22-07-2020, 10:37 PM
""আঠারো""
আমি তো আনন্দে আত্মহারা, অনেক দিন পর খুব ভালো লাগছে। বাসায় এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম হোটেলের দিকে। খাওয়া দাওয়া করে বাসায় এসে একটু বারান্দায় ঢু মারলাম না কেউ নেই। আবার রুমে এসে একটা সিগারেট ধরিয়ে টানছি,,এতো সহজে সব কিছু হবে ভাবতেই পারিনি। কিন্তু ঋতু মৌয়ের মত না,মৌ ছিলো যৌবনের এক ফুটন্ত লাভা, যার ভিতর ছিলো ঘোরাঘুরি,শপিং আর বিছানা গরমের সুপ্ত ইচ্ছা, প্রথম দিকে লাজুক থাকলেও পরে রীতিমত আমাকে ;., করতো।তবুও ওকে আমি খুব ভালবাসতাম। উফফহ আবার মাগিটার কথা মনে হয়ে গেলো।
সেদিন ছিলো আমাদের বিএসসির রেজাল্ট বের হবার দিন। সকাল থেকে মৌ কে ফোনে চেষ্টা করছি বাট পাচ্ছিনা। খুব চিন্তায় পরে গেলাম, কলেজ যেয়েও ওর দেখা নাই ,পরে ওর রুমমেটদের খুজে বের করে জানতে পারলাম ও কাল বাড়িতে গেছে ।বোর্ডে গিয়ে রেজাল্ট দেখলাম প্রথম বিভাগ পেয়েছি,মৌয়ের টা খোঁজ নিয়ে জানলাম দ্বিতীয় বিভাগ পেয়েছে। কলেজ থেকে বের হয়ে ভাবছি মৌ বাড়ি গেল হঠাৎ করে অথচ আমাকে জানাবার প্রয়োজন মনে করলো না। কোন বিপদ হলো না তো। এদিকে আমি বার বার ওর ফোনে কল করে চলেছি। ফোন বন্ধ পাচ্ছি। বাসায় এলাম রেজাল্টের খুশি হবার কেউ নাই মৌ শুনলে হয়ত খুশি হতো কিন্তু ওকে তো পাওয়াই যাচ্ছেনা। আবার কিছুক্ষন চেষ্টা করার পর কল ঢুকলো ,একটু পর ও ফোন রিসিভ করতেই ,,
-কি ব্যাপার ফোন বন্ধ কেন তোমার ?
-এমনি একটু সমস্যা হয়েছে ফোনে।
-ওকে সমস্যা নাই বাড়ি থেকে ঘুরে এসো আমি কিনে দিবো। কিন্তু তুমি বাড়ি যাচ্ছো অন্তত আমাকে একবার বলে যাবা না? আমি কতো টেনশনে ছিলাম।
-ওহ সরি একটু ভুল হয়ে গেছে।
-একটু ভুল!!?
-দেখ এখন তর্ক করার ইচ্ছা নাই। কি বলবা বলো?
-এভাবে কথা বলছো কেন ?
-বললাম তো এমনিতেই।
-ওকে!শোন আজ রেজাল্ট দিছে। আমি প্রথম হয়েছি!
-ওহ কনগ্রাচুলেশন!
-তুমি খুশি হওনি।
-হুম হয়েছি। শোন কথা বলতে একটু সমস্যা আছে। আমি কাল খুলনা ফিরবো তখন সরাসরি কথা হবে। রাখছি বাই....
-এই শোন শোন।
মৌ ফোন রেখে দিছিলো। আমি আর চেষ্টা করে লাইন পাইনি সেদিন।
পরদিন সেই নদীর পাড়ে মৌয়ের সাথে দেখা হলো। দুজনে পাশাপাশি বসে আছি কিন্তু আগের মত মৌ নিজের মাথা আমার কাঁধে রাখেনি। আমি বললাম,,,,
-কি ব্যাপার বলতো ? কিছু না বলে বাড়িতে গেলে। বাড়ি গিয়েও কোন যোগাযোগ করলে না।
-আবির তোমাকে কিছু বলবো বলেই এখানে ডেকেছি,আর সেটা ফোনে বলা সম্ভব ছিলো না।
-হুম আমি ও জানতে চাই কি হয়েছে!
-আসলে মানে ,,,,আমাকে !!
-কি মানে মানে করছো ? বলো কি হয়েছে?
-আবির আমাকে ক্ষমা করো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে!
-What ? কি বলছো এসব !? তুমি মজা করছো তাই না।
-না আমি সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাও।
আমি যেন আকাশ থেকে পরলাম। চারপাশে অন্ধকার দেখছি, আমি বললাম তুমি জানো মৌ আমি তোমাকে কতটা ভালবাসি, আর তুমি বলছো ভুলে যেতে!?
