25-07-2020, 09:51 PM
"" সাত""
লালু অবাক হয়ে দেখে যে তার বাবু সেদিন সকালে ফিরে কেমন গুম হয়ে বসেছিলো, তার থমথমে মুখ যেন একটা ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলো,
সহায় সাহেবের অফিস থেকে ফিরে নিশিকান্ত ঠাই তার বারান্দায় বসে ছিল, লালু বারদুয়েক খাবার কথা বলতে এসেও সাহস পায়নি।
বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো তখনো যখন বাবু উঠলো না লালুর পক্ষে আর সহ্য হল না।
কপালে যাই থাকুক এটা ভেবে সে এবার সোজা নিশিকান্তের পেছনে দাড়িয়ে মৃদু গলায় ডাকে
”বাবু ঘরে চলুন, সন্ধ্যা হয়ে গেছে। আপনি গত কদিন তো ভালো করে কিছু খাননি, এবার চলুন কিছু খেয়ে নেবেন”
লালুর ডাকে নিশিকান্ত যেন ঘুম থেকে উঠে আর ভারী গলায় একটু থেমে থেমে বলে
” যা আমার দেরাজ থেকে একটা বোতল নিয়ে আয়, আর আমাকে একটু স্যালাড কেটে দিয়ে যা আর পারলে একবার বাজার থেকে কিছু মাছ নিয়ে আয় যা ”
লালু আজ অব্দি কোনদিন তার মালিককে এই রকম মুডে মদ খেতে দেখেননি।
সে দেখেছে যখনই তার মালিক মদ খায় তার অন্তত একদিন আগে থেকেই সব বন্দোবস্ত করতে আরম্ভ করে দেয়।
মালিকের শখের পাল্লায় পরে তাকেও তো কত ধরনের রান্না শিখতে হয়েছে, এইবার লালু বাজার যাওয়ার আগে ভুল করেই বলে ফেলে
”বাবু কিন্তু এখন তো ভেটকি মাছ পাবো না”।
এই সামান্য কথার প্রতিক্রিয়া যে এমন হবে লালু তা আগে জানলে হয়তো কথাটা স্বপ্নেও কোনদিন বলতো না,
ভেটকি মাছের কথায় নিশিকান্ত যেন একটা ঝটকা খেয়ে উঠে আর লালুর সামনে দাড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলে
” তুইও কি আমাকে নিয়ে মজা করছিস নাকি রে? মজা আমি করতে পছন্দ করি,
মজার পাত্র হতে নয় সেটা তো তুই ভালো করেই জানিস লালু, যা বাজার যা” ।
লালু আর একদণ্ড না দাড়িয়ে সোজা বাজারের দিকে ছুটতে আরম্ভ করে, পথে যেতে যেতে অনেক পুরনো কথায় তার মনে পরে।
লালু তখন একদম বাচ্চা ছেলে ছিল তবুও খারাপ সঙ্গে পরে একটা চুরির কেসে ফেঁসে গেছিলো আর নিশিকান্তই সেই কেসটার ইনচার্জ ছিল,
সে দেখেছিলো তাদের সর্দার ছিল একটা নেতার চামচা আর তার ভয়ে তখন গোটা পরগনা ভয়ে কাঁপত,
সেই সর্দার নিশিকান্তকে একটু ধমক চমক দিয়েছিলো বলে তাকে কেমন কুকুরের মত বাজারের মধ্য মারতে মারতে নিয়ে এসেছিলো,
নিজের বেল্টের দাগ যতক্ষণ না নিশিকান্ত সর্দারের গোটা পিঠে এঁকে দিয়েছিলো ততক্ষণ সে থামে নি।
বাচ্চা লালু এটাও দেখেছিলো যে সেই নেতা যার দমে তাদের সর্দার তড়পাতো,
তাকে তার ঘরে ঢুকে কীভাবে মুখের ভিতরে পিস্তল ভরে নিশিকান্ত বাবু চমকে এসেছিলো লালু আর তাদের পুরো দলবলের সামনে একাই বিনা ইউনিফর্মে।
সেদিন থেকেই লালু নিশিকান্তের ভক্ত আর তার কাছেই আছে,
লালু এটা ভালো করেই জানে তার বাবুকে যদি কেউ অসম্মান করে তবে বাবু ক্ষেপে যায় আর তখন উনি সবই করতে পারেন সব!
