Thread Rating:
  • 8 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery পৃথা
#7
Heart 
"" পাঁচ""

প্রায় বছরখানেক কাটতে চলেছে। বলরাম আমাকে চাপ দিতে শুরু করল, স্থায়ীভাবে কলকাতায় চলে যাবার জন্য। ইতিমধ্যে অবশ্য কয়েকবার আমি ওর সঙ্গে কলকাতায় গেছি। কিন্তু কখনই রাত্রিবাস করিনি। ও আমাকে বিয়ে করে স্থায়ী সংসার পাততে চায়। আমার দিকে তাে দ্বিতীয় কোনও পুরুষ কোনওদিন ফিরেও তাকায়নি, যদিও আমার চেহারায় আগের চেয়ে একটু চটক এসেছে, আমিও তখন অন্য কোনও পুরুষের প্রত্যাশী ছিলাম না। | বিয়ের লােভটা সামলাতে পারলাম না। একটা চিঠিতে মােটামুটি সব জানিয়ে আমার বিছানার বালিশের তলায় রেখে বলরামের সঙ্গে উধাও হয়ে গেলাম। বাড়িতে জানিয়ে। দিয়েছিলাম, যেন আমার খোজ না করে। সেই যে বাড়ি ছেড়েছি, আজও আমি বাডিছাড়া।

