02-07-2020, 10:17 AM
(#০৮)
ছেলেরাও যে পোশাক পড়ে তার একমাত্র উদ্দেশ্য যেন মেয়েরা ওকে হি-ম্যান আর স্মার্ট ভাবে। তাই কস্তূরী যা করেছে সমাজের কাছে ঠিক না হলেও, ওর নিজের কাছে একদম সঠিক ছিল। ওর উদ্দেশ্যও সফল হয়। কলেজে যে সব ছেলেরা ওর দিকে তাকিয়েও দেখত না, তারাই এখন সবসময় ওর সামনে পেছনে ঘুর ঘুর করে। কিন্তু কস্তূরী কাউকেই সেরকম পাত্তা দেয় না। মাঝে মাঝে দুস্টুমি করে ছেলেদের সামনে ঝুঁকে পড়ত। ঘরের জানাল থেকে একটা রুটির টুকরো বাইরে ছুঁড়ে দিলে যেমন অনেকগুলো কাক ঝাপিয়ে পড়ে, সেইরকম কস্তূরী ঝুঁকে পড়লেই দশ পনেরোটা ছেলে হামলিয়ে পড়ত। কিন্ত কস্তূরী ঝুঁকে পড়লেও প্রায় কিছুই দেখা যেত না। আর কস্তূরীও দশ সেকেন্ডের বেশী ওইভাবে থাকতো না। মুচকি হেসে উঠে ওখান থেকে চলে যেতমানসী কস্তূরীর খেলা দেখত, উপভোগ করত। নিজে কিছু করার সাহস ছিল না। আর ও ওইভাবে ছেলেদের আকৃষ্ট করতেও চাইত না। ও চাইত যে ছেলে ওর মন দেখে এগিয়ে আসবে তাকেই বন্ধু বলে মেনে নেবে। কিন্তু মানসীর দুর্ভাগ্য যে কোন ছেলেই ওর গায়ের কালো রঙের কাল্পনিক(virtual) প্রাচীর ভেদ করে কাছে আসতেই চাইল না। আরও অদ্ভুত ব্যাপার হল মানসীর সে নিয়ে কোন আক্ষেপও ছিল না।
স্বপন – নিহারিকা আমার প্রায় সব কিছুই জানে। আমি চিড়িয়া খানায় এলেই আগে আইসক্রিম খাই।
মানসী কস্তূরীকে জিজ্ঞাসা করে ওর ওইরকম ড্রেস পড়ার কারন। কস্তূরী বলে যে ও যে বারবি পুতুলগুলো কিনেছে তাতে পুতুল গুলো যা পড়ে আছে, খুব সেক্সি দেখাচ্ছে। তাই ও ওইরকম ড্রেস বানিয়েছে। আর ওই ড্রেস পড়ে ওকে অনেক সেক্সি দেখাচ্ছে।
কস্তূরী – দেখ এই জামায় আমার ছোটো বুক দুটোও বেশ ফুটে উঠেছে।
মানসী – তুই কি এই রকম শরীর দেখানো জামা পড়বি ?
কস্তূরী – দেখ এই জামায় আমার বুকের দুই শতাংশও দেখা যাচ্ছে না, কিন্তু যা দেখা যাচ্ছে তাতে সব ছেলেরা তাকিয়ে আছে, আরও কি আছে যদি দেখা যায়
মানসী – কিন্তু আমার এটা পছন্দ নয়
কস্তূরী – তুই আর আমি বন্ধু, কিন্তু তা বলে আমাদের চাওয়া পাওয়ার ইচ্ছা এক হবে তার কোন মানে নেই। তাই না ?
