09-07-2020, 11:58 PM
(This post was last modified: 10-07-2020, 12:23 AM by Damphu-77. Edited 5 times in total. Edited 5 times in total.)
(09-07-2020, 07:58 PM)kanuabp Wrote: আচ্ছা যে গতিতে গল্পটা চলছে , গল্পটা কবে নাগাদ শেষ হবে বলে মনে হয় আপনাদের ? আমার তো মনে হয় ২০২৫ নাগাদ শেষ হলেও হতে পারে।আমার মনে হয় তার থেকেও বেশি সময় লাগতে পারে। এটা লেখকের লেখার রেকর্ড দেখে বলতে পারি। উনি সাত দিনের মধ্যে আপডেট দিব বলে অলরেডি এক মাস ক্রস করে ফেলেছেন। এর আগে তিন দিন বলে পাঁচ মাস পরে আপডেট দিয়েছিলেন।উনার গল্পটা পরার আগ্রহ যে আমাদের অর্থাৎ পাঠকদের নষ্ট হয়ে যাচ্ছে সেটা হয়তো লেখক বন্ধু বুঝতে পারছেন না। তাছাড়া হতো গল্পটা লিখে শেষ করার আগ্রহ হয়তো উনি হারিয়ে ফেলেছেন। আমি লেখক বন্ধুর কাছে অনুরোধ করবো যদি গল্পটি লিখে শেষ করতে চান এবং পাঠকদের জন্য ফোরামে পোস্ট করতে চান তাহলে গল্পটি আগে লিখে শেষ করেন তার পরে পোস্ট করবেন। এই ভাবে আধা খেচরা ভাবে পোস্ট করে পাঠকদেরকে বিড়ম্বনায় ফেলবেন না।