Thread Rating:
  • 9 Vote(s) - 2.78 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কাজল নদী Written By Tumi_je_amar
#22
চতুর্থ পরিচ্ছদ – রাঙা মাটির পথ
(#০১)

জীবন আবার নিজের পথে চলতে শুরু করে। প্রতি রাতে মানসী সৃজাকে নিয়ে ঘুমাবার সময়ে স্বপনের কথা মনে পরে। ও রোজ ভাবে স্বপন ওর বউভাতের রাতে যা বলেছিল সেটা যদি সত্যি হত। কিন্তু জীবনের সব স্বপ্ন সত্যি হয় না। 

সময় থেমে থাকে না। সে নিজের গতিতে এগিয়ে যায়। মানসীর দিন রাত সৃজাকে নিয়েই কেটে যায়। সুলগ্না মারা যাবার পর মাস ছয়েক সৃজা মা’য়ের কথা বলত। তারপর আস্তে আস্তে ভুলে যায়। ও এখন শুধু ওর রাঙ্গাপি-কে চেনে। সৃজা বাচ্চা মেয়ে সে ভুলে যেতেই পারে। আশ্চর্য জনক ভাবে বড়দাও অনেকটাই ভুলে গেলেন। সুলগ্না বৌদি বাড়ির বসার ঘরে একটা মালা পড়ানো ছবি হয়েই থেকে গেল। 

মানসী ছাড়া কারো মনে থাকল না যে ওই বাড়ি ঘর সব কিছু সুলগ্না বৌদির থেকেই এসেছে। ওদের সবার আদরের সৃজা ওই বৌদির কোল থেকেই জন্ম নিয়েছে। ওই বাড়ির প্রত্যেকটা জায়গায় সুলগ্না বৌদির ছাপ ছিল। কিন্তু সেই ছাপ মানসী ছাড়া আর কারো চোখে পড়ত না। 

মানসীর দিন নানা কাজে কেটে যেত। কলেজে বাচ্চাদের ইউনিফর্ম পড়া সুন্দর সুন্দর চেহারা দেখে ওর খুব ভাল লাগতো। বাচ্চাদের বাবা বা মা যখন ওদের কলেজে ছেড়ে দিয়ে হাত নেড়ে টাটা করে চলে যেত মানসীর মন এক অনির্বচনীয় আনন্দে ভরে উঠত। ও কিছুতেই বুঝতে পারত না ওর এই আনন্দের কারন। তারপর পুরো কলেজের সময়টা সেই বাচ্চাদের কলতাল ভরা দিনের মাঝে, ওদের আনন্দ আর তুচ্ছ কারনের কান্নাকাটির মাঝে মানসীর দিনও হারিয়ে যেত। ও ওর সৃজাকে আর অন্য বাচ্চাদের থেকে খুব একটা আলাদা করে বুঝতে পারত না। বিকালে সব বাচ্চারা বাড়ি ফিরে গেলে মানসীর মন বিষন্নতায় ভরে উঠত। কিন্তু তার পরেই যখন ও সৃজার কলেজে পৌঁছাত আর সৃজা ‘রাঙ্গাপি’ বলে ওকে জড়িয়ে ধরত, মানসীর মন আবার আনন্দে ভরে উঠত। তারপর সৃজার একটানা কথামালা। সারাদিন ও কি করেছে, ওর কোন বন্ধু ওর টিফিনের থেকে কিশমিশ খেয়ে নিয়েছে, এইসব গল্প। বাড়ি ফিরে সব কাজ করার পরে একদম সন্ধ্যের দিকে একটু সময় পেত ছাদের বড়দার বানানো বাগানে গিয়ে দাঁড়াবার। 

ক্ষনিকের বিরতির পরে রান্না ঘরে গিয়ে মায়ের হাতে হাতে সাহায্য করা। সুলগ্না বৌদি থাকতে কাউকে রান্না ঘরে যেতে হত না। মানসীর মা ওনার ঠাকুর ঘর নিয়েই থাকতেন। কিন্তু এখন সকালের রান্না মানসীই করে, শ্রেয়সী একটু সাহায্য করে। রাত্রের রান্না মানসী ওর মায়ের সাথে করে। সবাইকে খাইয়ে মানসী শুতে যেত রাত সাড়ে দশটার পরে। 

ওর মন তখন কেঁদে উঠত। ওর মন আর দেহ দুটোই কোন একটা জিনিসের জন্য পিপাসিত হয়ে থাকতো। মানসীর রোজ রাতেই এইরকম হয়। একদিন কস্তূরী ওকে বলেছিল কি ভাবে নিজের শরীর নিয়ে খেলা যায় আর আনন্দ পাওয়া যায়। কিন্তু মানসী ওর নিজের মনে সেইসব নোংরামি প্রশ্রয় দেয় নি। ও কলেজে পড়া দু-চারশো রাধা কৃষ্ণের কবিতা মনে করার চেষ্টা করে, কিন্তু সবই বেকার লাগে। কোনও কবিতাতেই ওর নিজের মনের ভাব খুঁজে পায় না। 

