24-06-2020, 08:49 AM
## ১৭
ঘর থেকে বের হয়ে আখিদের ঘরটা চোখে পরলো। দরজা এখোনো চাপানো। আখি কি এখোনো ঘুমাচ্ছে? সে কি টের পেয়েছে আমি এসেছি। টের পেলেও লাভ হবেনা। আমার খারুস টাইপের চাচা তাকে আমার সাথে কথা বলতে দিবেনা। কিছুক্ষন নিশব্দে চাচার ঘরের চারিপাশে পায়েচারি করে বাজারের দিকে রওনা দিলাম। শীতকালে কুয়াশার শিশিরে ঘাস পানিতে ভিজে চুবসে হয়ে আছে। মাটি নরম হয়ে গেছে। আমার পা নরম মাটিতে পা রাখা মাত্রই পিছলে যাচ্ছি। কোনমতে আইল ধরে হাটতে হাটতে বাজারের দিকে গেলাম। বাজারের মাথায় কাসেম চাচার নজরে আসলো। এক ঠ্যাং টেবিলের উপর তুলে বিড়ি টেনে যাচ্ছেন। আমাকে দেখেই বললেন- তাইলে আয়ছো, আমি তো মনে করছিলাম তোমার খোজ পামুনা, আর আয়বানা। লিটনের কাছে মাঝে মধ্যে জিগাইতাম। বহো। কেমন আছো? এই সকালে খুম ভাইঙ্গা গেলো যে? খানা পিনা করছো নি?– নাহ এখোনো করিনাই, বাজারে আয়ছি এর জন্যে, আমি আছি ভালো। আপনে আছেন কেমন?- আর ভালো। তুমার চাচার জালায় তো থাকতে পারিনা। বেটা এমনিতে ফকির, কয়দিন পর হবে দেউলিয়া। ফকিরে দেঊলিয়া হবার সখ জাগছে। আমি কিন্তু ছাড়ুম না। সামনে ইলেকশান-এ দারাইতেছি। সরকারি দলের চামচামি আমি ছুটাইতেছি। নেতাগিরি করে, ভয় দেখায়। আমার পোলায় তো মামলা ঢুকায়া দিবার চাইতাছে। খালি প্রতিবেশী দেইখা কিছু কইতাছিনা এখোনো। গ্রামের সবাই আমারে সম্মান করে। আর হারামজাদা ফকিরে দেঊলিয়া আমারে চোখ গরম দেখায়। মাঝে মধ্যে মন চায় ওর চক্ষু আমি সরকারি চুক্ষুদান হাসপাতালে দান কইরা দেই। বয়স হইছে এখোনো চোখের পাওয়ার কমেনাই।
যাই হোক ভাইস্তা, তুমার বাপ অনেক ভালা মানুষ ছিলো। এই জন্যে কই শিক্ষিত মাইনশের দাম আছে। বুঝ গেয়ান আছে। চলো হোটেলে যাইয়া বসি।
• তা তোমার কি কিছু হইলো? চাকরি পাইছোনি? লিটন একবার কইছিলো চাকরির কথা। কি অবস্থা? আর আমার পোলারে কইয়া রাখছি দেখতে
• হা চাচা বিদ্যুৎ অফিসে হইছে। ঢাকায়। ভালোই আছি। আরামের চাকরি।
• হুম ভালো, তাইলে আর গ্রামে থাকবানা। চাকরি যখন হইয়া গেছে বিয়া সাদি করে বউ ঢাকায় নিয়া যাওগা।
• হুম, গ্রামে তো আর থাকা হবেনা। দেখি মাঝে মধ্যে যদি আসা হয়। আর পিছুটান নেই আসতে মন চাবে কিনা কে জানে। নারায়ণগঞ্জে ছিলাম একবারো আসতে মন চায়নাই। চাকরি ঠিক না হইলে হয়তো আয়সা পরতাম, ক্ষেত খামারি করতাম
• হুম, এখোন তো আর করবানা, বরগা দিয়া তো তেমন টাকা পয়সা পাওনা। তোমার চাচার জালায় তো আবার কিছু করতে পারোনা। জায়গা জমি বেইচা দেও। ভালো দাম পাইবা
• বাপের সম্পত্তি বেচতে মন চায়না চাচা
• সম্পত্তি যদি জীবনের শত্রু হয় তাইলে রাইখা তো কোন লাভ নাই। ভালো দাম পাইবা, বেইচা দেও, তাছারা তুমার ভিটা ঘরটা তো সলিড, উচা মাটিত করছে। ওইটা ডাবল দাম পাইবা
• নাহ চাচা, সব বেচুম কিন্তু ভিটা মাটি বেচতে পারুম না।
