05-07-2020, 12:48 AM
আসতে আসতে ৪০ দিন এর দিন আইসা পড়লো। আবারো অফিস থেকে ৫ দিন এর ছুটি নিলাম। একদিন আগে বাড়ি এসে মিলাদের সকল ব্যবস্থা করা শুরু করলাম, এতে আমার ফুফাতো, চাচাতো ভাইরা প্রচুর হেল্প করলো। মিলাদের দিন আমার অনেক আত্মীয় স্বজন রাই আসলো, তানিয়ারা ও একদিন আগে সায়মাকে নিয়ে এসে পরেছে আমাদের বাড়ি। মিলাদের দিন সকল কাজ ঠিক ভাবে শেষ করলাম বিকালে সকল আত্মীয় স্বজন চলে গেলো। শুধু তানিয়ারা আর ফুপুরা থেকে গেলো। তার পরের দিন তানিয়ারা চলে গেল কারণ তার একদিন পরেই বিয়ে। ওইদিন ফুপুকে আর রাফি ভাই এর বউ নীলা ভাবীকে কিছু টাকা দিয়ে দিলাম বিয়ের জন্য কিছু কিনা কাটা করার জন্য। তারা কিনা কাটা করে তানিয়ার জন্য বিয়ের শাড়ি কিনে তানিয়াদের বাসায় পাঠায় দিছে।আমি আর দেখি নাই কি কেমন শাড়ি কিনছে।
পরের দিন আমি একটা সাদা পাঞ্জাবি পরে ফুপু আর আমার চাচার পরিবার নিয়ে বর যাত্রী নিয়ে তানিয়ার বাসায় পৌঁছলাম। তানিয়া কে হাল্কা করে বিয়ের সাজ এ সাজানো হয়েছে, ওর বিয়ের সাজ এ পুরা অপ্সরীর মতো লাগতেছিল। আমি ওরে বিয়ের সাজ এ দেখে প্রেমে পরে গেলাম। এ যেন কোন লাল পরী। ওকে দেখে কেউ বলবে না আমার থেকে ৩ বছর এর বড়, বরং উলটা মনে হবে, সদ্য কলেজ পার হওয়া কোনও তরুণী। ওর রূপের সুন্দরঝো আমার পক্ষে বলা সম্ভব না। তানিয়াকে এতো সুন্দর এর আগে কখন লাগছিলো বলে আমার মনে পরে না। আমি ওর ঘোরই ছিলাম অনেকক্ষণ কতক্ষণ ছিলাম জানি না। নীলা ভাবীর ধাক্কায় আমার ঘোর ভাংলো। নীলা ভাবী আমাকে খোঁচা দিয়ে বলল "এখনই চোখ দিয়ে গিলিস না, কিছুটা বাসর ঘরের জন্য রেখে দে।" আমি মুচকি হেসে মাথা নিচু করে ফেললাম। সায়মাকে ও খুব সুন্দর করে সাজানা হয়েছে। আমি যাওয়ার পর সায়মা আমার সাথেই ছিলো। সায়মা আমাকে জিজ্ঞাস করলো "ছোট বাবা সবাই এমন সুন্দর করে সাজছো কেন? আজকে কি কোনও অনুষ্ঠান?” আমি বললাম " হ্যাঁ। আজকে তোমার মানিকে সব সময়ের জন্য তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য আসছি, আজ থেকে যেন তোমার ছোট বাবা আর তোমার মানি যেন সব সময় তোমার কাছে থাকে তার জন্য আসছি।" সায়মা তো এই কথা শুনে সেই খুশি। কারণ ও ওর ছোট বাবা আর মানির সাথে একসাথে থাকবে। এই সব কথা বারতার মাঝেই তানিয়ার চাচা কাজি নিয়ে এসে পরছে। তারপর তানিয়ার পরিবার, ওর চাচারা, আমার ফুপু, চাচারা সবার সামনে কাজি আমাদের বিয়ে পড়াল। বিয়ের পর খাওয়াদাওয়ার পর্ব সারা হল। এখন বিদায়ের পালায় এসে ঝামেলায় পরলাম। ফুপু বলল বউ নিয়ে আজকে চলে যাবো। খালা বলল না আজকে থাক কালকে যাবে। এই নিয়া কিছুক্ষণ বাতচিত শেষ হওয়ার পর সিদ্ধান্ত হল। আমার যখন আর একদিন ছুটি আছে তাহলে আজকে আর আমরা বউ নিয়ে যাবো না। আজকে এখানেই থেকে কালকে সকাল বেলা তানিয়াকে নিয়ে আমার ঢাকার বাসায় চলে যাবো। এখন পর্যন্ত তানিয়ার সাথে আমার কোনও কথা হয় নাই। ফুপু চাচারা মানলো তারা রাত ৮ টা পর্যন্ত থেকে বিদায় নিলো।