Thread Rating:
  • 9 Vote(s) - 2.78 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কাজল নদী Written By Tumi_je_amar
#33
(#০৪)


পরদিন সকালে ভাস্কর পড়াতে আসলে মানসী ওকে দেখে। যতক্ষণ ভাস্কর স্বপনের মেয়েকে পড়াচ্ছিল ততক্ষণ মানসী ওকে দেখে যায়। সাধারণ দেখতে একটা লোক। গায়ের রঙ ফর্সা কিন্তু চেহারা ভেঙ্গে গেছে। দেখে বোঝা যায় যে একসময় দেখতে মোটামুটি ভালই ছিল। প্রথমে মানসী সেরকম কিছু ভাবলো না। কিন্তু ভাস্করের পড়ানো দেখে ওর মনে হয় লোকটা যত্ন নিয়ে পড়ায়। যখনই ওর মনে “যত্ন” শব্দটা এলো ওর মন স্বপ্ন দেখতে শুরু করে। যদি মানসী ভাস্করের সাথে একসাথে থাকে মানে বিয়ে করে তবে ও কি মানসীরও যত্ন নেবে ! বিয়ে কথাটা ভেবে নিজেই লজ্জা পেয়ে যায়। ভাবে কি ছেলেমানুসের মতো বিয়ের কথা ভাবছে। নিজের বিয়ের কথা ভেবে লজ্জা পাওয়া আরও ছেলেমানুসি। সে ভেবে আবার লজ্জা পায়। আড় চোখে ভাস্কর কে তাকিয়ে তাকিয়ে দেখে। মানসী বুঝতে পারে যে ভাস্কর বুঝতে পেড়েছে মানসীর চাহনি। পেছন থেকে স্বপন এসে মানসীর পিঠে হাত রাখে। মানসী চমকে ওঠে।

স্বপন – কি হল বন্ধু কোথায় হারিয়ে গেছ ?
মানসী – না মানে কিছু না

স্বপন – ভাস্করকে পছন্দ হয়েছে ?
মানসী – জানি না যাও

স্বপন – তুমি তো দেখছি কিশোরী বালিকার মতো লজ্জায় লাল হয়ে গেছো
মানসী – আমার কালো রঙের মুখে লাল বোঝা যায় না

স্বপন – কিন্তু বোঝা যাচ্ছে
মানসী – তাই ! কি লজ্জা কি লজ্জা !

স্বপন – কোন লজ্জার ব্যাপার নেই এখানে। তোমার কি ভাস্কর কে পছন্দ হয়েছে ?

মানসী – আমার কি কোন অপশন আছে ?

স্বপন – দেখো রাঙ্গাদি তোমার কাছে বেশী কিছু অপশন না থাকলেও, তোমার পছন্দের বিরুদ্ধে গিয়ে আমি তোমার বিয়ে দেব না।

মানসী – দেখে তো মনে হচ্ছে এর সাথে বিয়ে করা যায়।

স্বপন – সত্যি !
মানসী – হ্যাঁ সত্যি

স্বপন – তোমার আর মনে হচ্ছে না তো “কোথাকার কোন ভাস্কর”

মানসী – না না, যেভাবে পড়াচ্ছে তাতে ভালই লাগছে

স্বপন – রাঙ্গাদি তুমি তোমার কলেজের জন্য টিচার খুজছ না, জীবন সঙ্গী খুঁজছ

মানসী – ওই একই হল। ভাস্কর চাইলে ওর সাথে বিয়ে করতে আমার আপত্তি নেই।

ভাস্করের পড়ানো হয়ে গেলে ও চলে যাচ্ছিল। তখন স্বপন আর মানসী ওদের কলেজ নিয়ে গল্প করছিলো। নিহারিকা এসে ভাস্করকে বসতে বলে।

ভাস্কর – কি ব্যাপার বৌদি ?

নিহারিকা – আমার দিদি এসেছে বলে উপমা বানিয়েছি, তাই আপনাকেও একটু ...

ভাস্কর বসতে বসতে – তার কি দরকার ছিল ?