মানসী – সেটা হয়তো ঠিক
কস্তূরী – আমি সব সময় চাইতাম ছেলেগুলো আমার পেছনে মৌমাছির মত ভন ভন করে ঘুরুক। এতদিন ওরা আমাকে দেখত না, তাই আমি ওদের পেছন পেছন ঘুরতাম। স্বপনদার দেখানো রাস্তায় আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে।
মানসী – তোর যা ইচ্ছা কর। কিন্তু আমি তোর মতো করব না।
কস্তূরী চাইত সেক্সি দেখাতে। ওর শরীর বাঙালি হিসাবে সেক্সি ছিল না। ও হীনমন্যতায় ভুগত। কিন্তু এখন ও ঠিক রাস্তা পেয়ে গিয়েছিলো। অনেকেই হয়তো ওর এই ইচ্ছাটাকে অনৈতিক বা অশালীন বলবে। তথাপি সেই আদিকাল থেকেই মেয়েরা সুন্দর করে সাজতেই ভালবাসে। সেটাকে কেউ অশালীন বলে না। মেয়েদের সাজের একমাত্র কারণই হল ছেলেদের আকর্ষণ করা। অনেক নারীবাদী মহিলা হয়তো এই কথা মেনে নেবে না। কিন্তু যে মেয়ে সেজে গুজে বাইরে বেড়িয়েছে তাকে জিজ্ঞাসা করলে ওর সাজের আর কোন যুক্তি সঙ্গত কারন দেখাতে পারবে না। আগেকার দিনের গৃহবধূরা সারাদিনের কাজের পর সাজগোজ করত। ওরা সাজের পড়ে বাইরে যেত না। ওদের সাজের কারন ছিল দিনের শেষে ওদের স্বামীরা বাড়ি ফিরে যেন ওদের পছন্দ করে। সেখানেও সাজের উদ্দেশ্য একই। একটা মেয়ে বা মহিলা শাড়ি ব্লাউজ পড়ে বেড়িয়েছে, ব্লাউজের নিচে আর শাড়ীর ওপরে প্রায় দশ ইঞ্চি জায়গা উন্মুক্ত, তাও সেটা ভদ্র পোশাক। আর একটা মেয়ে সব ঢাকা পোশাক পড়েছে শুধু ০.০০২ ইঞ্চি বুকের খাঁজ দেখা যাচ্ছে – সেটা অশালীন পোশাক। ৯০ শতাংশ স্বচ্ছ শাড়ী দিয়ে তরমুজের মত বুক নামে মাত্র ঢাকা – সেটা সভ্য পোশাক। ঢিলে চুড়িদারের ওপর ওড়না না নিলে সেটা অশালীন পোশাক। বাঙালি সমাজের সভ্য পোশাকের সংজ্ঞা বোঝা ভীষণ কঠিন।
ছেলেরাও যে পোশাক পড়ে তার একমাত্র উদ্দেশ্য যেন মেয়েরা ওকে হি-ম্যান আর স্মার্ট ভাবে। তাই কস্তূরী যা করেছে সমাজের কাছে ঠিক না হলেও, ওর নিজের কাছে একদম সঠিক ছিল। ওর উদ্দেশ্যও সফল হয়। কলেজে যে সব ছেলেরা ওর দিকে তাকিয়েও দেখত না, তারাই এখন সবসময় ওর সামনে পেছনে ঘুর ঘুর করে। কিন্তু কস্তূরী কাউকেই সেরকম পাত্তা দেয় না। মাঝে মাঝে দুস্টুমি করে ছেলেদের সামনে ঝুঁকে পড়ত। ঘরের জানাল থেকে একটা রুটির টুকরো বাইরে ছুঁড়ে দিলে যেমন অনেকগুলো কাক ঝাপিয়ে পড়ে, সেইরকম কস্তূরী ঝুঁকে পড়লেই দশ পনেরোটা ছেলে হামলিয়ে পড়ত। কিন্ত কস্তূরী ঝুঁকে পড়লেও প্রায় কিছুই দেখা যেত না। আর কস্তূরীও দশ সেকেন্ডের বেশী ওইভাবে থাকতো না। মুচকি হেসে উঠে ওখান থেকে চলে যেতমানসী কস্তূরীর খেলা দেখত, উপভোগ করত। নিজে কিছু করার সাহস ছিল না। আর ও ওইভাবে ছেলেদের আকৃষ্ট করতেও চাইত না। ও চাইত যে ছেলে ওর মন দেখে এগিয়ে আসবে তাকেই বন্ধু বলে মেনে নেবে। কিন্তু মানসীর দুর্ভাগ্য যে কোন ছেলেই ওর গায়ের কালো রঙের কাল্পনিক(virtual) প্রাচীর ভেদ করে কাছে আসতেই চাইল না। আরও অদ্ভুত ব্যাপার হল মানসীর সে নিয়ে কোন আক্ষেপও ছিল না।
প্রায় তিন চার মাস পড়ে মানসী আর কস্তূরী, স্বপন আর নেহার সাথে দেখা করে। সেদিন ওরা চিড়িয়াখানায় যায়। কস্তূরীকে দেখেই স্বপন প্রায় চেঁচিয়ে ওঠে। কস্তূরী কোন দ্বিধা না করেই স্বপনকে জড়িয়ে ধরে।
স্বপন – আমি একি দেখছি !