• দেখো যা মনে হয়, তবে বেচলে আমারে কইয়ো। ভালো দাম দিবনে।
জগতের মানুষ সুযোগ সন্ধানি। তারা এই সুযগের জন্যে নিজের চেহারা বেবুনের মতো করে ফেলে। কাসেম চাচাও তাদের মধ্যে একজন। তিনি আমাকে যতটুকূই উপকার করেছেন, বিনিময়ের মাধ্যমে করেছেন। তার কাছে যে জায়গাগুলো বরগা দিয়েছি তা অন্য কাওরে দিলে ডাবল দাম পেতাম। কিন্তু কেও সাহস করে নিতে চাইবেনা। এই সুযোগটা কাসেম চাচা নিলো। কাসেম চাচাকে বিদায় জানালাম। তার কথা শুনতে ভালো লাগছেনা। সুযোগ সন্ধানি মানুষের সামনে বসে থাকাও নিরাপদ না। যেকোনো সময় সে কোন সুযোগ খুজে আমার উপর চড়াও হবেন। সেই সুযোগ অবশ্যই কোন আর্থিক সুযোগ ছাড়া অন্য কিছু হবেনা। মুরুব্বি মানুষ, তার নরম আখির আখির চাওনিতে আমার অনিচ্ছা মনকে গলিয়ে কিছু আদায় করে নেবেন। তার চেয়ে ভেগে পড়াই ভালো। এতো সাকালে দু চারটা দোকান ছাড়া আর কোন দোকান খুলেনি। পথের কিনারা দিয়ে বাসার দিকে হাটা দিলাম।
কিছুদুর যেতেই মেয়েলি কন্ঠের ডাক পেলাম। জাহিদ এই জাহিদ। পিছনে তাকাতে গিয়ে পিছলে আরেকটু হলে নামায় পড়ে যেতাম। ফিরে দেখলাম অন্তরা। তার নাম অন্তরা দাস। পরিচয় অন্তরে অন্তরে গোপন খেলা। কলেজে আমার সাথে পড়েছে। তবে আর পাশ করতে পারেনি। আমার কলেজের এক শিক্ষকের সাথে তার বেশ ভালো খাতির ছিলো। শ্যম বর্ণের ভালো সাস্থের অধিকারি। তবে তাকে মোটা বলা যাবেনা। পেট সমতল কিন্তু পাছা পাহাড় উত্তাল। ৭ বছর আগে কলেজের শেষের দিকে বিয়ে করেছে গ্রামের একজনকে, সেই শিক্ষক তাকে আর বিয়ে করেনি কারন শিক্ষক ছিলেন বিবাহিত। মুখে শুনেছি স্যার সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিলো। আমিও সেই মুখের কথায় বিশ্বাস করেছি, কারন তার পাছা কলেজের পড়ার সময় দিনকে দিন উচু হয়ে পাহাড়ে পরিণত হয়েছে। সে পাছা নাড়িয়ে নাড়িয়ে আমার কাছে আসলো, সাথে তার ছেলে, আমাকে জিজ্ঞেরস করলো
• কিরে কেমন আছিস, তোকে তো পাওয়াই যায়না, চাঁদ হয়ে গেলি নাকি। কতোদিন দেখিনা
• দেখবি কিভাবে জামাই সেবা নিয়ে বড় ব্যস্ত আছিস যে।
• হ জামাই সেবা করে তো কুল পাচ্ছিনা। সেই কতোদিন তোকে দেখিনা। বিয়ের পর তো আর তোদের অনেকের সাথে আমার দেখা হলোনা। জামাই নিয়ে ঢাকা্তেই থাকি। গ্রামে আসলে একদিন থাইকা আরেকদিন চইলা যাই। জামাই ছুটি পায়না।
• হুম তোর ছেলে নাকি? বেশ বড় হয়ে গেছে, জামাই করে কি?
• জামাই একটা ফ্যক্টরিতে চাকরি করে, প্রডাকশন ইন-চারজ। তুই কি করিছ? বিয়া করেছিস?
• নাহ করিনাই। চল হাটতে হাটতে কথা বলি। তা ভালোই আছিস দেখে বুঝা যাচ্ছে। কলেজে থাকতেও ভালো ছিলি হরিপদ স্যারকে নিয়া
• দেখ মশকরা করবিনা, কলেজে তোরা আমারে কম জালাস নাই। হরিপদ স্যার তো আমার প্রেমে পড়ছিল। আমার কাছে ঘেঁষতে চাইতো আর তোরা আমারে নিয়া নাটক বানাইলি।
• হা হা হা হা হা, আমি কি তোরে খোচাইতাম ক?