রাতের খাওয়াদাওয়া শেষ সবার সাথে দুষ্টামি ফাজলামি করতে করতে রাত ১১ টা বেজে গেলো। এখন পর্যন্ত তানিয়ার সাথে আমার কোন কথা হয় নাই। এখন বাসর ঘরে যাওয়ার পালা। এখন আসলো সায়মার কথা, সায়মা কার সাথে থাকবে। সবাই চাচ্ছিলো আজকে যখন আমাদের বাসর রাত সায়মা আমাদের সাথে না থাক। কিন্তু সায়মা নাছর বান্ধা সে তার মানির সাথেই ঘুমাবে। পরে তানিয়া আর আমি ও বললাম হ্যাঁ সায়মা আমদের সাথেই থাক। ওর জন্যই তো আমাদের বিয়ে করা ও আমদের সাথেই থাক। তানিয়া সায়মাকে নিয়ে ঘরে চলে গেলো ওকে ঘুম পারাতে। আমি ছাদে উঠে একটা সিগারেট ধরালাম। আর চিন্তা করতে লাগলাম গত ৪০ দিনের কথা। কিভাবে কি হয়ে আজকে আমি এখানে। কিছুক্ষণ পর নীলা ভাবী ছাদে আসলো। আমি তাকে দেখি নাই। তিনি এসেই বলল। নীলা ভাবী- থাক আর সিগারেট এর পাছা চুমু দিতে হবে না। নিচে গিয়ে বউর ঠোঁটে চুমু দে। আমি- ভাবী তুমি না একটা যাতা। নীলা ভাবী- হ্যা, আমি তো যাতা। সারাদিন ধরে যে তানিয়াকে চোখ দিয়ে গিললি তখন। ভাবীর কথা শুনে আমি লজ্জা পেয়ে চোখ নিচু করে ফেললাম। নীলা ভাবী- থাক আর লজ্জা পেতে হবে না। যা নিচে যা মেয়েটা তোর জন্য অপেক্ষায় আছে। আমি সিগারেট ফেলে নিচে যাওয়ার সময় ভাবী আবার বলল " ভালো করে মুখ ধুয়ে জাইস, তানিয়া কিন্তু সিগারেট পছন্দ করে না। আর সায়মা ঘুমানো পর্যন্ত অপেক্ষা করিস।" আমি নিচে এসে ঘরে ঢুকতে যাবো তখন রোমানা এসে দরজা আটকায় দিলো ওদের টাকা না দিলে বাসর ঘরে ঢুকতে দিবে না। পরে কি আর করার বলির পাঠা হয়ে ওদের ২ হাজার টাকা দিয়ে আমার ঘরে ঢুকতে হলো। ঘরে ঢুকে দেখি সায়মা তখনো ঘুমায় নাই। আর তানিয়া চোখে মুখে রাগ। তখনো বিয়ের সাজেই আছে। তানিয়ার চেহারা দেখেই মনে হলো কথাও কোনও ঝামেলা হয়েছে। আমি গিয়ে সায়মার সাথে দুষ্টুমি শুরু করলাম, আর তানিয়া কে বললাম " যাও তুমি চেঞ্জ করে আসো আমি সায়মাকে ঘুম পারাইতাছি।" ও কিছু না বলে রাগি চেহারা নিয়েই চেঞ্জ করেতে চলে গেলো। আমি সায়মাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই সায়মা ঘুমায় গেছে। প্রায় ২০ মিনিট পর তানিয়া শাড়ি চেঞ্জ করে একটা সেলোয়ার কামিজ পরে আসলো। তখনো ওর মুখে চোখে সেই রাগ এর ভাব। ওর এই রাগি চেহারায় ওকে যেন আরও বেশি সুন্দর লাগছে। আমি প্রতি মুহূর্তে ওর প্রেমে পরতেছি। রাগি রাগই ভাব নিয়েই ও খাটে এসে