কস্তূরী – কেন স্বপনদা কি হল
স্বপন – তুমি তো পুরো পুরি বারবি ডল লাগছ !
কস্তূরী – আমার এখনকার প্রায় সব পোশাকই বারবির স্টাইলেই বানানো।
মানসী স্বপনকে বলে কস্তূরীর পরিবর্তনের কথা। স্বপন আর নেহাও হেঁসে ওঠে কস্তূরীর কাণ্ড কারখানা শুনে।
স্বপন – কিন্তু বারবি তুমি এইভাবে সঠিক বন্ধু কি ভাবে খুঁজে পাবে?
কস্তূরী – যে ভাবে তোমাকে পেয়েছি, সেই ভাবেই পাব।
স্বপন – আমি তো তোমার সাথে বারবি ডলের পোশাক দেখে বন্ধুত্ব করিনি
কস্তূরী – সেটাই তো বলছি। যে ছেলে আমাকে এই পোশাকেও দেখে আমার বুকের দিকে না তাকিয়ে মুখের দিকে তাকিয়ে কথা বলবে সেই আমার বন্ধু হবে।
স্বপন – কিন্তু আমি যে একটু একটু তোমার বুকের দিকে তাকাচ্ছি !
কস্তূরী – তুমি আমার দিকে যে ভাবেই তাকাও না কেন, বন্ধুই থাকবে
নেহা – কেন কেন, স্বপনের বেলায় তোমার নিয়ম আলাদা কেন ?
কস্তূরী – নেহা স্বপন দা আমাকে আমার আসল রূপে দেখে বন্ধু করেছে। তাই স্বপনদার কথা আলাদা।
মানসী – আজ স্বপন তোকে দেখে আমার কথা ভুলেই গেছে !
স্বপন – না গো রাঙা দিদি তোমাকে কখনো কি ভুলতে পারি!
স্বপনের খেয়াল হয় সেদিন দেখা হবার পর থেকে ও শুধু কস্তূরীকে নিয়েই কথা বলেছে। স্বপন সেই মুহূর্তে কিছুই বলে না। নেহা বলে চিড়িয়া খানায় এসেছে যখন, তখন একটু বাঘ ভাল্লুক দেখা উচিত। স্বপন বলে যে আগে আইসক্রিম খাবে। নেহা কোন কিছু না বলে আইসক্রিম কিনতে চলে যায়।
মানসী – হটাৎ তোমার আইসক্রিম খাবার ইচ্ছা হল যে !
স্বপন – দেখো আমি জীবনের প্রথম আইসক্রিম খেয়ে ছিলাম এই চিড়িয়াখানায়।
কস্তূরী – তাই ? কেন তোমাদের পাড়ায় বা কলেজের সামনে আইসক্রিম পাওয়া যেত না !
স্বপন – আমি গ্রামের ছেলে। আমাদের গ্রামের চারিদিকে ৫ বা ১০ কিলোমিটারের মধ্যে কোথাও কারেন্ট ছিল না। আইসক্রিম কোথা থেকে পাব ?
মানসী – আর নেহাও সেটা জানে, তাই না !
স্বপন – নিহারিকা আমার প্রায় সব কিছুই জানে। আমি চিড়িয়া খানায় এলেই আগে আইসক্রিম খাই।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!
