30-06-2020, 07:54 PM
## ৩
এদিক দিয়ে আসুন স্যার। মৌমিতার রুম দোতলায়। শফিউল সাহেব মিছির আলীকে ওনাদের বিশাল ডুপ্লেক্সের ভিতরে পথ দেখান। উপরে উঠে লবির কোনার একটা বন্ধ দরজার দিকে মিছির আলীকে নিয়ে এগিয়ে যেতে লাগলেন শফিউল সাহেব। দরজার কাছাকাছি যেতেই হঠাৎকরে দরজাটা খুলে গেল । একটি বেশ সুন্দরী মেয়ে বের হয়ে এল। মিছির আলী অবাক হয়ে দেখলেন মেয়েটির চোখে পানি কিন্ত মুখে হাসি লেগে আছে। বোধহয় হাসতে হাসতে চোখে পানি চলে এসেছিল। সে মিছির আলী ও শফিউল সাহেবকে দেখে হাসি থামিয়ে একটু থমকে দাড়ালো।
সুমি ইনিই মিছির আলী স্যার মৌমি মাকে দেখাতে নিয়ে এলাম শফিউল সাহেব মেয়েটির কাছে মিছির আলীর পরিচয় দিলেন। স্যার ও হচ্ছে আমার বড় ছেলের বৌ সুমি উনি মিছির আলীর দিকে ফিরে বললেন।
মিছির আলীর নাম উচ্চারিত হতেই কি এক অদ্ভুত কারনে সুমির মুখে আবার হাসিটা ফিরে এল। সে মিছির আলীর উদ্দেশ্যে হাল্কা করে মাথাটা একটু ঝুকিয়ে নিয়ে হাসতে হাসতেই চলে গেল। মিছির আলী একটু অবাক হলেও ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিলেন না। কিন্ত মৌমিতার রুমে ঢুকেই সেখানের দৃশ্য দেখে মিছির আলীর মুখে কথা সরলো না। ঘরের এককোনে একটা বিছানার সাথে কাপড় দিয়ে বেধে রাখা, চাদরে জড়ানো এক ডানাকাটা পরী। মৌমিতা একটু শুকিয়ে গিয়েছে,আর তার মুখও একটু ম্লান, তবুও তার মধ্য থেকে কেমন যেন একটা জৌলুস বেরিয়ে আসছিল। মৌমিতা জানালার দিকে তাকিয়ে ছিল। ওনাদের ঘরে ঢোকার শব্দ হতে সে ফিরে তাকালো। মিছির আলীকে দেখতে পেয়েই তার মুখ যেন এক আগুনে আভায় প্রজ্জ্বলিত হয়ে উঠল।
ললিপপ!! ইয়াহু!! ললিপপ!! ওর মুখ দিয়ে আনন্দের চিৎকার বের হয়ে এল।
মিছির আলী তো বটেই মৌমিতার বাবাও ভ্যাবাচেকা খেয়ে গিয়েছেন। গতকয়দিনে মৌমিতাকে এরকম অন্য আলোয় জ্বলে উঠতে দেখেননি তিনি। মিছির আলী কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ওদিকে মৌমিতা চেচিয়েই চলেছে, উমমম…আমার ললিপপ…আব্বু…তুমি এখানে দাঁড়িয়ে কি করছ? চলে যাও, আমি আমার ললিপপ খাবো…উমম…ইশ! আমাকে এতো শক্ত করে বেঁধেছে কে? সে তার বাধন নিয়ে টানাটানি করতে লাগল, তার দেহের উপরাংশ থেকে চাদরটা প্রায় সরে গিয়ে বুকের ভাজ হাল্কাভাবে দেখা যাচ্ছিলো।
মিছির আলী মৌমিতার এ কান্ড দেখে তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। মৌমিতার গায়ের কাপড়টি তখন প্রায় সরে যায় আরকি। এ অবস্থা দেখে শফিউল সাহেবের সম্বিত ফিরল স্যার…আমরা তাহলে…
শফিউল সাহেবের গলা শুনে মিছির আলীও মৌমিতার দিক থেকে চোখ সরিয়ে নিলেন, উহ…হ্যা চলুন, বাইরে গিয়ে কথা বলি
মিছির আলী আরো একবার ক্ষনিকের জন্য মৌমিতার দিকে তাকিয়ে নিয়ে শফিউল সাহেবের সাথে বাইরে বের হয়ে এলেন। পিছনে মৌমিতা তখনো চিৎকার করছে, উহহহ! আব্বু আমার ললিপপ নিয়ে গেল…উউফফ…
রুমের বাইরে এসে শফিউল সাহেব সুমিকে ডাক দিয়ে মৌমিতাকে দেখতে বলে মিছির আলীকে নিয়ে নিচে নেমে এলেন। ড্রইংরুমে মুখোমুখি দুটো সোফায় বসে তিনি মিছির আলীর দিকে তাকালেন।
তো…কি বুঝলেন, স্যার?
