26-02-2019, 10:52 PM
পর্ব ১৪: রোমান্স
আমি কি দিপাকে ভালোবেসে ফেলেছি. মেয়েদের মধ্যে কি লুকিয়ে থাকে যা একটা ছেলেকে ১ ঘন্টার মধ্যেই ভেতর থেকে পুরোপুরি চেঞ্জ করে দেয়. কিছুদিন আগে অবধি ও আমি বিয়ে করতে চায়চিলামনা, আমার মনে ভালবাসা, প্রেম এইসব জিনিস গুলো খুব নেকা নেকা ছিল. কিন্তু আজ দীপার এই হাসি, আমার দিকে ওর তাকানো, হাত দিয়ে সামনে ঝুলে যাওয়া চুল গুলো ওপরে তুলে দেওয়া, ওর আমায় আলতো করে সমু বলে ডাক দেওয়া, আমাদের দুজনকে নিয়ে জেঠিমার এই ইয়ার্কি গুলো এগুলোই কেন বার বার করে আমার মনে ঘুরে ফিরে আসছে. আমি এতটুকু বুঝতে পারছি, আমার কিছু একটা হচ্ছে. ছোটবেলায় শরত্কাল আসার আগে ওই সোনালী রোদ্দুরটা বুকের মধ্যে একটা উষ্ণ হওয়া বিয়ে দিত. মন সারাক্ষণ এটাই বলত পুজো আসছে, নতুন জামা কাপড় পাব এইসব. সরস্বতী পুজোর সময় পাড়ার দাদা দিদিদের দেখতাম. দিদিরা নতুন সাড়ি পরে কলেজ এ যেত. পাড়ার দাদারা মেয়েদের কলেজ এর সামনে হাতে গোলাপ নিয়ে দাড়িয়ে থাকত. দিদি দের মুখের ওই মিষ্টি হাসি গুলো দেখলে মনটা পুরো জুড়িয়ে যেত. ইচ্ছে হত ইস যদি এভাবে কেউ আমার দিকে তাকিয়েও হাসত, কেউ আমার জন্য পাড়ার মোড়ে দাড়িয়ে থাকত. এগুলো কলেজ লাইফ এর কথা. তখন মনের মধ্যে সবসময় একটা ঠান্ডা হওয়া বিত. যদিও সেই সৌভাগ্য কখনই আমার হয়নি. জীবনে কোনো মেয়েকে নিজের সুখ দুখের সাথী করতে পারিনি. একটা সময় বিশাল ইচ্ছে ছিল, কোনো একজন মেয়ে থাকবে যাকে আমি ভালবাসব, লুকিয়ে লুকিয়ে চিঠি দেব, সাইকেল নিয়ে ঘুরতে যাব আরো কতকিছু. না আমার জীবনে এরকম কেউই জোটেনি কোনদিন. তারপর কলেজ ছেড়ে গেলাম কলেজ এ ইঞ্জিনিয়ারিং পড়তে. চিঠির জামানা পেরিয়ে মোবাইল আর sms এর যুগ এলো. কিন্তু আমার জীবনে মনের মানুষটা এলোনা. হয়ত কলেজ লাইফ এর ই মাঝামাঝি সময় আমার মন থেকে এই ইচ্ছে গুলো মোড়ে যেতে শুরু করে. তারপর কলেজ ছেড়ে গেলাম আমেরিকা ওখানে হায়ার স্টাডি তারপর বিশাল মাপের চাকরি. আসতে আসতে চেষ্টা করলাম সম্পূর্ণ নতুন এই পরিবেশটার সাথে এই অতি ব্যস্ত জীবনের সাথে মানিয়ে নিতে. মানিয়েও নিলাম কিন্তু নিজের অজান্তেই নিজেকে ওদের মতই তৈরী করলাম. হা হয়ত আমার এই চিন্তা গুলো জানলে অনেকেই আমায় ভুল বুঝবে, অনেকেই ভাববে আমি মানসিক রুগী, কিন্তু আমার এই তথাকথিত ফ্যান্টাসি গুলো আমার বেচে থাকার একমাত্র রসদ ছিল, অনেকগুলো বছর ধরে. কিন্তু দীপা এসে সব ওলট পালট করে দিল. হা এটা প্রচন্ড সত্যি আমি দিপাকে ভালোবেসে ফেলেছি. আজ যখন ও বলল আমি অফিস থেকে না আসলে ও খাবেনা. আমি কোনো কথা চিন্তা না করেই অফিস থেকে বেরিয়ে চলে এলাম. আমার খুব ভালো লাগছে যখন ই আমার ওর কথা গুলো মনে পড়ছে. মেয়েটা খুব খুব খুব ভালো. প্রাণশক্তি তে অফুরুন্ত, ওর মধ্যে একটা অদ্ভুত অভিমানী ধরণের চরিত্র আছে. আমার খুব ভাললাগছিলো ওর রাগ ভাঙাতে. ওর হাসিটা কি সুন্দর, যখন ই ও হাসছিল, ওর গালে খুব সুন্দর মতো একটা টোল পড়ছিল.
