27-06-2020, 08:47 AM
.... বড় বৌদি ,...দুই হাতে জড়িয়ে পরস্পরকে ,কান্না চাপার প্রানপন চেষ্টা করছে দুজনেই, চোখ কতক্ষণ জল ধরে রাখতে পারে ? গড়িয়ে গাল ভিজিয়ে দিল দুজনেরই, কনা এই অতিব সুন্দর টান দেখে চোখে আঁচল চাপা দিল। তপু আর দিপু হাত ধরে থাকলো,মিনিট ২ পর দুজনেই স্বাবাভিক অবস্থায় ফিরল। শ্রাবনের জলভরা মেঘের চোখ নিয়ে পূবা ,কনার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে কাছে টেনে নিল
.......তোকে আমার হিংসা হয়, তুই দীপুকে বড় করেছিস, আমি পারিনি। তুই দিপুর সত্যি কারের মা রে কনা, ...কনা ঝুকে প্রনাম করে,
.......কিছুই করতে পারিনি দিদি, প্রবল ইচ্ছা থাকলেও করতে পারিনি, ও নিজেই বড় হয়েছে, মানুষ হয়েছে, দিপুর মত ছেলে পাওয়া সাত জন্মের ভাগ্য দিদি, কোনদিন কিছু চাইত না, ও যদি বলত ওর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, গয়না বিক্রি করে মাস্টার রাখতাম। জানো, আমরা বাড়ি ছাড়ার আগের দিন ওর ছোটকা জিজ্ঞাসা করেছে' তোর্ টাকা আছে তো '...বলে হাঁ, আছে ১৮ টাকার মত, চলে যাবে। ভাবতে পার , তবুও বলবেনা, যে আমায় দাও,বুঝে নিতে হত। এই হারটা আমায় দিয়েছে, আমি চিরকাল পরব। দিপু তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, যেদিন আমি তোকে মাদুলি পরিয়ে দিলাম, তার পর থেকে তোর্ জীবন আমূল পাল্টে গেছে। বাবা, মা এদের আশির্বাদ সাথে থাকলে ভালো হবেই।
....আরে তাইত। আশ্চর্য,খেয়াল করিনি আগে, you are great kakima. সুধু ওই রাত জেগে বসে থাকা, উফ, ১০টার ভিতর ফিরতেই হত। বসে থাকবে খাবার নিয়ে
.......দিপু প্রথম দিনই আমাকে বলেছে, " কাকিমা না থাকলে আমি ভেসে যেতাম", তুইই করেছিস, দিপু তুই পুনু কে কিছু দিসনি, ,বোনেদের ও দিসনি, কেন? দিতে হয়, তুই এখন রোজগার করছিস, দিতে হয় ..প্রণবের দুই মেয়ে এসে প্রনাম করলো পূবাকে
…….......বলেনিত কেউ, কালকেই দেব, তোমাকেও দেব, কাকিমা তুমি কাল আমার সাথে যাবে, মাসি বলল কাকিমার জন্য নিয়ে যা, ইশ, sorry ছোটকা। এই তোরা বল কি নিবি
.....বাহ, সবাই পাবে আর আমি বাদ? তপু বলল
......ঠিক আছে, সবার জন্য কাল কিনব। আমি এখন বেশ ভালো পয়সা রোজগার করি কাকিমা, পয়সা হ্যায় মেরা আভি, তুমিও তো কিছু বলে দাওনি মা ...বেশ খুশি আজ দিপু ….সবাই হেসে উঠলো একসাথে
.......মিনি, নিনি ইনি তোদের বড় জ্যাঠাই মা ,..প্রণব আস্তে করে বলল ...পূবা দুই মেয়েকে কাছে টেনে
.......দুটি তো তপুর মুখ বসানো , না রে পুনু,
........হাঁ বড় বৌদি, সবকটাকেই দেখলেই বোঝা যায় বোন্ বলে
........বড় বৌদি ..তপু আর নিজের দুই মেয়েকে অন্য ঘরে যেতে বলে ......মা মৃত্যুর আগে তোমাকে খুব দেখতে চেয়েছিলেন। কিন্তু তোমার কোনো খোজ আমি যোগার করতে পারিনি, তোমার বাবা বা ভাই কেউ কিছু খবর দিতে পারেনি, তোমার উপর খুব রাগ হয়েছিল, কোনো সম্পর্ক না রাখার জন্য। তোমার তো মাত্র ২১ বছর বয়েস, তুমি কি সারা জীবন বিধবা থাকবে, আমরা কেউই চাইনি সেটা, কিন্তু কোনো যোগাযোগ না রাখতে অভিমান হয়েছিল, খুব মনে হত তুমি আর আমি সিনেমা যেতাম,মেনকা, প্রিয়া, বসুস্রী। কত সিনেমা একসাথে দেখেছি বল, "ববি , ইয়াদো কি বরাত, শোলে , এন্টার দি ড্রাগন, সতরঞ্জ কি খিলাড়ি, কলকাতা '৭১ " আরো কত সিনেমা আমরা দুজনে দেখেছি, আর সেই তুমি আমাকে একদম ভুলে গেলে, খুব অভিমান হয়েছিল, না লুকিয়ে সত্যি বলছি .....পূবা এসে প্রণবের পাসে বসে দুই হাত নিজের হাতে নিয়ে
.......ভুলিনিরে, কিছুটি ভুলিনি, শীতের রাতে এক লেপের তলায় শুয়ে, তোতে আমাতে গল্প, কিচ্ছু ভুলিনি, কিন্তু কেন যোগাযোগ রাখিনি পরে বলব, দিপু হয়ত কিছু বলেছে, আজ না রে, আর শোন আমি ওই বাড়িতেই, তিনতলার সেই ঘরেই থাকব, কয়েকটা বছর যেতে দে। তপুর একটা ভালো ছেলের সাথে দিপু বিয়ে দিক, সব ছেড়ে ওই বাড়িতেই থাকব। ব্যবসাটা দুই ভাই বোনের ভিতর ভাগ করে দিয়ে দেব। সবথেকে মিস করতাম মাকে। নিজের মার থেকেও ভালবাসতাম, কিন্তু অপরাধ করেছি পুনু, ক্ষমার অযোগ্য, তবুও বলি, ক্ষমা করেদে। তোদের সাথেই শেষ জীবন কাটাব, কথা দিলাম
........আজ এই কথা গুলো থাকনা, এখন তো ফিরে পেলে, পরে বলতে
........নারে কনা, পুনুর কোথায় কোনদিন মনে করবনা। খুব ভালবাসত আমাকে, বোন্ ছিলনা, আমাকে পেয়ে সেই আশ মিটিয়েছিল, তুই কাছে আয় ....বলে ব্যাগ থেকে এক জোড়া ভারী বালা বের করে কনাকে দিয়ে .....মা তার বেশিরভাগ গয়না আমাকে দিয়েছিলেন, একটাও ভাঙ্গিনি বা কাউকে দিইনি , নিজের জন্য দুই একটা রেখে বাকি গুলো ৩ মেয়েকে দেব বিয়ের সময়, এই দুটো তুই নে,please না করিস না .....কনা অবাক হয়ে চেয়ে রইলো
.........আরে নাও, বাপের বাড়ির থেকে পাওয়া কত গয়না দাদাকে দিয়েছে পার্টি করার জন্য, অমি তো জানি,
রাত প্রায় ১২ টা অবধি গল্প চলল। তার ২ দিন পর সবাই মিলে আগ্রা ঘুরতে গেল। সাতদিন পূবা রোজ বাড়ি থেকে দুবেলা খাবার পাঠিয়েছে।বিরজুর বাড়ি তে দিপু আর পূবা , কনা আর প্রণব কে নিয়ে এলো। বিরজু অসম্ভব খুশি ওদের দেখে
....অফ, দিপুর মুখে তো কাকিমার কত কথা, আজ পরিচয় হলো কাকিমার সাথে। কাকিমা না মা, পূবা দেবী? আপনি তো একেবারে পাল্টে গেছেন, কিসের ছোয়া লেগেছে? পূবা হেসে দীপুকে দেখিয়ে দিল। বিরজু হেসে দীপুকে কাছে ডেকে বসিয়ে ....".আমার স্ত্রী শোভা মানত করেছে যে আমাদের সন্তানেরা যেন দিপুর মত হয়। এইরকম সন্তান যে কোনো বাড়ির সবাইয়ের গর্ব, দিপু আমার অত্যন্ত বিশ্বাসের পাত্র। রাধা জীবনে এই একটা ভালো কাজ করেছে, দীপুকে আমার কাছে পাঠিয়েছে।আমার দাদা, বৌদি, ভাইঝি সবাই দিপুর কথা জিজ্ঞাসা করে। প্রণব বাবু, অসাধারণ স্মৃতিশক্তি, আপনার ছেলেই বলব। কাকিমা ভাগ্যবতী আপনি। অবাক করেছেন আমাকে পূবা দেবী, আমার খুব ভালো লেগেছে, আপনার এত সুন্দর রূপ আগে দেখিনি,মনে করবেন না আমার কথায় ।
......কি যে বলেন MP সাহেব, কোনটা মন থেকে বলা, আমি বুজতে পারি ...হাসি মুখে উত্তর দিল পূবা, পুনু আর কনা, এমনকি বিছানায় সুয়ে থাকা সঞ্জীব কে পর্যন্ত দেখে এলো। বিদায়ের দিন পূবা আর দিপু গিয়ে এয়ারপোর্ট এ ছেড়ে এলো। পূবা ,তপুর জয়েন্ট এর পরিখ্যার সময় ওই বাড়িতে গিয়ে থাকবে বলে কথা রইলো।
dec এর ১৩ তারিখ। পূবার জীবনের এক স্বরনীয় দিন। অসীম গুহ,পূবার ফ্যাক্টরি তে কনসালটেন্ট হিসাবে জয়েন করেছেন। ছন্দা, সৌগতর সাথে আবার সমুদ্রে ভাসতে গেছে। বিকাল বেলায় অসীম
