07-07-2020, 10:28 PM
(This post was last modified: 11-04-2021, 04:30 PM by kumdev. Edited 3 times in total. Edited 3 times in total.)
।।৫৭।।
মৌসম তাহলে দেখেছে রূপনগর কলেজের বিজ্ঞাপন? একা একা বসে বলদেব পান করতে থাকে,খারাপ লাগছে না। বেশ একটা ঝিমুনির ভাব মনটা হাল্কা বোধ হয়। কিন্তু আর নয় নেশা হলে বাড়ী ফেরা সমস্যা হবে। জেনিফারও পান করে। একাকীত্বকে ভোলার জন্য? মৌসম ফোন রেখে পাশে এসে বসল । সুন্দর গন্ধ পায়। জিজ্ঞেস করে কে ফোন করেছিল জানো ? এসব প্রশ্নের জবাব চায় না,এ হল কথার ভুমিকা। নিজেই মৌসম বলে,কলেজের ডিপার্টমেন্টাল হেড। ভাল ক্যাণ্ডিডেট কেউ আছে কিনা খোজ নিচ্ছিলেন। তোমার কথা বলেছি।
— আমি তো এখনো পাস করিনি।
— বোকার মত কথা বোলনা, সে আমি জানি। আচ্ছা সোম তুমি তো * তাই না?
— আমি কি তা জানি না। জন্মগতভাবে * বলতে পারো। আমি মানব ধর্মে বিশ্বাস করি।
মৌসম সোফায় পা-তুলে বলদেবের দিকে ঘুরে বসল।সোফার হাতলে পিঠের ভার। নিজের গেলাসে চুমুক দিয়ে বলে,তুমি কি এই গেলাসে চুমুক দিতে পারবে?
— না পারবো না,অভ্যেস নেই অনেকটা খেয়েছি। আমার শরীরের মধ্যে কেমন করছে।
মৌসম বুঝতে পারেন সোমের স্নায়ু শিথিল হয়ে আসছে।দুজনের মধ্যে হাত খানেক ব্যবধান।নিবিঢ় দৃষ্টিতে তাকিয়ে মৌসম জিজ্ঞেস করেন, সোম তুমি খুব পড়াশুনা করো তাই না?
--খুব কিনা জানি না।একা থাকি সময় কাটাবার জন্য বই আমার অবলম্বন।
একা থাকি কথাটা এম বির কানে বাজে।একটু ইতস্তত করে মৌ বলে,একটা বিষয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারি?
ঘাড় ঘুরিয়ে বলদেব বলল, অবশ্যই পারো,খুব সিরিয়াস?
— তুমি প্রেম বলতে কি বোঝ?
— প্রেম একটি বহুচর্চিত শব্দ। প্রেম একটা উচ্ছ্বাস মানে একটা আবেগ যা তীব্র আলোড়িত করে কিন্তু অস্থায়ী– । বলদেব নিজের মনের মধ্যে হাতড়ায় তারপর বলে,জানো মৌ কুড়ি থেকে যেমন ফুল হয় তারপর ঝরে যায়। প্রেমও বিকশিত হয়ে কিছুকাল পরে আবার হারিয়ে যায়।
— রোমিও-জুলিয়েট লায়লা-মজনুর প্রেমকে কি বলবে?
— ওসব কবি-সাহিত্যিকরা বলতে পারবে।
— শাহজাহানের প্রেম তো ইতিহাস।
--ইতিহাস মানুষের রচিত। যুক্তির জানলাগুলো খুলে দাও সত্যের আলো এসে পড়ুক স্যাতসেতে মনে। আচ্ছা মৌ আমি কি উল্টোপাল্টা বকছি?
— না তুমি বলো সোম। আমার ভাল লাগছে।
— কি বলছিলাম একটু মনে করিয়ে দেবে?