যাই হোক দীপা তো খুব খুশি আমি ওকে বাইরে ঘুরতে নিয়ে যাব বলে. ও খাওয়া দাওয়া শেষ করে আমায় জিগ্গেস করলো কখন বেরোবে বলে. আমি ওকে বললাম বিকেল ৫ টায় আমরা বেরোব বাড়ি থেকে. আমি ওকে বললাম দীপা আজ তুমি সালোয়ার তা পর. ও হেসে রাজি হয়ে গেল. ও ৪ তে থেকেই সাজতে সুরু করলো. সাদা সালোয়ার তা পরে ওকে সত্যি ই খুব সুন্দর লাগছিল. আমিও রেডি হয়ে গেলাম. ঠিক ৫ তার সময় আমরা দুজনে ঘর থেকে বেরোলাম. দিপাকে আজ প্রথম বার বাইক এর পেছনে বসলাম তাই আমার ও খুব ভালো লাগছিল. দীপা বা হাত দিয়ে আমার কাধটা হালকা করে ধরল. আমি লখ্য করছিলাম পারার সব বউ গুলো, আর ছেলে গুলো আমাদের দিকে দেখছে আর মুখ টিপে হাসছে. আমার তাই খুব ভালো লাগছিল. মনের মধ্যে একটা অদ্ভুত রোমান্স লাগছিল. এভাবে আধ ঘন্টা যাওয়ার পর আমরা বোটানিক্যাল গার্ডেন এ পৌছালাম. ওখানে তখন অনেক কম বয়সী ছেলে মেয়েরা বসে আছে. দীপার মাথায় সিদুর দেখে সবাই একটু ভ্রু কুচকে আমাদের দিকে দেখছে. এটা আমরা দুজনেই খুব ভালো করে বুঝতে পারছিলাম. আমাদের একটা অস্সস্তি বোধ হচ্ছিল. আসলে এই জায়গাতে কোনো দম্পতি সাধারনত আসেনা. ওরা হয়ত ভাবছিল আমি পরের বউ এর সাথে পরকিয়া করছি. যাই হোক আমরা একটু দুরে সবার চোখের আড়ালে গিয়ে একটা গাছের নিচে বসলাম. আমি আসতে করে দীপার হাতটা ধরলাম. দীপা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল এই কি হচ্ছে, এখানে সবাই আছে, আমার হাতটা ছার প্লিজ. আমি ছাড়লামনা, ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম. ও বেশিক্ষণ তাকাতে পারলনা. আমি আরেকটা হাত ওর কাধের ওপর দিয়ে ওকে আমার বুকের কাছাকাছি টেনে নিলাম. ও আমায় বলল কেন এরকম করছ সোনা আমি তো তোমার ই. বাড়িতে গিয়ে যত ইচ্ছে আমায় ভালোবেসো. আমি কিছু উত্তর দিলামনা শুধুই ওর দিকে তাকিয়ে থাকলাম. দীপা আমার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে আমায় বলল সমু আমি তোমায় খুব খুব খুব ভালবাসি. তুমি আমায় ছেড়ে দেবেনাতো কখনো. আমি মাথা নেড়ে শুধু না বললাম. দীপা ওহঃ সমু বলে আমার বুকে নিজের মাথাটা গুজে দিল. আমি আসতে আসতে ওর মাথায় হাত বোলাতে লাগলাম. ও খুব ঘন ঘন নিশ্বাস ফেলছিল. একটা মিষ্টি গঙ্গার হওয়া আর তার চেয়েও মিষ্টি মাথার ওপর একটা কোকিলের ডাক পুরো পরিবেশ তাকেই একটা অন্য মাত্র