Thread Rating:
  • 9 Vote(s) - 2.78 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কাজল নদী Written By Tumi_je_amar
#15
(#০৯)

আইসক্রিম খাবার পড়ে ওরা জীব জন্তু দেখতে শুরু করে। স্বপন মানসীর হাত ধরে। মানসীও প্রথমে খেয়াল করে না। কিছুক্ষন ঘোড়ার পরে সেটা বুঝতে পেরে স্বপনের হাত ছেড়ে দিতে চায়।

স্বপন – কেন আমার হাত ধরতে ভাল লাগছে না ?

মানসী – না না তা না

স্বপন – তবে হাত ছেড়ে দিতে চাইছ কেন ?

মানসী – নেহার সামনে আমি তোমার হাত ধরলে নেহার খারাপ লাগবে

নিহারিকা – না রে আমি খারাপ ভেবে নেব না। একটা বন্ধু আরেকটা বন্ধুর হাত ধরতেই পারে।

স্বপন মানসীর হাত ছেড়ে দিয়ে ওর কাঁধের ওপর দিয়ে হাত রেখে জড়িয়ে ধরে। মানসীর বাহু স্বপনের বুকের ওপর। মানসী স্বপনের হৃদপিণ্ডের ধুক পুক অনুভব করে। একটু লজ্জা লাগলেও ও নিজেকে সরিয়ে নিতে পারে না। নিজেকে স্বপনের বুকের ওপর ছেড়ে দেয়। স্বপন ওকে জড়িয়ে ধরে একটু চলার পরে অনুভব করে মানসী কেমন যেন অসার ভাবে চলছে। ও ঘুরে দাঁড়িয়ে মানসীকে ছেড়ে দিতেই, মানসী বেসামাল হয়ে পরে যেতে যায়। স্বপন কোন কিছু না ভেবে মানসীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। মানসী স্বপনের বুকের মধ্যে মাথা রেখে হারিয়ে যেতে চায়। স্বপন আস্তে করে মানসীকে বসিয়ে দেয়। পাশে নিজে বসে ওর মাথা নিজের কোলের মধ্যে নিয়ে নেয়। নিহারিকা জলের বোতল থেকে জল নিয়ে মানসীর মুখে চোখে ছিটিয়ে দেয়। কস্তূরী বোঝে মানসীর কি হয়েছে তাই ও কিছুই করে না, শুধু দেখে যায়।

কিছু পরে মানসী স্বাভাবিক হয়। লাফিয়ে উঠে পরে স্বপনের কোল থেকে। চুপ চাপ বসে থাকে। নিহারিকা জিজ্ঞাসা করে ওর কি হয়েছিল। মানসী কোন উত্তর দেয় না। স্বপন ওর হাত ধরে পাল্ স্ দেখার জন্যে। মানসী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে।

নিহারিকা – কি হয়েছে তোর রাঙা দি !

মানসী – আমি খুব খারাপ মেয়ে

নিহারিকা – কে বলল তুই খারাপ মেয়ে ? স্বপন কিছু বলেছে নাকি ?

মানসী – স্বপন কিছু বলেনি। ও কেন কিছু বলবে আমাকে!

নিহারিকা – তবে কাঁদছিস কেন ?