— শাহজাহানের কথা।
— হ্যা মনে পড়েছে শাহজাহান– তাজমহল। কত দরিদ্র প্রজাকে লুণ্ঠন করে এই কীর্তি গড়ে তোলা হয়েছে? প্রেম মানুষকে মহাণ করে পবিত্র করে বিনয়ী করে। তাজমহল বাদশাহের অহঙ্কার আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা। তাজের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে,খবর রাখিনা অন্তরালে জমে আছে কত ঘাম রক্ত অশ্রুজল।
মোসম লুঙ্গিটা হাটু অবধি তুলে ভিতরে কিছু পরেনি।নির্লোম পুরুষ্ট যোনী একটু ফাক হলেই সিম বীজের মত লাল ভগাঙ্কুর দেখা যাচ্ছে।মৌ কি খেয়াল করেনি?মৌ লক্ষ্য করে সোম ইচ্ছে করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে।অবাক হয় সোমের কি কোনো ফিলিংস নেই।
বলদেব বলতে থাকে কেন হেলেনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়?আমি বলব এ প্রেম নয় প্রেমের বিকার। আর ট্রয়ের যুদ্ধ? হেলেন উপলক্ষ্য আসলে– আসলে– জানো মৌ আমার কেমন ঘুম পাচ্ছে– ।
— তুমি আমার কোলে মাথা রাখো। মৌ মাথাটা নিজের কোলে টেনে নিয়ে চুলে হাত বুলিয়ে দেয়।
— আঃ-আ-আ। কি শান্তি!আমার মাকে মনে পড়ছে।
চুলের মধ্যে অঙ্গুলি সঞ্চালন করতে করতে মৌ বলল প্রেম করে বিয়ে করে আমরণ সুখ-শান্তিতে ঘর করছে, তারপরও বলবে প্রেম স্থায়ী নয়?
— আমার কথায় কি এসে যায়? তুমি বলতে পারো বিয়ে করে কেন? বিয়ে না করেও যৌণ সুখ ভোগ হয়,সন্তান জন্ম দেওয়া যায়। বিয়ে হচ্ছে সমাজ শৃঙ্খলার অঙ্গ। শৃংখলা শব্দটি এসেছে শৃংখল থেকে। আইন দিয়ে সামাজিক অনুশাসন দিয়ে বেধে রাখা হয়েছে এই বন্ধন। এখানে প্রেম কোথায়? আছে সততা নৈতিকতা পারস্পরিক দায়বদ্ধতা কৃতজ্ঞতা– । সামাজিক বিয়েও ত টিকে থাকে আমৃত্যু। চোখের পাতা জুড়ে আসে। মৌ গাল ধরে নাড়া দিল বলদেবকে, জিজ্ঞেস করে, ঘুম পাচ্ছে?
চোখ মেলে তাকালো বলদেব মৌয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কি মনে পড়তে ধড়ফড়িয়ে উঠে বসে। বোঝার চেষ্টা করে কোথায় আছে।
— সোম তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করছি। বিয়েতে জাত-ধর্ম বিচার নারী-পুরুষের বয়সের ব্যবধান তুমি বলছো তার কোন তাৎপর্য নেই?
— আমি সে কথা বলিনি। কারা এসব সামাজিক অনুশাসন ঠিক করেছে তার পিছনে কি কারণ আমার জানা নেই। আমার ধারণা আমাদের সমাজ পুরুষ শাসিত।বিধি বিধানের তারাই স্রষ্টা।মেয়েদের বয়স কম হলে ডমিনেট করতে সুবিধে হয়।