লালু যখন মাছ নিয়ে ঢুকল তখন সে দেখে যে বাবু স্নান সেরে সবে বারান্দায় এসে বসেছেন, বোতলটা তখনো খোলেননি।
লালু তাড়াতাড়ি স্যালাড কেটে, মাছ ভেজে, জলের বোতল সব সাজিয়ে দিয়ে টেবিলে নিজে নিশিকান্তের পায়ের কাছে পোষা কুকুরের মত বসে থাকে।
নিশিকান্ত যেদিন খারাপ মুডে মদ খেত সেদিন তার কোনও তালজ্ঞ্যান থাকতো না,
এক লিটারের একটা স্কচের বোতল যে কীভাবে আধাঘণ্টার মধ্য উড়ে যেতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করাও মুশকিল।
মাছ ভাজা যেমনকার তেমনই পরে ছিল শুধু অল্প কিছু স্যালাড হয়তো খেয়েছিলেন।
তবে মদ তার কাজ আরম্ভ করে দিয়েছিলো আর কিছুক্ষণের মধ্যই নিশিকান্ত প্রায় বেহুস হয়ে পরে।
লালু এইরকম বহু রাত তার মালিকের সঙ্গে কাটিয়েছে তাই সে জানতো এর পর কি করতে হবে।
পরেরদিন সকালে ঘুম থেকে উঠেই নিশিকান্ত বুঝতে পারে যে কাল রাতে ওই ভাবে মদ খাওয়াটা তার ঠিক হয়নি,
তার মাথাটা যেন যন্ত্রনায় ফেটে যাচ্ছিলো, লালু বলে হাঁক দিতেই লালু হাতে লেবু জলের একটা গ্লাস নিয়ে হাজির হয়।
লেবু জলের ক্ষমতা অসীম হ্যাংওভার কাটানোর জন্য সেটা নিশিকান্ত তার অতীত অভিজ্ঞতাতেই ভালো করে জানতো।
সবে আরেকটু ঘুমোবার তাল খুজছিল তখনই নিশিকান্তের মোবাইলটা যেন তার বিশ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যই যেন কর্কশ শব্দে বেজে উঠে,
নিশিকান্ত বিরক্ত হয়েই এবার ফোনটা কাটতে যায় তবে স্ক্রিনে সহায় সাহেবের নম্বর দেখে আর কাটে না, কিন্তু ফোনটা ধরেও না।
ফোনটা বেজে বেজে শেষে কেটে যায়, এরপরে আরও বার তিনেক ফোন আসে কিন্তু একই অবস্থা হয়।
নিশিকান্ত সবে ফোনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘুমের দেশে তলিয়ে যাচ্ছিলো,
তখনই তার কোয়াটারের সামনে একটা গাড়ী থামার আওয়াজ পায় আর সে কিছু বোঝার আগেই তার বেডরুমে দুজন ঢুকে আসে।
তাদের একজন যে সহায় সাহেব হবে সেটা বোঝার মত বুদ্ধি আর অভিজ্ঞতা নিশিকান্ত তার ছেচল্লিশ বছরের জীবনে পেয়েই গেছিলো ,
তবে সহায় সাহেবের সঙ্গে যে ঢুকল তাকে দেখে নিশিকান্তের নেশা একটু হলেও কেটে গেল,
কালকে বোঝা যায়নি বা বিপর্যস্ত মানসিক অবস্থায় নিশিকান্ত দেখেনি,
আজকে শালিনী শর্মাকে দেখে নিশিকান্ত বুঝলো যে মেয়েটার মধ্য একটা যৌবনের জোয়ার আছে আর সেই জোয়ারে নিশিকান্তের মত বুড়ো সহজেই ভেসে যাবে।
শালিনীর পোশাক দেখলে কেউই বলবে না সে একটা আই.বির অফিসার।
শালিনীর পরনে ছিল একটা হাল্কা নিল রঙের টাইট ফিটিং জিন্স আর একটা সাদা টীশার্ট,
