22-07-2020, 10:39 AM
"" সতেরো""
সারারাত ঠিক মত ঘুম হলো না। পরদিন বিকাল ৩ টার আগেই বৈকালির মোড়ে পৌছে গেলাম। টেনশনে ইতি মধ্যে গোটা চারেক সিগারেট শেষ করেছি প্রায় ১৫ মিনিট পর ঋতু এলো। কি ব্যাপার অনেকক্ষন বসে আছেন মনে হয়। আমি ওর কথার উত্তর না দিয়ে বললাম কোথায় যাবেন ? ঋতু বললো শুনেছি রুপসার পাড়ে বসার জন্য দারুন জায়গা চলেন ওখানেই চলেন। সাথে সাথে আমি অনেকটা চিৎকারের সুরে বললাম না! ঋতু বললো কি হলো ? আমি বলি না কিছু না অন্য কোথাও চলেন। ও বললো আমি তো বেশি কিছু চিনিনা। আমি বললাম চলো সোনাডাঙ্গা আবাসিক এড়িয়ার ওখানে একটা দারুন লেক আছে ওখানে বসা যায়। ঋতু বললো ওকে চলুন।আমি বললাম রিক্সা নিলে কোন আপত্তি আছে ? ও কিছুকন ভেবে বললো ওকে। একটা রিক্সা ডেকে দুজন উঠলাম। এতো কাছা কাছি এই প্রথম।ওর পায়ের সাথে আমার পায়ের স্পর। ঋতু আমার থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রেখেছে।
সোনাডাঙ্গা লেকে এসে ঋতু বললো ওয়াও! দারুন তো জায়গাটা এখন বেশি লোকজন নেই বিকাল বাড়লে লোক জনে ভরে যাবে। দুজন একটা বেঞে বসলাম। ঋতু এবার সরাসরি বললো শুরু করেন আপনার বক্তব্য ।
আমি নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললাম। দেখুন আপনি যেমন সরাসরি বলতে বলছেন তাই ভনিতা না করেই বলছি। আপনাকে আমার ভাল লাগে। আর এই ভালো লাগা থেকেই আপনাকে ভালোবেসে ফেলিছি।!!!এই বলে আমি ওর উত্তরের অপেক্ষায় থাকলাম। দুজনই চুপ একে অন্যের নিশ্বাসের শব্দও হয়ত শোনা যাচ্ছে।
ঋতু কিছুক্ষন চুপ করে থেকে বললো আপনার আগের প্রমিকার কি হয়েছিল?? আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকালাম ! কি প্রশ্ন আর কি উত্তর তাছাড়া ওই বা কি করে জানলো !! আমি একটু চিন্তায় পরে গেলাম।
আবার ঋতু বললো দেখুন এখানে কেউ চুপ করে বসে থাকতে আসিনি। মাএ ১৫ দিন একটা মেয়ে পাড়া এসেছে তার পিছে পরে গেছেন , আর আজ পর্যন কারো সাথে সম্পর করেননি সেটা কি বিশ্বাস যোগ্য। তাছাড়া নদীর পাড়ের কাহিনী কি?? দেখুন আমি আশা করি আপনি সব সত্যটাই বলবেন।
না আর চুপ করে থাকা যায়না, আমি বলতে শুরু করলাম আমার মা বাবার চলে যাওয়া , আমার অধপতন, আমার জীবনের আশার আলো মৌ ,ওর সাথে কাটানো প্রতি মূহুর,তারপর ওর চলে যাওয়া আর আমার আবার একা হয়ে যাওয়া আর নেশায় ডুবে থাকা। ঋতু আমার কথা শুনে খুব দুঃখ প্রকাশ করলো। আর বললো নদীর পাড়ে কি ? আমি বললাম ওই জায়গা থেকেই ওই বিশ্বাসঘাতীনির সাথে এক থাকার ইচ্ছা প্রকাশ করেছিলাম। মৌয়ে কথা বলতে আমার চোখে আগুন জ্বলে উঠলো। সেটা লক্ষ্য করে ঋতু বললো যাই হোক যে যা করেছে ভালো করেনি। আপনি তো আর কোন দোষ করেননি। আমি রাগের স্বরেই বললাম ওর কর্মের ফল আমি ও দিয়েছি। ঋতু বললো মানে কি করেছেন আপনি? আমি আর আমার এক বন্ধু মিলে ওকে রেপ করেছি!! What ?? কি বলছেন এসব। ছিঃ এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি।
