27-07-2020, 12:22 PM
(27-07-2020, 10:35 AM)Kolir kesto Wrote: Tnx for supported
একটা কথা শেয়ার করি আপনাদের সাথে , আমি সিগারেট খায় বলে আমার প্রেমিকার সথে মাঝে মাঝে ঝামেলা হয়। মাঝে মাঝে রাগ করে সিগারেট খাওয়াই ছেড়ে দিয় কিছুদিনের জন্য। কিন্তু একটা ব্যাপার কি জানেন? যখন ছেড়ে দিয় তখন ও জানতে চাইনা আজ সিগারেট খেয়েছি কিনা। বাট যেদিন থেকে শুরু করবো সেদিনই ওনার বকা বকি শুরু। তখন যে কি পরিমান রাগ হয় সেটা যারা ফ্রেজকরেছে তারায় জানে।
তাছাড়া ডিপ্রেশন + নেশা= ??
আর এই গল্পটি একটা নষ্ট ছেলের জীবনের উপর ভিক্তি করে। যার প্রয়োজন একটু ভালবাসার
সিগারেট ধরা-ছাড়ার ব্যাপারটা relate করতে পারি। যখন সিগারেট খেতাম কি ভীষণ রাগারাগি করতো, জ্ঞান দিতো। তারপর সেসব শুনে যখন ছাড়লাম, কোনো প্রশংসা নেই। আবার যখন ধরলাম সিগারেট, আবার শুরু সেই বকাবকি। এগুলো বিরক্তিকর। পুরুষমানুষ আমরা, মাঝে মাঝে মদ আর সিগারেট না হলে চলে নাকি