মৌ বলতে শুরু করলো , আমি জানি সেটা কিন্তু বাসার সবার অমতে আমি কিছু করতে পারবো না। আমি বললাম বাহ বাঃ তখন মনে ছিলো না এসব কথা। তুমি জানো তোমার জন্য আমি নিজেকে কতটা পাল্টে নিছি। মৌ বললো কিন্তু আমার কিছু করার নেই।আমি চিৎকার করে বললাম এটা কখনো হবেনা, তুমি এমন করতে পারোনা আমার সাথে ,কি দিই নি তোমায় আমি যখন যা বলেছো, যেভাবে বলেছো তাহলে তোমার সমস্যা কি ,বাড়িতে বুঝিয়ে বলো ,প্লিজ এমন করোনা মৌ প্লিজ।
এবার মৌ চিৎকার শুরু করলো , কি দিছো তুমি ? যে সেটা আবার জোর গলায় বলছো। আমি উদাস ভাবে মৌয়ের দিকে চেয়ে আছি এ কি আমার সেই মৌ। যে আমাকে একদিন না দেখলে পাগল হয়ে যেতো। না আর নরম হলে চলবে না। এবার আমি বললাম শোন আমার কেন জানি মনে হচ্ছে তোমার বাড়ির সমস্যা থেকে তোমার মনের ইচ্ছাটাই এটা। কি সমস্যা তোমার হুম,,,,?! মৌ এবার রেগে গেল আর ওর মনের সব কথা চিৎকার করে বলতে লাগলো,,মৌ বললো হ্যাঁ এটাই আমারো ইচ্ছা ! কার সাথে আমার বিয়ে হচ্ছে জানো ? সে তোমার মত গাঁজা খোর ভবঘুরে না। সে আমেরিকায় থাকে। আমাকে বিয়ে করে আমাকেউ সেখানে নিয়ে যাবে। আমার কত স্বপ্ন ছিলো বিদেশে যাবো। এতো ভালো সুযোগ আমি কি তোমার জন্য ছেড়ে দিবো! ওর সাথে বিয়ে হলে কি হাই-ফাই লাইফ কাঁটাবো বুঝতে পারছো? কি এমন দিছো তুমি আমাকে আর কিইবা দিতে পারবে?
মৌয়ের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেলো। এতো কুটিল তোমার মন মৌ। এই তোমার ভালবাসা!? হা আমি তোমাকে আমেরিকায় হয়ত নিয়ে যেতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালবাসি ! আর কি দেয়নি বলো এখন যে ফোনটা ব্যবহার করছো সেটাও তো আমার দেওয়া। তোমার গলায় যে স্বর্ণের চেনটা সেটাও আমিই তোমাকে গিফট করেছিলাম ।
মৌ বললো দেখছো কতো ছোট মন তোমার , সামান্য এগুলা দিছো সেটাও মনে রেখেছো, তাহলে তোমার সাথে বিয়ে হলে কি হতো ভগবানই জানে। ছিঃ ছিঃ আমার ভাবতে অবাক লাগছে একটা নেশাখোর ছোট মনের মানুষের সাথে আমি এতো দিন ছিলাম।
আমি বললাম কি যা তা বলছো..তুমি বলার পর থেকে আজ পর্যন্ত আমি সিগারেট ছাড়া অন্য কোন নেশা করিনি। আর আমার মনটা ছোট না পরিস্থিতি আমাকে এগুলা বলতে বাধ্য করেছে।
মৌ বললো নেশাখোর নেশা ছেড়েছে এটা বলে অন্তত নেশাখোর দের অপমান করোনা। আর তুমি যেমন আমাকে অনেক কিছু দিছো , আমি তেমন আমার কুমারী শরীরটা তোমাকে দিছি। তাই আমার অবদানটাও কম না।
হে ভগবান! মৌ কি বলছে। গিফটের সাথে শরীর দেবার বিনিময় করছো তুমি। নিজেই নিজেকে বেশ্যা বানাচ্ছো। ওগুলো আমরা ভালবেসে করতাম। আর তুমি!
মৌ বললো দেখো আজকাল বিয়ের আগে এসব একটু আধটু হয় তাই আমি কিছু মনে করছিনা।আমার সাথে আর যোগাযোগ করোনা। আমি কালই বাড়ি চলে যাবো। তুমিও একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। এই বলে আমাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলো।
তখন মনে হচ্ছিলো পৃথিবীটা একটা আম্বুলেন্স আর আমি তার ভিতর জীবন্ত একটা লাশ!!!