আমার বলা শেষ হতেই আমি উঠে চলে যেতে যাচ্ছি..ঋতু বললো কি ব্যাপার কোথায় যান ? আমি বললাম আমার সব কু-কৃত্বি শোনার পর আপনার কাছ থেকে ভালো উত্তর আশা করার কোন মানেই হয়না। ঋতু বললো সেটা ঠিক কিন্তু উত্তর না শুনে পালিয়ে যাওয়াটাও লজ্জা জনক।তাই না ? আমি মাথা ঝাঁকিয়ে আবার বসে পরলাম, ঋতু বললো দেখুন আমি তো একজন শিক্ষিকা তাই ছাএ ছাএীদের আমি অনেক বার এটা পড়িয়েছি পাপকে ঘৃনা করো পাপীকে নয়।এখন আমি তো নিজে সে কাজটা করতে পারিনা।কিন্তু আপনি মৌয়ের সাথে যা করেছেন সেটা ঠিক করেননি। হতে পারে আপনি তাকে অনেক ভালো বাসতেন। কিন্তু দেখুন আমরা কর্ম করতে পারি কিন্তু কর্ম ফলটা আমাদের হাতে নেই।
আর আপনি বলেছেন আমাকে আপনার ভালো লাগে। সেটা তো অনেকেরই আমাকে ভালো লাগে তাহলে চান্সটা শুধু আপনাকে দিবো কেন? আর ভালবাসা প্রেম সেটা আমি বিশ্বাস করি কিন্তু বিয়ের আগের না বিয়ের পরের। প্রেম কি জানেন? আমি কিছু না বলে ঋতুর দিকে তাকিয়ে আছি। ঋতু আবার বলতে শুরু করলো। দেখুন আমরা যখন বাড়িতে কোন পুজা করি তখন প্রথমে কি করতে হয়? প্রথমে পুজার সামগ্রী জোগার করা তারপর আমরা সেগুলা দিয়ে পুজা করি ,আর পুজার ফলে আমরা মনে প্রশান্তি লাভ করি। এখন যদি পুজার সামগ্রী আর পুজা বাদ দিয়ে আগেই আমরা প্রশান্তি খুজি সেটা কি ঠিক। এখন আমাকে আপনার ভাল লাগছে এটা কিন্তু অনেকের লেগেছে কিন্তু আমি আপনাকে তখনি চ্যান্স দিবো যখন আপনি পুজার জন্য ফুল বেল পাতা জোগার করতে পারবেন।এখন প্রেমের নামে কারো ফ্লাটে কিংবা হোটেলে সময় না কাটিয়ে নিজেদের গোছানোটাই আসল , তারপর পুজা করা মানে বিয়ে ,আর সেই পুজা বা বিয়ের পরেই আসবে প্রশান্তি যেটা আসলে ভালবাসা। কিন্তু এর উল্টো হলে দেখা যাবে সম্পর্ক টা বিয়ে পর্যন্ত যাচ্ছে না অথবা বিয়ে হলেও তারপর সেই প্রশান্তিটা নেই কারণ তখন সংসার গোজানোর চিন্তা বাচ্চা কাচ্ছার চিন্তা। এমনিকি রুচি বদলাবার বিষয়টাও সামনে আসে।সো আপনি আমার পিছে না ঘুরে জল বেলপাতা জোগার করুন, ঠাকুর এমনি কৃপা করবে।।বলে আবার ভুবন ভোলানো হাঁসি দিলো।
আমি এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম ওর দিকে। সত্যি এ মেয়ের বোঝাবার ক্ষমতা অসীম। এবার ঋতু বললো এই যে এতো জ্ঞান দিলাম কিছু অন্তত খাওয়ান। ওহ হা সরি কিন্তু একটা স্বর্তে ঋতু বললো কি? প্লিজ আপনিটা যদি বাদ দিতেন। সেটা না হয় দেওয়া যায় কিন্তু আপনি তো আমার উত্তর এখনো পাননি তাহলে। আমি বললাম লাগবেনা উত্তর ,আমি পেয়ে গেছি উত্তর ঠাকুরকে খুশি করতে হবে। হাহা,,,,