নিহারিকা – আপনাকে কোনদিন চা ছাড়া কিছুই খাওয়াতে পারিনা, সকালে কিছু করাই হয় না। এ হচ্ছে আমার দিদি মানসী। আমরা সবাই রাঙ্গাদি বলে ডাকি।

ভাস্কর – নমস্কার রাঙা দি
মানসী – আমি আপনার দিদি কি ভাবে হলাম ?

ভাস্কর – বৌদির দিদি মানে আমারও দিদি

মানসী – আপনি বেশ ভালও পড়ান। আমাদের কলেজে আপনার মতো টিচার থাকলে ভালও হত।

ভাস্কর – আপনি কলেজের টিচার ?
মানসী – হ্যাঁ

ভাস্কর – ভুল করলে মারবেন না তো ?
মানসী – আমি ছাত্র ছাত্রীদের মারি না

ভাস্কর – খুব সুন্দর দেখতে আপনি
মানসী – প্রথম আলাপে কোন মেয়ের সাথে রসিকতা করতে নেই

ভাস্কর – আমি রসিকতা কখন করলাম ?

মানসী – আমার মতো কালো কুৎসিত মেয়েকে সুন্দর বলা রসিকতা ছাড়া কিছু হয় বলে তো আমার মনে হয় না। আর আমাকে প্রথমেই আপনি “সুন্দরী” বলার সাহসই বা কি করে পান !

ভাস্কর – অপরাধ নেবেন না। দুটো কথা বলতে চাই।

স্বপন – বলুন ভাই, রাঙা দি রাগ করবে না
মানসী – তুমি কি করে জানলে আমি রাগ করবো না

ভাস্কর – না না আপনি রাগ করলে কিছু বলছি না। বৌদির দেওয়া উপমা বেশ ভালও খেতে। আমি খেয়ে চলে যাচ্ছি।

মানসী – না না ঠিক আছে। বলুন আপনি।

ভাস্কর – দেখুন আমি কোন মেয়েকে সুন্দর লাগলে সব সময় তার মুখের ওপরেই বলি। বাঙালি মেয়েরা এটা সব সময় বুঝতে পারে না। আর দ্বিতীয়ত আপনি সত্যিই সুন্দর, গায়ের রঙের ওপর সৌন্দর্য নির্ভর করে না।

মানসী – আপনি বেশ সোজা সুজি কথা বলেন তো !

স্বপন – আচ্ছা ভাস্করবাবু আপনি দুবাইয়ে কি করতেন ?

ভাস্কর – সেতো আমি আগেই বলেছি ওখানে আলা মুল্লাহ নামে একটা গাড়ির ডিলারের কাছে কাজ করতাম।

স্বপন – হ্যাঁ হ্যাঁ সে বলেছিলেন। সেই ডিলার বড় না ছোটো ?

ভাস্কর – ওদের যা টার্ন ওভার সেই রকম কোম্পানি ভারতে কটা আছে টা হাতে গোনা যাবে।

স্বপন – তাই নাকি 
মানসী – আপনি কি ওখানে পড়াতেন ?

ভাস্কর – না না রাঙ্গাদি
মানসী – এই দেখুন আমাকে রাঙা দি বলবেন না। নাম ধরেই কথা বলুন।

ভাস্কর – ঠিক আছে রাঙা দি। না মানে মানসী দেবী অনেক বড় শব্দ। তার থেকে রাঙ্গাদি অনেক সোজা।

মানসী – শুধু মানসী বলুন
ভাস্কর – আমি ওখানে হিসাব রাখা মানে অ্যাকাউন্টস দেখতাম।

মানসী – তবে পড়ানো কি করে শিখলেন ?