মানসীর মন হাওয়ায় ভাসতে ভাসতে ওর একমাত্র গন্তব্যে পৌঁছে যায়। মানসী ওর প্রথম প্রেম স্বপন কে খুঁজে পেতে চেষ্টা করে। স্বপনের কথা ভেবে, ওর সাথে আনন্দের মুহূর্তগুলোর কথা ভেবে ওর মনের পিপাসা কিছুটা মেটে। কিন্তু শরীরের পিপাসা ! মানসী গ্লাসের পর গ্লাস জল খায়। কিন্তু সে পিপাসা মেটে না। নিজের যন্ত্রণা নিজের মনের গভীরে চেপে রেখে একসময় ঘুমিয়ে পড়ে। কোন রাতে ওর মনে হয় নিহারিকা কি সুন্দর স্বপনের কোলের মধ্যে শুয়ে আছে। নিহারিকা নিশ্চয় এখন স্বপনের শরীর নিয়ে খেলা করছে। ও যদি থাকতে পারত নিহারিকার জায়গায়। কিন্তু পর মুহূর্তেই নিজের দু গালে থাপ্পর মারে আর নিজেই নিজেকে বলে ‘লজ্জা করে না ভালবাসার বোনকে নিয়ে এই ভাবে ভাবতে’।
একবার স্বপন এসে ওকে একটা ছোট্ট ওয়াকম্যান উপহার দেয়। আর তার সাথে তখনকার নতুন গানের শিল্পী নচিকেতার ক্যাসেট। সেইদিন থেকে মানসী রোজ রাত্রে কানে হেডফোন লাগিয়ে ‘নীলাঞ্জনা’ শুনতে শুনতে ঘুমায়। 

লাল ফিতে সাদা মোজা সু কলেজের ইউনিফর্ম , ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম ,

পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম ,

এরপর একরাশ কালো কালো ধোঁয়া , কলেজ বাসে করে তার দ্রুত চলে যাওয়া ।

এরপর বিষন্ন দিন বাজে না মনোবীণ, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন, হাজার কবিতা বেকার সবই তা ।।

তার কথা কেউ বলে না , সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায় , রক থাকতো ভরে কিছু বখাটে ছোরায়,

হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি, একঘেয়ে হয়ে যেত সময় সময় ।
তখন উদাস মন ভুলে মনোরঞ্জন , দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায় ,

তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা , ও মনের গভীরতা জানতে চায় ।

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে , তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে , হাজার কবিতা বেকার সবই তা ।।

তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

অংকের খাতা ভরা থাকতো আঁকায় , তার ছবি তার নাম পাতায় পাতায় ,

হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান, মন দিন গুনে এই দিনে আশায় ।

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়

রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়, একবার একবার যদি সে দাড়ায়

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন , নিজেতে ছিলো মগণ এ প্রানপণ , হাজার কবিতা বেকার সবই তা ।।

তার কথা কেউ বলে না , সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

মানসীর এই গানের প্রতি লাইনের সাথে নিজের মিল খুঁজে পায়। শুধু শেষ লাইনে যে বলে ‘বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন’ – সেখানেই ওর কান্না পেয়ে যায়, ও তো প্রথম থেকেই বুঝেছিল ওর প্রেম।

এইভাবে আরও দু বছর কেটে যায়। বড়দার খেয়াল হয় দুই বোনের বিয়ে দিতে হবে। শ্রেয়সী বড় তাই আগে ওর বিয়ে দেওয়া নিয়ম। মানসী কলেজে সেরকম বন্ধু পায়নি। কিন্তু শ্রেয়সীকে দেখতে যে ছেলেই আসে সে মানসীকে পছন্দ করে। শ্রেয়সীকে কেউই পছন্দ করে না। একজন মানুষ হিসাবে এই সংসারে সবার বেঁচে থাকার আর সংসার করার অধিকার আছে। কিন্তু সবার নিজের ক্ষমতা আর যোগ্যতা নিয়ে ওয়াকিবহাল থাকা উচিত। আর যখন সে অন্যদের সাথে কথা বলবে বা সম্পর্ক বানাবে, তার নিজের কথা মনে রাখা উচিত। এখন যে মেয়ে আপেক্ষিক ভাবে দেখতে ভাল নয়, পড়াশুনা জানে না, রান্না জানে না, প্রায় কিছুই জানে না কিন্তু বড় বড় কথা বলতে পারে, আর তার ওপর স্বার্থপর, তাকে কোন ছেলে সংসারে বৌ হিসাবে কেন নিতে চাইবে ! শ্রেয়সী যে স্বার্থপর সেটা কাউকে বলে দিতে হয়নি। যে ছেলেই ওর সাথে দু মিনিট কথা বলেছে, সেই বুঝে গেছে।