কম বয়সী মেয়ে সক্ষমতা থাকলে দীর্ঘকাল যৌনসুখ ভোগ করতে পারে। আর একটা ব্যাপার নিরাপত্তা। বার্ধকে যাতে স্বামীকে সেবা করতে পারে। আমার মতে একটি সম্পর্ক স্থাপনে এগুলি কোন বাধা হতে পারে না। মৌ তুমি আমার চেয়ে বয়সে বড়। তবু তোমাকে আমার ভাল লাগে। তোমার ধর্ম শিক্ষা চেহারা বয়স সব মিলিয়ে তোমার ব্যক্তিত্ব। বছর পনেরো আগের তুমি এবং . নাও হতে যদি তাহলে তোমাকে আমার ভাল নাও লাগতে পারতো। আর একটু খুলে বলি তুমি যখন শিশু মাথায় এত চুল ছিলনা বগলে যোণী প্রদেশেও পশম গজায় নি বুক এত পরিণত নয় সেই শিশুর প্রতি আমার অনুরাগ জন্মাবে এমন ভাবা ভুল। সব মিলিয়ে এখনকার এই মুহূর্তের তোমাকেই আমার ভাল লাগে।
মৌয়ের মধ্যে কেমন অস্থিরতা কাজ করে। দেবকে চমকে দিয়ে মৌসম দুহাতে মাথা ধরে বলদেবের ঠোটে ঠোট চেপে মুখে জিভ ঠেলে দিল। মুখের মধ্যে পুটি মাছের মত খলবল করে জিভটা, নাগালে পেয়ে মৃদু কামড় দিল।ব্যথা পেয়ে উম– আউচ বলে মৌ মাথা ঠেলে জিভ বের করে বলল,তুমি ভীষণ দুষ্টু।
— এভাবে শুধু আমার জাত নিলে না তোমার জাতও দিলে।
মনে মনে বলে মৌ ‘তুমি নিলে তোমায় সব দিতে পারি। ‘হেসে বলে,এতে নেশা হল না তোমাকে পরীক্ষা করাও হল।
— ভুল। এতেও নেশা হয় তবে অন্য রকম।
— তুমি ভীষণ দুষ্টূ। এখুনি ঠিক হয়ে যাবে। লাজুক গলায় বলে মৌসম। সোম তোমাকে আমি বিদেশে নিয়ে যাবো।
— আপাতত আমি বাসায় যেতে চাই।
— হ্যা চলো,তোমাকে বাসায় দিয়ে আসি।
— না মৌ। আমি রিক্সায় চলে যাবো। তুমি বিশ্রাম করো।
— একমিনিট সোম। তুমি ঠিকই বলেছো চুম্বনে নেশা হয়। বলে বলদেবের মাথা ধরে ঠোটজোড়া মুখে পুরে নিয়ে তৃষিতের মত চুষতে থাকে। বলদেবও দুহাতে তাকে জড়িয়ে ধরে। মৌসমের পেট ইষত স্ফীত তাই যোণী মুলের সাথে ব্যবধান থেকে যায়।
মৌসম তাহলে দেখেছে রূপনগর কলেজের বিজ্ঞাপন? একা একা বসে বলদেব পান করতে থাকে,খারাপ লাগছে না। বেশ একটা ঝিমুনির ভাব মনটা হাল্কা বোধ হয়। কিন্তু আর নয় নেশা হলে বাড়ী ফেরা সমস্যা হবে। জেনিফারও পান করে। একাকীত্বকে ভোলার জন্য? মৌসম ফোন রেখে পাশে এসে বসল । সুন্দর গন্ধ পায়। জিজ্ঞেস করে কে ফোন করেছিল জানো ? এসব প্রশ্নের জবাব চায় না,এ হল কথার ভুমিকা। নিজেই মৌসম বলে,কলেজের ডিপার্টমেন্টাল হেড। ভাল ক্যাণ্ডিডেট কেউ আছে কিনা খোজ নিচ্ছিলেন। তোমার কথা বলেছি।
— আমি তো এখনো পাস করিনি।
— বোকার মত কথা বোলনা, সে আমি জানি। আচ্ছা সোম তুমি তো * তাই না?
— আমি কি তা জানি না। জন্মগতভাবে * বলতে পারো। আমি মানব ধর্মে বিশ্বাস করি।
মৌসম সোফায় পা-তুলে বলদেবের দিকে ঘুরে বসল।সোফার হাতলে পিঠের ভার। নিজের গেলাসে চুমুক দিয়ে বলে,তুমি কি এই গেলাসে চুমুক দিতে পারবে?
— না পারবো না,অভ্যেস নেই অনেকটা খেয়েছি। আমার শরীরের মধ্যে কেমন করছে।
মৌসম বুঝতে পারেন সোমের স্নায়ু শিথিল হয়ে আসছে।দুজনের মধ্যে হাত খানেক ব্যবধান।নিবিঢ় দৃষ্টিতে তাকিয়ে মৌসম জিজ্ঞেস করেন, সোম তুমি খুব পড়াশুনা করো তাই না?