টিশার্টের ভেতর থেকেই শালিনীর উন্নত যৌবনের উপস্থিতি স্পষ্টই বোঝা যাচ্ছিলো,
নিশিকান্ত বিছানায় শোয়া অবস্থাতেই একবার জিন্সের উপর থেকেই শালিনীর পাছার ওপর চোখ বুলিয়েই তার অভিজ্ঞ চোখে বুঝতে পারে যে এই মেয়ে বিছানায় যে কোন বড় মরদকেও ঘামিয়ে ছাড়বে।
বিছানার দৃশ্য কল্পনা করতেই নিশিকান্তের খোকাবাবু জেগে উঠে আর নিশিকান্ত একটু অসস্তিতে পরে যায় কারন তার পায়ের কাছেই সহায় সাহেব আর শালিনী দাড়িয়ে ছিল,
নিশিকান্ত এইবার সহায় সাহেব কে উদ্দস্য করে বলে
” সার আপনারা একটু বসুন, আমি এখনি রেডি হয়ে আসছি”
বলেই এইবার ”লালু” ”লালু” করে হাঁকাতে থাকে।
লালু দৌড়ে এলে তাকে নির্দেশ দেয় সহায় সাহেব আর শালিনীকে বাইরের রুমে বসাতে।
নিশিকান্ত রুম থেকে বের হওয়ার সময় একবার শালিনী তার দিকে তাকালো,
সেই দৃষ্টি্তে যেন নিশিকান্তের অসস্তির কারন স্পষ্ট ধরা পরে গেছিলো,
তবে শালিনীর দৃষ্টিতে একটা নিঃশব্দ উপেক্ষা আর অহংকার ছিল যা নিশিকান্তের খোকাবাবু কে আবার ঘুম পারিয়ে দিল!
লালু অবাক হয়ে দেখে যে তার বাবু সেদিন সকালে ফিরে কেমন গুম হয়ে বসেছিলো, তার থমথমে মুখ যেন একটা ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলো,
সহায় সাহেবের অফিস থেকে ফিরে নিশিকান্ত ঠাই তার বারান্দায় বসে ছিল, লালু বারদুয়েক খাবার কথা বলতে এসেও সাহস পায়নি।
বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো তখনো যখন বাবু উঠলো না লালুর পক্ষে আর সহ্য হল না।
কপালে যাই থাকুক এটা ভেবে সে এবার সোজা নিশিকান্তের পেছনে দাড়িয়ে মৃদু গলায় ডাকে
”বাবু ঘরে চলুন, সন্ধ্যা হয়ে গেছে। আপনি গত কদিন তো ভালো করে কিছু খাননি, এবার চলুন কিছু খেয়ে নেবেন”
লালুর ডাকে নিশিকান্ত যেন ঘুম থেকে উঠে আর ভারী গলায় একটু থেমে থেমে বলে
” যা আমার দেরাজ থেকে একটা বোতল নিয়ে আয়, আর আমাকে একটু স্যালাড কেটে দিয়ে যা আর পারলে একবার বাজার থেকে কিছু মাছ নিয়ে আয় যা ”
লালু আজ অব্দি কোনদিন তার মালিককে এই রকম মুডে মদ খেতে দেখেননি।
সে দেখেছে যখনই তার মালিক মদ খায় তার অন্তত একদিন আগে থেকেই সব বন্দোবস্ত করতে আরম্ভ করে দেয়।
মালিকের শখের পাল্লায় পরে তাকেও তো কত ধরনের রান্না শিখতে হয়েছে, এইবার লালু বাজার যাওয়ার আগে ভুল করেই বলে ফেলে
”বাবু কিন্তু এখন তো ভেটকি মাছ পাবো না”।
এই সামান্য কথার প্রতিক্রিয়া যে এমন হবে লালু তা আগে জানলে হয়তো কথাটা স্বপ্নেও কোনদিন বলতো না,