.....পূবা দেবী, আজ গাড়ি আনিনি, আমাকে একটা জায়গায় একটু পৌছে দেবেন। লোটাস টেম্পলে যাব, না না * দের মন্দির না, অন্য ধর্মের উপাসনা ঘর, গেছেন কোনদিন? না গিয়ে থাকলে চলুন একটা অভিজ্ঞতা হবে, আমি সপ্তাহে অন্তত একদিন যাই সুরমার সাথে কথা বলি, আপনিও আপনার হারিয়ে যাওয়া কাউর সাথে কথা বলতে পারেন সেখানে। সুরমা তো ডাকলেই চলে আসে, গিয়েই দেখুন না, ভালো না লাগলে আর কোনদিন যাবেন না ......পূবা অবাক হয়ে তাকিয়ে
..........চলুন, অভিজ্ঞতা সঞ্চয় করে আসি
পূবার অফিস থেকে ওই জায়গা কিছুটা দুরে। গাড়িতে চুপ করে বসে দুজনে
......পূবা দেবী, খেয়াল করেছেন কখনো, ইসলাম, চ্রিস্টান আর ইহুদি দের ধর্ম একই জায়গা থেকেই বলা যায়, সারা পৃথিবীতে ছড়িয়ে পরে। যিশু, হজরত মোহাম্মদ (sa)বা মোজেস মোটা মুটি একই পরিবেশ থেকে তাদের মত প্রচার করেন। আশ্চর্য লাগে , কি করে একই পরিবেশে থেকেও প্রায় একই জনজাতি ৩ টি আলাদা আলাদা ধর্ম গ্রহণ করেছে। বৌধ্হ ধর্ম আর * ধর্মও একই পরিবেশে ছড়িয়ে পড়েছে। সব ধর্মই শিখিয়েছে সৎ হতে, মানুষকে ভালবাসতে,সাহায্য করতে। এর ভিতর ইসলাম ধর্ম স্বতন্ত্র , কেন জানেন? পূবা না বলল
.......একমাত্র ইসলাম ধর্মেই সাম্যর কথা বলে। দেখবেন পৃথিবীর পিছিয়ে পরা, দারিদ্রক্লিষ্ট মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আফ্রিকার বিরাট জনসংখ্যা ওই ধর্ম কে বরণ করেছে। কেসিয়াস ক্লে ,বিশ্বর সেরা মুষ্টিযোদ্ছা নিজের সরকারের বিরুধ্যে গিয়ে ওই ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপ এর বিশাল অংশ এক সময় ইসলাম ধর্ম চারণ করত, এবং রাজনৈতিক ক্ষমতাও তাদের হাতেই ছিল এখন খালি তুর্কিরা আছেন। প্রচুর মসজিদ গুড়িয়ে গির্জা উঠেছে, যেমন ভারত বর্ষে, বৌধ্য মন্দির গুড়িয়ে মন্দির উঠেছে। এক বছর আগে আমাদের দেশেই ৪০০বছরের মসজিদ আমরা গুড়িয়ে দিলাম আর সরকার কিছু করলনা।
.........ঔরংগজেব শুনেছি , কাশির প্রাচীন মন্দির গুড়িয়ে মসজিদ করেছেন, বর্তমানে মহাদেব মন্দিরের পাশেই সেই মসজিদ আছে। ওই দোষে মোটামুটি সবাই সমান
.......ঠিক বলেছেন কিন্তু ঔরংগজেব কেন করেছিলেন সেইটা কি জানেন ? জানেননা শুনুন ,ঔরংগজেব তার সৈন্য নিয়ে পূর্ব ভারতের দিকে যাওয়ার পথে বিশ্রামের জন্য কাশীতে শিবির গাড়েন । সেনাপতিদের অধিকান্সই * ছিলেন, তাদের সাথে তাদের স্ত্রী রাও ছিলেন। আর ছিলেন ভালো সংখায় ছোট ছোট রাজা এবং রাজ মহিষীরা। এই রাজ মহিষীরা এবং * সেনাপতিদের স্ত্রী রা গঙ্গা স্নানে যান। সঙ্গে সৈন্য ছিল, কিন্তু তার ভিতরেও এক * রমনী কে চান করে ফেরার সময় পাওয়া যায়না। ২ দিন ধরে খুজেও পাওয়া যায়না, এক চর এসে ঔরংগজেব কে খবর দেয় যে মন্দিরের গর্ভ গৃহে তাকে লুকিয়ে রেখেছে।ঔরংগজেব আবারও চর পাঠায় এবং সেও একই খবর দেয়। তখন ঔরংগজেব সৈন্য পাঠায়, মন্দিরের ভিতরে। সৈন্য গিয়ে গর্ভ গৃহের একেবারে তলায়, যৌন অত্যাচারে ক্ষত বিখ্যত, সেই মহিলার মৃত দেহ উধ্হার করে। সেই মৃতদেহ দেখে, ঔরংগজেব আদেশ দেয় মন্দির গুড়িয়ে দিতে এবং মন্দিরের সব কটি পান্ডাকে হত্যা করতে। তারপর সেইখানে ওই মসজিদ গড়ে ওঠে আর মন্দির পাশে সরে যায়। আমি এই টা জেনেছি পশ্চিম বঙ্গের বহুল প্রচারিত এক বাংলা সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় একটা লেখা থেকে। যতদুর মনে পড়ছে লেখকের নাম গৌতম, পদবিটা মনে নেই। ছেলেবেলায় ইতিহাস এ পরেছি জিজিয়া কর * দের উপর চাপানো হয়েছিল ঔরঙ্গজেব এর সময়। খুব খারাপ , কিন্তু আপনি বা আমি কি কলেজ এর ইতিহাসে পড়েছি, সিপাই বিদ্রোহ দমন করে, সুশিক্ষিত, সংস্কৃতিবান, গণতন্ত্র দেশের ব্রিটিশ সৈন্যরা কামানের সামনে বিদ্রোহীদের বেঁধে গোলা ছুরত , শহর, বা লোকালয়ে গাছের ডালে বিদ্রোহীদের ফাঁসি দিত ? না, আমাদের ওই সব পড়ানো হতনা , এখনো হয়না। কারণ আমাদের শাসক শ্রেণী, ব্রিটিশ দের অনুকরণ করে। শাসক শ্রেনীর ভাষা, সংস্কৃতি, পোশাক সব কিছুই ওদের থেকে ধার নেওয়া, দেশের মানুষকে নিজের পায়ে দাড়াতে না দেওয়া, সত্য কে আড়াল করে নিজেদের স্বার্থ গুছিয়ে নেওয়া, যাতে আম * '. এক না হয়। তাহলে ওদের মুশকিল, তাই সুচতুর ভাবে খালি জিজিয়া কর পড়ায়,যাতে * রা '.দের উপর রেগে থাকে। * '.ের এই বিভেদ ব্রিটিশ দের সৃস্টি, divide and rule পলিসি চালিয়ে ১৯০ বছর ফোফা করে দিয়েছে আমাদের।
..........গুহ সাহেব, আপনিও কি আমার পঙ্কজ এর মত রাজনীতি তে জড়িয়ে পরেছিলেন, এই কথাই তো পঙ্কজ বলত
.........আমার ছোট ভাইটি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, আমার এক মাত্র ভাই, কোনো বোন্ নেই আমাদের পূবা দেবী .....উদাস মুখে বাইরের ঘনায়মান অন্ধকারের দিকে চেয়ে রইলো অসীম
বিরাট জায়গা নিয়ে ওই উপাসনা ঘর। সম্পূর্ণ হয়নি এখনো, কিন্তু পরিবেশ সুন্দর, ভিতরে ঢুকে আবছা অন্ধকার ঘরে অসীম আর পূবা একটু তফাতে বসলো। পূবার পাসে ৬০ বছরের মত বয়েস হবে, আভিজাত্য পূর্ণ, * পরা কিন্তু মুখ ঢাকা নেই এক ভদ্র মহিলা বসে। পূবা চোখ বন্ধ করে মনে মনে পঙ্কজকে স্বরণ করলো
.........প্রভা, প্রভা, আমি এসেছি প্রভা .....চমকে উঠে পূবা চেয়ার এ সোজা হয়ে বসলো,ঘাম বেরিয়ে গেছে পূবার ... জোরে জোরে নিশ্বাস নিচ্ছে,একটু থেমে খুব আস্তে " মাস্টারমশাই ,"
........হাঁ, প্রভা , এইত আমি, তোমার ভিতরেই আছি প্রভা, কেমন আছ তুমি,
.........ভালো আছি মাস্টারমশাই, কতদিন পর প্রভা ডাক শুনলাম। কেউ জানেনা,এইনাম, খালি তুমি,এই নামে আমায় ডাকতে পঙ্কজ,
........প্রভা দিপু কেমন হয়েছে, কিরকম দেখতে ওকে, তোমার মত না আমার মত ? নিশ্চই বড় হয়ে গেছে
........পঙ্কজ, ওকে যে কি সুন্দর দেখতে কি বলব, রেল এর এক বড় অফিসার দীপুকে বলেছে, সে জীবনে যৌবনের সৌমিত্র চ্যাটার্জি ছাড়া কোনো বাঙালি কে এত সুন্দর দেখেনি। মুখের কাঠামো আমার মত, কিন্তু নাক, চোখ,কপাল চুল ঠিক তোমার মত। আর কি বিচক্ষণ কি বলব, ২৩ বছরের ছেলে কিন্তু বিচক্ষণতায় ৬০ বছরের।
.......খুব লম্বা না!, চুল কি কোকড়ানো?
.......৬ ফুট লম্বা, না চুল তোমার মত, তপতী আমাদের মেয়ে তার চুল কোকড়ানো
........তপতী, সূর্য তনয়া, খুব সুন্দর নাম দিয়েছ প্রভা।আমার মেয়ে? খুব হাসে না, ছটফটে ?
.......সবসময় হাসে, হেসে গড়িয়ে যায়,
........ নিষ্পাপ মুখ নিশ্চই, বন্ধুদের সাথে খুব কথা বলে না? প্রভা আমি দেখতে পারছি, চঞ্চল তপতী,কলেজ এর পোশাকে, মাথায় কোকড়ানো এক রাশ চুল নিয়ে দ্রুত পায়ে হেটে যাচ্ছে, হাসিতে ভরিয়ে দিচ্ছে, সূর্য্য পর্যন্ত মুখ লুকায় তার হাসির সামনে,বন্ধুরা জড়িয়ে ধরছে , তাইনা প্রভা?
