Thread Rating:
  • 9 Vote(s) - 2.78 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কাজল নদী Written By Tumi_je_amar
#10
# ৪

সবাই একসাথে বেরোয়। স্বপন ট্যাক্সি করে যেতে চাইছিল। কিন্তু সুলগ্না বৌদি ট্যাক্সি করে যেতে চান না। 

সুলগ্না – দক্ষিণেশ্বর তো এইটুকু দুর তা আবার ট্যাক্সি করে যাবার কি দরকার !

স্বপন – আমি দুই বান্ধবী, প্রেয়সী আর সবার থেকে আপন বৌদিকে নিয়ে বেড়াতে যাব তাই আবার বাসে ? তা হয় না।

মানসী – না না বাসে করে গেলেই হবে

শ্রেয়সী – স্বপন যখন ট্যাক্সি করে নিয়ে যেতে চাইছে তখন বাসে করে যাবার কোন মানেই হয় না।

নিহারিকা – আমরা ট্যাক্সি করেই যাই

মানসী – শুধু শুধু পয়সা নষ্ট

স্বপন – আমার দুই বন্ধুর জন্য না হয় একটু পয়সা খরচ হল

সবাই ট্যাক্সি করেই যায়। 

এখানে মানসীর দিদি শ্রেয়সীর একটু পরিচয় দেই। শ্রেয়সীও কালো মেয়ে। পড়াশুনা – শ্রেয়সী বলে সেটা আবার কি জিনিস। কোন মানুষ বেঁচে থাকতে পড়াশুনা কেন করবে! বাবার পয়সা আছে, বিয়ে দিয়ে দেবে। হেসে খেলে সিনেমা দেখে এখনকার জীবন কাটিয়ে দেব। বিয়ের পরে দেখা যাবে। ওর ফিগার অভাবনীয় – ৩০-৩০-৩৪। ভগবান ওইরকম একটা মেয়েই বানিয়েছিলেন। তার ওপর শ্রেয়সী ভীষণ স্বার্থপর ছিল। শুধু নিজেরটাই বুঝত। তার উপর শুচিবাই মেয়ে। একটা ভাল গুণ ছিল মানে সবাই সেই গুণকে ভাল বলে। খুব ঠাকুরে ভক্তি। সিনেমা দেখা, ঘুরে বেড়ানোর পরেই ওর প্রধান কাজ ছিল পুজা করা। আর বলত গান শেখে। যেই ওর গান শুনেছে সেই বলেছে ভালই গায় কিন্তু আরও একটু শিখতে হবে।
যাই হোক সবাই মিলে দক্ষিণেশ্বরে যায়। গিয়ে পুজা দেয়। তার পর সবাই গঙ্গার ধারে গিয়ে বসে। এই ঘটনার সময় কাল হল ১৯৮৭ সাল। তখন দক্ষিণেশ্বর এখনকার থেকে অনেক আলাদা ছিল। বিকালে গঙ্গার ধারে এখনকার মত ভিড় হত না। স্বপন সবার জন্য আইসক্রিম কেনে।

শ্রেয়সী – তুমি আমাদের বেড়াতে নিয়ে এসে শুধু আইসক্রিম খাওয়াবে ?

স্বপন – আর কি খাবে বল ?

মানসী – না না আর কিছু খাওয়াতে হবে না। আমরা পুজো দিতে এসেছি, সেটা হয়ে গেছে। এবার বাড়ি চল।

সুলগ্না – কেন রাঙা দিদি স্বপনের সাথে বসে গল্প করতে ভাল লাগছে না ?

শ্রেয়সী – স্বপন তো শুধু নেহার হাত ধরে আছে

সুলগ্না – কারো হাত ধরার অধিকার অর্জন করতে হয়। শুধু শুধু কেউ তোমার হাত ধরবে না।

স্বপন – সত্যি তো আমি আমার বন্ধুদের ছেড়ে শুধু নিহারিকার হাত ধরে আছি।

স্বপন গিয়ে মানসীর হাত ধরতে চায় কিন্তু মানসী লজ্জায় হাত ছারিয়ে দূরে দুরেই থাকে। শ্রেয়সী এসে স্বপনের হাত ধরে। স্বপন এক হাতে নিহারিকার হাত ধরে থাকে আর এক হাত শ্রেয়সী ওর বুকের মধ্যে চেপে রাখে। কিন্তু শ্রেয়সীর পুরো সমতল বুকে হাত রাখলে কোন ছেলের মনেই কোন প্রতিক্রিয়া হয় না। স্বপনেরও হল না। যাই হোক কিছু সময় ওই ভাবে বসার পড়ে শ্রেয়সী আবার বলে খিদে পেয়েছে। 

মানসী – তোর পেটে আছে টা কি ? শুধু খাই খাই !

সুলগ্না – শ্রেয়সী একটু বদলাও নিজেকে

শ্রেয়সী – স্বপনের সাথে আবার ফর্মালিটি করার কি আছে ? ও তো আমাদের বন্ধু বলেছে।

সুলগ্না – ও তোমাকে বন্ধু বলেছে কিন্তু তুমি কি ওকে বন্ধু বলে মেনে নিয়েছ ?

শ্রেয়সী – হ্যাঁ ও আমার বন্ধুই তো

মানসী – তোর ধান্দা শুধু কারো ঘাড় ভেঙ্গে আনন্দ করা

শ্রেয়সী – তাতে খারাপ কি দেখলি ? আমার জন্য তো তোরাও মজা করিস।

নিহারিকা – এই শোনো তুমি সবার জন্য এগরোল নিয়ে এস।

স্বপন – হ্যাঁ নিয়ে আসছি

শ্রেয়সী – চল আমিও যাই তোমার সাথে।

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

Like Reply


Messages In This Thread
RE: কাজল নদী Written By Tumi_je_amar - by Kolir kesto - 02-07-2020, 09:47 AM



Users browsing this thread: