28-07-2020, 01:22 PM
(This post was last modified: 17-08-2020, 10:32 AM by kumdev. Edited 2 times in total. Edited 2 times in total.)
প্রস্তাবনাঃ উত্তর-দক্ষিণ মুখী উত্তর কলকাতার দুটি রাস্তা পূবে সেণ্ট্রাল এভেনিউ পশ্চিমে চিৎপুর রোড তার মাঝে কয়েকটা পাড়া নিয়ে দ্বীপের মত গড়ে উঠেছে অঞ্চলটি লোক মুখে সনা উল্লার মহল্লা বলে পরিচিত।আরো পূবে পুণ্যতোয়া ভাগিরথী। সনা মিঞা হজ করে এলাকায় সোনা গাজী নামে পরিচিত।ডাক সাইটে মস্তান তার ইশারায় চলে এখানকার জীবন যাপন।সাধারণ ভদ্র পাড়ার থেকে এরা আলাদা।কারো ঘর ভেঙ্গে আশ্রয় জুটেছে এখানে আবার কারো ঘর বাধার স্বপ্ন ভেঙ্গেছে। সবাই যখন ক্লান্ত হয়ে সুখ নিদ্রায় মগ্ন তখন এখানে শুরু হয় উচ্ছলিত জীবন।কালক্রমে বিকৃত হয়ে নাম হয় সোনাগাছি এখানকার মেয়েদের চলতি কথায় বলা হয় বেশ্যা ভদ্রভাবে যৌণকর্মী।শহরের আবর্জনা যেমন বয়ে নিয়ে চলেছে ভাগিরথী তেমনি সমাজের ক্লেদ এরা শুষে নিয়ে বজায় রেখেছে ভদ্র সমাজে পরিপাটি চেহারা। বিমলা কমলা কনক চাপা এসব এদের আসল নাম নয়।অতীত জীবনের মত প্রকৃত নাম তারা ছেড়ে এসেছে অনেক পিছনে।এখানে এসে বদলেছে চাল চলন মুখের ভাষা।তথাকথিত ভদ্রলোকেরা প্রকাশ্যে এদের দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়।বলাকার কবির ভাষায় বলতে ইচ্ছে করে,
ওরে ভাই, কার নিন্দা কর তুমি। মাথা করো নত।
এ আমার এ তোমার পাপ।
বিধাতার বক্ষে এই তাপ......
ভীরুর ভীরুতাপুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়,
লোভীর নিষ্ঠুর লোভ,
বঞ্চিতের নিত্য চিত্তক্ষোভ,
জাতি-অভিমান,
মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান