10-07-2020, 05:22 PM
পর্ব-০৮
-----------------------------------
নেশা করার সব আয়োজন করলাম,এমন সময় সান্তা বলল,আমারও একটা আবদার আছে।
হুম বলো।
যেহেতু,তুমিও আজকে নেশা করতেছো।তাহলে আমারও একটা ইচ্ছা পূরণ করো?
বলো কি ইচ্ছা।
আজকের রাতটা তুমি আমার সাথে কাটা,,,,,
সান্তা, কথাটা শেষ করার আগেই ধমক দিয়ে থামিয়ে দিলাম।কি বলছো তুমি এইগুলো হুম।
কেন কি বলতেছি আমি?
তুমি বুঝনা,তুমি কি বলতেছো।
আমি বুঝতেছি।কিন্তু তুমি বুঝতেছো না।একটা রাত আমাকে দিলে কি এমন ক্ষতি হবে।
দেখো,আমি চাইনা,তুমি তোমার অতীতকে মনে করো।
বা,তুমি চাওনা আমি অতীত মনে করে কষ্ট পায়।কিন্তু তুমি কেন অতীত মনে করে কষ্ট পাইতেছো।
তুমি কি বলতে চাইতেছো।একটু বুঝিয়ে বলো।
একটু মনে করে দেখো,তুমি আমাকে কথা দিয়েছিলে।আর কোন দিন কোন ভাবেই তুমি নেশা করবা না।কিন্তু এখন তুমি কি করতে যাইতেছো।
তুমি তো যানো, এখন আমার মনের অবস্থাটা কেমন।আর কেন নেশা করতে চাইতেছি।
শুনো,আমি এত কিছু বুঝতে চাইনা,তুমি যদি এখন নেশা করো।তাহলে আজকে রাতটা আমার সাথে থাকতে হবে।আর আগামিকাল সকাল হলেই,আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব।ফিরে যাব সেই অন্ধকার জগতে।
দেখো,তুমি কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছো।
আমি এতকিছু শুনতে চাইনা।তুমি শুধু বল,তুমি এখন কি চাও,নেশা নাকি আমার ভাল হওয়া।একটু ভেবে বলো।
তুমি এমন একটা কথা বলেছো,এখানে ভাবা-ভাবির কিছু নাই।তোমার জন্য সামান্য নেশা কেন,তুমি চাইলে তোমার জীবনটা সুন্দর করে সাঁজাতে,আমার শরীরের শেষ রক্ত-বিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করে যাব।এই কথা বলেই সব কিছু ফেলে দিলাম জাঁনালা দিয়ে।তারপর সান্তার পাশে এসে খাঁটে বসলাম।তুমি আমার জন্য এত কেন ভাবও।
যে আমার জন্য ভাবে।তার জন্য আমি ভাববো নাতো কে ভাববে।
তারপর আমি সান্তার কঁপালে একটা ছোট্ট করে ভালবাসার পরশ এঁকে দিলাম।এই পরশটা দেয়ার কারন কিন্ত তার প্রতি আমার ভালবাসা না।এই পরশে আছে আমার তরফ থেকে তাকে করা হাজার হাজার সম্মান।
চলো তোমাকে বাসায় দিয়ে আসি।
আর তুমি কি করবা।
আমিও বাসায় চলে যাবো
আচ্ছা,বাসায় না গেলে কি হয়না।
হবে না কেন।আমি তো আজকে সারা রাতের জন্য বেঁড়িয়েছি।আর মা বাবাও কোন চিন্তা করবে না।কারন আমি এখন আর তাদের চিন্তা করার মত কোন কাজ করি না।আরও একটা কারনও আছে।
কি কারন একটু বলতো শুনি।
আমি মা বাবাকে বলে এসেছি,তোমাকে নিয়ে রেড়াতে যাবো,আর আগামিকাল সকালে ফিরবো।
কি বলো তুমি,আংকেল কিছু বলেনি,আমার কথা বলাতে।তাও আবার সারা রাত।
না কিছুই বলেনি।শুধু বলেছে,সাবধানে গাড়ি ড্রাইব করিস।আর সবচেয়ে বড় কথা হল,বাবা-মা জানে,তোমার জন্যই আজকে আমার এত পরিবর্তন।
আমার জন্য মানে,তুমি কি কি বলেছে আংকেল-আন্টিকে।
সব কিছু বলেছি,তোমার ব্যপারে,আর এটাও বলেছি যে,তোমরা যে কয়দিন গ্রামের বাড়িতে ছিলে।তখন তুমি যে আমার বাসায় ছিলা,এই কথাটাও বলেছি।
কি বলতেছো তুমি।
হুম,আমি ঠিকি বলতেছি।এখন বাদ দাওতো এইসব কথা।এখন বল কি করবা,
কি করবো মানে?
মানে হল,তোমাকে বাসায় যেতে বলতেছি,কিন্তু তুমি যাবে না।তাহলে এখন কি করবা বলো।
চল,ছাঁদে যাই।
এত রাতে ছাঁদে কেন?
চলোনা,আজকে রাতটা আমরা ছাঁদে গিয়ে গল্প করে কাঁটিয়ে দেয়।
আচ্ছা চল।
এই তোমার হাতে কি?
কেন,তুমি দেখতেছো না,আমার হাতে বাঁলিশ।
তাতো দেখতেই পাচ্ছি,কিন্তু বাঁলিশ কেন?
যদি ঘুম আশে,তাই সংগে নিয়ে যাচ্ছি।
তাই বলে বাঁলিশ নিতে হবে কেন?
মাথার নিচে দেয়ার জন্য।
আরে বাঁলিশটা রাখতো।
বাঁলিশ না নিলে,আমি ঘুমাবো কেমন করে।
কেন,আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়বে,আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব।
তাহলে তো খুব ভাল হয়।
এই দেখ আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর।
হুম।
এই কি কর?
কই কি করি।
এই যে,এমন কিন্তু কথা ছিল না।
তুমিই তো বলেছো,তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে।
হুম বলেছি,কিন্তু যখন তোমার ঘুম পাবে,তখন মাথা রাখবে।
না,আমি তোমার কোলে মাথা রেখে আজকের আকাশটা দেখবো।
আচ্ছা।
তারপর সান্তা আমার মাথায়,হাত বুলাতে লাগলো।
কিছুক্ষন পর আমার মাথায় একটা চিন্তা আসলো।
এই,শুনো।
হুম বলো।
আমার একটা কথা রাখবা?
হুম বলো।
আগে কথা দাও,আমার কথা রাখবে।
আচ্ছা কথা দিলাম,এবার বলো।
((((আপনাদের মন আনন্দ দেওয়ার জন্য এত কষ্ট করে গল্প লিখি আর আপনারা গল্প পরে চলে যান। তখন খুব কষ্ট লাগে আপনারা আনন্দ ঠিকই নেন কিন্তু লাইক কমেন্ট করে আমাকে আনন্দ দেন না।।আমি চাই গল্প পড়ে আপনার কেমন লেগেছে আপনার মনের ভাব প্রকাশ করুন।।
যারা গল্প পরতে ভালোবাসেন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিন ))))
এখন গল্পে আসি,,,,
তুমি আমার সাথে একটু সকালে আমাদের বাসায় যাবে।মা-বাবা তোমাকে দেখতে চেয়েছেন।
ও এই কথা।
কেন?তুমি কি ভেবেছিলে।
তেমন কিছু না।
বলনা একটু।
আমি র্নিধারিত কিছু একটা ভাবিনি।কিন্তু এইটা ভেবে ছিলাম,যে হয়তো কঠিন কোন কাজের কথা ভাববে।
ও,আচ্ছা বাদ দাওতো
এখন বলো,সকালে আমাদের বাড়ি যাবে কি না?
যাব না কেন আবার,আর তুমি চাইলে আমি যে কোন জায়গায় যেতে প্রস্তুত।
তা কেন,আমি তোমার উপকার করছি বলে।
আরে না,তোমার প্রতি আমার বিশ্বাস আছে,তুমি আমার আর যাই করো,আমার ক্ষতি হবে,এমন কোন কাজ তুমি করবে না।
এতটা বিশ্বাস আমার উপর।
হুম।
এদিকে সান্তার হাত বুলানিতে আমার প্রায় ঘুম চলে এসেছে।
এই তোমার কি ঘুম আসতেছে।
হুম অনেক ঘুম পাচ্ছে।
তোমার কি ঘুম আসছে না?