মানসী ওর দিদিকে অনেক বুঝিয়েছে কোন ছেলে ওকে দেখতে আসলে কি ভাবে কথা বলা উচিত। কিন্তু শ্রেয়সী সে সব কথা শুনতে রাজী নয়। ওর কথা হল ওর দাদা আর বাবার অনেক পয়সা আছে, তা দিয়ে ঠিক কোন না কোন ছেলেকে ওর জন্য কিনে নেবে। 

মানসী – দিদি তুই সবসময় ওইভাবে কথা বলিস কেন ?

শ্রেয়সী – কি ভাবে কথা বলি !

মানসী – কালকে যে ছেলেটা তোকে দেখতে এসেছিলো তুই তাকে জিজ্ঞাসা করলি যে ও তোকে গান শেখার ক্লাসে যাওয়া মেনে নেবে কিনা।

শ্রেয়সী – তো কি হয়েছে, বিয়ে করলে কি আমি আমার গান শেখা ছেড়ে দেব ?

মানসী – তোকে ছাড়তে বলছি না

শ্রেয়সী – তবে ?

মানসী – তোকে ছেলেটার মা যখন জিজ্ঞাসা করলেন তুই কি কি রান্না করতে পারিস। তুই উত্তর দিলি যে তুই রান্না করতে পারিস না।

শ্রেয়সী – বিয়ের পর আমি ওদের গুষ্টির সবার জন্য রান্না করবো নাকি ?

মানসী – আমাদের দেশের কোন মা ছেলের বিয়ে দেবে গান শোনার জন্যে ?

শ্রেয়সী – সে বাবা বলেছে আমাকে রান্না করার লোক রাখার পয়সা দেবে, আমি রান্নার লোক রেখে দেব।

মানসী – সে রাঁধুনি তো ওরাও রাখতে পারে। বাড়ীতে রাঁধুনি রাখার জন্য ছেলের বিয়ে দেবে নাকি !

শ্রেয়সী – আমি ওইভাবে বিয়ে করতে পারবো না।

মানসী – দিদি একটু বোঝ। নিজের পায়ে নিজে কুড়াল মারিস না।

শ্রেয়সী – তোকে চিন্তা করতে হবে না আমার সংসার নিয়ে। 

আমরা সবাই জানি যে, যে জেগে ঘুমায় তার ঘুম ভাঙ্গান যায় না। শ্রেয়সীও জেগে ঘুমাচ্ছিল, কিন্তু ও কোনদিন বুঝতেই পারেনি ও জেগে আছে না ঘুমিয়ে আছে !
শেষ পর্যন্ত শ্রেয়সী যা চাইছিল তাই হল। বড়দা একটা ছেলে জোগাড় করলেন শ্রেয়সীর জন্য। শ্যামল নামে একটা ছেলে, খড়দা স্টেশনের পাশে একটা দর্জি দোকান ছিল। সেখানে দর্জির কাজ করত।

দেখতে বেশ সুন্দর ছেলেটা, কিন্তু টাকা পয়সা নেই। বাবা মা নেই, দাদা বৌদির সাথে থাকে। বড়দা সেই ছেলেকে নিজের বোনের জন্য ঠিক করল। 

শ্যামল, দাদা বৌদির সাথে শ্রেয়সীকে দেখতে আসে। সেদিন মানসীকে বাড়িতেই থাকতে দেয়নি বড়দা।

যথারীতি শ্যামলদের কারোরই শ্রেয়সীকে পছন্দ হয় না। বড়দা বলেন যে শ্যামল যে দোকানে কাজ করে সেই দোকানটা কিনে বিয়েতে উপহার হিসাবে দেবেন। বড়দার ওই দোকানের মালিকের সাথে কথা হয়ে গেছে। সেই শুনে শ্যামল বিয়ে করতে রাজী হয়ে যায়। 

শ্যামলের যদিও শ্রেয়সীকে পছন্দ ছিল না, কিন্তু ওর পয়সাও ছিল না। ও কখনও তথাকথিত সুন্দর বা ফর্সা মেয়ে বিয়ে করার স্বপ্নও দেখেনি। তাই টাকার লোভে শ্রেয়সীকে বিয়ে করতে রাজী হয়ে যায়। একদিন বিয়েও হয়ে যায়। বিয়ের সময় শ্যামল মানসীকে দেখে, কিন্তু তখন আর কিছু করার ছিল না।

