30-06-2020, 05:52 PM
## ২
সারদিন ভার্সিটিতে মেয়েগুলোর জ্বালাতনে অতিষ্ট মিছির আলী অবশেষে বাসায় এসে হাফ ছাড়লেন। ড্রাইভার আজ ছুটিতে বলে আসতে হয়েছে বাসে। তাই মানসিক ও শারীরিক দুই দিক থেকেই ক্লান্ত হয়ে ছিলেন তিনি। শাওয়ার নিয়ে, কাপড়-চোপড় বদলিয়ে ডাইনিংয়ে গিয়ে ওনার এক দূরসম্পর্কের খালার রান্না করে রেখে যাওয়া খাবার খেতে বসলেন। খালা ওনার গ্রামেরই মানুষ, কাছেই একটা ঘিঞ্জি এলাকায় থাকেন। খালা গরীব বলে তাকে মাসে মাসে কিছু টাকা দেন তিনি, আর উনি এসে মিছির আলীর প্রতিদিনকার রান্নাটা করে দিয়ে ঘরদোর গুছিয়ে দিয়ে যান। খেতে খেতে মিছির আলীর মনে আজ এক অন্যরকম ফাকা ফাকা একটা অনুভুতি হচ্ছিল। বারবারই মনে হচ্ছিল এসময় পাশে কেউ একজন থাকলে এই বিরক্তিকর খাওয়ার সময়টিই কতটা উপভোগ্য হয়ে উঠতে পারত। সারাদিন ভার্সিটি ক্যাম্পাসের কোনে কোনে দেখা কপোত-কপোতীদের কথা মনে করে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কোনমতে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে ওনার ছোট স্টাডিটায় গিয়ে এই মাসের সাইকোলজি টুডেটা হাতে নিয়ে আরামকেদারায় দেহ এলিয়ে দিলেন। তার নিসঙ্গ জীবনের একমাত্র আনন্দ এই বই পড়াই। কিন্ত বেশিক্ষন সে আনন্দ তিনি উপভোগ করতে পারলেন না। বেলের শব্দে তাকে আবার বইয়ের জগৎ থেকে ফিরে আসতে হলো। বিরক্ত হয়ে আরাম কেদারা থেকে উঠে দরজার দিকে পা বাড়ালেন উনি। এই সময় আবার কে এলো? দরজা খুলে একজন অপরিচিত লোককে দেখতে পেয়ে একটু অবাক হলেন মিছির আলী।
স্লামালিকুম স্যার আমি শফিউল আহমেদ আপনার এক ছাত্রীর বাবা। আপনার সাথে কিছু কথা ছিল। লোকটা বলে উঠল।
ও আচ্ছা আচ্ছা ভেতরে আসুন বলে মিছির আলী শফিউল সাহেবকে ঘরে ঢুকিয়ে তার ড্রইংরুমে নিয়ে বসালেন।
তো বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? মিছির আলি সোফায় বসতে বসতে বললেন।
স্যার আমি আপনার কাছে এসেছি একটা সমস্যায় পড়ে। আমি আপনার ছাত্রী মৌমিতার বাবা। ক্লাসে হয়ত ওকে দেখে থাকবেন গোলগাল চেহারা ফর্সা করে শান্তশিষ্ট?
শফিউল সাহেবের কথা শুনে মিছির আলীর মনে ভার্সিটিতে তার প্রথম ক্লাসের দৃশ্য ভেসে উঠে। তিনি ক্লাসে ঢুকতেই সবগুলো মেয়ে হুল্লোর করে শিস দিয়ে উঠেছিল। লেকচার শুরু করার পর সবাই বলতে গেলে লাফাচ্ছিল। ফার্স্ট ডেস্কে বসা একটি মেয়ে শুধু যেন এই জগতে ছিলনা। তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়েছিল পুরোটা ক্লাস জুড়ে। মেয়েটার পরীর মত সুন্দর মুখের দিকে কোনমতে একবার তাকিয়েই তার মনে হয়েছিল আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়েছেন। এরপর থেকে প্রতি ক্লাসেই মেয়েটা তার দিকে এভাবে তাকিয়ে থাকত। তা দেখে তার সহপাঠীরা মিছির আলী ক্লাসে এলেই কি সব গুজুরগুজুর করে হাসাহাসি করত তা অনুমান করা এ বিষয়ে অনভিজ্ঞ মিছির আলীর ধারনার বাইরে। তবে মিছির আলীর ব্যাপারটা ভালোই লাগত। গত কিছুদিন ধরে মেয়েটার অনুপস্থিতিতে একটু অবাক হওয়ার সাথে সাথে তিনি একটু আশাহতও হয়েছিলেন।
স্যার! শফিউল সাহেবের ডাকে মিছির আলী বাস্তবে ফিরে আসেন।
আ…হ্যা মৌমিতা হ্যা দেখেছি ওকে। ও তো বোধহয় কদিন ধরে ভার্সিটিতে আসছে না?