ভাস্কর – ওটা শিখিনি, এমনিই এসে যায়। কিন্তু আজকে উঠি। অন্য এক জায়গায় যেতে হবে।

স্বপন – হ্যাঁ ভাই ঠিক আছে। আপনার দেরী করাবো না।

ভাস্কর চলে যায়। মানসীর মুখে হাসি। 

নিহারিকা – কি রাঙা দি পছন্দ হল ?
মানসী – হ্যাঁ

নিহারিকা – কেন পছন্দ হল

মানসী – আমি এই রকম জামা পড়াতেও ভাস্কর আমার বুকের দিকে না তাকিয়ে আগে মুখের দিকে তাকিয়ে ছিল।

তখন স্বপন খেয়াল করে দেখে যে মানসীর চুড়িদারের নিচে বেশ খানিকটা বুক দেখা যাচ্ছিল।

স্বপন – তুমি তো কখনও এই রকম জামা পড় না।

মানসী – এটা কস্তূরীর আইডিয়া। আমি আজ কাজে লাগালাম।

সেদিন বিকালে মানসী নিহারিকার সাথে স্বপনের অফিসে আসে। সেখান থেকেই স্বপন মানসীকে নিয়ে ওদের বাড়ি যায়। নিহারিকা একাই ফিরে যায়। মানসীদের বাড়ীতে ঢুকতেই ওরা দীপ্তির সামনে পরে।

দীপ্তি – কি স্বপন দা আমাদের রাঙা দি কে গোটাই ফেরত দিচ্ছেন তো ?

স্বপন – চেক করে নাও 

দীপ্তি – রাঙ্গাদি চল তো একটু বাথরুমে দেখি সব কিছু আগের মতোই আছে কিনা ?

মানসী – চুপ কর মুখপুরি

দীপ্তি – আমাকে দেখতে হবে না তুমি অন্য কিছু পুরিয়ে এলে কি না ?

স্বপন – তুমি কি আগে দেখেছ কি রকম দেখতে ছিল

মানসী – স্বপন তুমিও ওই হতচ্ছাড়িটার সাথে লাগো।

স্বপন – আমি শুধু পেছনে লাগি। সামনে অন্য কেউ লাগে।

দীপ্তি – তুমি কি করে জানলে সে পেছনে লাগে না

স্বপন – দেখে বোঝা যায়
দীপ্তি – কি দেখে বুঝলে ?

স্বপন – তোমার সামনে টা এতো সুন্দর যে আমার শালার তোমার পেছনের দিকে দেখার দরকারই হয় না।

দীপ্তি – এখন রাঙা দিকে ছেড়ে আমার সাথে লাইন লাগান শুরু করলে ?

স্বপন – আমি তো তোমাকে প্রথম দিন দেখেই ভেবেছি তোমার কোথায় কোথায় লাগা যায়। কিন্তু ইয়ার্কি ছাড়ো একটু কাজের কথা বলি।

দীপ্তি – হ্যাঁ বল স্বপন দা।

স্বপন ওকে ভাস্করের ব্যাপারে বলে। 

দীপ্তি – স্বপন দা আমিও চাই রাঙা দির বিয়ে হোক।

স্বপন – কি ভাবে এগোন যায় বল

দীপ্তি – তুমি বড়দাকে সব কিছু বল। আর রাঙ্গাদিকে তোমার বাড়ীতে এক সপ্তাহ নিয়ে গিয়ে রাখো

মানসী – আমি পারবো না এক সপ্তাহ সব ছেড়ে থাকতে।

দীপ্তি – খুব পারবে। কলেজ থেকে ছুটি নিতে হবে। আর তোমার পার্লার এক সপ্তাহ আমি গিয়ে দেখবো। কোন অসুবিধা হবে না।

মানসী – তুই ঘরের সব কাজ ছেড়ে ওখানে গিয়ে বসবি কি করে ?

দীপ্তি – সে তোমাকে চিন্তা করতে হবে না। আমি আর দিদি মিলে সব ম্যানেজ করে নেব।

স্বপন – আমি বড়দাকে গিয়ে সব বলছি। রবিবার সকালে এসে আমি তোমাকে নিয়ে যাব।

মানসী – না না টা হয় না।

দীপ্তি – আর রাঙ্গাদি এক সপ্তাহ তুমি স্বপনদার সাথে একটু প্রাকটিস করে নিও বিয়ের পরে ভাস্করের সাথে কি ভাবে কি করতে হবে।

মানসী – তুই গিয়ে প্র্যাকটিস কর।

দীপ্তি – সেতো তোমার ভাই রোজ প্র্যাকটিস করায়।

স্বপন – রোজ কর নাকি ?