ফুলশয্যার রাতে শ্যামল খুব একটা আনন্দ পায় না শ্রেয়সীর সাথে। শ্রেয়সীর হাড্ডিসার শরীরে হাত রেখে ওর মনের পড়ে মানসীর চেহারা। তাই শ্যামল প্রথম রাতে মানসীর স্বপ্ন দেখতে দেখতে শ্রেয়সীর সাথে সঙ্গম করে। 

স্বপন কোন কাজে আটকে গিয়েছিলো তাই ও বা নিহারিকা শ্রেয়সীর বিয়ের সময় আসতে পারেনি। স্বপন আর নিহারিকা আসে শ্রেয়সীর দ্বিরাগমনের সময়। শ্যামল আর শ্রেয়সীকে অভিনন্দন জানায়। শ্যামল বুঝতে পারে না বিয়ে করলে অভিনন্দন কেন জানালো! বাকি সবার সাথে দেখাশোনা বা কথা বার্তার পরে স্বপন মানসীর ঘরে যায়। অনেকদিন পরে দেখা। মানসী এসে স্বপনকে জড়িয়ে ধরে। দরজা খোলা আর ঘর ভর্তি লোক। এতদিনে মানসী আর স্বপনের সম্পর্ক সবার জানা। মানসীর বড়দা বা মাও কিছু মনে করেন না ওদের দুজনের এই ভালবাসায়। বরঞ্চ বড়দার মতো লোকও বলেন যে একটা ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে সেটা উনি মানসী আর স্বপনকে দেখার আগে বিশ্বাস করতেন না। 

স্বপন – এবার আমার রাঙা দিদির বিয়ের সময়। 
মানসী – তোমার কি আমার বিয়ে হলে ?
স্বপন – আমার রাঙা দিদির বিয়ে হলে আমি সব থেকে আনন্দ পাব

মানসী – সেটা আমি জানি

স্বপন – কোন ছেলে পছন্দ হয়েছে ?

মানসী – কেউ কি তোমার মতো নাকি যে এই কালো কুৎসিত মেয়েকে পছন্দ করবে

স্বপন – তুমি মোটেই কুৎসিত নও, তুমি আমার কাছে ‘নাওমি ক্যাম্পবেল’।

মানসী – সেটা আবার কে ?

স্বপন – বিশ্বসেরা সুন্দরী, তোমার মতো না তোমার থেকেও বেশী কালো

মানসী – আমাদের দেশে হবে না
স্বপন – চল তোমাকে আমেরিকায় পাঠিয়ে দেই

মানসী – আমার ভারি বয়ে গেছে তোমার ওই নাওমি ক্যাম্পবেল হতে। 

ওরা যখন কথা বলছিল তখন ওদেরকে অনেকেই দেখে কিন্তু স্বাভাবিক কারনেই কেউ কিছু ভাবে না। কিন্তু যখন শ্যামল ওদেরকে দেখে ওর মন পুলকিত হয়ে ওঠে। শ্যামল সুযোগ খুঁজতে থাকে। এক সময় যখন কেউ কাছে ছিল না, মানসী একা ঘরে ছিল, ও ঘরে ঢুকে মানসী কে জড়িয়ে ধরতে যায়।

মানসী – একি আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন কেন ?

শ্যামল – শালীকে জড়িয়ে ধরলে কি হয়েছে

মানসী – না না আমার ভাল লাগে না

শ্যামল – আরে আমি খারাপ কিছু করছি নাকি ?

মানসী – খারাপ ভাল বুঝি না, আপনি আমার গায়ে হাত দেবেন না

শ্যামল – কেন তুমি তো স্বপনের কোলের মধ্যে বসে গল্প করছিলে

মানসী – স্বপন আর আপনি এক হলেন নাকি

শ্যামল – স্বপন তোমার বোনের বড় আর আমি তোমার দিদির বর। একই তো হল।

মানসী – স্বপনের সাথে আমার কি সম্পর্ক সেটা আপনার বোঝার ক্ষমতা নেই।

শ্যামল – আরে ছাড় তো সম্পর্ক। আমি তো দেখছিলাম তোমরা কি করছিলে।

মানসী – আমরা কি করছিলাম সেটা বাড়ির সবাই দেখছে, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। 

এমন সময় শ্রেয়সী শ্যামলকে খুঁজতে খুঁজতে ওই ঘরে চলে আসে আর শ্যামলকে ডেকে নিয়ে যায়। শ্যামলকে অন্য ঘরে বসিয়ে রেখে ও মানসীর ঘরে ফিরে আসে।

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

Like Reply


Messages In This Thread
RE: কাজল নদী Written By Tumi_je_amar - by Kolir kesto - 02-07-2020, 08:46 PM



Users browsing this thread: 1 Guest(s)