.......হাঁ , মাস্টারমশাই।
...বল, বল প্রভা, তুমি বলে যাও আমার তপতির কথা। বাড়ি তে তপতী, ঢুকেই 'মা ' খিদে পেয়েছে, খাবার দাও, তুমি দৌড়ে গিয়ে ব্যাগ খুলে নিলে, জুতো খুলে ছুড়ে দিল তপতী, তুমি রাগ করলে আর অমনি তোমাকে জড়িয়ে গালে চুমু দিল, তুমি হেসে দিলে প্রভা, তাইনা? বলে যাও প্রভা, তপতী বাড়িতে এলে কাজের লোকেরা পর্যন্ত হাসে, তাইনা প্রভা? তোমার বন্ধুরা সবাই তপতী কে দেখলে জড়িয়ে ধরে, তোমার গর্বে বুক ভরে ওঠে, প্রভা বল, থামবে না বলে যাও, তপতী কলেজ না গেলে দিদিমনিদের ক্লাস এ মন বসে না, খালি খুঁজে বেড়ায় সেই সদা হাস্যমুখটির, বন্ধুদের টিফিন খেতে ভালো লাগেনা , তপতী কলেজ বাস এ উঠলে, ড্রাইভার এর মুখ হাসিতে ভরে ওঠে, আরো ভালোবেসে বাস চালায়, এই ভেবে আমার বাস এ তপতী আছে ঠিক না প্রভা, আমি ঠিক বলছি তো, তাই তো প্রভা ? ওই তো ,ওই যে ,কলেজ এর রেজাল্ট হাতে সবার মাঝে তপতী, দেখো প্রভা, কেমন হাতের রেজাল্ট আকাশের দিকে তুলে লাফ দিচ্ছে তপতী,খুশি ছড়িয়ে পড়ছে সবাইয়ের মাঝে, কি অপূর্ব প্রভা, ছুটে যাচ্ছে তোমাকে দেখে, কল কল করে কত কথা বলছে, লক্ষ্য তারার দ্যুতি ওর মুখে .
.........তাই তো মাস্টার মশাই,ঠিক তাই, খুব সুন্দর আঁকে, দিপু ওকে অঙ্ক করায় । দিপু অঙ্কে সবার চাইতে ভালো, তপতী এইবার জয়েন্ট এ বসবে কলকাতায়, যাদবপুর এ ইঞ্জিনিয়ারিং পড়বে, পঙ্কজ
.........দারুন হবে প্রভা।
..... প্রভা , ওই তো তপতী দিপুর গলা দুই হাতে জড়িয়ে পা জোড়া করে ছোট ছোট লাফ দিয়ে দিপুর গালে চুমু দিচ্ছে, বাতি নিবিয়ে দিও প্রভা, ওই হাসির আলো সারা ঘর ভরিয়ে দেবে,ঠোট ফুলিয়ে অভিমান করেছে, দিপু বকেছে বলে, দিপু গালে চুমু দিল, প্রভা, আহ, প্রভা কি নির্মল, কি নিষ্পাপ হাসি , প্রভা খুব ইচ্ছা করছে একবার, সুধু একবার যদি বুকে নিতে পারতাম
হাজার তারার আলোয় ভরা, চোখের তারা তুই
স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই
কোথায় ছিলি কোথায় এলি, চাঁদের কনা তুই
স্বপ্ন দিয়ে সাজাই তোকে , কান্না দিয়ে ধুই
আর পারলনা,ডাক ছেড়ে পূবা হু হু করে কেঁদে উঠলো, সবাই চমকে ঘুরে দেখে , পাসে বসা সেই বয়স্কা মহিলা দু হাতে পূবাকে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন।সম্পূর্ণ অজানা, অচেনা, অন্যধর্মের, ক্ষনিকের সাথী এক মায়ের বয়েসী মহিলার বুকে মুখ রেখে আকুল কান্না কাঁদছে, সফল ব্যবসায়ী, ক্ষুরধার বুদ্ধি , প্রচন্ড ব্যক্তিত্য সম্পন্ন পূবা মালহোত্রা। উপাসনা ঘরের প্রতিটি মানুষ অবাক হয়ে জীবনের এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়ে রইলো। মহিলা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বাকিদের চোখের ইশারায় সরে যেতে বলে, " সব ঠিক হো জয়াগী, বেটি , রো . বেটি রো , জী ভরকে রো, উপরবলা দেখ রাহী হ্যায , রো বেটি, রো " পরম মমতায় ২ aug ১৯৭৬ এর ১৭ বছর ৪ মাস ১১ দিন পর ক্রন্দনরত সবিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন, এই * পরিহিত এক অপরিচিত মা । কোন টানে এক অপরিচিত ৪০ বয়েসের নারীকে বুকে টেনে নিতে পারে ভিন্ন ধর্মের এক মা? .
এপ্রিল মাসের শেষ দিকে তপুর পরিখ্যা। তার এক স্বপ্তাহ আগে দিপু আর কৌশিক তপুকে নিয়ে কলকাতা এলো। সঞ্জীব, আশ্চর্য, তপুকে শুয়ে শুয়ে জড়িয়ে ধরে কেবল একটি মাত্র কথা বলল। "" তপু, আমি মন থেকে চাই তুই ওখানে চান্স পাস, আর নিজের বাড়িতে থেকে ইঞ্জিনিয়ারিং পড়িস। তোকে দেখতে না পেলে খুব কষ্ট হবে, কিন্তু তাতে কিছুটা পাপের প্রাস্চিত্ত্য হবে।"" .প্রথম দর্শনে প্রতিবেশীরা তপুকে দেখে হতবাক হয়ে চেয়ে রইলো।কলকাতার অন্যতম পয়সাওলা এলাকা, " পৃথিবীর সর্বস্রেঠ সুন্দরী দেখতে পাওয়া যায়, গড়িয়াহাট মোড়ে". (বুদ্ধদেব বসুর উক্তি) সেইরকম এলাকাতেও তপু অনন্যা। সুন্দরীদের অভাব নেই, কিন্তু তপুর রূপ তাদের অবাক করে দিল। দিপু তপুকে নিয়ে লেকের সেই রেলিং দেখালো আর হজমিবালা কে। সে দীপুকে দেখে আবেগে কথাই বলতে পারছিল না প্রথমে
.........সাহেব আপনি কাকাকে দেখতে গেছিলেন, ভাবতেই পারছিনা। কাকা বলেছে আপনি তাকে অনেক টাকা দিয়েছেন। আপনি অন্যরকম, সাহেব।
.........ঠিক আছে আমি অন্যরকম। এই আমার বোন্, প্রথম কলকাতা এসেছে তুমি ভালো করে মশলা বানিয়ে দাও। দুটো বানাবে একটা আমার আর একটা ওর। হজমিবালা শুধু বানিয়েই দিল না পয়সাও নিল না, কিছুতেই। তপু মুখে নানা রকম শব্দ করতে করতে মশলা খেতে লাগলো। পরিখ্যার ঠিক ২ দিন আগে পূবা, দীর্ঘ ১৭ বছর ৫ মাস সময়ের ব্যবধানে এলো, তারছেড়ে যাওয়া ভালবাসার বাড়িতে ।দিপুর ঘর বা তার নিজের ঘরে ঢুকে কিছুটা বিব্হল হয়ে চুপ করে থাকলো। ধাতস্ত হলো ধীরে ধীরে । পরিখ্যার দুই দিনই দিপু, কৌশিক,পূবা সারা দিন পরিখ্যা কেন্দ্রের সামনেই কাটাল। শেষের দিনএর শেষ পরিখ্যা কেমিস্ট্রি, এক ঘন্টা বাদে দলে দলে ছেলে মেয়ে বেরুতে লাগলো হতাশ মুখে। " ভিশন শক্ত প্রশ্ন, হবে না" তাদের মুখে শুনে দিপু আর পূবা একটু টেনশন এ পরে গেল কৌশিক
.........ভয় নেই, তপুর ভালো হবে। কেমিস্ট্রি তে তপু সত্যি ভালো। ভয় পাবার কিছু নেই। পোর খাওয়া মাস্টার কৌশিক ঠিকই বলেছিল। তপু বেরুলো হাসতে হাসতে একবারে শেষে। মুখ দেখেই মা, ছেলে বুজলো চান্স পাবেই, খালি rank নিয়ে চিন্তা। বেশ খুশি তপু,কৌশিকের দিকে তাকিয়ে সুধু একবার হাসিমুখে বলল
.......থাঙ্কস। তুমি সত্যি ভালো বুঝিয়েছিলে। আমার কোনো অসুবিধায় হয়নি।
কৌশিক ওই বাড়িতেই আচ্ছে, যেহেতু তার বাবা মা এখন দিল্লিতে থাকে।২ দিন বাদেই চলে যাবে, নিজের পড়াশোনা আছে তাই। রাতে সবাই এক সাথে খেতে বসেছে, ডাইনিং টেবিল প্রণব এর দাদুর সময়কার। বার্মা টিক দিয়ে বানানো, ৮ জনের বসার মত। শিবুও সেই রাতে ওদের সাথে খাচ্ছে কিন্তু একটাও কথা বলছেনা। কনা, ছোট চিংড়ি মাছের বাটি চচ্চরি বানিয়েছে, দিপু চেটে পুটে খেয়ে উকি মেরে
...............আর আছে? ...একটু অবাক হয়ে চেয়ে কনা সম্পূর্ণ বাটিটা দিপুর পাতে ঢেলে দিল .
........আরে কাকিমা কি করছ, তোমার তো থাকলো না ? ...কনা এক অপূর্ব হাসি দিল সবার জন্য
..........দিদি, জীবনে আজ প্রথম দিপু কিছু চাইল, না দিয়ে পারি, তুমিই বল ?
..........তুই ভাগ্যবতী কনা, তবুও তো চাইল,আমার ভিখ্যার ঝুলি এখনো ফাঁকা রে!
দিপু মুখে হাসি লেপ্টে মাথা নাড়িয়ে নাড়িয়ে মন দিয়ে খেতে থাকল। তারপর চিতল মাছের ম্যুঠা।
.........মা খেয়ে দেখো এটা মাছ, কি দারুন কাকিমা , জীবনে খাই নি ....তপু প্রথম ম্যুঠা মুখে দিয়ে আনন্দে চিত্কার করে উঠলো। পূবা নিজের পাত থেকে তুলে দিল তপুর পাতে
.......তুই আমার থেকে নে, দিপু চিংড়ি নিয়ে নিয়েছে, তুই যদি ম্যুঠা নিয়ে নিস, কনা সুধু ভাত খাবে
.......কি করছ দিদি, তুমি আমার জায়গায় থাকলে কি করতে, তুমি আমার থেকে নাও। ...... কনার গলায় অনুযোগ
.......তুই যা করেছিস তাই করতাম .......পূবা, খুশি ঝরে পড়ছে স্বরে
.......all mothers are alike ......বড় বৌদি তোমার মনে আছে, চার্লস বলে একটা জার্মান ছেলে বাংলাদেশ যুদ্ধের সময় এসেছিল help নিয়ে, এখানে ছিল কয়েকদিন? ....প্রণব প্রথম মুখ খুলল, পূবাকে প্রশ্ন করে
........বুঝেছি, তুই কোন কথাটা বলছিস। শোন সবাই, বাড়ির তিন ছেলে আর চার্লস রাতে খেতে বসেছে। মা ছানার ডালনা করছিলেন,খেয়ে চার্লস বলেছিল, খুব ভালো খেতে, এটা কি দিয়ে বানানো? মাস্টারমশাই তখন মা কে বলে "" মা, খুব ভালো লেগেছে ওর, জানতে চাইছে কি দিয়ে বানানো"". শুনেই মা প্রায় সম্পূর্ণটাই চার্লস এর প্লেট এ ঢেলে দেয়। সে তো না না করছে, কে কার কথা শোনে, চার্লস তখন এক গাল হেসে বলেছিল "" আমার মাকে খেতে খেতে যদি একবার বলি এই রান্নাটা ভালো হয়েছে, বয়স , সম্পূর্ণটাই ঢেলে দেবে all mothers are alike,”” কি রে তাই তো?