ঋতু বললো যাক বুদ্ধি আছে তাহলে। ওকে চলো কি খাওয়াবা চলো। তারপর দুজন রেষ্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। আমি বললাম এখন কোথায় যাবা ,ঋতু অবাক দৃষ্টিতে বললো কোথায় যাবো মানে বাসায় যাবো।তারপর দুজন এক সাথে পাড়ার রাস্তায় রিক্সা থেকে নামলাম। দুজন পাশা পাশি হাঁটছি ।আমি বললাম তোমার বাসার কথা তো বললে না। ও বললো আমার বাসা যশোর ওখানে শুধু মা আছে বাবা মারা গেছে, আমি উনাদের এক মাএ সন্তান,কিছুদিন আগে কলেজের চাকরিটা হলো,চাকরিটা খুব দরকার ছিলো সংসারটা তো আমাকেই দেখতে হয়। অনেক চেষ্টা করলাম বাড়ির কাছে পোষ্টিং এর কিন্তু হলো না। তাছাড়া নতুন তাই আর জোর ও করা গেল না।
তারপর ঋতু এক অদ্ভুত কথা বললো ,শোন একদিন দেখা করলে সাথে একটু গাঁজা এনো তো! আমি বললাম মানে সেটা তুমি কি করবে ? ও বললো খাবো, খুব দারুন জিনিস তাইনা ? আমার হঠাৎ রাগ হয়ে গেল আমি বললাম কি ব্যাপার হা পাগল হয়ে গেছো নাকি। ওসব ভালো জিনিস না। এবার আমাকে অবাক করে দিয়ে ঋতু বললো খাও কেন তাহলে ওই সব ছাইপাশ যদি খারাপই হয়। বলেই হন হন করে চলে গেল। আমার বুঝতে বাকি থাকলো না ও কি বলতে চাই!!!!
সারারাত ঠিক মত ঘুম হলো না। পরদিন বিকাল ৩ টার আগেই বৈকালির মোড়ে পৌছে গেলাম। টেনশনে ইতি মধ্যে গোটা চারেক সিগারেট শেষ করেছি প্রায় ১৫ মিনিট পর ঋতু এলো। কি ব্যাপার অনেকক্ষন বসে আছেন মনে হয়। আমি ওর কথার উত্তর না দিয়ে বললাম কোথায় যাবেন ? ঋতু বললো শুনেছি রুপসার পাড়ে বসার জন্য দারুন জায়গা চলেন ওখানেই চলেন। সাথে সাথে আমি অনেকটা চিৎকারের সুরে বললাম না! ঋতু বললো কি হলো ? আমি বলি না কিছু না অন্য কোথাও চলেন। ও বললো আমি তো বেশি কিছু চিনিনা। আমি বললাম চলো সোনাডাঙ্গা আবাসিক এড়িয়ার ওখানে একটা দারুন লেক আছে ওখানে বসা যায়। ঋতু বললো ওকে চলুন।আমি বললাম রিক্সা নিলে কোন আপত্তি আছে ? ও কিছুকন ভেবে বললো ওকে। একটা রিক্সা ডেকে দুজন উঠলাম। এতো কাছা কাছি এই প্রথম।ওর পায়ের সাথে আমার পায়ের স্পর। ঋতু আমার থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রেখেছে।
সোনাডাঙ্গা লেকে এসে ঋতু বললো ওয়াও! দারুন তো জায়গাটা এখন বেশি লোকজন নেই বিকাল বাড়লে লোক জনে ভরে যাবে। দুজন একটা বেঞে বসলাম। ঋতু এবার সরাসরি বললো শুরু করেন আপনার বক্তব্য ।
আমি নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললাম। দেখুন আপনি যেমন সরাসরি বলতে বলছেন তাই ভনিতা না করেই বলছি। আপনাকে আমার ভাল লাগে। আর এই ভালো লাগা থেকেই আপনাকে ভালোবেসে ফেলিছি।!!!এই বলে আমি ওর উত্তরের অপেক্ষায় থাকলাম। দুজনই চুপ একে অন্যের নিশ্বাসের শব্দও হয়ত শোনা যাচ্ছে।