আমি তো আনন্দে আত্মহারা, অনেক দিন পর খুব ভালো লাগছে। বাসায় এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম হোটেলের দিকে। খাওয়া দাওয়া করে বাসায় এসে একটু বারান্দায় ঢু মারলাম না কেউ নেই। আবার রুমে এসে একটা সিগারেট ধরিয়ে টানছি,,এতো সহজে সব কিছু হবে ভাবতেই পারিনি। কিন্তু ঋতু মৌয়ের মত না,মৌ ছিলো যৌবনের এক ফুটন্ত লাভা, যার ভিতর ছিলো ঘোরাঘুরি,শপিং আর বিছানা গরমের সুপ্ত ইচ্ছা, প্রথম দিকে লাজুক থাকলেও পরে রীতিমত আমাকে ;., করতো।তবুও ওকে আমি খুব ভালবাসতাম। উফফহ আবার মাগিটার কথা মনে হয়ে গেলো।
সেদিন ছিলো আমাদের বিএসসির রেজাল্ট বের হবার দিন। সকাল থেকে মৌ কে ফোনে চেষ্টা করছি বাট পাচ্ছিনা। খুব চিন্তায় পরে গেলাম, কলেজ যেয়েও ওর দেখা নাই ,পরে ওর রুমমেটদের খুজে বের করে জানতে পারলাম ও কাল বাড়িতে গেছে ।বোর্ডে গিয়ে রেজাল্ট দেখলাম প্রথম বিভাগ পেয়েছি,মৌয়ের টা খোঁজ নিয়ে জানলাম দ্বিতীয় বিভাগ পেয়েছে। কলেজ থেকে বের হয়ে ভাবছি মৌ বাড়ি গেল হঠাৎ করে অথচ আমাকে জানাবার প্রয়োজন মনে করলো না। কোন বিপদ হলো না তো। এদিকে আমি বার বার ওর ফোনে কল করে চলেছি। ফোন বন্ধ পাচ্ছি। বাসায় এলাম রেজাল্টের খুশি হবার কেউ নাই মৌ শুনলে হয়ত খুশি হতো কিন্তু ওকে তো পাওয়াই যাচ্ছেনা। আবার কিছুক্ষন চেষ্টা করার পর কল ঢুকলো ,একটু পর ও ফোন রিসিভ করতেই ,,
-কি ব্যাপার ফোন বন্ধ কেন তোমার ?
-এমনি একটু সমস্যা হয়েছে ফোনে।
-ওকে সমস্যা নাই বাড়ি থেকে ঘুরে এসো আমি কিনে দিবো। কিন্তু তুমি বাড়ি যাচ্ছো অন্তত আমাকে একবার বলে যাবা না? আমি কতো টেনশনে ছিলাম।
-ওহ সরি একটু ভুল হয়ে গেছে।
-একটু ভুল!!?
-দেখ এখন তর্ক করার ইচ্ছা নাই। কি বলবা বলো?
-এভাবে কথা বলছো কেন ?
-বললাম তো এমনিতেই।
-ওকে!শোন আজ রেজাল্ট দিছে। আমি প্রথম হয়েছি!
-ওহ কনগ্রাচুলেশন!
-তুমি খুশি হওনি।
-হুম হয়েছি। শোন কথা বলতে একটু সমস্যা আছে। আমি কাল খুলনা ফিরবো তখন সরাসরি কথা হবে। রাখছি বাই....
-এই শোন শোন।
মৌ ফোন রেখে দিছিলো। আমি আর চেষ্টা করে লাইন পাইনি সেদিন।
পরদিন সেই নদীর পাড়ে মৌয়ের সাথে দেখা হলো। দুজনে পাশাপাশি বসে আছি কিন্তু আগের মত মৌ নিজের মাথা আমার কাঁধে রাখেনি। আমি বললাম,,,,
-কি ব্যাপার বলতো ? কিছু না বলে বাড়িতে গেলে। বাড়ি গিয়েও কোন যোগাযোগ করলে না।
-আবির তোমাকে কিছু বলবো বলেই এখানে ডেকেছি,আর সেটা ফোনে বলা সম্ভব ছিলো না।
-হুম আমি ও জানতে চাই কি হয়েছে!
-আসলে মানে ,,,,আমাকে !!
-কি মানে মানে করছো ? বলো কি হয়েছে?
-আবির আমাকে ক্ষমা করো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে!
-What ? কি বলছো এসব !? তুমি মজা করছো তাই না।
-না আমি সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাও।
আমি যেন আকাশ থেকে পরলাম। চারপাশে অন্ধকার দেখছি, আমি বললাম তুমি জানো মৌ আমি তোমাকে কতটা ভালবাসি, আর তুমি বলছো ভুলে যেতে!?