মানসী কিছু না বলে ফোঁপাতে থাকে। এতক্ষনে স্বপন বুঝতে পারে মানসীর অসার হবার কারন আর কাঁদার কারন। ওর মনে পড়ে প্রথম দিনও মানসী অসার হয়ে গিয়েছিলো। স্বপন ধীরে ধীরে মানসীর মাথা নিজের বুকে টেনে নেয়। মানসীও কিছু না বলে ওর বুকে মাথা রাখে। নিহারিকা কিছু জিজ্ঞাসা করতে গেলে স্বপন ওকে ইসারাতে চুপ করতে বলে। কস্তূরী নিহারিকাকে ডেকে ওখান থেকে উঠে যায়কস্তূরী নিহারিকাকে বোঝায় মানসীর মানসিক দ্বন্দের কথা। নিহারিকার কাছে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। নিহারিকা একবার ভাবে স্বপন কি চায়। ও ভাবে স্বপন যদি মানসীকে বিয়ে করতে চায় তবে ও ওদের রাস্তা থেকে সরে দাঁড়াবে। পরমুহূর্তে চিন্তা করে স্বপন মানসীকে বন্ধু হিসাবেই দেখে, মানসীর ভালবাসা একতরফা। ও ঠিক করে এটা নিয়ে পরে স্বপনের সাথে আলোচনা করতে হবে। আগে দেখা যাক স্বপন কি করে এই অবস্থায়।

ওদিকে মানসী একটু ধাতস্থ হবার পরে স্বপনের বুক থেকে উঠে পরে। 

স্বপন – রাঙা দিদি তুমি আমাকে ভালোবাসো তাই না ?

মানসী – আমি জানি তুমি নেহাকে ভালোবাসো। তুমি আমাকে বন্ধুর মতো ভালোবাসো।

স্বপন – তবে ?

মানসী – যেদিন তুমি আমার দিকে প্রথম বন্ধুত্বের হাত বাড়ালে সেদিনই তোমাকে ভালবাসেছি। ভালবাসা কোন বাধা, বিপত্তি, সম্পর্ক, বর্তমান, ভবিষ্যৎ কিছুই মানে না। আমি জানি তুমি আর নেহা একে অন্যকে ভীষণ ভালোবাসো। কিন্তু আমার মন কে সামলাতেই পারি না।

স্বপন – কিন্তু আমি তো তোমাকে বন্ধু ছাড়া অন্য কোন ভাবে নিতে পারবো না গো দিদি।

মানসী – আমি চাইও না তুমি নেহাকে ছেড়ে আমাকে ভালোবাসো।

স্বপন – তবে আমার কাছে এলেই তুমি ওইরকম নিস্তেজ হয়ে পড় কেন ?

মানসী – আমার মনকে অনেক করে বুঝিয়েছি যে তুমি আমার বন্ধু। কিন্তু এই পোড়ার শরীর সেটা বুঝতে চায় না। যেই তুমি আমাকে জড়িয়ে ধর আমার শরীরে শিহরন শুরু হয়ে যায়। তখন আর থাকতে পারি না।

স্বপন – এতো বড় সমস্যায় ফেললে দিদি আমাকে

মানসী – তুমি প্লীজ আমাকে দিদি বল না

স্বপন – আমি সব সময় তোমাকে দিদি বলেই ডাকবো। সেটা তোমার পক্ষেও ভাল হবে।

মানসী – হয়তো তাই

স্বপন – তোমার কি আমার বুকে আসলে ভাল লাগে ?

মানসী – লজ্জা দিও না আমাকে 

স্বপন – না না সত্যি বল

মানসী – ভীষণ ভাল লাগে।

স্বপন – তবে এস আমার বুকে, আমি নিহারিকাকে বুঝিয়ে দেব

মানসী – কি বোঝাবে ?

স্বপন – ওকে যাই বোঝাই, তুমি আমার বুকে মাথা রেখে নিজের মন আর শরীর কে বলে যাও যে স্বপন শুধুই তোমার বন্ধুস্বপন আবার মানসীকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। ততক্ষনে নিহারিকা আর কস্তূরী ফিরে আসে। নিহারিকাকে দেখে মানসী উঠে বসতে যায়। নিহারিকা ওকে বাধা দেয় আর ওর পাশে গিয়ে বসে।

