27-06-2020, 03:07 AM
(24-06-2020, 09:06 AM)Isiift Wrote: দাদা আপনার গল্পটা কাল থেকে পড়ছি।এই পর্যন্ত এসে থামলাম কিছু বলার জন্য।আসলে আমার উদ্দেশ্য ছিল গল্পটা শেষ হলে পরে পড়তে বসব তাতে অপেক্ষার কোন ভেজাল নেই কিন্তু তা আর পারলাম না।নিঃসন্দেহে আপনার এই গল্পটা অসাধারণ।বাস্তব জীবনের সাথে অনেকটাই মিলে যায় আর কিছুটা গল্পের প্রয়োজনে সংযোজন।তবে একটা জিনিস আমার মনে হয় যে গল্পটা দেরীতে আপডেট দিতে দিতে অনেকটা আপনিও ভুলে গেছেন।মিলির ব্যাপারটাই ধরি মিলির সাথে মাহির যে যৌনতা বিষয়ক আলাপ আলোচনা তা এর আগেও ৩ বার হয়েছে।কিন্তু প্রতিবার হওয়ার সময় আপনি সেই এক কথাই বলেছেন "এর আগে মিলির সাথে এইসব নিয়ে আলোচনা হয় নি"। এই জিনিসটা চোখে পড়ল বারবার।আমি আগেই কমেন্ট করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত পড়ার পর একটা রিভিউ এর মত লিখতে চেয়েছিলাম।আর যৌনতার বিষয়টা বললে একটা কথা বলাই যায় যে যৌনতা টা এই গল্পে অনেক পড়ে এসেছে যা অন্য গল্পের তুলনায় আনকমন।তা ভালো লেগেছে কিন্তু একটা জিনিস না বললেই নয় জুলিয়েট এর সাথে মাহির যে সম্পর্ক তাতে যৌনতা আগে আসলেও ক্ষতি ছিল না।এতগুলো বান্ধবী র মাঝে একজম ছেলে আর তার মাঝে জুলিয়েট এর মত একজন এর৷ সাথে সেক্স চ্যাটিং, রোল প্লে সব চলার পরেও যখন সেক্স জিনিসটা আসে না তখন বলতে বাধ্য হব যে মাহি হতাশায় ভোগবে।আর বেশির ভাগ সময়ই জুলিয়েট তার প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর স্কাইপে অথবা ফোন কেটে দিত আর মাহি তখনো ঠিক মাঝখানে এই সময়টা যে কতটা বিরক্তিকর আর ফ্রস্ট্রাইটিং তা বলাই বাহুল্য।এটা যদি একটু উল্লেখ করতেন পরীক্ষা খারাপ হওয়ার আগেও তাহলে কোন সমস্যাই ছিল না।আর রিমির ব্যাপারে আসি সেখানে আপনি পপরিষ্কারভাবে বলেছেন যে কনজার্ভেটিভ মাইন্ডেড। আমিও তা মানি।rimi ta ke ?
কিন্তু রিমিকে প্রতিবার বুঝানোর পরেও যখন মাহিকে এভয়েড করে গেছে এর পরে রিমির সাথে স্বাভাবিক সম্পর্ক থাকা টা একটু আশ্চর্যজনক।মাহির ও তো রাগ থাকতে পারে।বোঝায় যায় রিমির প্রতি মাহিরের আলাদা এক ধরণের এট্রাকশন আছে যা অধরা।আর ফারিহা আর সাদিয়া র ব্যাপারে কিছুই বলার নেই সব ঠিকঠাক।কিন্তু সুনীতির ব্যাপারে বলতে গেলেও সব ঠিকঠাক কিন্তু একবার মনে হল যে আপনি রিমি,জুলিয়েট এর মত সুনীতির সাথেও মাহির সম্পর্ক টা কিছু আগানোর চেষ্টা করেছিলেন কিন্তু হঠাৎ করেই উদাও হয়ে গেল।সুনীতির কিছু ঠাট্ট,মস্করাও উল্লেখ করেছিলেন।যে সবার আড়ালে খুনশুটি,চিমটি এসব কিন্তু হঠাৎ করেই যেন সব কিছু উধাও হয়ে গেল।যাক যেভাবে এগুচ্ছেন বলতে গেলে একটা কথা বলতেই হবে আপনার ধৈর্য্য প্রচুর।আর নিঃসন্দেহে আপনার এই গল্প অনবদ্য।আপডেট নিয়ে কিছু বলার নেই সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার তবে আমরা পাঠকরা তার জন্য অনুরোধ করতেই পারি।উপরের মতামতগুলো একান্তই ব্যাক্তিগত মতামত যা আপনাকে জানানোর প্রয়োজন বোধ করলাম।ধন্যবাদ দাদা আশা করি একদিন গল্পটা শেষ হবে।