ঋতু কিছুক্ষন চুপ করে থেকে বললো আপনার আগের প্রমিকার কি হয়েছিল?? আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকালাম ! কি প্রশ্ন আর কি উত্তর তাছাড়া ওই বা কি করে জানলো !! আমি একটু চিন্তায় পরে গেলাম।
আবার ঋতু বললো দেখুন এখানে কেউ চুপ করে বসে থাকতে আসিনি। মাএ ১৫ দিন একটা মেয়ে পাড়া এসেছে তার পিছে পরে গেছেন , আর আজ পর্যন কারো সাথে সম্পর করেননি সেটা কি বিশ্বাস যোগ্য। তাছাড়া নদীর পাড়ের কাহিনী কি?? দেখুন আমি আশা করি আপনি সব সত্যটাই বলবেন।
না আর চুপ করে থাকা যায়না, আমি বলতে শুরু করলাম আমার মা বাবার চলে যাওয়া , আমার অধপতন, আমার জীবনের আশার আলো মৌ ,ওর সাথে কাটানো প্রতি মূহুর,তারপর ওর চলে যাওয়া আর আমার আবার একা হয়ে যাওয়া আর নেশায় ডুবে থাকা। ঋতু আমার কথা শুনে খুব দুঃখ প্রকাশ করলো। আর বললো নদীর পাড়ে কি ? আমি বললাম ওই জায়গা থেকেই ওই বিশ্বাসঘাতীনির সাথে এক থাকার ইচ্ছা প্রকাশ করেছিলাম। মৌয়ে কথা বলতে আমার চোখে আগুন জ্বলে উঠলো। সেটা লক্ষ্য করে ঋতু বললো যাই হোক যে যা করেছে ভালো করেনি। আপনি তো আর কোন দোষ করেননি। আমি রাগের স্বরেই বললাম ওর কর্মের ফল আমি ও দিয়েছি। ঋতু বললো মানে কি করেছেন আপনি? আমি আর আমার এক বন্ধু মিলে ওকে রেপ করেছি!! What ?? কি বলছেন এসব। ছিঃ এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি।
আমার বলা শেষ হতেই আমি উঠে চলে যেতে যাচ্ছি..ঋতু বললো কি ব্যাপার কোথায় যান ? আমি বললাম আমার সব কু-কৃত্বি শোনার পর আপনার কাছ থেকে ভালো উত্তর আশা করার কোন মানেই হয়না। ঋতু বললো সেটা ঠিক কিন্তু উত্তর না শুনে পালিয়ে যাওয়াটাও লজ্জা জনক।তাই না ? আমি মাথা ঝাঁকিয়ে আবার বসে পরলাম, ঋতু বললো দেখুন আমি তো একজন শিক্ষিকা তাই ছাএ ছাএীদের আমি অনেক বার এটা পড়িয়েছি পাপকে ঘৃনা করো পাপীকে নয়।এখন আমি তো নিজে সে কাজটা করতে পারিনা।কিন্তু আপনি মৌয়ের সাথে যা করেছেন সেটা ঠিক করেননি। হতে পারে আপনি তাকে অনেক ভালো বাসতেন। কিন্তু দেখুন আমরা কর্ম করতে পারি কিন্তু কর্ম ফলটা আমাদের হাতে নেই।
আর আপনি বলেছেন আমাকে আপনার ভালো লাগে। সেটা তো অনেকেরই আমাকে ভালো লাগে তাহলে চান্সটা শুধু আপনাকে দিবো কেন? আর ভালবাসা প্রেম সেটা আমি বিশ্বাস করি কিন্তু বিয়ের আগের না বিয়ের পরের। প্রেম কি জানেন? আমি কিছু না বলে ঋতুর দিকে তাকিয়ে আছি। ঋতু আবার বলতে শুরু করলো। দেখুন আমরা যখন বাড়িতে কোন পুজা করি তখন প্রথমে কি করতে হয়? প্রথমে পুজার সামগ্রী জোগার করা তারপর আমরা সেগুলা দিয়ে পুজা করি ,আর পুজার ফলে আমরা মনে প্রশান্তি লাভ করি। এখন যদি পুজার সামগ্রী আর পুজা বাদ দিয়ে আগেই আমরা প্রশান্তি খুজি সেটা কি ঠিক। এখন আমাকে আপনার ভাল লাগছে এটা কিন্তু অনেকের লেগেছে কিন্তু আমি আপনাকে তখনি চ্যান্স দিবো যখন আপনি পুজার জন্য ফুল বেল পাতা জোগার করতে পারবেন।