--খুব কিনা জানি না।একা থাকি সময় কাটাবার জন্য বই আমার অবলম্বন।
একা থাকি কথাটা এম বির কানে বাজে।একটু ইতস্তত করে মৌ বলে,একটা বিষয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারি?
ঘাড় ঘুরিয়ে বলদেব বলল, অবশ্যই পারো,খুব সিরিয়াস?
— তুমি প্রেম বলতে কি বোঝ?
— প্রেম একটি বহুচর্চিত শব্দ। প্রেম একটা উচ্ছ্বাস মানে একটা আবেগ যা তীব্র আলোড়িত করে কিন্তু অস্থায়ী– । বলদেব নিজের মনের মধ্যে হাতড়ায় তারপর বলে,জানো মৌ কুড়ি থেকে যেমন ফুল হয় তারপর ঝরে যায়। প্রেমও বিকশিত হয়ে কিছুকাল পরে আবার হারিয়ে যায়।
— রোমিও-জুলিয়েট লায়লা-মজনুর প্রেমকে কি বলবে?
— ওসব কবি-সাহিত্যিকরা বলতে পারবে।
— শাহজাহানের প্রেম তো ইতিহাস।
--ইতিহাস মানুষের রচিত। যুক্তির জানলাগুলো খুলে দাও সত্যের আলো এসে পড়ুক স্যাতসেতে মনে। আচ্ছা মৌ আমি কি উল্টোপাল্টা বকছি?
— না তুমি বলো সোম। আমার ভাল লাগছে।
— কি বলছিলাম একটু মনে করিয়ে দেবে?
— শাহজাহানের কথা।
— হ্যা মনে পড়েছে শাহজাহান– তাজমহল। কত দরিদ্র প্রজাকে লুণ্ঠন করে এই কীর্তি গড়ে তোলা হয়েছে? প্রেম মানুষকে মহাণ করে পবিত্র করে বিনয়ী করে। তাজমহল বাদশাহের অহঙ্কার আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা। তাজের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে,খবর রাখিনা অন্তরালে জমে আছে কত ঘাম রক্ত অশ্রুজল।
মোসম লুঙ্গিটা হাটু অবধি তুলে ভিতরে কিছু পরেনি।নির্লোম পুরুষ্ট যোনী একটু ফাক হলেই সিম বীজের মত লাল ভগাঙ্কুর দেখা যাচ্ছে।মৌ কি খেয়াল করেনি?মৌ লক্ষ্য করে সোম ইচ্ছে করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে।অবাক হয় সোমের কি কোনো ফিলিংস নেই।
বলদেব বলতে থাকে কেন হেলেনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়?আমি বলব এ প্রেম নয় প্রেমের বিকার। আর ট্রয়ের যুদ্ধ? হেলেন উপলক্ষ্য আসলে– আসলে– জানো মৌ আমার কেমন ঘুম পাচ্ছে– ।
— তুমি আমার কোলে মাথা রাখো। মৌ মাথাটা নিজের কোলে টেনে নিয়ে চুলে হাত বুলিয়ে দেয়।
— আঃ-আ-আ। কি শান্তি!আমার মাকে মনে পড়ছে।
চুলের মধ্যে অঙ্গুলি সঞ্চালন করতে করতে মৌ বলল প্রেম করে বিয়ে করে আমরণ সুখ-শান্তিতে ঘর করছে, তারপরও বলবে প্রেম স্থায়ী নয়?
— আমার কথায় কি এসে যায়? তুমি বলতে পারো বিয়ে করে কেন? বিয়ে না করেও যৌণ সুখ ভোগ হয়,সন্তান জন্ম দেওয়া যায়। বিয়ে হচ্ছে সমাজ শৃঙ্খলার অঙ্গ। শৃংখলা শব্দটি এসেছে শৃংখল থেকে। আইন দিয়ে সামাজিক অনুশাসন দিয়ে বেধে রাখা হয়েছে এই বন্ধন। এখানে প্রেম কোথায়? আছে সততা নৈতিকতা পারস্পরিক দায়বদ্ধতা কৃতজ্ঞতা– । সামাজিক বিয়েও ত টিকে থাকে আমৃত্যু। চোখের পাতা জুড়ে আসে। মৌ গাল ধরে নাড়া দিল বলদেবকে, জিজ্ঞেস করে, ঘুম পাচ্ছে?
