02-07-2020, 09:37 AM
দ্বিতীয় পরিচ্ছদ – আলোর ঝলক
(#০১)
মানসী – সেটা আজ থাক। পরে কোনদিন বলব।
(#০১)
এই সময় এক রবিবারে মানসীর আলাপ হয় স্বপনের সাথে। মানসীর খুড়তুতো বোন হল নিহারিকা, ডাক নাম নেহা। স্বপন নেহার বয় ফ্রেন্ড। বয় ফ্রেন্ড মানে বিয়ে একদম ঠিক, তাই দুজনেই দুজনের সব আত্মীয়র বাড়িতেই যায়। নেহা মানসীকে রাঙাদিদি বলে। তাই স্বপনও ওকে রাঙ্গাদিদি বলেই ডাকে। ওর সেই প্রথমবার কোন ছেলেকে দেখে মনে হয় এই ছেলেটা আমার বন্ধু হলে খুব ভাল হত। ঠিক সেই মুহূর্তেই স্বপন বলে,
স্বপন – আমি তোমার বন্ধু হলাম রাঙাদিদি।
মানসী হকচকিয়ে যায়। চট করে কিছু উত্তর দিতে পারে না।
স্বপন – কি গো দিদি চুপ করে গেলে কেন ? আমাকে বন্ধু হিসাবে পছন্দ হল না ?
মানসী – আমার মত কালো মেয়েকে তোমার মত সুন্দর দেখতে ছেলে কিভাবে বন্ধু করবে ?
স্বপন – কালো ! সেটা আবার কি জিনিস ?
মানসী – কেন আমাকে উপহাস করছ ? তুমি ঠিকই বুঝেছ আমি কি বলছি।
স্বপন – দেখো রাঙাদিদি, আমি কারো গায়ের রঙও দেখিনা বা চেহারাও দেখিনা বন্ধুত্ব করার আগে। আমি শুধু মন দেখি। আর তোমার সাথে কথা বলে বা নিহারিকার কাছে তোমার সম্পর্কে যা শুনেছি তাতে তোমাকে দেখার আগেই বন্ধু করে নিয়েছি। এখন তুমি মেনে নিলেই হল।
মানসী – দিদি আবার বন্ধু হয় নাকি।
স্বপন – দেখো তোমার বয়স আমার সমানই হবে। যদিও সবাই বলে মেয়েদের বয়েস নিয়ে কথা বলতে নেই, আমি সেসব মানি না। কিন্তু নিহারিকা তোমাকে দিদি বলে, তাই আমিও তোমায় দিদি বলছি। কিন্তু আসলে আমরা বন্ধু।
মানসী – ঠিক আছে স্বপন আমরা বন্ধু।
স্বপন হাত বাড়িয়ে দেয়। মানসী একটু ইতস্ততঃ করে ওর হাতে হাত মেলায়। বড় হবার পড়ে এই প্রথম কোন ছেলে ভালবেসে ওর হাতে হাত রাখে। মানসীর শরীর শিউরে ওঠে। স্বপন হাত মিলিয়েই থেমে থাকে না। মানসীকে জড়িয়ে ধরে। মানসীর শরীর অসার হয়ে যায়। ও স্বপনের কোলে শরীর ছেড়ে দেয়। স্বপন একটু ভয় পেয়ে ওকে ধরে পাশের সোফাতে বসিয়ে দেয়। নেহা গিয়ে মানসীর মাথাত হাত বুলিয়ে দেয়।
নেহা – কিরে রাঙা দি কি হল
মানসী – নারে মাথাটা কেমন করে উঠল
নেহা – ও এইরকমই, যে মেয়েকে ভাল লাগবে তাকেই জড়িয়ে ধরে
মানসী – তুই কিছু বলিস না ?
নেহা – না রে ও মনের থেকে একদম পরিস্কার। ও তোকে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে জড়িয়ে ধরেনি।
মানসী – সেটা আমিও বুঝেছি।
মানসী নিজের মনে বলে আমি স্বপনের আলিঙ্গনের সঠিক মানে বুঝলেও আমার শরীর সেটা বোঝেনি। তারপর উঠে দাঁড়ায় আর স্বপনের হাত ধরে নিজের বুকের মধ্যে চেপে ধরে।
মানসী – আজ থেকে তোমাকে আমি আমার সব থেকে প্রিয় বন্ধু হিসাবে দেখব।
স্বপন – ওইরকম বেহুঁশ মত হয়ে গেলে কেন ?
মানসী – সেটা আজ থাক। পরে কোনদিন বলব।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!