হুম…অবস্থা দেখে তো বেশ সিরিয়াস মনে হচ্ছে। এরকম কেস আগে কখনো দেখিনি…হুম… মিছির আলী তার নিচের ঠোটে চিমটি কাটতে থাকেন। উনি কোন কিছু নিয়ে খুব বেশি চিন্তিত হলে এই কাজটা করে থাকেন।
একটু চেষ্টা করে দেখুন, স্যার। ভালো মেয়েটা আমার হঠাৎ করে এ অবস্থা। যা করছে কোন মানসিক হসপিটালে নিয়ে যাব সে অবস্থাও নেই। বুঝতেই পারছেন, ফ্যামিলীর একটা মান…
হুম বুঝতে পারছি। উম…আমি এখুনি এ বিষয়ে কিছু বলতে পারছি না। আমার আগে এ ধরনের কিছু কেস স্টাডি একটু দেখে নিতে হবে। আজ তো রাতও হয়ে গেছে। আমি তাহলে কাল জানাই? মিছির আলী সোফা থেকে উঠে দাড়ান।
জ্বি আচ্ছা, আমার গাড়ি আপনাকে দিয়ে আসবে। বলে মিছির আলীকে নিয়ে শফিউল সাহেব মূল গেটের দিকে পা বাড়ান।
এদিক দিয়ে আসুন স্যার। মৌমিতার রুম দোতলায়। শফিউল সাহেব মিছির আলীকে ওনাদের বিশাল ডুপ্লেক্সের ভিতরে পথ দেখান। উপরে উঠে লবির কোনার একটা বন্ধ দরজার দিকে মিছির আলীকে নিয়ে এগিয়ে যেতে লাগলেন শফিউল সাহেব। দরজার কাছাকাছি যেতেই হঠাৎকরে দরজাটা খুলে গেল । একটি বেশ সুন্দরী মেয়ে বের হয়ে এল। মিছির আলী অবাক হয়ে দেখলেন মেয়েটির চোখে পানি কিন্ত মুখে হাসি লেগে আছে। বোধহয় হাসতে হাসতে চোখে পানি চলে এসেছিল। সে মিছির আলী ও শফিউল সাহেবকে দেখে হাসি থামিয়ে একটু থমকে দাড়ালো।
সুমি ইনিই মিছির আলী স্যার মৌমি মাকে দেখাতে নিয়ে এলাম শফিউল সাহেব মেয়েটির কাছে মিছির আলীর পরিচয় দিলেন। স্যার ও হচ্ছে আমার বড় ছেলের বৌ সুমি উনি মিছির আলীর দিকে ফিরে বললেন।
মিছির আলীর নাম উচ্চারিত হতেই কি এক অদ্ভুত কারনে সুমির মুখে আবার হাসিটা ফিরে এল। সে মিছির আলীর উদ্দেশ্যে হাল্কা করে মাথাটা একটু ঝুকিয়ে নিয়ে হাসতে হাসতেই চলে গেল। মিছির আলী একটু অবাক হলেও ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিলেন না। কিন্ত মৌমিতার রুমে ঢুকেই সেখানের দৃশ্য দেখে মিছির আলীর মুখে কথা সরলো না। ঘরের এককোনে একটা বিছানার সাথে কাপড় দিয়ে বেধে রাখা, চাদরে জড়ানো এক ডানাকাটা পরী। মৌমিতা একটু শুকিয়ে গিয়েছে,আর তার মুখও একটু ম্লান, তবুও তার মধ্য থেকে কেমন যেন একটা জৌলুস বেরিয়ে আসছিল। মৌমিতা জানালার দিকে তাকিয়ে ছিল। ওনাদের ঘরে ঢোকার শব্দ হতে সে ফিরে তাকালো। মিছির আলীকে দেখতে পেয়েই তার মুখ যেন এক আগুনে আভায় প্রজ্জ্বলিত হয়ে উঠল।