চোখ মেলে তাকালো বলদেব মৌয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কি মনে পড়তে ধড়ফড়িয়ে উঠে বসে। বোঝার চেষ্টা করে কোথায় আছে।
— সোম তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করছি। বিয়েতে জাত-ধর্ম বিচার নারী-পুরুষের বয়সের ব্যবধান তুমি বলছো তার কোন তাৎপর্য নেই?
— আমি সে কথা বলিনি। কারা এসব সামাজিক অনুশাসন ঠিক করেছে তার পিছনে কি কারণ আমার জানা নেই। আমার ধারণা আমাদের সমাজ পুরুষ শাসিত।বিধি বিধানের তারাই স্রষ্টা।মেয়েদের বয়স কম হলে ডমিনেট করতে সুবিধে হয়।কম বয়সী মেয়ে সক্ষমতা থাকলে দীর্ঘকাল যৌনসুখ ভোগ করতে পারে। আর একটা ব্যাপার নিরাপত্তা। বার্ধকে যাতে স্বামীকে সেবা করতে পারে। আমার মতে একটি সম্পর্ক স্থাপনে এগুলি কোন বাধা হতে পারে না। মৌ তুমি আমার চেয়ে বয়সে বড়। তবু তোমাকে আমার ভাল লাগে। তোমার ধর্ম শিক্ষা চেহারা বয়স সব মিলিয়ে তোমার ব্যক্তিত্ব। বছর পনেরো আগের তুমি এবং . নাও হতে যদি তাহলে তোমাকে আমার ভাল নাও লাগতে পারতো। আর একটু খুলে বলি তুমি যখন শিশু মাথায় এত চুল ছিলনা বগলে যোণী প্রদেশেও পশম গজায় নি বুক এত পরিণত নয় সেই শিশুর প্রতি আমার অনুরাগ জন্মাবে এমন ভাবা ভুল। সব মিলিয়ে এখনকার এই মুহূর্তের তোমাকেই আমার ভাল লাগে।
মৌয়ের মধ্যে কেমন অস্থিরতা কাজ করে। দেবকে চমকে দিয়ে মৌসম দুহাতে মাথা ধরে বলদেবের ঠোটে ঠোট চেপে মুখে জিভ ঠেলে দিল। মুখের মধ্যে পুটি মাছের মত খলবল করে জিভটা, নাগালে পেয়ে মৃদু কামড় দিল।ব্যথা পেয়ে উম– আউচ বলে মৌ মাথা ঠেলে জিভ বের করে বলল,তুমি ভীষণ দুষ্টু।
— এভাবে শুধু আমার জাত নিলে না তোমার জাতও দিলে।
মনে মনে বলে মৌ ‘তুমি নিলে তোমায় সব দিতে পারি। ‘হেসে বলে,এতে নেশা হল না তোমাকে পরীক্ষা করাও হল।
— ভুল। এতেও নেশা হয় তবে অন্য রকম।
— তুমি ভীষণ দুষ্টূ। এখুনি ঠিক হয়ে যাবে। লাজুক গলায় বলে মৌসম। সোম তোমাকে আমি বিদেশে নিয়ে যাবো।
— আপাতত আমি বাসায় যেতে চাই।
— হ্যা চলো,তোমাকে বাসায় দিয়ে আসি।
— না মৌ। আমি রিক্সায় চলে যাবো। তুমি বিশ্রাম করো।
— একমিনিট সোম। তুমি ঠিকই বলেছো চুম্বনে নেশা হয়। বলে বলদেবের মাথা ধরে ঠোটজোড়া মুখে পুরে নিয়ে তৃষিতের মত চুষতে থাকে। বলদেবও দুহাতে তাকে জড়িয়ে ধরে। মৌসমের পেট ইষত স্ফীত তাই যোণী মুলের সাথে ব্যবধান থেকে যায়।