02-03-2019, 10:09 PM
গল্প শুরুর আগে:
পাগলের মতন ছুটে চলেছি। জানিনা জংলি কুকুরগুলর থেকে রক্ষা পাবো কি করে। বারবার মায়ের কথা মনে পড়ছিল। মা বারবার করে বলেছিল সবসময় জেন বড় রাস্তা দিয়েই বাড়ি ফিরি। আমাদের কলেজ থেকে বাড়ি মাত্র ১ কিমি হবে। কিন্তু ওই বড় রাস্তা দিয়ে ফিরতে প্রায় ১০ মিনিট
লেগে যায়। পেছনের ওই কচু বনের রাস্তা টা ধরলে মেরে কেটে ৩ ৪ মিনিট। আসলে কম সময়ের জন্য নয়। এদিক টায় আসা মুলত মিলন দার জন্য। ওর হাত ধরেই আমাদের প্রথম হস্তমইথুন। যাকগে সেসব কথা পরে বলছি।
কতক্ষন ছুটলাম জানিনা। পেছন থেকে আর কুকুর গুলর ঘেউ ঘেউ শব্দ আসছে না। কিছুক্ষন চুপ করে দারিয়ে নিশ্বাস নিলাম। আশেপাশে শুধুই হাটু অব্ধি লম্বা কচুবন।
দূর থেকে এক টা অদ্ভুত শব্দ আসছিল। আমার ও গা টা কেমন ছমছম করছিল।
তাও একপা দুপা করে এগিয়ে গেলাম।
একি এতো আমাদের শিবমন্দির এর ক্ষ্যাপা সাধুবাবা। সবাই ক্ষ্যাপা বাবা বলে দাকে।
পাগলের মতন ছুটে চলেছি। জানিনা জংলি কুকুরগুলর থেকে রক্ষা পাবো কি করে। বারবার মায়ের কথা মনে পড়ছিল। মা বারবার করে বলেছিল সবসময় জেন বড় রাস্তা দিয়েই বাড়ি ফিরি। আমাদের কলেজ থেকে বাড়ি মাত্র ১ কিমি হবে। কিন্তু ওই বড় রাস্তা দিয়ে ফিরতে প্রায় ১০ মিনিট
লেগে যায়। পেছনের ওই কচু বনের রাস্তা টা ধরলে মেরে কেটে ৩ ৪ মিনিট। আসলে কম সময়ের জন্য নয়। এদিক টায় আসা মুলত মিলন দার জন্য। ওর হাত ধরেই আমাদের প্রথম হস্তমইথুন। যাকগে সেসব কথা পরে বলছি।
কতক্ষন ছুটলাম জানিনা। পেছন থেকে আর কুকুর গুলর ঘেউ ঘেউ শব্দ আসছে না। কিছুক্ষন চুপ করে দারিয়ে নিশ্বাস নিলাম। আশেপাশে শুধুই হাটু অব্ধি লম্বা কচুবন।
দূর থেকে এক টা অদ্ভুত শব্দ আসছিল। আমার ও গা টা কেমন ছমছম করছিল।
তাও একপা দুপা করে এগিয়ে গেলাম।
একি এতো আমাদের শিবমন্দির এর ক্ষ্যাপা সাধুবাবা। সবাই ক্ষ্যাপা বাবা বলে দাকে।