বসলো। এক পাসে আমি আর এক পাসে তানিয়া মাঝখানে সায়মা ঘুমায় আছে। আমি ওকে জিজ্ঞাস করতে ভয় পাচ্ছি রাগ কেন। কারণ ওর রাগ প্রচুর সেটা আগেই জানি। তারপরো ভয়ে ভয়ে জিজ্ঞাস করলাম "কি হয়েছে? রাগ করে আছো মনে হয়"। আমি এটা জিজ্ঞাস করার সাথে সাথে মনে হলো ওর রাগ যেন আরও বেরে গেলো। রাগে ফুসতে ফুসতে বলতাছে- রাগ করমু না তো কি করমু তোরে চুমা দিমু? আমি মনে মনে বলি এটাই চাই। ও আবার বলে- হারমির ঘরে হারামি তুই জানোস না আমি সিগারেট পছন্দ করি না, তুই সিগারেট খেয়ে আমার সামনে আসছস তোর সাহস তো কম না। এইবার বুঝলাম মহারানীর রাগ কোথায়। আমি- একটাইতো খেয়েছি, আর আমি জানতাম না তো তুমি সিগারেট এতো অপছন্দ কর। তানিয়া- আবার বলে একটাই খেয়েছি, তুই একটাই খাবি কেন? আর খাইসস তো খাইসস ভালো কথা তুই সিগারেট খেয়ে আমার সামনে আসবি কেন? আমি- আমি কি জানতাম নি তুমি এতো রাগ করবে? আর আমি এখন এই ঘরে না আসলে কোথায় যাবো আজ তো আমাদের বাসার রাত। তানিয়া- চুপ হারামি। তোর কোনও কথা নাই, আর কিসের বাসর রাতরে। তোর সাথে আমার নরমাল কোন বিয়ে হয় নাই যে বাসর রাত বাসর রাত করবি। যা এখন ভালো করে মুখ ধুয়ে আয় তারপর কথা বলবি। আমি চুপচাপ নেমে ভালো করে দাঁত ব্রাশ করে আসে দেখি মহারানীর রাগ কমেছে। আমি- এখন ঠিক আছে? তানিয়া- না ঠিক নাই। আমি- আবার কি সমস্যা। তানিয়া- আজকে প্রথম দিন দেখে মাফ করলাম আর কোনদিন আমার সামনে সিগারেট খেয়ে আসবি না। আমি- ওকে। তানিয়া- আর যদি সিগারেট সম্পূর্ণ ভাবে ছেরে দিতে পারশ তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি- হুম। তানিয়া- হুম। আমি- মান অভিমান এর পর্বতো অনেক হলো এখন কি আমাদের বাসর রাত এর পর্ব কি আগান যায়। তানিয়া- না এখনেই এই পর্ব আগান যাবে না। দেখ আমার কিছুদিন সময় লাগবে, আমি এখনো তোকে আমার স্বামী হিসাবে মেনে নিতে পারি নাই। তুই হয়তো জোর করলে আমার দেহ ঠিকই পাবি কিন্তু আমাকে চিরদিনের জন্য হারাবি। আমাকে সময় দে আমি তোকে কথা দিলাম আমি একদিন তোর কাছে তোর হয়ে ঠিকই আসবো। আমি- আমি তোমাকে সম্মান করি। তোমার মর্যাদা আমি রাখবো। আমি তোমাকে সায়মার জন্য বিয়ে করছি আমার জন্য না। সায়মার সাথে যদি আমি ও তোমাকে পাই তাহলে সেটা আমার বোনাস। তানিয়া- ধন্যবাদ তোকে আমাকে বুঝার জন্য। আমি- তোমাকে ও ধন্যবাদ আমাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্য সায়মার জন্য। তানিয়া- হুম। তবে তোর বাসর রাত একবারে মাটি যাবে না। একটা কিস পাবি আমার কাছ থেকে বাসর রাত এর স্মৃতি হিসাবে। এখন কোথায় কিস নিবি বা দিবি তোর ইচ্ছা। আমি- একটাই? আর কয়েকটা বাড়ানো যায় না? তানিয়া- না