বলরাম একটা রাধাকৃষ্ণর মন্দিরে নিয়ে গিয়ে আমার মাথায় সিঁদুর পরিয়ে দিল। আমি এই প্রথম ওকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। শুরু হল আমাদের বিবাহিত জীবন। জীবন বলতে একটাই ব্যাপার। দিনে-রাতে লাগাতার চোষণ আর সঙ্গম।
সপ্তাহখানেক পরে আমার মনে প্রশ্ন জাগল, বলরাম কী করে ? দুবেলা খাবার আসে বাইরে থেকে। যদিও তিনটে কমন বাথরুম-পায়খানা প্রায় জনা পনের ব্যবহার করে কিন্তু ঘরের তাে একটা ভাড়া আছে। খরচটা চলে কোথা থেকে ? তাছাড়া বলরাম আমাকে তিন সেট শাড়ি-জামা-শায়া-ব্লাউজ ইত্যাদি কিনে দিয়েছে। ঠিক করলাম, জিজ্ঞেস করব।
জিজ্ঞেস করতে ও বলল, সুদের মহাজনী কারবার করে। বাপের ভিটে বেচে নাকি ভালাে টাকা পেয়েছিল, সেই টাকা খাটিয়েই নাকি ওর বেশ চলে যায়।
বলরাম আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কলকাতা দেখাল। খুব আদরে সােহাগে রাখল আমায়। একদিন ও আমাকে আব্দার করে একটা অদ্ভুত প্রস্তাব দিল। শুনে আমি থ ! ও বলল, একদিন নাকি চোষার সময় ও ওর লিঙ্গে ব্যথা পেয়েছে, আচমকা আমার দাঁতের খোচা লেগে গিয়েছে। আমি যদি দাঁতগুলাে তুলে ফেলি তাহলে নাকি ওর আনন্দ শতগুণে বেড়ে যাবে। অবশ্য টাকা খরচ করে দু-পাটি দাঁত বাঁধিয়ে দেবারও প্রতিশ্রুতি দিল। আমি পুরাে বেঁকে বসলাম। কিছুতেই রাজি হলাম না শক্তপােক্ত দাঁতগুলাে তুলে ফেলতে। ও বারবার বায়না করতে লাগল। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়লাম না।
কয়েকদিন পরে ও বলল, ওর ওখানে নাকি খুব ব্যথা। চোষণ বা সঙ্গম কোনটাই করা যাবে না। ডাক্তার নাকি বলেছে, আমার দাঁতের জন্যেই ওর লিঙ্গে ইনফেকশন হয়েছে।
আমাদের শারীরিক সম্পর্ক বন্ধ থাকল কিছুদিন। আর ও ক্রমাগত আমাকে বােঝাতে লাগল, আমার নাকি দাঁতগুলাে তুলে ফেলা উচিত। আমি তখন নিয়মিত সঙ্গমে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি যে, সঙ্গমবিনে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পেটের খিদে সহ্য করা যদিও সম্ভব, যােনির খিদে সহ্য করতে পারছি না। | অবশেষে বাধ্য হয়ে রাজি হলাম দাঁত তােলার জন্যে। দু-একদিন অন্তর অন্তর দাঁত তােলা শুরু হল। ক্ষোভে দুঃখে হতাশায় ভেঙে পড়লাম আমি। কিন্তু কিছুই করার নেই। রাজি যখন একবার হয়েছি তখন শেষ দাঁতটি পর্যন্ত তুলে ফেলতেই হবে। একমাসের মধ্যে সব দাঁত তােলা হয়ে গেল। আমি পুরােপুরি ফোকলা হয়ে গেলাম। কিন্তু অসাধারণ সুন্দর দু-পাটি বাঁধানাে দাঁত উপহার দিল আমায় বলরাম। আমার নিজের দাঁতের চাইতে এর বাহার অনেক অনেক বেশি সুন্দর, আকর্ষণীয়। সত্যি বলতে কি, আমার মুখের শেপটাই অনেকটা বদলে গেল। দাঁতের দুঃখ ভুলতে বেশি সময় লাগল না।
বাঁধানাে দাঁত খুলে আমি বলরামের ওটা মুখে নিতাম। তাতে নাকি ওর আনন্দ অনেক গুণ বেড়ে গেল। আমাদের সঙ্গমক্রিয়া শুরু হল আবার।
একদিন কাকভােরে বলরাম আমাকে ঘুম থেকে তুলে একটা জায়গায় নিয়ে যেতে চাইল। কোথায় নিয়ে যাবে জিজ্ঞেস করতে ও বলল, তাহলে নাকি পুরাে চমকটাই ভেস্তে যাবে। আমি বারবার জানতে চাইলেও ও ব্যাপারটা ভাঙল না। নিজের বরের সঙ্গে যাব, বেশি ভাবার কী আছে ! তৈরি হয়ে নিলাম চটপট। বলরাম একটা ট্যাক্সিতে তুলে আমাকে নিয়ে রওনা হল। এখন যে ঘরে বসে তােমাকে লিখছি হেমন্ত, সেদিন এই ঘরে এনে তুলেছিল আমায় বলরাম। আমাকে ঘরে বসিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরবে বলে, ও সেই যে চলে গিয়েছে, আর কোনদিন ফেরেনি। মােটা টাকায় ও আমাকে বিক্রি করে দিয়েছে একজন গুণ্ডার হাতে, যে এই মহল্লার ও বেশ্যাপট্টির নামকরা দালাল ও মালিক।
