ভাবতেই পারছিনা,তুমি এতো ফার্স্ট হবে।
ঋতু বললো দেখ আবির আমি যেমনই হইনা কেন আমিও একটা মেয়ে আর অন্য সব মেয়ের মত আমার শরীর চায় অনেক কিছু কিন্তু অসৎ ভাবে সেই চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভবনা। তাই নিজেকে গুটিয়ে রাখি। এরপর দুজনের নাম্বার আদান প্রদান হলো। কথায় কথায় ঋতু না বাবার মৃত্যু বার্ষিকীর কথা জানতে চাইলো,আমি বললাম ওসব আমি করিনা,ও বললো কেন ? আমি বললাম অভিমানে কেন এক সাথে চলে গেল আমায় ছেড়ে, আমার কথা একটুও ভাবলো না। এ কথা বলতে বলতে আমার চোখের কোণ ভিজে উঠলো। ঋতু আমাকে সান্ত্বনা দিয়ে বললো, দেখ জন্ম মৃত্যুতে তো কারো হাত নেই।কিন্তু তোমার উচিৎ ছিলো পুএ হিসেবে অন্তত তাদের উদ্দেশ্যে একটু ছোট করে হলেও তাদের বছরকী টা পালন করা। আচ্ছা উনাদের মৃত্যু বার্ষিকী কবে ? আমি বললাম ২৫ শ্রাবণ,ও বললো ওমা এতো সামনেই আর কিছুদিন বাকি।
তারপর দুজনে যার যার বাসায় ফিরে এলাম, এরপর থেকে বারান্দায় বসে রাতে দুজনে দুজনের দিকে তাকিয়ে ফোনে কথা বলা। কিন্তু কি জানেন, ওর শুধু জ্ঞান এটা করো ওটা করো এটা ভালো না ওটা ভালো, আমি ও আপন মনে ওর কথা শুনে যেতাম। কিন্তু ও কখনো মৌয়ের মত এটা চাই ওটা চাই করেনি। ঋতু এক সময় বললো আমাকে তোমার বাসায় নিয়ে যাবেনা ? আমি বললাম সেটাতো আমারও ইচ্ছা করে কিন্তু কিভাবে, আমি একা থাকি তোমার একটা সম্মান আছে তাছাড়া কেউ দেখে নিলে কত বাজে কথা বলবে তোমার নামে। ঋতু বললো আসলে তোমার বাসাটার ভিতর দেখার খুব ইচ্ছা তুমি কিভাবে থাকো, কি করো, এসব আর কি।
আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আসতে পারি, কে কি বললো আর কে কি দেখলো তাতে আমার কিছু যায় আসেনা। ও বললো না আমি সেটা চাই না,ওকে সমস্যা নাই, আমি ঠিক দেখে নিবো। আচ্ছা শোন একটা লোক নিয়ে তার সাথে করে পুরো বাসাটা একটু পরিস্কার করে নিও তো, পারলে কালকের ভিতর.. আমি বললাম কেন ও বললো দরকার আছে যেটা বলছি সেটা করো তোমার অতো শুনে কাজ নাই। এখন ঘুমিয়ে পরো,,,শুভ রাএী,,,!
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!