..........বাব্বা, তোমার এখনো মনে আছে! আমি নিজের বলে চালানোর তালে ছিলাম, তা আর হলো না .....পুনুর কথায় সবাই হেসে উঠলো
.........কনা তোদের দেশ কোথায় রে, ওপার বাংলায় নিশ্চই, না হলে এইরকম চিতল মাছের রান্না কি করে করলি?
..........ময়মনসিং। মাকে দেখেছি করতে, তখনি শিখেছি। আর ও খুব ভালো খায়। মেয়েরা তো এই পেলে, কিছু বলতে হয়না, চেটে পুটে খায়।
........কি রে শিবু, তুই কিছু বলছিস না কেন ..... পূবা শিবুকে জিজ্ঞাসা করলো
......বলতে গেলে কেঁদে দেব জ্যাঠাই মা। আজ জীবনে এই প্রথম এই পাড়ার কোনো বাড়িতে এক সাথে খাচ্ছি, তাই কোনো কথা বলছিনা। চা পর্যন্ত খেতে বলেনি কেউ কোনদিন। কারণ কি জানো জ্যাঠাই মা, আমার বাবা মোটর গ্যারেজ এর মেকানিক। আরে বাবা , সেটাও তো কাজ তাই না ......
........শোন হতভাগা, মন খারাপ করিস না। এইটাই আমাদের মত semi feudal societyর নিয়ম। বুঝিয়ে বলতে গেলে সময় লাগবে, বুঝেছিস। দিপু শিবুকে বন্ধুর মতই বলল
.........সেটা কি আমার মাথায় ঢুকবে, পড়াশোনার ব্যাপার না হলে বুজব, আর তুই যে কথাটা বললি, বাবার মুখে অনেকবার শুনেছি। কিন্তু বাবা বুঝিয়ে বলতে পারেনি। জিনিষটা কি? স্বভাব সিধ্হ ভঙ্গিতে শিবু দীপুকে প্রশ্ন ছুড়ে দিল
.........শোন তাহলে, বড় বৌদি, কনা ভুল বললে ধরিয়ে দিয। feudal societyর আসল শক্তি হলো জমি। জমির মালিকের হাতেই সব ক্ষমতা। জমিতে যে ফসল উত্পন্ন হয়, তার মালিক জমির মালিক।কিন্তু যে ফসল ফলায় তাকে শুধু বেঁচে থাকার জন্য কিছু দেওয়া হয়, যাতে সে না মরে। বেঁচে থেকে মালিকের ফসল উত্পন্ন করে।১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত করে ইংরেজরা। তার আগে ভারতে একটি গ্রামের যত জমি থাকত তার মালিক হত সেই গ্রামের সবাই। অর্থাত ফসল উত্পন্ন হলে সবার তাতে অধিকার থাকত। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত করে ইংরেজরা জমিদার সৃস্টি করলো, যারা ইংরেজদের বছরে নজরানা দেবে, আর ইংরেজদের হয়ে গ্রামে থাকবে। মানে, কোনো বিদ্রোহ বা আন্দোলন হলে যাতে গ্রাম থেকে ইংরেজদের কাছে খবর যায়,আর ওই বিদ্রোহ বা ইংরেজদের বিরুধ্যে লোকেদের ঠান্ডা করানোর কাজে সাহায্য করবে। । সমস্ত পৃথিবীতেই এই রকম ছিল, কিছু তফাত থাকত দেশ বিদেশে। কিন্তু মোটের উপর এই রকমই ছিল। একটা ভালো বাংলা বই আছে, না তোর্ ভয় নেই, লেখাপড়ার বই না , কিন্তু পড়তে ভালো লাগে।সুপ্রকাশ রায় এর লেখা, যদি পড়িস বুজতে পারবি, অসুবিধা হবে না , কাকিমার কাছে আছে, ইচ্ছা করলে নিতে পারিশ। এখন এই অবস্থায় মানুষ কে চিন্হিত করা হয়, তার সামাজিক অবস্থানে। জমিদারসবার উপরে, তারপর নায়েব, বড় জমির মালিক এই ভাবে। তাদের মাথায় কি আছে, তারা গাধা না গরু সেটা কোনো ব্যাপার না, সমাজে তার কি অবস্থা সেটাই আসল ব্যাপার। যেমন ধর আমার ব্যাঙ্ক এ আমার তলার কর্মচারীরা আমার সামনে সিগারেট খেলে সেটা আমাকে অসম্মান করা হবে। তার বিরুধ্যে ব্যাঙ্ক শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারে। কিন্তু সে তো তার শ্রম, লেখাপড়া, বুদ্ধি এইসব ব্যাঙ্ক এ দিয়ে রোজগার করছে আর তার থেকে সিগারেট কিনে খাচ্ছে, অন্যায় তো করছে না। কিন্তু সে পারবে না। এইটাই এই সমাজের নিয়ম। কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটল কি ভাবে জানিস। রেল গাড়ির ইঞ্জিন আবিষ্কার দিয়ে। ছোট করে বোঝাতে গেলে এটাই বলতে হয়। ওই আবিষ্কার জমি থেকে কারখানায় টেনে আনলো শ্রম আর পুঁজি কে, শ্রমিকের সৃস্টি হলো, বিপ্লব হলো পশ্চিম দেশে, ভারতেও তার ঢেউ লাগলো। প্রথমে কাপড় কল, চটের কল, ধীরে ধীরে আরো অন্য সব কারখানা হলো, নতুন নতুন জিনিস আবিষ্কার হলো, মানুষের সমাজ পাল্টে যেতে লাগলো। তার ফলে নতু সমাজের জন্ম হলো, যেখানে পুঁজি আসল শক্তি। এই সমাজ ওই feudal societyর থেকে উন্নত সমাজ। যেমন দেখ, শোনা যায় , জাপানে কারখানার শ্রমিক থেকে ম্যানেজার সবাই একই জায়গায় খায়। শ্রমিক তার ম্যানেজার এর সামনে সিগারেট খেলে অসম্মান দেখানো হয়না। কারণ এই সমাজে শ্রমের মুল্য/সম্মান দেওয়া হয়। কোনো প্রফেসর এর ছেলে যদি আমেরিকা তে ট্যাক্সি চালায় সেটা অসম্মানের না।কারণ যা বললাম তাই। আমি যা বললাম , তা খুব ছোট করে বললাম। এই নিয়ে বিশাল বিশাল বই লিখছেন পন্ডিত এরা ...একটানে অন্নেক্ষণ বলে পুনু থামল
.........একেবারে দাদার ভাইটি ....সপ্রসংসা দৃষ্টি তে বলল পূবা
........ছোটকা, আমি MP সাহেবের বাড়িতে .DD.KOSHAMBI বলে একজনের একটা দারুন বই পড়েছিলাম এই FEUDAL সমাজ নিয়ে।
..........দিপু, তুই তো আমাকে অবাক করে দিলি রে, কনার স্বরে বিস্ময় ...... “” ভারতের এই ব্যবস্থা নিয়ে সব চাইতে ভালো লিখছেনRam soron Sharma , ওনার মতন ব্যক্তিরই 'ভারত রত্ন' পাওয়া উচিত। দেশের গর্ব উনি।পাটনায় থাকেন,।ওনার আর একটা বই আছে, যদি পারিস তো পড়িস SHUDROS IN ANCIENT INDIA , বিশাল মোটা বই, একবারে পড়া মুশকিল,কিন্তু খুব ভালো বই"
..........কাকিমা তুমি কি করে জানলে এইসব ...এইবার তপুর প্রশ্ন
...........আমি ইতিহাসের ছাত্রী রে, MA পাস করেছিলাম, কিন্তু এই ট্রান্সফার এর চাকরির জন্য আর কলেজে পড়াতে পারলাম না। কিন্তু পড়ি, এখনো পড়ি, সুধু জানার জন্য। আচ্ছা তুই তো কলকাতার সবচাইতে গর্বের জায়গা কলেজ স্ট্রিট দেখিসনি, তোকে আমি নিয়ে যাব, মেট্রো তে করে। আমার মাথায় এসেছে তোকে একটা বই উপহার দেওয়ার। দিপু যার নাম করলো, সেই DD.KOSHAMBI র ""MYTH AND REALITY "". ওই বই পড়লে, TV তে মহভারত এরপর দেখলে হাসি পাবে।
....শিবু , পুনু খুবই ভালো করে বলেছে, তবে ছোট করে। কোনো জিনিস উত্পাদন করতে লাগে জমি, শ্রম,পুঁজি আর, ঝুকি। যেমন ধর এই এখন ১৯৯৪ সালে কম্পুটার নিয়ে হইচই হচ্ছে। ১০-১২ বছর আগে যারা ঝুকি নিয়ে এতে পয়সা ঢেলেছিল, তারা এখন আকাশ ছুতে পারে এমন লাভ করছে। এইটাই হচ্ছে ঝুকি, যেটা তারা ১০-১২ বছর আগে নিয়েছিল। এই ৪টেকে বলে factors of production. এক, এক অর্থনৈতিক অবস্থায় এই ৪ টের ভিতরের সম্পর্ক পাল্টে যায়। feudal societyর যেমন মূল চালিকা শক্তি জমি, capitalism এর মূল চালিকা শক্তি পুঁজি। কিন্তু capitalism উন্নত অর্থনৈতিক অবস্থা, তাই এর মূল্যবোধ উন্নত। এর চাইতেও উন্নত সমাজের জন্য, শোষণ মুক্ত সমাজের জন্য, তোর্ বাবা, দিপুর বাবা লড়াই করেছিলেন। পারেনি, কিন্তু লড়াইটা ছিল। এই তোকে যে এ পাড়ার লোকেরা পাত্তা দেয়না, এইটাই পাল্টে যাবে, তোকে আমি কথা দিলাম, তুই আর আমি দুজনে ব্যবসা করব। প্রমোটারী, দেখবি, তোকে আপনি, শিবেন বাবু বলে লোকে ডাকবে, তুই শুধু আমার কথামত চল। ...............অবাক হয়ে শিবু পূবার কথা শুনতে শুনতে হঠাত চেয়ার ছেড়ে সোজা টেবিল এর তলা দিয়ে পূবার পা জড়িয়ে ধরে কেঁদে দিল l
