23-07-2020, 01:36 AM
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই উৎসাহ দেওয়ার জন্য | এই গল্পটা সম্বন্ধে বলি, খুব সুন্দর সাবলীল লেখনি, যা তোমার ট্রেডমার্ক | বেশ অন্যরকম একটা ভালোলাগা ফিলিংস জড়িয়ে রয়েছে গল্পটার পরতে পরতে | তোমার এই গুণমুগ্ধ পাঠক সব সময় তোমার পাশে ছিল আছে থাকবে | ছক ভাঙার পথে কিছু প্রতিবন্ধকতা আসবেই | আমার দৃঢ়বিশ্বাস তুমি সেই সব কিছুকে কাটিয়ে নিজের প্রতিভা মেলে ধরার ক্ষমতা রাখো | লাইক আর রেপু দুটোই তোমার খাটনির জন্য প্রাপ্য ছিল | ভালো থেকো দাদা |