প্রথমে তাে বুঝতে পারিনি, আমি বেশ্যাপট্টিতে এসে পৌঁছেছি। ঘরের দরজায় আওয়াজ হতে বলরাম ভেবে দরজা খুলতে একটি অচেনা লােককে দেখে আমার ভুরু কুঁচকে উঠল। লােকটা কোনরকম ভূমিকা ছাড়াই আমাকে ঠেলে ঘরে ঢুকে পড়ল। আমি বাধা দিতে গেলে আমার গালে ঠাস করে একটা চড় কষাল। হুমকে উঠে বলল, এই মাগী, দাঁত খােল। ” বলরাম আমাকে চমক দিতে চেয়েছিল। আমি সত্যিই চমকে উঠলাম। লােকটা কী করে জানল আমার দাঁতের কথা ? কিন্তু সেসব ভাববার আগেই লােকটা আমার দু-গালে চাপ দিয়ে দাঁতের পাটি দুটো বার করে দিল। তারপরেই তার পরনের লুঙ্গি খুলে অর্ধ উখিত লিঙ্গটি প্রায় জোর করে আমার মুখে পুরে দিল। দাঁত থাকলে আমি নিজেকে বাঁচাতে পারতাম। লােকটার লিঙ্গটা ছিড়ে ফেলতে পারতাম, কিন্তু-
আর বিশেষ কিছু বলার নেই হেমন্ত। দেহ সঙ্গমের জন্য আমাকে বেশ্যা হতে হয়নি।আমাকে হতে হয়েছে চোষক-পুরুষের লিঙ্গ চোষক।  মাঝে মাঝে কোনও কোনও পুরুষআমার যােনিও ব্যবহার। কিন্তু মূলত আমার কাজ হল ফোকলা মুখে পুরুষাঙ্গ নিয়ে চুষে বীর্যপাত ঘটানাে। বিকৃত যৌনলিপ্সার পিপাসা মেটাতে হয় আমাকে এইভাবে।বলরাম সুকৌশলে প্রেমের অভিনয় করে আমার দাঁতগুলাে তুলিয়েছিল।  কত পুরুষের বীর্য যে আমার মুখের ভেতর স্খলিত হয়েছে, তার কোনও হিসেব নেই। সুপরিকল্পিতভাবে আমাকে এই জীবিকায় ঠেলে দিয়ে মােটা টাকা কামিয়ে উধাও হয়ে গিয়েছে বলরাম। পরে জেনেছি হেমন্ত, পেশাদারি চোষণ-বৃত্তি যারা স্বেচ্ছায় গ্রহণ করে, তাদের দাঁত তুলে ফেলতে হয়। অনেক মেয়েকে দেখতে কুরূপা হয়, ভগ্নস্বাস্থ্য হয়—তারা পেটের দায়ে বাধ্য হয়ে এই জীবিকা গ্রহণ করে। অনেক মধ্যবয়সী নারী সারাজীবন বেশ্যাবৃত্তিতে শরীর খুইয়ে শেষ জীবনে এই চোষণ-বৃত্তিতে নেমে পড়ে। তখন অবশ্য তাদের দাঁত। জলে দিতে মায়া হয় না, বাধাবারও প্রয়ােজন হয় না। শুধুমাত্র দুবেলা দুমুঠো অন্নের জন্য তারা এই কাজে নেমে পড়ে।
কিন্তু বলরামরা একটু ভগ্নস্বাস্থ্য, রূপ-লাবণ্যহীন দরিদ্র পরিবারের মেয়েদের খুঁজে। বেড়ায়। ছলে বলে কৌশলে প্রেমের অভিনয় করে, বিয়ের লােভ দেখিয়ে তাদের এই পরিণতি ঘটিয়ে ছাড়ে।
তুমি একদিন আমার দাঁতের প্রশংসা করেছিলে, হেমন্ত। আমি কেঁদে ফেলেছিলাম। তুমি ভীষণ অবাক হয়েছিলে। আশা করি আর অবাক হবে না।
আমাকে কেউ-ই কোনওদিন ভালােবাসেনি। বলরাম নিজের স্বার্থে ভালােবাসার অভিনয় করে আমার সর্বনাশ করেছে। এবার ওই মাথা মুড়নাে নারকোল গাছটার কথা। একবার ভাব। তুমি কি আমার কঙ্কালসার মৃত্যুপথযাত্রীর চেহারাটা দেখতে পাচ্ছ ?
বীভৎস যৌনতার তাড়নায় ঘর-বাড়ি ছেড়ে একদিন বলরামের সঙ্গে পালিয়েছিলাম। পেটের খিদের চেয়ে শরীরের খিদে আমার কাছে অনেক বড় ছিল। তােমাকে না দেখলে জানতে পারতাম না, তার চেয়েও বড় খিদে ভালােবাসা। তুমি আমাকে ভালাে না বাসলে আমার জীবনটা এভাবেই কেটে যেত। তােমার ভালােবাসা গ্রহণ করতে পারিনি। কেন পারিনি ? শত শত পুরুষের বীর্যস্পর্শী এই শরীর তােমার মতন পবিত্র মানুষের মন্দিরে মানায় না। কলুষিত এই শরীর কোথায় রাখি !
হেমন্ত, আমি এই শরীর ছেড়ে যাচ্ছি। আশা করি, নরকে আমার জায়গা হয়ে যাবে। এছাড়া আমার মুক্তি নেই। তােমার সঙ্গে আমার আর দেখা হবে না। তাই শুরুতেই তােমার বন্দনা করে নিয়েছি। বিদায় প্রিয়তম—
পৃথা


সমাপ্ত,,,

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply


Messages In This Thread
পৃথা - by Kolir kesto - 23-07-2020, 09:56 PM
RE: পৃথা - by Kolir kesto - 23-07-2020, 09:58 PM
RE: পৃথা - by Kolir kesto - 23-07-2020, 10:01 PM
RE: পৃথা - by Mr Fantastic - 23-07-2020, 11:45 PM
RE: পৃথা - by Kolir kesto - 24-07-2020, 09:56 AM
RE: পৃথা - by Kolir kesto - 24-07-2020, 09:58 AM
RE: পৃথা - by Kolir kesto - 24-07-2020, 10:03 AM
RE: পৃথা - by Mr Fantastic - 24-07-2020, 11:17 AM



Users browsing this thread: 1 Guest(s)