.......তোকে আমার হিংসা হয়, তুই দীপুকে বড় করেছিস, আমি পারিনি। তুই দিপুর সত্যি কারের মা রে কনা, ...কনা ঝুকে প্রনাম করে,
.......কিছুই করতে পারিনি দিদি, প্রবল ইচ্ছা থাকলেও করতে পারিনি, ও নিজেই বড় হয়েছে, মানুষ হয়েছে, দিপুর মত ছেলে পাওয়া সাত জন্মের ভাগ্য দিদি, কোনদিন কিছু চাইত না, ও যদি বলত ওর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, গয়না বিক্রি করে মাস্টার রাখতাম। জানো, আমরা বাড়ি ছাড়ার আগের দিন ওর ছোটকা জিজ্ঞাসা করেছে' তোর্ টাকা আছে তো '...বলে হাঁ, আছে ১৮ টাকার মত, চলে যাবে। ভাবতে পার , তবুও বলবেনা, যে আমায় দাও,বুঝে নিতে হত। এই হারটা আমায় দিয়েছে, আমি চিরকাল পরব। দিপু তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, যেদিন আমি তোকে মাদুলি পরিয়ে দিলাম, তার পর থেকে তোর্ জীবন আমূল পাল্টে গেছে। বাবা, মা এদের আশির্বাদ সাথে থাকলে ভালো হবেই।
....আরে তাইত। আশ্চর্য,খেয়াল করিনি আগে, you are great kakima. সুধু ওই রাত জেগে বসে থাকা, উফ, ১০টার ভিতর ফিরতেই হত। বসে থাকবে খাবার নিয়ে
.......দিপু প্রথম দিনই আমাকে বলেছে, " কাকিমা না থাকলে আমি ভেসে যেতাম", তুইই করেছিস, দিপু তুই পুনু কে কিছু দিসনি, ,বোনেদের ও দিসনি, কেন? দিতে হয়, তুই এখন রোজগার করছিস, দিতে হয় ..প্রণবের দুই মেয়ে এসে প্রনাম করলো পূবাকে
…….......বলেনিত কেউ, কালকেই দেব, তোমাকেও দেব, কাকিমা তুমি কাল আমার সাথে যাবে, মাসি বলল কাকিমার জন্য নিয়ে যা, ইশ, sorry ছোটকা। এই তোরা বল কি নিবি
.....বাহ, সবাই পাবে আর আমি বাদ? তপু বলল
......ঠিক আছে, সবার জন্য কাল কিনব। আমি এখন বেশ ভালো পয়সা রোজগার করি কাকিমা, পয়সা হ্যায় মেরা আভি, তুমিও তো কিছু বলে দাওনি মা ...বেশ খুশি আজ দিপু ….সবাই হেসে উঠলো একসাথে
.......মিনি, নিনি ইনি তোদের বড় জ্যাঠাই মা ,..প্রণব আস্তে করে বলল ...পূবা দুই মেয়েকে কাছে টেনে
.......দুটি তো তপুর মুখ বসানো , না রে পুনু,
........হাঁ বড় বৌদি, সবকটাকেই দেখলেই বোঝা যায় বোন্ বলে
........বড় বৌদি ..তপু আর নিজের দুই মেয়েকে অন্য ঘরে যেতে বলে ......মা মৃত্যুর আগে তোমাকে খুব দেখতে চেয়েছিলেন। কিন্তু তোমার কোনো খোজ আমি যোগার করতে পারিনি, তোমার বাবা বা ভাই কেউ কিছু খবর দিতে পারেনি, তোমার উপর খুব রাগ হয়েছিল, কোনো সম্পর্ক না রাখার জন্য। তোমার তো মাত্র ২১ বছর বয়েস, তুমি কি সারা জীবন বিধবা থাকবে, আমরা কেউই চাইনি সেটা, কিন্তু কোনো যোগাযোগ না রাখতে অভিমান হয়েছিল, খুব মনে হত তুমি আর আমি সিনেমা যেতাম,মেনকা, প্রিয়া, বসুস্রী। কত সিনেমা একসাথে দেখেছি বল, "ববি , ইয়াদো কি বরাত, শোলে , এন্টার দি ড্রাগন, সতরঞ্জ কি খিলাড়ি, কলকাতা '৭১ " আরো কত সিনেমা আমরা দুজনে দেখেছি, আর সেই তুমি আমাকে একদম ভুলে গেলে, খুব অভিমান হয়েছিল, না লুকিয়ে সত্যি বলছি .....পূবা এসে প্রণবের পাসে বসে দুই হাত নিজের হাতে নিয়ে
.......ভুলিনিরে, কিছুটি ভুলিনি, শীতের রাতে এক লেপের তলায় শুয়ে, তোতে আমাতে গল্প, কিচ্ছু ভুলিনি, কিন্তু কেন যোগাযোগ রাখিনি পরে বলব, দিপু হয়ত কিছু বলেছে, আজ না রে, আর শোন আমি ওই বাড়িতেই, তিনতলার সেই ঘরেই থাকব, কয়েকটা বছর যেতে দে। তপুর একটা ভালো ছেলের সাথে দিপু বিয়ে দিক, সব ছেড়ে ওই বাড়িতেই থাকব। ব্যবসাটা দুই ভাই বোনের ভিতর ভাগ করে দিয়ে দেব। সবথেকে মিস করতাম মাকে। নিজের মার থেকেও ভালবাসতাম, কিন্তু অপরাধ করেছি পুনু, ক্ষমার অযোগ্য, তবুও বলি, ক্ষমা করেদে। তোদের সাথেই শেষ জীবন কাটাব, কথা দিলাম
........আজ এই কথা গুলো থাকনা, এখন তো ফিরে পেলে, পরে বলতে
........নারে কনা, পুনুর কোথায় কোনদিন মনে করবনা। খুব ভালবাসত আমাকে, বোন্ ছিলনা, আমাকে পেয়ে সেই আশ মিটিয়েছিল, তুই কাছে আয় ....বলে ব্যাগ থেকে এক জোড়া ভারী বালা বের করে কনাকে দিয়ে .....মা তার বেশিরভাগ গয়না আমাকে দিয়েছিলেন, একটাও ভাঙ্গিনি বা কাউকে দিইনি , নিজের জন্য দুই একটা রেখে বাকি গুলো ৩ মেয়েকে দেব বিয়ের সময়, এই দুটো তুই নে,please না করিস না .....কনা অবাক হয়ে চেয়ে রইলো
.........আরে নাও, বাপের বাড়ির থেকে পাওয়া কত গয়না দাদাকে দিয়েছে পার্টি করার জন্য, অমি তো জানি,
রাত প্রায় ১২ টা অবধি গল্প চলল। তার ২ দিন পর সবাই মিলে আগ্রা ঘুরতে গেল। সাতদিন পূবা রোজ বাড়ি থেকে দুবেলা খাবার পাঠিয়েছে।বিরজুর বাড়ি তে দিপু আর পূবা , কনা আর প্রণব কে নিয়ে এলো। বিরজু অসম্ভব খুশি ওদের দেখে
....অফ, দিপুর মুখে তো কাকিমার কত কথা, আজ পরিচয় হলো কাকিমার সাথে। কাকিমা না মা, পূবা দেবী? আপনি তো একেবারে পাল্টে গেছেন, কিসের ছোয়া লেগেছে? পূবা হেসে দীপুকে দেখিয়ে দিল। বিরজু হেসে দীপুকে কাছে ডেকে বসিয়ে ....".আমার স্ত্রী শোভা মানত করেছে যে আমাদের সন্তানেরা যেন দিপুর মত হয়। এইরকম সন্তান যে কোনো বাড়ির সবাইয়ের গর্ব, দিপু আমার অত্যন্ত বিশ্বাসের পাত্র। রাধা জীবনে এই একটা ভালো কাজ করেছে, দীপুকে আমার কাছে পাঠিয়েছে।আমার দাদা, বৌদি, ভাইঝি সবাই দিপুর কথা জিজ্ঞাসা করে। প্রণব বাবু, অসাধারণ স্মৃতিশক্তি, আপনার ছেলেই বলব। কাকিমা ভাগ্যবতী আপনি। অবাক করেছেন আমাকে পূবা দেবী, আমার খুব ভালো লেগেছে, আপনার এত সুন্দর রূপ আগে দেখিনি,মনে করবেন না আমার কথায় ।
......কি যে বলেন MP সাহেব, কোনটা মন থেকে বলা, আমি বুজতে পারি ...হাসি মুখে উত্তর দিল পূবা, পুনু আর কনা, এমনকি বিছানায় সুয়ে থাকা সঞ্জীব কে পর্যন্ত দেখে এলো। বিদায়ের দিন পূবা আর দিপু গিয়ে এয়ারপোর্ট এ ছেড়ে এলো। পূবা ,তপুর জয়েন্ট এর পরিখ্যার সময় ওই বাড়িতে গিয়ে থাকবে বলে কথা রইলো।
dec এর ১৩ তারিখ। পূবার জীবনের এক স্বরনীয় দিন। অসীম গুহ,পূবার ফ্যাক্টরি তে কনসালটেন্ট হিসাবে জয়েন করেছেন। ছন্দা, সৌগতর সাথে আবার সমুদ্রে ভাসতে গেছে। বিকাল বেলায় অসীম
.....পূবা দেবী, আজ গাড়ি আনিনি, আমাকে একটা জায়গায় একটু পৌছে দেবেন। লোটাস টেম্পলে যাব, না না * দের মন্দির না, অন্য ধর্মের উপাসনা ঘর, গেছেন কোনদিন? না গিয়ে থাকলে চলুন একটা অভিজ্ঞতা হবে, আমি সপ্তাহে অন্তত একদিন যাই সুরমার সাথে কথা বলি, আপনিও আপনার হারিয়ে যাওয়া কাউর সাথে কথা বলতে পারেন সেখানে। সুরমা তো ডাকলেই চলে আসে, গিয়েই দেখুন না, ভালো না লাগলে আর কোনদিন যাবেন না ......পূবা অবাক হয়ে তাকিয়ে
..........চলুন, অভিজ্ঞতা সঞ্চয় করে আসি
পূবার অফিস থেকে ওই জায়গা কিছুটা দুরে। গাড়িতে চুপ করে বসে দুজনে
......পূবা দেবী, খেয়াল করেছেন কখনো, ইসলাম, চ্রিস্টান আর ইহুদি দের ধর্ম একই জায়গা থেকেই বলা যায়, সারা পৃথিবীতে ছড়িয়ে পরে। যিশু, হজরত মোহাম্মদ (sa)বা মোজেস মোটা মুটি একই পরিবেশ থেকে তাদের মত প্রচার করেন। আশ্চর্য লাগে , কি করে একই পরিবেশে থেকেও প্রায় একই জনজাতি ৩ টি আলাদা আলাদা ধর্ম গ্রহণ করেছে। বৌধ্হ ধর্ম আর * ধর্মও একই পরিবেশে ছড়িয়ে পড়েছে। সব ধর্মই শিখিয়েছে সৎ হতে, মানুষকে ভালবাসতে,সাহায্য করতে। এর ভিতর ইসলাম ধর্ম স্বতন্ত্র , কেন জানেন? পূবা না বলল