দীপ্তি – তোমার শালার কথা আর বল না। ওনার এক বারেও মন ওঠে না।

স্বপন – তোমাকে দেখে আমারও একটু একটু ইচ্ছা করে

দীপ্তি – রাঙা দিকে পাঠাচ্ছি তো

স্বপন – রাঙা দি আমার বন্ধু, ও যদি আমার সাথে এক বছরও থাকে আমরা কিছু করবো না।

দীপ্তি – সে আমি জানি স্বপন দা। এই একটা ব্যাপার আমাদের বাড়ির সবাই বোঝে। 

বড়দা তখন বাড়ি ছিলেন না। স্বপন অপেক্ষা করে যতক্ষণ না বড়দা ফেরেন। বড়দা ফেরেন রাত্রি দশটার পরে। স্বপন সব কিছু জানায় বড়দা কে। 

বড়দা – খুব ভালও কথা। আমি জানতাম তুমিই কিছু করতে পারবে আমার বোনটার জন্যে।

স্বপন – ইচ্ছা থাকলে সবাই করতে পারে
বড়দা – তা তো বটেই, তা তো বটেই

স্বপন – আমি রবি বার এসে রাঙা দিকে নিয়ে যাব। এক সপ্তাহ থাকবে আমাদের কাছে। রোজ দেখা হোক ভাস্করের সাথে। তারপর ভগনানের যা ইচ্ছা।

বড়দা – ওর পার্লার কে দেখবে ?

দীপ্তি কোথা থেকে ঘরে চলে আসে।

দীপ্তি – সে বড়দা আপনি চিন্তা করবেন না। আমি পার্লার দেখে রাখব।

বড়দা – তবে আমার আর কি বলার আছে। তুমি যা ভালও বোঝ কর। কিন্তু তুমি এতো রাত্রে বাড়ি ফিরবে কি করে ?

স্বপন – মোটরসাইকেলে চলে যাব, কিছু হবে না।

বড়দা – না না এখন তুমি রাতের খাবার না খেয়ে যাবে না। আর খাবার পরে অনেক রাত হয়ে যাবে। রাত্রিবেলা বাই পাশ মোটেও নিরাপদ নয়। আমি নেহাকে ফোন করে দিচ্ছি যে তুমি আজ রাতে ফিরবে না। 

বড়দা ফোন করে দেন। স্বপনও কথা বলে। নিহারিকা বলে পরদিন সকালে তাড়াতাড়ি ফিরতে। 

দীপ্তি – চল দেখাবো তোমাকে আজ রাতে কত ধানে কত চাল।

দীপ্তি স্বপনকে রাত্রে পড়ার জন্য ফতুয়া আর পাজামা দেয়। 

দীপ্তি – দেখো তোমাকে আমার বরের জামা কাপড় দিলাম। কিছু উলটো পাল্টা জিনিস লাগিয়ে দিয় না।

স্বপন – দিলেই বা কি, তুমি থোরি বুঝতে পারবে ওটা আমার না তোমার বরের।

দীপ্তি – দেখে নাও, একদম পরিস্কার আছে। 

স্বপন মুখ হাত ধুয়ে বাথরুম থেকে বেরোবে এমন সময় কারেন্ট চলে যায়। অন্ধকারে টর্চ নিয়ে দীপ্তি আসে। স্বপন বেরোতে গিয়েও আবার বাথরুমের ভেতরে ঢুকে যায়। দীপ্তি কারন জিজ্ঞাসা করলে স্বপন বলে যে ও হিসু করবে। দীপ্তি টর্চ নিভিয়ে দিয়ে মানসীকে ইসারা করে ডাকে। 

দীপ্তি – (ফিসফিস করে) রাঙ্গাদি একটা জিনিস দেখবে ?