• কথা কবিনা তুইও কম ছিলিনা। তলে তলে ঠিকি খোটা দিসছ, তোগো লাইগা পরে আর পরীক্ষায় পাস করিনাই
• হুম, এখন আমাগের দোষ। বল যে তোর জামাই সেবা করতে করতে আর পরীক্ষায় পাস করিস নাই। যাই হোক আমিও গ্রামে থাকিনা, ঢাকায় থাকি। তুই ঢাকার কোথায় থাকিস।
• মহাখালি। নাবিস্কো এর দিকে থাকি, ঢাকায় গেলে বাসায় যাইছ, ঠিকানা দিমুনে। পোলা নিয়া সারাদিন ব্যস্ত থাকি। কলেজে পাঠায়া সারাদিন বইসা থাকি। এখোন কি বাড়িত যাবি? চল আমাগের বাড়িত চল।
• নাহ আরেকদিন, ঢাকায় গেলে দেখা হইবনে। ঢাকায় তো আমার পরিচিত কেও নাই, সারাদিন অফিসে সময় কাটাই। দেখিস তো আমার জন্যে কোন বাসা পাওয়া যায় কিনা। আমি তোর থিকা বেশি দূরে না কাছেই থাকি। নাখালপাড়া।
আচ্ছা দেখুমনে, ঠিকানা ধর, আমার পোলারে দেখলি কিছু জিগালিনা যে? তোরা আসলে হারামি, খালি পারস মাইয়া মাইনসের পাছার দিকে তাকায়া থাকতে, নির্লজ্জ। — খাইয়া খাইয়া পাছা এতো ঊচা করলে মাইনসে তাকাইবোনা কি মহিষ তাকাইবো? হা হা হা হা –- ভাগ হারামি, খাসর জানি কোথাকার। ঢাকায় গেলে বাসায় যাইস, তোর দুলাভাই এর সাথে পরিচয় করায়া দিবানি। মাথা বাকা করে অন্তরার পাছা দেখতে দেখতে বাড়ির দিকে হাটা দিলাম, অন্তরা বড় রাস্তা ধরে পাছা নাচিয়ে একবার বামে আরেকবার ডানে হেলিয়ে দুলিয়ে হেটে যাচ্ছে।
ঘর থেকে বের হয়ে আখিদের ঘরটা চোখে পরলো। দরজা এখোনো চাপানো। আখি কি এখোনো ঘুমাচ্ছে? সে কি টের পেয়েছে আমি এসেছি। টের পেলেও লাভ হবেনা। আমার খারুস টাইপের চাচা তাকে আমার সাথে কথা বলতে দিবেনা। কিছুক্ষন নিশব্দে চাচার ঘরের চারিপাশে পায়েচারি করে বাজারের দিকে রওনা দিলাম। শীতকালে কুয়াশার শিশিরে ঘাস পানিতে ভিজে চুবসে হয়ে আছে। মাটি নরম হয়ে গেছে। আমার পা নরম মাটিতে পা রাখা মাত্রই পিছলে যাচ্ছি। কোনমতে আইল ধরে হাটতে হাটতে বাজারের দিকে গেলাম। বাজারের মাথায় কাসেম চাচার নজরে আসলো। এক ঠ্যাং টেবিলের উপর তুলে বিড়ি টেনে যাচ্ছেন। আমাকে দেখেই বললেন- তাইলে আয়ছো, আমি তো মনে করছিলাম তোমার খোজ পামুনা, আর আয়বানা। লিটনের কাছে মাঝে মধ্যে জিগাইতাম। বহো। কেমন আছো? এই সকালে খুম ভাইঙ্গা গেলো যে? খানা পিনা করছো নি?– নাহ এখোনো করিনাই, বাজারে আয়ছি এর জন্যে, আমি আছি ভালো। আপনে আছেন কেমন?- আর ভালো। তুমার চাচার জালায় তো থাকতে পারিনা। বেটা এমনিতে ফকির, কয়দিন পর হবে দেউলিয়া। ফকিরে দেঊলিয়া হবার সখ জাগছে। আমি কিন্তু ছাড়ুম না। সামনে ইলেকশান-এ দারাইতেছি। সরকারি দলের চামচামি আমি ছুটাইতেছি। নেতাগিরি করে, ভয় দেখায়। আমার পোলায় তো মামলা ঢুকায়া দিবার চাইতাছে। খালি প্রতিবেশী দেইখা কিছু কইতাছিনা এখোনো। গ্রামের সবাই আমারে সম্মান করে। আর হারামজাদা ফকিরে দেঊলিয়া আমারে চোখ গরম দেখায়। মাঝে মধ্যে মন চায় ওর চক্ষু আমি সরকারি চুক্ষুদান হাসপাতালে দান কইরা দেই। বয়স হইছে এখোনো চোখের পাওয়ার কমেনাই।