.......একমাত্র ইসলাম ধর্মেই সাম্যর কথা বলে। দেখবেন পৃথিবীর পিছিয়ে পরা, দারিদ্রক্লিষ্ট মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আফ্রিকার বিরাট জনসংখ্যা ওই ধর্ম কে বরণ করেছে। কেসিয়াস ক্লে ,বিশ্বর সেরা মুষ্টিযোদ্ছা নিজের সরকারের বিরুধ্যে গিয়ে ওই ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপ এর বিশাল অংশ এক সময় ইসলাম ধর্ম চারণ করত, এবং রাজনৈতিক ক্ষমতাও তাদের হাতেই ছিল এখন খালি তুর্কিরা আছেন। প্রচুর মসজিদ গুড়িয়ে গির্জা উঠেছে, যেমন ভারত বর্ষে, বৌধ্য মন্দির গুড়িয়ে মন্দির উঠেছে। এক বছর আগে আমাদের দেশেই ৪০০বছরের মসজিদ আমরা গুড়িয়ে দিলাম আর সরকার কিছু করলনা।
.........ঔরংগজেব শুনেছি , কাশির প্রাচীন মন্দির গুড়িয়ে মসজিদ করেছেন, বর্তমানে মহাদেব মন্দিরের পাশেই সেই মসজিদ আছে। ওই দোষে মোটামুটি সবাই সমান
.......ঠিক বলেছেন কিন্তু ঔরংগজেব কেন করেছিলেন সেইটা কি জানেন ? জানেননা শুনুন ,ঔরংগজেব তার সৈন্য নিয়ে পূর্ব ভারতের দিকে যাওয়ার পথে বিশ্রামের জন্য কাশীতে শিবির গাড়েন । সেনাপতিদের অধিকান্সই * ছিলেন, তাদের সাথে তাদের স্ত্রী রাও ছিলেন। আর ছিলেন ভালো সংখায় ছোট ছোট রাজা এবং রাজ মহিষীরা। এই রাজ মহিষীরা এবং * সেনাপতিদের স্ত্রী রা গঙ্গা স্নানে যান। সঙ্গে সৈন্য ছিল, কিন্তু তার ভিতরেও এক * রমনী কে চান করে ফেরার সময় পাওয়া যায়না। ২ দিন ধরে খুজেও পাওয়া যায়না, এক চর এসে ঔরংগজেব কে খবর দেয় যে মন্দিরের গর্ভ গৃহে তাকে লুকিয়ে রেখেছে।ঔরংগজেব আবারও চর পাঠায় এবং সেও একই খবর দেয়। তখন ঔরংগজেব সৈন্য পাঠায়, মন্দিরের ভিতরে। সৈন্য গিয়ে গর্ভ গৃহের একেবারে তলায়, যৌন অত্যাচারে ক্ষত বিখ্যত, সেই মহিলার মৃত দেহ উধ্হার করে। সেই মৃতদেহ দেখে, ঔরংগজেব আদেশ দেয় মন্দির গুড়িয়ে দিতে এবং মন্দিরের সব কটি পান্ডাকে হত্যা করতে। তারপর সেইখানে ওই মসজিদ গড়ে ওঠে আর মন্দির পাশে সরে যায়। আমি এই টা জেনেছি পশ্চিম বঙ্গের বহুল প্রচারিত এক বাংলা সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় একটা লেখা থেকে। যতদুর মনে পড়ছে লেখকের নাম গৌতম, পদবিটা মনে নেই। ছেলেবেলায় ইতিহাস এ পরেছি জিজিয়া কর * দের উপর চাপানো হয়েছিল ঔরঙ্গজেব এর সময়। খুব খারাপ , কিন্তু আপনি বা আমি কি কলেজ এর ইতিহাসে পড়েছি, সিপাই বিদ্রোহ দমন করে, সুশিক্ষিত, সংস্কৃতিবান, গণতন্ত্র দেশের ব্রিটিশ সৈন্যরা কামানের সামনে বিদ্রোহীদের বেঁধে গোলা ছুরত , শহর, বা লোকালয়ে গাছের ডালে বিদ্রোহীদের ফাঁসি দিত ? না, আমাদের ওই সব পড়ানো হতনা , এখনো হয়না। কারণ আমাদের শাসক শ্রেণী, ব্রিটিশ দের অনুকরণ করে। শাসক শ্রেনীর ভাষা, সংস্কৃতি, পোশাক সব কিছুই ওদের থেকে ধার নেওয়া, দেশের মানুষকে নিজের পায়ে দাড়াতে না দেওয়া, সত্য কে আড়াল করে নিজেদের স্বার্থ গুছিয়ে নেওয়া, যাতে আম * '. এক না হয়। তাহলে ওদের মুশকিল, তাই সুচতুর ভাবে খালি জিজিয়া কর পড়ায়,যাতে * রা '.দের উপর রেগে থাকে। * '.ের এই বিভেদ ব্রিটিশ দের সৃস্টি, divide and rule পলিসি চালিয়ে ১৯০ বছর ফোফা করে দিয়েছে আমাদের।
..........গুহ সাহেব, আপনিও কি আমার পঙ্কজ এর মত রাজনীতি তে জড়িয়ে পরেছিলেন, এই কথাই তো পঙ্কজ বলত
.........আমার ছোট ভাইটি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, আমার এক মাত্র ভাই, কোনো বোন্ নেই আমাদের পূবা দেবী .....উদাস মুখে বাইরের ঘনায়মান অন্ধকারের দিকে চেয়ে রইলো অসীম
বিরাট জায়গা নিয়ে ওই উপাসনা ঘর। সম্পূর্ণ হয়নি এখনো, কিন্তু পরিবেশ সুন্দর, ভিতরে ঢুকে আবছা অন্ধকার ঘরে অসীম আর পূবা একটু তফাতে বসলো। পূবার পাসে ৬০ বছরের মত বয়েস হবে, আভিজাত্য পূর্ণ, * পরা কিন্তু মুখ ঢাকা নেই এক ভদ্র মহিলা বসে। পূবা চোখ বন্ধ করে মনে মনে পঙ্কজকে স্বরণ করলো
.........প্রভা, প্রভা, আমি এসেছি প্রভা .....চমকে উঠে পূবা চেয়ার এ সোজা হয়ে বসলো,ঘাম বেরিয়ে গেছে পূবার ... জোরে জোরে নিশ্বাস নিচ্ছে,একটু থেমে খুব আস্তে " মাস্টারমশাই ,"
........হাঁ, প্রভা , এইত আমি, তোমার ভিতরেই আছি প্রভা, কেমন আছ তুমি,
.........ভালো আছি মাস্টারমশাই, কতদিন পর প্রভা ডাক শুনলাম। কেউ জানেনা,এইনাম, খালি তুমি,এই নামে আমায় ডাকতে পঙ্কজ,
........প্রভা দিপু কেমন হয়েছে, কিরকম দেখতে ওকে, তোমার মত না আমার মত ? নিশ্চই বড় হয়ে গেছে
........পঙ্কজ, ওকে যে কি সুন্দর দেখতে কি বলব, রেল এর এক বড় অফিসার দীপুকে বলেছে, সে জীবনে যৌবনের সৌমিত্র চ্যাটার্জি ছাড়া কোনো বাঙালি কে এত সুন্দর দেখেনি। মুখের কাঠামো আমার মত, কিন্তু নাক, চোখ,কপাল চুল ঠিক তোমার মত। আর কি বিচক্ষণ কি বলব, ২৩ বছরের ছেলে কিন্তু বিচক্ষণতায় ৬০ বছরের।
.......খুব লম্বা না!, চুল কি কোকড়ানো?
.......৬ ফুট লম্বা, না চুল তোমার মত, তপতী আমাদের মেয়ে তার চুল কোকড়ানো
........তপতী, সূর্য তনয়া, খুব সুন্দর নাম দিয়েছ প্রভা।আমার মেয়ে? খুব হাসে না, ছটফটে ?
.......সবসময় হাসে, হেসে গড়িয়ে যায়,
........ নিষ্পাপ মুখ নিশ্চই, বন্ধুদের সাথে খুব কথা বলে না? প্রভা আমি দেখতে পারছি, চঞ্চল তপতী,কলেজ এর পোশাকে, মাথায় কোকড়ানো এক রাশ চুল নিয়ে দ্রুত পায়ে হেটে যাচ্ছে, হাসিতে ভরিয়ে দিচ্ছে, সূর্য্য পর্যন্ত মুখ লুকায় তার হাসির সামনে,বন্ধুরা জড়িয়ে ধরছে , তাইনা প্রভা?
.......হাঁ , মাস্টারমশাই।
...বল, বল প্রভা, তুমি বলে যাও আমার তপতির কথা। বাড়ি তে তপতী, ঢুকেই 'মা ' খিদে পেয়েছে, খাবার দাও, তুমি দৌড়ে গিয়ে ব্যাগ খুলে নিলে, জুতো খুলে ছুড়ে দিল তপতী, তুমি রাগ করলে আর অমনি তোমাকে জড়িয়ে গালে চুমু দিল, তুমি হেসে দিলে প্রভা, তাইনা? বলে যাও প্রভা, তপতী বাড়িতে এলে কাজের লোকেরা পর্যন্ত হাসে, তাইনা প্রভা? তোমার বন্ধুরা সবাই তপতী কে দেখলে জড়িয়ে ধরে, তোমার গর্বে বুক ভরে ওঠে, প্রভা বল, থামবে না বলে যাও, তপতী কলেজ না গেলে দিদিমনিদের ক্লাস এ মন বসে না, খালি খুঁজে বেড়ায় সেই সদা হাস্যমুখটির, বন্ধুদের টিফিন খেতে ভালো লাগেনা , তপতী কলেজ বাস এ উঠলে, ড্রাইভার এর মুখ হাসিতে ভরে ওঠে, আরো ভালোবেসে বাস চালায়, এই ভেবে আমার বাস এ তপতী আছে ঠিক না প্রভা, আমি ঠিক বলছি তো, তাই তো প্রভা ? ওই তো ,ওই যে ,কলেজ এর রেজাল্ট হাতে সবার মাঝে তপতী, দেখো প্রভা, কেমন হাতের রেজাল্ট আকাশের দিকে তুলে লাফ দিচ্ছে তপতী,খুশি ছড়িয়ে পড়ছে সবাইয়ের মাঝে, কি অপূর্ব প্রভা, ছুটে যাচ্ছে তোমাকে দেখে, কল কল করে কত কথা বলছে, লক্ষ্য তারার দ্যুতি ওর মুখে .