না।
ও,তাহলে আমি তোমার কুলেই ঘুমিয়ে পড়লাম।
আরে না,তোমার এখানে কষ্ট হবে ঘুমাতে,তার উপর একটু ঠান্ডাও লাগবে একটু পর।তারচেয়ে ভালো,আমরা রুমে চলে যাই।
ওকে চলো।
রুমে আসার উপর ভাবতে লাগলাম,বেডতো মাত্র একটা,তাহলে সান্তা কোথায় ঘুমাবে।হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এল,আমিতো চাইলে একটু কষ্ট করে সু'ফায় ঘুমাতে পারি।তাই একটা বালিশ নিয়ে নামার সময়,
বালিশ নিয়ে কই যাচ্ছ।
এইতো সু'ফায়।
কেন?
বিছানা তো একটা,তাই তুমি বিছানাতে ঘুমাও,আমি ঐখানে ঘুমায়।
তোমার কোথাও যেতে হবে না।চুপটি করে,এখানে শুয়ে পরো।আর তুমি যদি আমার সাথে ঘুমাতে না পার,তাহলে আমি নিচে ঘুমাতে যাচ্ছি।
কি বলো তুমি,আমার কোন সমস্যা নেয় তোমার সাথে ঘুমাতে,কিন্ত।
কোন কিন্তু টিন্তু নেয়।এখন শুয়ে পড়ো।
আচ্ছা।
তারপর শুয়ে শুয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেয়।
সান্তার মিষ্টি ডাঁকে ঘুম ভাংলো।
এত সকালে কেন,
সকাল মানে, নামাজ পড়তে হবে মনে আছে।
ও তাই তো,আমার মনে ছিল না।
তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে বেড়িয়ে পড়লাম।এমন সময় রাস্তা হঠাৎ,,,,,,,,,,
চলবে.........
-----------------------------------
নেশা করার সব আয়োজন করলাম,এমন সময় সান্তা বলল,আমারও একটা আবদার আছে।
হুম বলো।
যেহেতু,তুমিও আজকে নেশা করতেছো।তাহলে আমারও একটা ইচ্ছা পূরণ করো?
বলো কি ইচ্ছা।
আজকের রাতটা তুমি আমার সাথে কাটা,,,,,
সান্তা, কথাটা শেষ করার আগেই ধমক দিয়ে থামিয়ে দিলাম।কি বলছো তুমি এইগুলো হুম।
কেন কি বলতেছি আমি?
তুমি বুঝনা,তুমি কি বলতেছো।
আমি বুঝতেছি।কিন্তু তুমি বুঝতেছো না।একটা রাত আমাকে দিলে কি এমন ক্ষতি হবে।
দেখো,আমি চাইনা,তুমি তোমার অতীতকে মনে করো।
বা,তুমি চাওনা আমি অতীত মনে করে কষ্ট পায়।কিন্তু তুমি কেন অতীত মনে করে কষ্ট পাইতেছো।
তুমি কি বলতে চাইতেছো।একটু বুঝিয়ে বলো।
একটু মনে করে দেখো,তুমি আমাকে কথা দিয়েছিলে।আর কোন দিন কোন ভাবেই তুমি নেশা করবা না।কিন্তু এখন তুমি কি করতে যাইতেছো।
তুমি তো যানো, এখন আমার মনের অবস্থাটা কেমন।আর কেন নেশা করতে চাইতেছি।
শুনো,আমি এত কিছু বুঝতে চাইনা,তুমি যদি এখন নেশা করো।তাহলে আজকে রাতটা আমার সাথে থাকতে হবে।আর আগামিকাল সকাল হলেই,আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব।ফিরে যাব সেই অন্ধকার জগতে।
দেখো,তুমি কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছো।
আমি এতকিছু শুনতে চাইনা।তুমি শুধু বল,তুমি এখন কি চাও,নেশা নাকি আমার ভাল হওয়া।একটু ভেবে বলো।