ললিপপ!! ইয়াহু!! ললিপপ!! ওর মুখ দিয়ে আনন্দের চিৎকার বের হয়ে এল।
মিছির আলী তো বটেই মৌমিতার বাবাও ভ্যাবাচেকা খেয়ে গিয়েছেন। গতকয়দিনে মৌমিতাকে এরকম অন্য আলোয় জ্বলে উঠতে দেখেননি তিনি। মিছির আলী কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ওদিকে মৌমিতা চেচিয়েই চলেছে, উমমম…আমার ললিপপ…আব্বু…তুমি এখানে দাঁড়িয়ে কি করছ? চলে যাও, আমি আমার ললিপপ খাবো…উমম…ইশ! আমাকে এতো শক্ত করে বেঁধেছে কে? সে তার বাধন নিয়ে টানাটানি করতে লাগল, তার দেহের উপরাংশ থেকে চাদরটা প্রায় সরে গিয়ে বুকের ভাজ হাল্কাভাবে দেখা যাচ্ছিলো।
মিছির আলী মৌমিতার এ কান্ড দেখে তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। মৌমিতার গায়ের কাপড়টি তখন প্রায় সরে যায় আরকি। এ অবস্থা দেখে শফিউল সাহেবের সম্বিত ফিরল স্যার…আমরা তাহলে…
শফিউল সাহেবের গলা শুনে মিছির আলীও মৌমিতার দিক থেকে চোখ সরিয়ে নিলেন, উহ…হ্যা চলুন, বাইরে গিয়ে কথা বলি
মিছির আলী আরো একবার ক্ষনিকের জন্য মৌমিতার দিকে তাকিয়ে নিয়ে শফিউল সাহেবের সাথে বাইরে বের হয়ে এলেন। পিছনে মৌমিতা তখনো চিৎকার করছে, উহহহ! আব্বু আমার ললিপপ নিয়ে গেল…উউফফ…
রুমের বাইরে এসে শফিউল সাহেব সুমিকে ডাক দিয়ে মৌমিতাকে দেখতে বলে মিছির আলীকে নিয়ে নিচে নেমে এলেন। ড্রইংরুমে মুখোমুখি দুটো সোফায় বসে তিনি মিছির আলীর দিকে তাকালেন।
তো…কি বুঝলেন, স্যার?
হুম…অবস্থা দেখে তো বেশ সিরিয়াস মনে হচ্ছে। এরকম কেস আগে কখনো দেখিনি…হুম… মিছির আলী তার নিচের ঠোটে চিমটি কাটতে থাকেন। উনি কোন কিছু নিয়ে খুব বেশি চিন্তিত হলে এই কাজটা করে থাকেন।
একটু চেষ্টা করে দেখুন, স্যার। ভালো মেয়েটা আমার হঠাৎ করে এ অবস্থা। যা করছে কোন মানসিক হসপিটালে নিয়ে যাব সে অবস্থাও নেই। বুঝতেই পারছেন, ফ্যামিলীর একটা মান…
হুম বুঝতে পারছি। উম…আমি এখুনি এ বিষয়ে কিছু বলতে পারছি না। আমার আগে এ ধরনের কিছু কেস স্টাডি একটু দেখে নিতে হবে। আজ তো রাতও হয়ে গেছে। আমি তাহলে কাল জানাই? মিছির আলী সোফা থেকে উঠে দাড়ান।
জ্বি আচ্ছা, আমার গাড়ি আপনাকে দিয়ে আসবে। বলে মিছির আলীকে নিয়ে শফিউল সাহেব মূল গেটের দিকে পা বাড়ান।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!