জ্বি স্যার এজন্যই আপনার কাছে আসা। শুনেছি আপনি নাকি পড়ানোর ফাকে ফাকে বিভিন্ন এবনরমাল মানসিক সমস্যার সমাধানও করে থাকেন?
তা একটু আধটু করি বটে, তা সমস্যাটা কি?
সমস্যাটা আসলে স্যার আমার মেয়েকে নিয়ে শফিউল একটু নড়েচড়ে বসেন। কদিন ধরেই মেয়েটা কিছুই খায় না ঘুমায় না সারাক্ষন শুধু ভার্সিটিতে ছুটে যেতে চায়। তবে কিনা…
হ্যা হ্যা বলুন মিছির আলী শফিউলকে তাগিদ দেন।
এম…ওর গায়ে কোন কাপড়ই রাখতে চায় না। তাই ওকে চাদরে জড়িয়ে বেধে রাখতে হচ্ছে। তার উপর কদিন ধরে বাচ্চা মেয়ের মত খালি…এম…ললিপপ খেতে চাচ্ছে। বিরক্ত হয়ে তাও এনে দিয়েছিলাম কিন্ত সাথে সাথে ওটা ছুড়ে ফেলে দিয়ে বলেছে এই পঁচা ললিপপ নাকি খাবে না। তার আবার ললিপপ খাবো বলে চিৎকার করা শুরু করেছে। কি যে করি কিছুই বুঝছি না
আচ্ছা ললিপপ খাবো এটা বলা ছাড়া কি আর অস্বাভাবিক কিছু করছে?
না এছাড়া সম্পুর্ন স্বাভাবিক
মিছির আলী শফিউলের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। এ আবার কি রহস্য। এতো বড় মেয়ে আবার ললিপপ খেতে চাবে কেন? উনি উঠে দাড়ালেন।
চলুন তো আপনার মেয়েকে একবার দেখা দরকার
চলুন
মিছির আলী দ্রুত তার রুমে গিয়ে তৈরী হয়ে শফিউলের সাথে বের হয়ে গেলেন।
সারদিন ভার্সিটিতে মেয়েগুলোর জ্বালাতনে অতিষ্ট মিছির আলী অবশেষে বাসায় এসে হাফ ছাড়লেন। ড্রাইভার আজ ছুটিতে বলে আসতে হয়েছে বাসে। তাই মানসিক ও শারীরিক দুই দিক থেকেই ক্লান্ত হয়ে ছিলেন তিনি। শাওয়ার নিয়ে, কাপড়-চোপড় বদলিয়ে ডাইনিংয়ে গিয়ে ওনার এক দূরসম্পর্কের খালার রান্না করে রেখে যাওয়া খাবার খেতে বসলেন। খালা ওনার গ্রামেরই মানুষ, কাছেই একটা ঘিঞ্জি এলাকায় থাকেন। খালা গরীব বলে তাকে মাসে মাসে কিছু টাকা দেন তিনি, আর উনি এসে মিছির আলীর প্রতিদিনকার রান্নাটা করে দিয়ে ঘরদোর গুছিয়ে দিয়ে যান। খেতে খেতে মিছির আলীর মনে আজ এক অন্যরকম ফাকা ফাকা একটা অনুভুতি হচ্ছিল। বারবারই মনে হচ্ছিল এসময় পাশে কেউ একজন থাকলে এই বিরক্তিকর খাওয়ার সময়টিই কতটা উপভোগ্য হয়ে উঠতে পারত। সারাদিন ভার্সিটি ক্যাম্পাসের কোনে কোনে দেখা কপোত-কপোতীদের কথা মনে করে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কোনমতে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে ওনার ছোট স্টাডিটায় গিয়ে এই মাসের সাইকোলজি টুডেটা হাতে নিয়ে আরামকেদারায় দেহ এলিয়ে দিলেন। তার নিসঙ্গ জীবনের একমাত্র আনন্দ এই বই পড়াই। কিন্ত বেশিক্ষন সে আনন্দ তিনি উপভোগ করতে পারলেন না। বেলের শব্দে তাকে আবার বইয়ের জগৎ থেকে ফিরে আসতে হলো। বিরক্ত হয়ে আরাম কেদারা থেকে উঠে দরজার দিকে পা বাড়ালেন উনি। এই সময় আবার কে এলো? দরজা খুলে একজন অপরিচিত লোককে দেখতে পেয়ে একটু অবাক হলেন মিছির আলী।
স্লামালিকুম স্যার আমি শফিউল আহমেদ আপনার এক ছাত্রীর বাবা। আপনার সাথে কিছু কথা ছিল। লোকটা বলে উঠল।
ও আচ্ছা আচ্ছা ভেতরে আসুন বলে মিছির আলী শফিউল সাহেবকে ঘরে ঢুকিয়ে তার ড্রইংরুমে নিয়ে বসালেন।
তো বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? মিছির আলি সোফায় বসতে বসতে বললেন।
স্যার আমি আপনার কাছে এসেছি একটা সমস্যায় পড়ে। আমি আপনার ছাত্রী মৌমিতার বাবা। ক্লাসে হয়ত ওকে দেখে থাকবেন গোলগাল চেহারা ফর্সা করে শান্তশিষ্ট?
