18-07-2020, 02:34 PM
(This post was last modified: 17-01-2021, 03:40 PM by sairaali111. Edited 1 time in total. Edited 1 time in total.)
যাঁরা পড়েছেন এবং যাঁরা করেছেন ( মানে, মন্তব্য করেছেন ) - সবাইকে সালাম-প্রীতি । রিম্পিবুনুকে তার অনুভূতি প্রকাশের জন্যে এক্সট্রা ভালবাসা । Mr. Fantastic দু'একটি 'কেস'-এর কোয়্যারি করেছেন । ওনাকে আশ্বস্ত করছি - 'ওরা' আবার দেখা দেবে । মলয়, জয়া , সুমি আর ওর ভাসুর । এবং অবশ্যই টিনি মুন্নি । সায়রার সাথে, মেহেরবানি করে, থাকুন জনাব । BhoguJi নিতান্তই সৌজন্যপরায়ণ মানুষ - তাই ''দাবী'' করেন নি , কিন্তু ''চাওয়া''টি ''অসাধারণ'' ভাবে জানিয়ে দিয়েছেন । রেহানা আসবে তো । - আর বসন্ত এলে কোকিল কি পারে না এসে ? - তাই গণেশাশিস ওরফে বিল্টুও সঙ্গী হবে । - আপনারা শুধু সঙ্গী হোন - সায়রার । এই-ই মোনাজাৎ । - সালাম ।