.........তাই তো মাস্টার মশাই,ঠিক তাই, খুব সুন্দর আঁকে, দিপু ওকে অঙ্ক করায় । দিপু অঙ্কে সবার চাইতে ভালো, তপতী এইবার জয়েন্ট এ বসবে কলকাতায়, যাদবপুর এ ইঞ্জিনিয়ারিং পড়বে, পঙ্কজ
.........দারুন হবে প্রভা।
..... প্রভা , ওই তো তপতী দিপুর গলা দুই হাতে জড়িয়ে পা জোড়া করে ছোট ছোট লাফ দিয়ে দিপুর গালে চুমু দিচ্ছে, বাতি নিবিয়ে দিও প্রভা, ওই হাসির আলো সারা ঘর ভরিয়ে দেবে,ঠোট ফুলিয়ে অভিমান করেছে, দিপু বকেছে বলে, দিপু গালে চুমু দিল, প্রভা, আহ, প্রভা কি নির্মল, কি নিষ্পাপ হাসি , প্রভা খুব ইচ্ছা করছে একবার, সুধু একবার যদি বুকে নিতে পারতাম
হাজার তারার আলোয় ভরা, চোখের তারা তুই
স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই
কোথায় ছিলি কোথায় এলি, চাঁদের কনা তুই
স্বপ্ন দিয়ে সাজাই তোকে , কান্না দিয়ে ধুই
আর পারলনা,ডাক ছেড়ে পূবা হু হু করে কেঁদে উঠলো, সবাই চমকে ঘুরে দেখে , পাসে বসা সেই বয়স্কা মহিলা দু হাতে পূবাকে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন।সম্পূর্ণ অজানা, অচেনা, অন্যধর্মের, ক্ষনিকের সাথী এক মায়ের বয়েসী মহিলার বুকে মুখ রেখে আকুল কান্না কাঁদছে, সফল ব্যবসায়ী, ক্ষুরধার বুদ্ধি , প্রচন্ড ব্যক্তিত্য সম্পন্ন পূবা মালহোত্রা। উপাসনা ঘরের প্রতিটি মানুষ অবাক হয়ে জীবনের এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়ে রইলো। মহিলা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বাকিদের চোখের ইশারায় সরে যেতে বলে, " সব ঠিক হো জয়াগী, বেটি , রো . বেটি রো , জী ভরকে রো, উপরবলা দেখ রাহী হ্যায , রো বেটি, রো " পরম মমতায় ২ aug ১৯৭৬ এর ১৭ বছর ৪ মাস ১১ দিন পর ক্রন্দনরত সবিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন, এই * পরিহিত এক অপরিচিত মা । কোন টানে এক অপরিচিত ৪০ বয়েসের নারীকে বুকে টেনে নিতে পারে ভিন্ন ধর্মের এক মা? .
এপ্রিল মাসের শেষ দিকে তপুর পরিখ্যা। তার এক স্বপ্তাহ আগে দিপু আর কৌশিক তপুকে নিয়ে কলকাতা এলো। সঞ্জীব, আশ্চর্য, তপুকে শুয়ে শুয়ে জড়িয়ে ধরে কেবল একটি মাত্র কথা বলল। "" তপু, আমি মন থেকে চাই তুই ওখানে চান্স পাস, আর নিজের বাড়িতে থেকে ইঞ্জিনিয়ারিং পড়িস। তোকে দেখতে না পেলে খুব কষ্ট হবে, কিন্তু তাতে কিছুটা পাপের প্রাস্চিত্ত্য হবে।"" .প্রথম দর্শনে প্রতিবেশীরা তপুকে দেখে হতবাক হয়ে চেয়ে রইলো।কলকাতার অন্যতম পয়সাওলা এলাকা, " পৃথিবীর সর্বস্রেঠ সুন্দরী দেখতে পাওয়া যায়, গড়িয়াহাট মোড়ে". (বুদ্ধদেব বসুর উক্তি) সেইরকম এলাকাতেও তপু অনন্যা। সুন্দরীদের অভাব নেই, কিন্তু তপুর রূপ তাদের অবাক করে দিল। দিপু তপুকে নিয়ে লেকের সেই রেলিং দেখালো আর হজমিবালা কে। সে দীপুকে দেখে আবেগে কথাই বলতে পারছিল না প্রথমে
.........সাহেব আপনি কাকাকে দেখতে গেছিলেন, ভাবতেই পারছিনা। কাকা বলেছে আপনি তাকে অনেক টাকা দিয়েছেন। আপনি অন্যরকম, সাহেব।
.........ঠিক আছে আমি অন্যরকম। এই আমার বোন্, প্রথম কলকাতা এসেছে তুমি ভালো করে মশলা বানিয়ে দাও। দুটো বানাবে একটা আমার আর একটা ওর। হজমিবালা শুধু বানিয়েই দিল না পয়সাও নিল না, কিছুতেই। তপু মুখে নানা রকম শব্দ করতে করতে মশলা খেতে লাগলো। পরিখ্যার ঠিক ২ দিন আগে পূবা, দীর্ঘ ১৭ বছর ৫ মাস সময়ের ব্যবধানে এলো, তারছেড়ে যাওয়া ভালবাসার বাড়িতে ।দিপুর ঘর বা তার নিজের ঘরে ঢুকে কিছুটা বিব্হল হয়ে চুপ করে থাকলো। ধাতস্ত হলো ধীরে ধীরে । পরিখ্যার দুই দিনই দিপু, কৌশিক,পূবা সারা দিন পরিখ্যা কেন্দ্রের সামনেই কাটাল। শেষের দিনএর শেষ পরিখ্যা কেমিস্ট্রি, এক ঘন্টা বাদে দলে দলে ছেলে মেয়ে বেরুতে লাগলো হতাশ মুখে। " ভিশন শক্ত প্রশ্ন, হবে না" তাদের মুখে শুনে দিপু আর পূবা একটু টেনশন এ পরে গেল কৌশিক
.........ভয় নেই, তপুর ভালো হবে। কেমিস্ট্রি তে তপু সত্যি ভালো। ভয় পাবার কিছু নেই। পোর খাওয়া মাস্টার কৌশিক ঠিকই বলেছিল। তপু বেরুলো হাসতে হাসতে একবারে শেষে। মুখ দেখেই মা, ছেলে বুজলো চান্স পাবেই, খালি rank নিয়ে চিন্তা। বেশ খুশি তপু,কৌশিকের দিকে তাকিয়ে সুধু একবার হাসিমুখে বলল
.......থাঙ্কস। তুমি সত্যি ভালো বুঝিয়েছিলে। আমার কোনো অসুবিধায় হয়নি।
কৌশিক ওই বাড়িতেই আচ্ছে, যেহেতু তার বাবা মা এখন দিল্লিতে থাকে।২ দিন বাদেই চলে যাবে, নিজের পড়াশোনা আছে তাই। রাতে সবাই এক সাথে খেতে বসেছে, ডাইনিং টেবিল প্রণব এর দাদুর সময়কার। বার্মা টিক দিয়ে বানানো, ৮ জনের বসার মত। শিবুও সেই রাতে ওদের সাথে খাচ্ছে কিন্তু একটাও কথা বলছেনা। কনা, ছোট চিংড়ি মাছের বাটি চচ্চরি বানিয়েছে, দিপু চেটে পুটে খেয়ে উকি মেরে
...............আর আছে? ...একটু অবাক হয়ে চেয়ে কনা সম্পূর্ণ বাটিটা দিপুর পাতে ঢেলে দিল .
........আরে কাকিমা কি করছ, তোমার তো থাকলো না ? ...কনা এক অপূর্ব হাসি দিল সবার জন্য
..........দিদি, জীবনে আজ প্রথম দিপু কিছু চাইল, না দিয়ে পারি, তুমিই বল ?
..........তুই ভাগ্যবতী কনা, তবুও তো চাইল,আমার ভিখ্যার ঝুলি এখনো ফাঁকা রে!
দিপু মুখে হাসি লেপ্টে মাথা নাড়িয়ে নাড়িয়ে মন দিয়ে খেতে থাকল। তারপর চিতল মাছের ম্যুঠা।
.........মা খেয়ে দেখো এটা মাছ, কি দারুন কাকিমা , জীবনে খাই নি ....তপু প্রথম ম্যুঠা মুখে দিয়ে আনন্দে চিত্কার করে উঠলো। পূবা নিজের পাত থেকে তুলে দিল তপুর পাতে
.......তুই আমার থেকে নে, দিপু চিংড়ি নিয়ে নিয়েছে, তুই যদি ম্যুঠা নিয়ে নিস, কনা সুধু ভাত খাবে
.......কি করছ দিদি, তুমি আমার জায়গায় থাকলে কি করতে, তুমি আমার থেকে নাও। ...... কনার গলায় অনুযোগ
.......তুই যা করেছিস তাই করতাম .......পূবা, খুশি ঝরে পড়ছে স্বরে
.......all mothers are alike ......বড় বৌদি তোমার মনে আছে, চার্লস বলে একটা জার্মান ছেলে বাংলাদেশ যুদ্ধের সময় এসেছিল help নিয়ে, এখানে ছিল কয়েকদিন? ....প্রণব প্রথম মুখ খুলল, পূবাকে প্রশ্ন করে
........বুঝেছি, তুই কোন কথাটা বলছিস। শোন সবাই, বাড়ির তিন ছেলে আর চার্লস রাতে খেতে বসেছে। মা ছানার ডালনা করছিলেন,খেয়ে চার্লস বলেছিল, খুব ভালো খেতে, এটা কি দিয়ে বানানো? মাস্টারমশাই তখন মা কে বলে "" মা, খুব ভালো লেগেছে ওর, জানতে চাইছে কি দিয়ে বানানো"". শুনেই মা প্রায় সম্পূর্ণটাই চার্লস এর প্লেট এ ঢেলে দেয়। সে তো না না করছে, কে কার কথা শোনে, চার্লস তখন এক গাল হেসে বলেছিল "" আমার মাকে খেতে খেতে যদি একবার বলি এই রান্নাটা ভালো হয়েছে, বয়স , সম্পূর্ণটাই ঢেলে দেবে all mothers are alike,”” কি রে তাই তো?