মৌ বলতে শুরু করলো , আমি জানি সেটা কিন্তু বাসার সবার অমতে আমি কিছু করতে পারবো না। আমি বললাম বাহ বাঃ তখন মনে ছিলো না এসব কথা। তুমি জানো তোমার জন্য আমি নিজেকে কতটা পাল্টে নিছি। মৌ বললো কিন্তু আমার কিছু করার নেই।আমি চিৎকার করে বললাম এটা কখনো হবেনা, তুমি এমন করতে পারোনা আমার সাথে ,কি দিই নি তোমায় আমি যখন যা বলেছো, যেভাবে বলেছো তাহলে তোমার সমস্যা কি ,বাড়িতে বুঝিয়ে বলো ,প্লিজ এমন করোনা মৌ প্লিজ।
এবার মৌ চিৎকার শুরু করলো , কি দিছো তুমি ? যে সেটা আবার জোর গলায় বলছো। আমি উদাস ভাবে মৌয়ের দিকে চেয়ে আছি এ কি আমার সেই মৌ। যে আমাকে একদিন না দেখলে পাগল হয়ে যেতো। না আর নরম হলে চলবে না। এবার আমি বললাম শোন আমার কেন জানি মনে হচ্ছে তোমার বাড়ির সমস্যা থেকে তোমার মনের ইচ্ছাটাই এটা। কি সমস্যা তোমার হুম,,,,?! মৌ এবার রেগে গেল আর ওর মনের সব কথা চিৎকার করে বলতে লাগলো,,মৌ বললো হ্যাঁ এটাই আমারো ইচ্ছা ! কার সাথে আমার বিয়ে হচ্ছে জানো ? সে তোমার মত গাঁজা খোর ভবঘুরে না। সে আমেরিকায় থাকে। আমাকে বিয়ে করে আমাকেউ সেখানে নিয়ে যাবে। আমার কত স্বপ্ন ছিলো বিদেশে যাবো। এতো ভালো সুযোগ আমি কি তোমার জন্য ছেড়ে দিবো! ওর সাথে বিয়ে হলে কি হাই-ফাই লাইফ কাঁটাবো বুঝতে পারছো? কি এমন দিছো তুমি আমাকে আর কিইবা দিতে পারবে?
মৌয়ের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেলো। এতো কুটিল তোমার মন মৌ। এই তোমার ভালবাসা!? হা আমি তোমাকে আমেরিকায় হয়ত নিয়ে যেতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালবাসি ! আর কি দেয়নি বলো এখন যে ফোনটা ব্যবহার করছো সেটাও তো আমার দেওয়া। তোমার গলায় যে স্বর্ণের চেনটা সেটাও আমিই তোমাকে গিফট করেছিলাম ।
মৌ বললো দেখছো কতো ছোট মন তোমার , সামান্য এগুলা দিছো সেটাও মনে রেখেছো, তাহলে তোমার সাথে বিয়ে হলে কি হতো ভগবানই জানে। ছিঃ ছিঃ আমার ভাবতে অবাক লাগছে একটা নেশাখোর ছোট মনের মানুষের সাথে আমি এতো দিন ছিলাম।
আমি বললাম কি যা তা বলছো..তুমি বলার পর থেকে আজ পর্যন্ত আমি সিগারেট ছাড়া অন্য কোন নেশা করিনি। আর আমার মনটা ছোট না পরিস্থিতি আমাকে এগুলা বলতে বাধ্য করেছে।
মৌ বললো নেশাখোর নেশা ছেড়েছে এটা বলে অন্তত নেশাখোর দের অপমান করোনা। আর তুমি যেমন আমাকে অনেক কিছু দিছো , আমি তেমন আমার কুমারী শরীরটা তোমাকে দিছি। তাই আমার অবদানটাও কম না।
হে ভগবান! মৌ কি বলছে। গিফটের সাথে শরীর দেবার বিনিময় করছো তুমি। নিজেই নিজেকে বেশ্যা বানাচ্ছো। ওগুলো আমরা ভালবেসে করতাম। আর তুমি!
মৌ বললো দেখো আজকাল বিয়ের আগে এসব একটু আধটু হয় তাই আমি কিছু মনে করছিনা।আমার সাথে আর যোগাযোগ করোনা। আমি কালই বাড়ি চলে যাবো। তুমিও একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। এই বলে আমাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলো।
তখন মনে হচ্ছিলো পৃথিবীটা একটা আম্বুলেন্স আর আমি তার ভিতর জীবন্ত একটা লাশ!!!
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!