তুমি এমন একটা কথা বলেছো,এখানে ভাবা-ভাবির কিছু নাই।তোমার জন্য সামান্য নেশা কেন,তুমি চাইলে তোমার জীবনটা সুন্দর করে সাঁজাতে,আমার শরীরের শেষ রক্ত-বিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করে যাব।এই কথা বলেই সব কিছু ফেলে দিলাম জাঁনালা দিয়ে।তারপর সান্তার পাশে এসে খাঁটে বসলাম।তুমি আমার জন্য এত কেন ভাবও।
যে আমার জন্য ভাবে।তার জন্য আমি ভাববো নাতো কে ভাববে।
তারপর আমি সান্তার কঁপালে একটা ছোট্ট করে ভালবাসার পরশ এঁকে দিলাম।এই পরশটা দেয়ার কারন কিন্ত তার প্রতি আমার ভালবাসা না।এই পরশে আছে আমার তরফ থেকে তাকে করা হাজার হাজার সম্মান।
চলো তোমাকে বাসায় দিয়ে আসি।
আর তুমি কি করবা।
আমিও বাসায় চলে যাবো
আচ্ছা,বাসায় না গেলে কি হয়না।
হবে না কেন।আমি তো আজকে সারা রাতের জন্য বেঁড়িয়েছি।আর মা বাবাও কোন চিন্তা করবে না।কারন আমি এখন আর তাদের চিন্তা করার মত কোন কাজ করি না।আরও একটা কারনও আছে।
কি কারন একটু বলতো শুনি।
আমি মা বাবাকে বলে এসেছি,তোমাকে নিয়ে রেড়াতে যাবো,আর আগামিকাল সকালে ফিরবো।
কি বলো তুমি,আংকেল কিছু বলেনি,আমার কথা বলাতে।তাও আবার সারা রাত।
না কিছুই বলেনি।শুধু বলেছে,সাবধানে গাড়ি ড্রাইব করিস।আর সবচেয়ে বড় কথা হল,বাবা-মা জানে,তোমার জন্যই আজকে আমার এত পরিবর্তন।
আমার জন্য মানে,তুমি কি কি বলেছে আংকেল-আন্টিকে।
সব কিছু বলেছি,তোমার ব্যপারে,আর এটাও বলেছি যে,তোমরা যে কয়দিন গ্রামের বাড়িতে ছিলে।তখন তুমি যে আমার বাসায় ছিলা,এই কথাটাও বলেছি।
কি বলতেছো তুমি।
হুম,আমি ঠিকি বলতেছি।এখন বাদ দাওতো এইসব কথা।এখন বল কি করবা,
কি করবো মানে?
মানে হল,তোমাকে বাসায় যেতে বলতেছি,কিন্তু তুমি যাবে না।তাহলে এখন কি করবা বলো।
চল,ছাঁদে যাই।
এত রাতে ছাঁদে কেন?
চলোনা,আজকে রাতটা আমরা ছাঁদে গিয়ে গল্প করে কাঁটিয়ে দেয়।
আচ্ছা চল।
এই তোমার হাতে কি?
কেন,তুমি দেখতেছো না,আমার হাতে বাঁলিশ।
তাতো দেখতেই পাচ্ছি,কিন্তু বাঁলিশ কেন?
যদি ঘুম আশে,তাই সংগে নিয়ে যাচ্ছি।
তাই বলে বাঁলিশ নিতে হবে কেন?
মাথার নিচে দেয়ার জন্য।
আরে বাঁলিশটা রাখতো।
বাঁলিশ না নিলে,আমি ঘুমাবো কেমন করে।
কেন,আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়বে,আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব।
তাহলে তো খুব ভাল হয়।
এই দেখ আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর।
হুম।
এই কি কর?
কই কি করি।
এই যে,এমন কিন্তু কথা ছিল না।
তুমিই তো বলেছো,তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে।
হুম বলেছি,কিন্তু যখন তোমার ঘুম পাবে,তখন মাথা রাখবে।
না,আমি তোমার কোলে মাথা রেখে আজকের আকাশটা দেখবো।
আচ্ছা।
তারপর সান্তা আমার মাথায়,হাত বুলাতে লাগলো।
কিছুক্ষন পর আমার মাথায় একটা চিন্তা আসলো।
এই,শুনো।
হুম বলো।
আমার একটা কথা রাখবা?