ভেটকি মাছের কথায় নিশিকান্ত যেন একটা ঝটকা খেয়ে উঠে আর লালুর সামনে দাড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলে
” তুইও কি আমাকে নিয়ে মজা করছিস নাকি রে? মজা আমি করতে পছন্দ করি,
মজার পাত্র হতে নয় সেটা তো তুই ভালো করেই জানিস লালু, যা বাজার যা” ।
লালু আর একদণ্ড না দাড়িয়ে সোজা বাজারের দিকে ছুটতে আরম্ভ করে, পথে যেতে যেতে অনেক পুরনো কথায় তার মনে পরে।
লালু তখন একদম বাচ্চা ছেলে ছিল তবুও খারাপ সঙ্গে পরে একটা চুরির কেসে ফেঁসে গেছিলো আর নিশিকান্তই সেই কেসটার ইনচার্জ ছিল,
সে দেখেছিলো তাদের সর্দার ছিল একটা নেতার চামচা আর তার ভয়ে তখন গোটা পরগনা ভয়ে কাঁপত,
সেই সর্দার নিশিকান্তকে একটু ধমক চমক দিয়েছিলো বলে তাকে কেমন কুকুরের মত বাজারের মধ্য মারতে মারতে নিয়ে এসেছিলো,
নিজের বেল্টের দাগ যতক্ষণ না নিশিকান্ত সর্দারের গোটা পিঠে এঁকে দিয়েছিলো ততক্ষণ সে থামে নি।
বাচ্চা লালু এটাও দেখেছিলো যে সেই নেতা যার দমে তাদের সর্দার তড়পাতো,
তাকে তার ঘরে ঢুকে কীভাবে মুখের ভিতরে পিস্তল ভরে নিশিকান্ত বাবু চমকে এসেছিলো লালু আর তাদের পুরো দলবলের সামনে একাই বিনা ইউনিফর্মে।
সেদিন থেকেই লালু নিশিকান্তের ভক্ত আর তার কাছেই আছে,
লালু এটা ভালো করেই জানে তার বাবুকে যদি কেউ অসম্মান করে তবে বাবু ক্ষেপে যায় আর তখন উনি সবই করতে পারেন সব!
লালু যখন মাছ নিয়ে ঢুকল তখন সে দেখে যে বাবু স্নান সেরে সবে বারান্দায় এসে বসেছেন, বোতলটা তখনো খোলেননি।
লালু তাড়াতাড়ি স্যালাড কেটে, মাছ ভেজে, জলের বোতল সব সাজিয়ে দিয়ে টেবিলে নিজে নিশিকান্তের পায়ের কাছে পোষা কুকুরের মত বসে থাকে।
নিশিকান্ত যেদিন খারাপ মুডে মদ খেত সেদিন তার কোনও তালজ্ঞ্যান থাকতো না,
এক লিটারের একটা স্কচের বোতল যে কীভাবে আধাঘণ্টার মধ্য উড়ে যেতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করাও মুশকিল।
মাছ ভাজা যেমনকার তেমনই পরে ছিল শুধু অল্প কিছু স্যালাড হয়তো খেয়েছিলেন।
তবে মদ তার কাজ আরম্ভ করে দিয়েছিলো আর কিছুক্ষণের মধ্যই নিশিকান্ত প্রায় বেহুস হয়ে পরে।
লালু এইরকম বহু রাত তার মালিকের সঙ্গে কাটিয়েছে তাই সে জানতো এর পর কি করতে হবে।
পরেরদিন সকালে ঘুম থেকে উঠেই নিশিকান্ত বুঝতে পারে যে কাল রাতে ওই ভাবে মদ খাওয়াটা তার ঠিক হয়নি,
তার মাথাটা যেন যন্ত্রনায় ফেটে যাচ্ছিলো, লালু বলে হাঁক দিতেই লালু হাতে লেবু জলের একটা গ্লাস নিয়ে হাজির হয়।