এখন প্রেমের নামে কারো ফ্লাটে কিংবা হোটেলে সময় না কাটিয়ে নিজেদের গোছানোটাই আসল , তারপর পুজা করা মানে বিয়ে ,আর সেই পুজা বা বিয়ের পরেই আসবে প্রশান্তি যেটা আসলে ভালবাসা। কিন্তু এর উল্টো হলে দেখা যাবে সম্পর্ক টা বিয়ে পর্যন্ত যাচ্ছে না অথবা বিয়ে হলেও তারপর সেই প্রশান্তিটা নেই কারণ তখন সংসার গোজানোর চিন্তা বাচ্চা কাচ্ছার চিন্তা। এমনিকি রুচি বদলাবার বিষয়টাও সামনে আসে।সো আপনি আমার পিছে না ঘুরে জল বেলপাতা জোগার করুন, ঠাকুর এমনি কৃপা করবে।।বলে আবার ভুবন ভোলানো হাঁসি দিলো।
আমি এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম ওর দিকে। সত্যি এ মেয়ের বোঝাবার ক্ষমতা অসীম। এবার ঋতু বললো এই যে এতো জ্ঞান দিলাম কিছু অন্তত খাওয়ান। ওহ হা সরি কিন্তু একটা স্বর্তে ঋতু বললো কি? প্লিজ আপনিটা যদি বাদ দিতেন। সেটা না হয় দেওয়া যায় কিন্তু আপনি তো আমার উত্তর এখনো পাননি তাহলে। আমি বললাম লাগবেনা উত্তর ,আমি পেয়ে গেছি উত্তর ঠাকুরকে খুশি করতে হবে। হাহা,,,,
ঋতু বললো যাক বুদ্ধি আছে তাহলে। ওকে চলো কি খাওয়াবা চলো। তারপর দুজন রেষ্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। আমি বললাম এখন কোথায় যাবা ,ঋতু অবাক দৃষ্টিতে বললো কোথায় যাবো মানে বাসায় যাবো।তারপর দুজন এক সাথে পাড়ার রাস্তায় রিক্সা থেকে নামলাম। দুজন পাশা পাশি হাঁটছি ।আমি বললাম তোমার বাসার কথা তো বললে না। ও বললো আমার বাসা যশোর ওখানে শুধু মা আছে বাবা মারা গেছে, আমি উনাদের এক মাএ সন্তান,কিছুদিন আগে কলেজের চাকরিটা হলো,চাকরিটা খুব দরকার ছিলো সংসারটা তো আমাকেই দেখতে হয়। অনেক চেষ্টা করলাম বাড়ির কাছে পোষ্টিং এর কিন্তু হলো না। তাছাড়া নতুন তাই আর জোর ও করা গেল না।
তারপর ঋতু এক অদ্ভুত কথা বললো ,শোন একদিন দেখা করলে সাথে একটু গাঁজা এনো তো! আমি বললাম মানে সেটা তুমি কি করবে ? ও বললো খাবো, খুব দারুন জিনিস তাইনা ? আমার হঠাৎ রাগ হয়ে গেল আমি বললাম কি ব্যাপার হা পাগল হয়ে গেছো নাকি। ওসব ভালো জিনিস না। এবার আমাকে অবাক করে দিয়ে ঋতু বললো খাও কেন তাহলে ওই সব ছাইপাশ যদি খারাপই হয়। বলেই হন হন করে চলে গেল। আমার বুঝতে বাকি থাকলো না ও কি বলতে চাই!!!!
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!