মানসী – কি জিনিস রে ?

দীপ্তি স্বপনের গায়ে টর্চের আলো ফেলে বলে, “দেখো স্বপন কোথা দিয়ে হিসু করছে”।

মানসী – তোর ইয়ার্কির একটা সীমা থাকা উচিত

দীপ্তি – স্বপন দা একটু ভালো করে ঝাঁকাও না হলে আমার বরের পাজামায় তোমার হিসু পড়বে

স্বপন – তুমি এসে ঝাঁকিয়ে দাও

দীপ্তি টর্চ নিভিয়ে বাথরুমে ঢুকে যায় আর স্বপনের লিঙ্গ ধরে ঝাঁকাতে শুরু করে। স্বপন ওর হাত সরিয়ে দিয়ে বাথরুম থেকে বেড়িয়ে যায়। 

মানসী – তুই চলে আয়, কোন লজ্জা সরম নেই তোর

দীপ্তি – একটু খেলা করলাম
মানসী – তুই ইয়ার্কি করিস ঠিক আছে, এতো দুর ভালো না

দীপ্তি – দাঁড়াও না আজ রাত্রে তোমার বন্ধুর অবস্থা কি করি দেখবে

মানসী – না না ওকে বেশী জ্বালাস না
দীপ্তি – কেন কি হয়েছে ওর সাথে একটু মজা করলে ?

মানসী – কেন একটা ভালো ছেলেকে জ্বালাবি ?

দীপ্তি – ভালো বলেই তো জ্বালাবো। 

এমন সময় মানসীর লেখা বৌদি আসে। লেখা ওর ছোড়দার বৌ। এই গল্পে এতদিন ওকে নিয়ে বেশী কিছু লিখিনি। সুন্দর দেখতে, ছোটো খাট চেহারা। 

লেখা – তোমরা কি করছ অন্ধকারে দাঁড়িয়ে ?
মানসী – দেখো এই দীপ্তি স্বপনের সাথে দুষ্টুমি করছে

লেখা – কি করেছে ?
মানসী – তুই বল কি করেছিস

দীপ্তি – কিছু না গো, স্বপন হিসু করছিলো, ওর হয়ে গেলে ওর নুনু ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছি

লেখা – আচ্ছা ভালো করেছিস
মানসী – বৌদি তুমিও ?

লেখা – আজ রাত্রে আমি আর দীপ্তি তোমার বন্ধুকে ছাড়বো না

মানসী – কেন কি করবে ?
লেখা – খুব যে দরদ। খারাপ কিছু করবো না। তুমি ইচ্ছা হলে দেখতে পারো।

মানসী – আমার স্বপন যেন দুঃখ না পায়। ওর অমতে প্লীজ কিছু করো না।

দীপ্তি – দেখো রাঙ্গাদি তোমার দুই দাদাই ক্যাবলা। আজ আমাদের একটু মজা করতে দাও।

মানসী – আমি কিছু জানিনা। আমি স্বপনকে কিছু বলবও না। কিন্তু ও রাজী থাকলে যা খুশী করো। কিন্তু আমার দাদা আর ভাইকে কি বলবে ?

লেখা – স্বপনকে রাত্রে দোতলার কোনার ঘরে থাকতে দেব। তোমার দাদা আর ভাইকে বলব রাত্রে স্বপনের সাথে একটু গল্প করবো। এই বাড়ীতে স্বপনের যা রেপুটেশন তাতে কেউ কিছুই বলবে না। 

মানসী – আমি নেই তোমাদের এই অসভ্য খেলায়।

দীপ্তি – তমি সাথে থেকো, খেলতে হবে না
মানসী – আমার লজ্জা করবে

লেখা – কিছু হবে না

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

[+] 2 users Like Kolir kesto's post
Like Reply


Messages In This Thread
RE: কাজল নদী Written By Tumi_je_amar - by Kolir kesto - 03-07-2020, 12:46 PM



Users browsing this thread: 2 Guest(s)