লেবু জলের ক্ষমতা অসীম হ্যাংওভার কাটানোর জন্য সেটা নিশিকান্ত তার অতীত অভিজ্ঞতাতেই ভালো করে জানতো।
সবে আরেকটু ঘুমোবার তাল খুজছিল তখনই নিশিকান্তের মোবাইলটা যেন তার বিশ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যই যেন কর্কশ শব্দে বেজে উঠে,
নিশিকান্ত বিরক্ত হয়েই এবার ফোনটা কাটতে যায় তবে স্ক্রিনে সহায় সাহেবের নম্বর দেখে আর কাটে না, কিন্তু ফোনটা ধরেও না।
ফোনটা বেজে বেজে শেষে কেটে যায়, এরপরে আরও বার তিনেক ফোন আসে কিন্তু একই অবস্থা হয়।
নিশিকান্ত সবে ফোনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘুমের দেশে তলিয়ে যাচ্ছিলো,
তখনই তার কোয়াটারের সামনে একটা গাড়ী থামার আওয়াজ পায় আর সে কিছু বোঝার আগেই তার বেডরুমে দুজন ঢুকে আসে।
তাদের একজন যে সহায় সাহেব হবে সেটা বোঝার মত বুদ্ধি আর অভিজ্ঞতা নিশিকান্ত তার ছেচল্লিশ বছরের জীবনে পেয়েই গেছিলো ,
তবে সহায় সাহেবের সঙ্গে যে ঢুকল তাকে দেখে নিশিকান্তের নেশা একটু হলেও কেটে গেল,
কালকে বোঝা যায়নি বা বিপর্যস্ত মানসিক অবস্থায় নিশিকান্ত দেখেনি,
আজকে শালিনী শর্মাকে দেখে নিশিকান্ত বুঝলো যে মেয়েটার মধ্য একটা যৌবনের জোয়ার আছে আর সেই জোয়ারে নিশিকান্তের মত বুড়ো সহজেই ভেসে যাবে।
শালিনীর পোশাক দেখলে কেউই বলবে না সে একটা আই.বির অফিসার।
শালিনীর পরনে ছিল একটা হাল্কা নিল রঙের টাইট ফিটিং জিন্স আর একটা সাদা টীশার্ট,
টিশার্টের ভেতর থেকেই শালিনীর উন্নত যৌবনের উপস্থিতি স্পষ্টই বোঝা যাচ্ছিলো,
নিশিকান্ত বিছানায় শোয়া অবস্থাতেই একবার জিন্সের উপর থেকেই শালিনীর পাছার ওপর চোখ বুলিয়েই তার অভিজ্ঞ চোখে বুঝতে পারে যে এই মেয়ে বিছানায় যে কোন বড় মরদকেও ঘামিয়ে ছাড়বে।
বিছানার দৃশ্য কল্পনা করতেই নিশিকান্তের খোকাবাবু জেগে উঠে আর নিশিকান্ত একটু অসস্তিতে পরে যায় কারন তার পায়ের কাছেই সহায় সাহেব আর শালিনী দাড়িয়ে ছিল,
নিশিকান্ত এইবার সহায় সাহেব কে উদ্দস্য করে বলে
” সার আপনারা একটু বসুন, আমি এখনি রেডি হয়ে আসছি”
বলেই এইবার ”লালু” ”লালু” করে হাঁকাতে থাকে।
লালু দৌড়ে এলে তাকে নির্দেশ দেয় সহায় সাহেব আর শালিনীকে বাইরের রুমে বসাতে।
নিশিকান্ত রুম থেকে বের হওয়ার সময় একবার শালিনী তার দিকে তাকালো,
সেই দৃষ্টি্তে যেন নিশিকান্তের অসস্তির কারন স্পষ্ট ধরা পরে গেছিলো,
তবে শালিনীর দৃষ্টিতে একটা নিঃশব্দ উপেক্ষা আর অহংকার ছিল যা নিশিকান্তের খোকাবাবু কে আবার ঘুম পারিয়ে দিল!
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!