আজকে একটাই। আমি ইক্টু মন খারাপ এর ভাব নিয়ে বললাম- ওকে তাহলে ঠোঁটেই দাও। তানিয়া- ওরে বাবুর মন খারাপ হয়েছেজা তোর কথা মতো ঠোঁটেই দিবো এবং নিবো। এইটা বলে ও চোখ বন্ধ করে ঠোঁট সামনে বারায় দিয়ে বলল- তাড়াতাড়ি কিস দিয়ে শুয়ে পর। আমি আসতে আসতে ওর ঠোঁটের দিকে তাকালাম গোলাপি পাতলা ঠোঁট জোরা যেন আমাকে ডাকছে তার রস সুধা পান করার জন্য। আমি আসতে আসতে ওর ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ করলাম এবং চেপে ধরলাম ওর ঠোঁটের সাথে আসতে আসতে লিপ কিস শুরু করলাম, এই প্রথম কাউকে আমার লিপ কিস করা। কিছুক্ষণ পর ২ জোরা ঠোঁট আলাদা হলো। আমার মনে হল আমি কোনও অমৃত পান করলাম আমি আবারো কিস করার জন্য আগাতে চাইলে তানিয়া আমাকে বাধা দিলো। বলল- হারামি তোরে ছোট করে একটা কিস করতে দিলাম আর তুই পুরা কিস করে দিলি। আজকের মতো তোর কোঠা শেষ আবার পরে পাবি। আমার মনে লাড্ডু ফুটল তার মানে এই ঠোঁট এর স্বাদ আমি আবার পাবো। তানিয়া- কিস তুই মাঝে মধ্যে দিতে পারবই তবে আমার ইচ্ছা ও মন মেজাজ এর উপর ডিপেন্ড করে। তবে সায়মার সামনে ভুলে ও পারবি না। মনে থাকবে তো। আমি- হ্যাঁ মনে থাকবে। তানিয়া- আজকের পর থেকে আমরা আলাদা ঘুমাব, আমি আর সায়মা এক সাথে তুই অন্য রুমে। তবে যেদিন আমি তোকে মন থেকে মেনে নিবো সেদিন থেকে আমরা একসাথে ঘুমাব। আমি- ওকে, যথা আজ্ঞা মহারানী। আচ্ছা প্রতিদিন একটা গুড নাইট কিস পাওয়া যায় না? তানিয়া- আচ্ছা সেটা আমি বিবেচনা করে দেখবো। আজকেরটা পেয়ে গেছিস তাহলে এখন ঘুমা, গুড নাইট। আমি- ওকে, গুড নাইট। বলে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল নীলা ভাবীর ডাকে। নীলা ভাবী- কিরে দেওর মশাই বাসর কেমন গেলো? আমি মুচকি হেসে কিছুই বললাম না। নীলা ভাবী- থাক আর লজ্জা পেতে হবে না। যা গোছল সেরে রেডি হয়ে তানিয়া কে নিয়ে বাইরে আয়। আমি হাসতে হাসতে রুম এ এসে তানিয়াকে বললাম নীলা ভাবী তোমাকে নিয়ে গোছল সেরে রেডি হয়ে বের হতে বলল। তানিয়া- বারে এই সকাল বেলা গোছল কেন করবো? আমি- বাসর রাত এর পর সকল বর বধূই সকালে গোছল করে। তানিয়া- সেটাত কিছু হলে গোছল করে, আমাদের মধ্যে তো কিছু হয় নাই। তাহলে আমরা কেন করবো? আমি- সেটাতো এখন আর আমরা বাকিদের বলতে পারবো না যে আমরা কিছু করি নাই, আর বললে ও লজ্জায় মাথা কাটা যাবে। তার থেকে চলো গোছল সেরে একবারে বের হই, আমদের আবার ঢাকা যেতে হবে। কালকে থেকে আমার অফিস শুরু। আজকে বাসায় গিয়ে সব গুছাতে হবে। তানিয়া আর কিছু না বলে গোছল করতে চলে গেলো। পরে আমরা বের হয়ে নাস্তা পানি সেরে সকল থেকে বিদায় আদায় নিয়ে সকাল ৯ টার দিকে ঢাকার জন্য বের হলাম।