শফিউল সাহেবের কথা শুনে মিছির আলীর মনে ভার্সিটিতে তার প্রথম ক্লাসের দৃশ্য ভেসে উঠে। তিনি ক্লাসে ঢুকতেই সবগুলো মেয়ে হুল্লোর করে শিস দিয়ে উঠেছিল। লেকচার শুরু করার পর সবাই বলতে গেলে লাফাচ্ছিল। ফার্স্ট ডেস্কে বসা একটি মেয়ে শুধু যেন এই জগতে ছিলনা। তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়েছিল পুরোটা ক্লাস জুড়ে। মেয়েটার পরীর মত সুন্দর মুখের দিকে কোনমতে একবার তাকিয়েই তার মনে হয়েছিল আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়েছেন। এরপর থেকে প্রতি ক্লাসেই মেয়েটা তার দিকে এভাবে তাকিয়ে থাকত। তা দেখে তার সহপাঠীরা মিছির আলী ক্লাসে এলেই কি সব গুজুরগুজুর করে হাসাহাসি করত তা অনুমান করা এ বিষয়ে অনভিজ্ঞ মিছির আলীর ধারনার বাইরে। তবে মিছির আলীর ব্যাপারটা ভালোই লাগত। গত কিছুদিন ধরে মেয়েটার অনুপস্থিতিতে একটু অবাক হওয়ার সাথে সাথে তিনি একটু আশাহতও হয়েছিলেন।
স্যার! শফিউল সাহেবের ডাকে মিছির আলী বাস্তবে ফিরে আসেন।
আ…হ্যা মৌমিতা হ্যা দেখেছি ওকে। ও তো বোধহয় কদিন ধরে ভার্সিটিতে আসছে না?
জ্বি স্যার এজন্যই আপনার কাছে আসা। শুনেছি আপনি নাকি পড়ানোর ফাকে ফাকে বিভিন্ন এবনরমাল মানসিক সমস্যার সমাধানও করে থাকেন?
তা একটু আধটু করি বটে, তা সমস্যাটা কি?
সমস্যাটা আসলে স্যার আমার মেয়েকে নিয়ে শফিউল একটু নড়েচড়ে বসেন। কদিন ধরেই মেয়েটা কিছুই খায় না ঘুমায় না সারাক্ষন শুধু ভার্সিটিতে ছুটে যেতে চায়। তবে কিনা…
হ্যা হ্যা বলুন মিছির আলী শফিউলকে তাগিদ দেন।
এম…ওর গায়ে কোন কাপড়ই রাখতে চায় না। তাই ওকে চাদরে জড়িয়ে বেধে রাখতে হচ্ছে। তার উপর কদিন ধরে বাচ্চা মেয়ের মত খালি…এম…ললিপপ খেতে চাচ্ছে। বিরক্ত হয়ে তাও এনে দিয়েছিলাম কিন্ত সাথে সাথে ওটা ছুড়ে ফেলে দিয়ে বলেছে এই পঁচা ললিপপ নাকি খাবে না। তার আবার ললিপপ খাবো বলে চিৎকার করা শুরু করেছে। কি যে করি কিছুই বুঝছি না
আচ্ছা ললিপপ খাবো এটা বলা ছাড়া কি আর অস্বাভাবিক কিছু করছে?
না এছাড়া সম্পুর্ন স্বাভাবিক
মিছির আলী শফিউলের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। এ আবার কি রহস্য। এতো বড় মেয়ে আবার ললিপপ খেতে চাবে কেন? উনি উঠে দাড়ালেন।
চলুন তো আপনার মেয়েকে একবার দেখা দরকার
চলুন
মিছির আলী দ্রুত তার রুমে গিয়ে তৈরী হয়ে শফিউলের সাথে বের হয়ে গেলেন।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!