..........বাব্বা, তোমার এখনো মনে আছে! আমি নিজের বলে চালানোর তালে ছিলাম, তা আর হলো না .....পুনুর কথায় সবাই হেসে উঠলো
.........কনা তোদের দেশ কোথায় রে, ওপার বাংলায় নিশ্চই, না হলে এইরকম চিতল মাছের রান্না কি করে করলি?
..........ময়মনসিং। মাকে দেখেছি করতে, তখনি শিখেছি। আর ও খুব ভালো খায়। মেয়েরা তো এই পেলে, কিছু বলতে হয়না, চেটে পুটে খায়।
........কি রে শিবু, তুই কিছু বলছিস না কেন ..... পূবা শিবুকে জিজ্ঞাসা করলো
......বলতে গেলে কেঁদে দেব জ্যাঠাই মা। আজ জীবনে এই প্রথম এই পাড়ার কোনো বাড়িতে এক সাথে খাচ্ছি, তাই কোনো কথা বলছিনা। চা পর্যন্ত খেতে বলেনি কেউ কোনদিন। কারণ কি জানো জ্যাঠাই মা, আমার বাবা মোটর গ্যারেজ এর মেকানিক। আরে বাবা , সেটাও তো কাজ তাই না ......
........শোন হতভাগা, মন খারাপ করিস না। এইটাই আমাদের মত semi feudal societyর নিয়ম। বুঝিয়ে বলতে গেলে সময় লাগবে, বুঝেছিস। দিপু শিবুকে বন্ধুর মতই বলল
.........সেটা কি আমার মাথায় ঢুকবে, পড়াশোনার ব্যাপার না হলে বুজব, আর তুই যে কথাটা বললি, বাবার মুখে অনেকবার শুনেছি। কিন্তু বাবা বুঝিয়ে বলতে পারেনি। জিনিষটা কি? স্বভাব সিধ্হ ভঙ্গিতে শিবু দীপুকে প্রশ্ন ছুড়ে দিল
.........শোন তাহলে, বড় বৌদি, কনা ভুল বললে ধরিয়ে দিয। feudal societyর আসল শক্তি হলো জমি। জমির মালিকের হাতেই সব ক্ষমতা। জমিতে যে ফসল উত্পন্ন হয়, তার মালিক জমির মালিক।কিন্তু যে ফসল ফলায় তাকে শুধু বেঁচে থাকার জন্য কিছু দেওয়া হয়, যাতে সে না মরে। বেঁচে থেকে মালিকের ফসল উত্পন্ন করে।১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত করে ইংরেজরা। তার আগে ভারতে একটি গ্রামের যত জমি থাকত তার মালিক হত সেই গ্রামের সবাই। অর্থাত ফসল উত্পন্ন হলে সবার তাতে অধিকার থাকত। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত করে ইংরেজরা জমিদার সৃস্টি করলো, যারা ইংরেজদের বছরে নজরানা দেবে, আর ইংরেজদের হয়ে গ্রামে থাকবে। মানে, কোনো বিদ্রোহ বা আন্দোলন হলে যাতে গ্রাম থেকে ইংরেজদের কাছে খবর যায়,আর ওই বিদ্রোহ বা ইংরেজদের বিরুধ্যে লোকেদের ঠান্ডা করানোর কাজে সাহায্য করবে। । সমস্ত পৃথিবীতেই এই রকম ছিল, কিছু তফাত থাকত দেশ বিদেশে। কিন্তু মোটের উপর এই রকমই ছিল। একটা ভালো বাংলা বই আছে, না তোর্ ভয় নেই, লেখাপড়ার বই না , কিন্তু পড়তে ভালো লাগে।সুপ্রকাশ রায় এর লেখা, যদি পড়িস বুজতে পারবি, অসুবিধা হবে না , কাকিমার কাছে আছে, ইচ্ছা করলে নিতে পারিশ। এখন এই অবস্থায় মানুষ কে চিন্হিত করা হয়, তার সামাজিক অবস্থানে। জমিদারসবার উপরে, তারপর নায়েব, বড় জমির মালিক এই ভাবে। তাদের মাথায় কি আছে, তারা গাধা না গরু সেটা কোনো ব্যাপার না, সমাজে তার কি অবস্থা সেটাই আসল ব্যাপার। যেমন ধর আমার ব্যাঙ্ক এ আমার তলার কর্মচারীরা আমার সামনে সিগারেট খেলে সেটা আমাকে অসম্মান করা হবে। তার বিরুধ্যে ব্যাঙ্ক শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারে। কিন্তু সে তো তার শ্রম, লেখাপড়া, বুদ্ধি এইসব ব্যাঙ্ক এ দিয়ে রোজগার করছে আর তার থেকে সিগারেট কিনে খাচ্ছে, অন্যায় তো করছে না। কিন্তু সে পারবে না। এইটাই এই সমাজের নিয়ম। কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটল কি ভাবে জানিস। রেল গাড়ির ইঞ্জিন আবিষ্কার দিয়ে। ছোট করে বোঝাতে গেলে এটাই বলতে হয়। ওই আবিষ্কার জমি থেকে কারখানায় টেনে আনলো শ্রম আর পুঁজি কে, শ্রমিকের সৃস্টি হলো, বিপ্লব হলো পশ্চিম দেশে, ভারতেও তার ঢেউ লাগলো। প্রথমে কাপড় কল, চটের কল, ধীরে ধীরে আরো অন্য সব কারখানা হলো, নতুন নতুন জিনিস আবিষ্কার হলো, মানুষের সমাজ পাল্টে যেতে লাগলো। তার ফলে নতু সমাজের জন্ম হলো, যেখানে পুঁজি আসল শক্তি। এই সমাজ ওই feudal societyর থেকে উন্নত সমাজ। যেমন দেখ, শোনা যায় , জাপানে কারখানার শ্রমিক থেকে ম্যানেজার সবাই একই জায়গায় খায়। শ্রমিক তার ম্যানেজার এর সামনে সিগারেট খেলে অসম্মান দেখানো হয়না। কারণ এই সমাজে শ্রমের মুল্য/সম্মান দেওয়া হয়। কোনো প্রফেসর এর ছেলে যদি আমেরিকা তে ট্যাক্সি চালায় সেটা অসম্মানের না।কারণ যা বললাম তাই। আমি যা বললাম , তা খুব ছোট করে বললাম। এই নিয়ে বিশাল বিশাল বই লিখছেন পন্ডিত এরা ...একটানে অন্নেক্ষণ বলে পুনু থামল
.........একেবারে দাদার ভাইটি ....সপ্রসংসা দৃষ্টি তে বলল পূবা
........ছোটকা, আমি MP সাহেবের বাড়িতে .DD.KOSHAMBI বলে একজনের একটা দারুন বই পড়েছিলাম এই FEUDAL সমাজ নিয়ে।
..........দিপু, তুই তো আমাকে অবাক করে দিলি রে, কনার স্বরে বিস্ময় ...... “” ভারতের এই ব্যবস্থা নিয়ে সব চাইতে ভালো লিখছেনRam soron Sharma , ওনার মতন ব্যক্তিরই 'ভারত রত্ন' পাওয়া উচিত। দেশের গর্ব উনি।পাটনায় থাকেন,।ওনার আর একটা বই আছে, যদি পারিস তো পড়িস SHUDROS IN ANCIENT INDIA , বিশাল মোটা বই, একবারে পড়া মুশকিল,কিন্তু খুব ভালো বই"
..........কাকিমা তুমি কি করে জানলে এইসব ...এইবার তপুর প্রশ্ন
...........আমি ইতিহাসের ছাত্রী রে, MA পাস করেছিলাম, কিন্তু এই ট্রান্সফার এর চাকরির জন্য আর কলেজে পড়াতে পারলাম না। কিন্তু পড়ি, এখনো পড়ি, সুধু জানার জন্য। আচ্ছা তুই তো কলকাতার সবচাইতে গর্বের জায়গা কলেজ স্ট্রিট দেখিসনি, তোকে আমি নিয়ে যাব, মেট্রো তে করে। আমার মাথায় এসেছে তোকে একটা বই উপহার দেওয়ার। দিপু যার নাম করলো, সেই DD.KOSHAMBI র ""MYTH AND REALITY "". ওই বই পড়লে, TV তে মহভারত এরপর দেখলে হাসি পাবে।
....শিবু , পুনু খুবই ভালো করে বলেছে, তবে ছোট করে। কোনো জিনিস উত্পাদন করতে লাগে জমি, শ্রম,পুঁজি আর, ঝুকি। যেমন ধর এই এখন ১৯৯৪ সালে কম্পুটার নিয়ে হইচই হচ্ছে। ১০-১২ বছর আগে যারা ঝুকি নিয়ে এতে পয়সা ঢেলেছিল, তারা এখন আকাশ ছুতে পারে এমন লাভ করছে। এইটাই হচ্ছে ঝুকি, যেটা তারা ১০-১২ বছর আগে নিয়েছিল। এই ৪টেকে বলে factors of production. এক, এক অর্থনৈতিক অবস্থায় এই ৪ টের ভিতরের সম্পর্ক পাল্টে যায়। feudal societyর যেমন মূল চালিকা শক্তি জমি, capitalism এর মূল চালিকা শক্তি পুঁজি। কিন্তু capitalism উন্নত অর্থনৈতিক অবস্থা, তাই এর মূল্যবোধ উন্নত। এর চাইতেও উন্নত সমাজের জন্য, শোষণ মুক্ত সমাজের জন্য, তোর্ বাবা, দিপুর বাবা লড়াই করেছিলেন। পারেনি, কিন্তু লড়াইটা ছিল। এই তোকে যে এ পাড়ার লোকেরা পাত্তা দেয়না, এইটাই পাল্টে যাবে, তোকে আমি কথা দিলাম, তুই আর আমি দুজনে ব্যবসা করব। প্রমোটারী, দেখবি, তোকে আপনি, শিবেন বাবু বলে লোকে ডাকবে, তুই শুধু আমার কথামত চল। ...............অবাক হয়ে শিবু পূবার কথা শুনতে শুনতে হঠাত চেয়ার ছেড়ে সোজা টেবিল এর তলা দিয়ে পূবার পা জড়িয়ে ধরে কেঁদে দিল l