হুম বলো।
আগে কথা দাও,আমার কথা রাখবে।
আচ্ছা কথা দিলাম,এবার বলো।
((((আপনাদের মন আনন্দ দেওয়ার জন্য এত কষ্ট করে গল্প লিখি আর আপনারা গল্প পরে চলে যান। তখন খুব কষ্ট লাগে আপনারা আনন্দ ঠিকই নেন কিন্তু লাইক কমেন্ট করে আমাকে আনন্দ দেন না।।আমি চাই গল্প পড়ে আপনার কেমন লেগেছে আপনার মনের ভাব প্রকাশ করুন।।
যারা গল্প পরতে ভালোবাসেন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিন ))))
এখন গল্পে আসি,,,,
তুমি আমার সাথে একটু সকালে আমাদের বাসায় যাবে।মা-বাবা তোমাকে দেখতে চেয়েছেন।
ও এই কথা।
কেন?তুমি কি ভেবেছিলে।
তেমন কিছু না।
বলনা একটু।
আমি র্নিধারিত কিছু একটা ভাবিনি।কিন্তু এইটা ভেবে ছিলাম,যে হয়তো কঠিন কোন কাজের কথা ভাববে।
ও,আচ্ছা বাদ দাওতো
এখন বলো,সকালে আমাদের বাড়ি যাবে কি না?
যাব না কেন আবার,আর তুমি চাইলে আমি যে কোন জায়গায় যেতে প্রস্তুত।
তা কেন,আমি তোমার উপকার করছি বলে।
আরে না,তোমার প্রতি আমার বিশ্বাস আছে,তুমি আমার আর যাই করো,আমার ক্ষতি হবে,এমন কোন কাজ তুমি করবে না।
এতটা বিশ্বাস আমার উপর।
হুম।
এদিকে সান্তার হাত বুলানিতে আমার প্রায় ঘুম চলে এসেছে।
এই তোমার কি ঘুম আসতেছে।
হুম অনেক ঘুম পাচ্ছে।
তোমার কি ঘুম আসছে না?
না।
ও,তাহলে আমি তোমার কুলেই ঘুমিয়ে পড়লাম।
আরে না,তোমার এখানে কষ্ট হবে ঘুমাতে,তার উপর একটু ঠান্ডাও লাগবে একটু পর।তারচেয়ে ভালো,আমরা রুমে চলে যাই।
ওকে চলো।
রুমে আসার উপর ভাবতে লাগলাম,বেডতো মাত্র একটা,তাহলে সান্তা কোথায় ঘুমাবে।হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এল,আমিতো চাইলে একটু কষ্ট করে সু'ফায় ঘুমাতে পারি।তাই একটা বালিশ নিয়ে নামার সময়,
বালিশ নিয়ে কই যাচ্ছ।
এইতো সু'ফায়।
কেন?
বিছানা তো একটা,তাই তুমি বিছানাতে ঘুমাও,আমি ঐখানে ঘুমায়।
তোমার কোথাও যেতে হবে না।চুপটি করে,এখানে শুয়ে পরো।আর তুমি যদি আমার সাথে ঘুমাতে না পার,তাহলে আমি নিচে ঘুমাতে যাচ্ছি।
কি বলো তুমি,আমার কোন সমস্যা নেয় তোমার সাথে ঘুমাতে,কিন্ত।
কোন কিন্তু টিন্তু নেয়।এখন শুয়ে পড়ো।
আচ্ছা।
তারপর শুয়ে শুয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেয়।
সান্তার মিষ্টি ডাঁকে ঘুম ভাংলো।
এত সকালে কেন,
সকাল মানে, নামাজ পড়তে হবে মনে আছে।
ও তাই তো,আমার মনে ছিল না।
তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে বেড়িয়ে পড়লাম।এমন সময় রাস্তা হঠাৎ,,,,,,,,,,
চলবে.........