যাই হোক ভাইস্তা, তুমার বাপ অনেক ভালা মানুষ ছিলো। এই জন্যে কই শিক্ষিত মাইনশের দাম আছে। বুঝ গেয়ান আছে। চলো হোটেলে যাইয়া বসি।
• তা তোমার কি কিছু হইলো? চাকরি পাইছোনি? লিটন একবার কইছিলো চাকরির কথা। কি অবস্থা? আর আমার পোলারে কইয়া রাখছি দেখতে
• হা চাচা বিদ্যুৎ অফিসে হইছে। ঢাকায়। ভালোই আছি। আরামের চাকরি।
• হুম ভালো, তাইলে আর গ্রামে থাকবানা। চাকরি যখন হইয়া গেছে বিয়া সাদি করে বউ ঢাকায় নিয়া যাওগা।
• হুম, গ্রামে তো আর থাকা হবেনা। দেখি মাঝে মধ্যে যদি আসা হয়। আর পিছুটান নেই আসতে মন চাবে কিনা কে জানে। নারায়ণগঞ্জে ছিলাম একবারো আসতে মন চায়নাই। চাকরি ঠিক না হইলে হয়তো আয়সা পরতাম, ক্ষেত খামারি করতাম
• হুম, এখোন তো আর করবানা, বরগা দিয়া তো তেমন টাকা পয়সা পাওনা। তোমার চাচার জালায় তো আবার কিছু করতে পারোনা। জায়গা জমি বেইচা দেও। ভালো দাম পাইবা
• বাপের সম্পত্তি বেচতে মন চায়না চাচা
• সম্পত্তি যদি জীবনের শত্রু হয় তাইলে রাইখা তো কোন লাভ নাই। ভালো দাম পাইবা, বেইচা দেও, তাছারা তুমার ভিটা ঘরটা তো সলিড, উচা মাটিত করছে। ওইটা ডাবল দাম পাইবা
• নাহ চাচা, সব বেচুম কিন্তু ভিটা মাটি বেচতে পারুম না।
• দেখো যা মনে হয়, তবে বেচলে আমারে কইয়ো। ভালো দাম দিবনে।
জগতের মানুষ সুযোগ সন্ধানি। তারা এই সুযগের জন্যে নিজের চেহারা বেবুনের মতো করে ফেলে। কাসেম চাচাও তাদের মধ্যে একজন। তিনি আমাকে যতটুকূই উপকার করেছেন, বিনিময়ের মাধ্যমে করেছেন। তার কাছে যে জায়গাগুলো বরগা দিয়েছি তা অন্য কাওরে দিলে ডাবল দাম পেতাম। কিন্তু কেও সাহস করে নিতে চাইবেনা। এই সুযোগটা কাসেম চাচা নিলো। কাসেম চাচাকে বিদায় জানালাম। তার কথা শুনতে ভালো লাগছেনা। সুযোগ সন্ধানি মানুষের সামনে বসে থাকাও নিরাপদ না। যেকোনো সময় সে কোন সুযোগ খুজে আমার উপর চড়াও হবেন। সেই সুযোগ অবশ্যই কোন আর্থিক সুযোগ ছাড়া অন্য কিছু হবেনা। মুরুব্বি মানুষ, তার নরম আখির আখির চাওনিতে আমার অনিচ্ছা মনকে গলিয়ে কিছু আদায় করে নেবেন। তার চেয়ে ভেগে পড়াই ভালো। এতো সাকালে দু চারটা দোকান ছাড়া আর কোন দোকান খুলেনি। পথের কিনারা দিয়ে বাসার দিকে হাটা দিলাম।
কিছুদুর যেতেই মেয়েলি কন্ঠের ডাক পেলাম। জাহিদ এই জাহিদ। পিছনে তাকাতে গিয়ে পিছলে আরেকটু হলে নামায় পড়ে যেতাম। ফিরে দেখলাম অন্তরা। তার নাম অন্তরা দাস। পরিচয় অন্তরে অন্তরে গোপন খেলা। কলেজে আমার সাথে পড়েছে। তবে আর পাশ করতে পারেনি। আমার কলেজের এক শিক্ষকের সাথে তার বেশ ভালো খাতির ছিলো। শ্যম বর্ণের ভালো সাস্থের অধিকারি। তবে তাকে মোটা বলা যাবেনা। পেট সমতল কিন্তু পাছা পাহাড় উত্তাল। ৭ বছর আগে