22-06-2020, 10:48 AM
## ৫
লোকটির বয়স ৪৫ এর উপরে হবে। পান খেয়ে দাত লাল করে রেখেছেন। লোকটি গরু পালেন, গরু পালা তার পেশা না। কিছু জায়গায় তিনি ধানক্ষেত করেছেন, শহরের দিকে কিছু জায়গায় তিনি টিনের ঘর উঠিয়ে ভাড়া দিয়েছেন। বেশ ভালো অবস্থাই তার। ভদ্র লোক চায়ের দাম দিয়ে বলল দাদা একদিন পা-ধুলি দিবেন বাড়িতে, ধন্য হব। আমি বললাম আচ্ছা। বেশ ভালোই মানুষের খেলা। কেও পরিচিতকে মারতে চায় আবার কেও অপরিচিত কাওকে দেখেই আপন করে নেয়ার চেষ্টা করে। তাকে প্রনাম ঠেকিয়ে বাসা্র দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে তালা ঝুলানো দেখলাম। কোথাও কাওকে না দেখে ছাদে চলে গিয়ে হাটা হাটি করলাম।
সন্ধ্যা নাগাদ ভাবি তার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। আমাকে দেখে বললেন, কোথায় গিয়েছলেন ভাইজান। সেই বিকাল পর্যন্ত আপনার জন্যে বইসা ছিলাম। দুপুরে খাইলেন না। আপনারে না পাইয়া আমি একটু বাহিরে গেছিলাম।
ভাবিকে দেখতে বেশ সুন্দর লাগছে, নিজেকে সেজেগুজে রেখেছেন। সাজুগজু মহিলাদের জীবনের আরেক সাথি। তার সব সাথীকে দূরে সরিয়ে রাখতে পারবে কিন্তু এই সাথীকে দূরে সরাবেনা। ভাবি তালা খুলে আমাকে নিয়ে ঘরে ঢুকলেন..........!!
লোকটির বয়স ৪৫ এর উপরে হবে। পান খেয়ে দাত লাল করে রেখেছেন। লোকটি গরু পালেন, গরু পালা তার পেশা না। কিছু জায়গায় তিনি ধানক্ষেত করেছেন, শহরের দিকে কিছু জায়গায় তিনি টিনের ঘর উঠিয়ে ভাড়া দিয়েছেন। বেশ ভালো অবস্থাই তার। ভদ্র লোক চায়ের দাম দিয়ে বলল দাদা একদিন পা-ধুলি দিবেন বাড়িতে, ধন্য হব। আমি বললাম আচ্ছা। বেশ ভালোই মানুষের খেলা। কেও পরিচিতকে মারতে চায় আবার কেও অপরিচিত কাওকে দেখেই আপন করে নেয়ার চেষ্টা করে। তাকে প্রনাম ঠেকিয়ে বাসা্র দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে তালা ঝুলানো দেখলাম। কোথাও কাওকে না দেখে ছাদে চলে গিয়ে হাটা হাটি করলাম।
সন্ধ্যা নাগাদ ভাবি তার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। আমাকে দেখে বললেন, কোথায় গিয়েছলেন ভাইজান। সেই বিকাল পর্যন্ত আপনার জন্যে বইসা ছিলাম। দুপুরে খাইলেন না। আপনারে না পাইয়া আমি একটু বাহিরে গেছিলাম।
ভাবিকে দেখতে বেশ সুন্দর লাগছে, নিজেকে সেজেগুজে রেখেছেন। সাজুগজু মহিলাদের জীবনের আরেক সাথি। তার সব সাথীকে দূরে সরিয়ে রাখতে পারবে কিন্তু এই সাথীকে দূরে সরাবেনা। ভাবি তালা খুলে আমাকে নিয়ে ঘরে ঢুকলেন..........!!
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!