মানসী – নেহা আমি ভীষণ খারাপ মেয়ে, বোনের প্রেমিকের দিকে চোখ দিয়েছি।

নিহারিকা – রাঙা দি এই ভাবে কথা বলবি না

মানসী – স্বপন তোকেই ভালবাসে।

নিহারিকা – আমি সেটা ভাল করেই জানি

মানসী – কিন্তু আমি কি করবো বুঝতে পারি না

নিহারিকা – তোকে কিছু করতে হবে না। স্বপনের বুকে মাথা রেখে আদর খা।

মানসী – যাঃ তাই হয় নাকি

নিহারিকা – এখন তো আদর খা, পরে দেখা যাবে কি হবে।

ওরা চারজনে বসে অনেক গল্প করে। চিড়িয়াখানা দেখার কথা আর কারো মনেই থাকে না। স্বপন নিহারিকাকে বলে ওর আর মানসীর মধ্যে কি কি কথা হয়েছে। নিহারিকা মানসীকে বলে যে ওর স্বপনের বুকে বা কোলে মাথা রেখে যত খুশী আদর খেতে পারে। ও স্বপন আর ওর রাঙাদি দুজনকেই ভালবাসে। তাই ওরা দুজন কিছু করলে ও কিছুই মনে করবেনা। স্বপন বুঝতে পারে ওর মানসীর সাথে বেশী দেখা করা টা ঠিক হবে না। কিন্তু সে নিয়ে ও মানসী বা নিহারিকাকে কিছুই বলে না। 

স্বপন ভাবে যে ওর আর নিহারিকার মধ্যের প্রেম মানসীর সামনে বেশী করে বোঝাতে হবে।

স্বপন – জানো রাঙা দিদি তোমার নেহা সেদিন আমাকে হামি খেতে দিয়েছে

কস্তূরী – কোথায় হামি খেয়েছ ?

স্বপন – ওদের বাড়ির ছাদে

কস্তূরী – আরে সেই কোথায় না, ওর শরীরের কোথায় চুমু খেলে ?

স্বপন – আপাতত ঠোঁটে চুমু খেয়েছি, আর কোথাও চুমু খাবার অনুমতি দেয়নি

নিহারিকা – আরও চাই ?

স্বপন – চাই তো

নিহারিকা – সেসব বিয়ের পরে

স্বপন – আমিও এখন চাইছি না

শেষ বিকালে ওরা উঠে পড়ে চিড়িয়াখানা থেকে। ট্যাক্সি নিয়ে বাড়ি ফেরে। আগে নিহারিকার বাড়ি তাই স্বপন আগে ওকেই পৌঁছে দেয়। মানসী আর কস্তূরী ওখান থেকে একা একাই চলে যেতে চাইছিল। কিন্তু নিহারিকা বলে স্বপন ওদের বাড়ির ওপর দিয়েই যাবে। আর স্বপন যদি মানসীদের পৌঁছে দেয় ও কিছু মনেই করবে না। বরঞ্চ পৌঁছে না দিলেই রাগ করবে। মানসীদের বাড়ির কাছে পৌঁছালে মানসী মেন রোডেই নামিয়ে দিতে বলে। ও চাইছিল না সেদিন স্বপন ওদের বাড়ি যাক। মানসীরা নেমে গেলে স্বপন কস্তূরী আর মানসী দুজনকেই জড়িয়ে ধরে। আর মানসীর ঠোঁটে আলতো করে চুমু দেয়।

কস্তূরী – এটা ভাল করলে না

স্বপন – কেন ? মানসীর ভাল লাগে নি ?

মানসী – যাঃ

কস্তূরী – আমি কেন বাদ যাব ?

স্বপন – এর পরের দিন তুমি

কস্তূরী – না গো এমনি বলছি। আমি আমাকে চুমু খাবার ছেলে ঠিক খুঁজে পেয়ে যাব।


দ্বিতীয় পরিচ্ছদ সমাপ্ত 

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply


Messages In This Thread
RE: কাজল নদী Written By Tumi_je_amar - by Kolir kesto - 02-07-2020, 10:25 AM



Users browsing this thread: 7 Guest(s)