কলেজের শেষের দিকে বিয়ে করেছে গ্রামের একজনকে, সেই শিক্ষক তাকে আর বিয়ে করেনি কারন শিক্ষক ছিলেন বিবাহিত। মুখে শুনেছি স্যার সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিলো। আমিও সেই মুখের কথায় বিশ্বাস করেছি, কারন তার পাছা কলেজের পড়ার সময় দিনকে দিন উচু হয়ে পাহাড়ে পরিণত হয়েছে। সে পাছা নাড়িয়ে নাড়িয়ে আমার কাছে আসলো, সাথে তার ছেলে, আমাকে জিজ্ঞেরস করলো
• কিরে কেমন আছিস, তোকে তো পাওয়াই যায়না, চাঁদ হয়ে গেলি নাকি। কতোদিন দেখিনা
• দেখবি কিভাবে জামাই সেবা নিয়ে বড় ব্যস্ত আছিস যে।
• হ জামাই সেবা করে তো কুল পাচ্ছিনা। সেই কতোদিন তোকে দেখিনা। বিয়ের পর তো আর তোদের অনেকের সাথে আমার দেখা হলোনা। জামাই নিয়ে ঢাকা্তেই থাকি। গ্রামে আসলে একদিন থাইকা আরেকদিন চইলা যাই। জামাই ছুটি পায়না।
• হুম তোর ছেলে নাকি? বেশ বড় হয়ে গেছে, জামাই করে কি?
• জামাই একটা ফ্যক্টরিতে চাকরি করে, প্রডাকশন ইন-চারজ। তুই কি করিছ? বিয়া করেছিস?
• নাহ করিনাই। চল হাটতে হাটতে কথা বলি। তা ভালোই আছিস দেখে বুঝা যাচ্ছে। কলেজে থাকতেও ভালো ছিলি হরিপদ স্যারকে নিয়া
• দেখ মশকরা করবিনা, কলেজে তোরা আমারে কম জালাস নাই। হরিপদ স্যার তো আমার প্রেমে পড়ছিল। আমার কাছে ঘেঁষতে চাইতো আর তোরা আমারে নিয়া নাটক বানাইলি।
• হা হা হা হা হা, আমি কি তোরে খোচাইতাম ক?
• কথা কবিনা তুইও কম ছিলিনা। তলে তলে ঠিকি খোটা দিসছ, তোগো লাইগা পরে আর পরীক্ষায় পাস করিনাই
• হুম, এখন আমাগের দোষ। বল যে তোর জামাই সেবা করতে করতে আর পরীক্ষায় পাস করিস নাই। যাই হোক আমিও গ্রামে থাকিনা, ঢাকায় থাকি। তুই ঢাকার কোথায় থাকিস।
• মহাখালি। নাবিস্কো এর দিকে থাকি, ঢাকায় গেলে বাসায় যাইছ, ঠিকানা দিমুনে। পোলা নিয়া সারাদিন ব্যস্ত থাকি। কলেজে পাঠায়া সারাদিন বইসা থাকি। এখোন কি বাড়িত যাবি? চল আমাগের বাড়িত চল।
• নাহ আরেকদিন, ঢাকায় গেলে দেখা হইবনে। ঢাকায় তো আমার পরিচিত কেও নাই, সারাদিন অফিসে সময় কাটাই। দেখিস তো আমার জন্যে কোন বাসা পাওয়া যায় কিনা। আমি তোর থিকা বেশি দূরে না কাছেই থাকি। নাখালপাড়া।
আচ্ছা দেখুমনে, ঠিকানা ধর, আমার পোলারে দেখলি কিছু জিগালিনা যে? তোরা আসলে হারামি, খালি পারস মাইয়া মাইনসের পাছার দিকে তাকায়া থাকতে, নির্লজ্জ। — খাইয়া খাইয়া পাছা এতো ঊচা করলে মাইনসে তাকাইবোনা কি মহিষ তাকাইবো? হা হা হা হা –- ভাগ হারামি, খাসর জানি কোথাকার। ঢাকায় গেলে বাসায় যাইস, তোর দুলাভাই এর সাথে পরিচয় করায়া দিবানি। মাথা বাকা করে অন্তরার পাছা দেখতে দেখতে বাড়ির দিকে হাটা দিলাম, অন্তরা বড় রাস্তা ধরে পাছা নাচিয়ে একবার বামে আরেকবার ডানে হেলিয়ে দুলিয়ে হেটে যাচ্ছে।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!