দিয়েছিল. আমি দীপার পিঠে হাত বোলাতে বোলাতে বললাম, দীপা আমার মনে খুব কষ্ট, তুমি শুনবে না আমার কথা. বল আমায়. দীপা চোখ বুজে আমার হাতের স্পর্শটা অনুভব করছিল. হঠাত আমার মুখে এই কথা শুনে ওর সম্বিত ফিরল. ও আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমায় আমায় বল অফিস এ কোনো প্রবলেম হয়েছে. আমি মুখটা অন্য দিকে সরিয়ে নিলাম. ও আমর দু গালে হাত দিয়ে টেনে আবার আমাকে ওর দিকে তাকাতে বাধ্য করলো. আমি ওকে বললাম দীপা আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগেনা. আমি অন্য কোথাও থাকতে চাই. দীপা বলল প্লিজ আমায় সব কথা বল কি হয়েছে. আমি আসতে আসতে শুরু করলাম, যেন দীপা আমার ছোটবেলাটা খুব কষ্টের. আমার বাবা সারাক্ষণ বাইরে থাকতেন, আর মা নিজের সার্থ ছাড়া কিছুই বোঝেনি কখনো. দাদারা সবাই ছোট থেকে বাজে কাজ করত, কেউ পড়াশুনা করতনা. আমার ভালো নিয়ে একমাত্র জেথিমাই ভেবেছেন চিরকাল. তাই আমার ভালোর কথা ভেবে জেঠিমা আমায় বাইরে পাঠিয়ে দিলেন. ওই বোর্ডিং কলেজ এর জীবনটা মনে পড়লে আমার এখনো কান্না পায়. দীপা আমি বাড়িতে থাকলে এসবই মনে পরে সারাক্ষণ. আমি জীবনে প্রচুর কষ্ট পেয়েছি. ক্লাস ৬ থেকে বাড়ির সবাইকে ছেড়ে থাকতে হয়েছে. আসতে আসতে সব রকম পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে হয়েছে, পড়াশুনা করতে হয়েছে. কত রাত যে একা একা কেদেছি, নিজেই জানি. কেউ আমায় কখনো বোঝেনি. এটা বলতে বলতেই আমি দীপার কোলে মাথা রেখে দিলাম. আমি বললাম দীপা আমায় যদি সত্যি জেঠিমা ছাড়া আর কেউ বুঝে থাকে ভালোবেসে থাকে তো সেটা তুমি, শুধু তুমি অন্য কেউ নয়. দীপা তুমি কখনো আমায় ভুল বুঝবেনা তো. এটা বলে আমি আসতে আসতে দীপার মাথাটা আমার মুখের দিকে টেনে নিলাম. দীপার সামনের চুল গুলো আমার মুখের ওপর পরছে, ওর উষ্ণ আদ্র নিশ্বাস আমার গাল ছুয়ে যাচ্ছে. ও দুহাত দিয়ে আমার দু গাল ধরে বলল, পাগল তুমি আমায় এই কথা গুলো আগে বলনি কেন. আমার ভালো লাগছেনা সমু তুমি এত কষ্ট পাও আর পেয়েই চলেছ. আমি তোমায় সুখী করব সমু. তুমি যেমন চাইবে ঠিক তেমন, আমি তোমার মনের মতো হব সমু. আমি ওর দিকে তাকিয়ে হাসলাম, আমার বা হাতের তর্জানিতা ওর ঠোটে ছুইয়ে ওকে বললাম দীপা তোমায় আমি খুব ভালবাসি. তুমি কখনো আমায় ভুল বুঝনা তাহলেই হবে. আমি তোমায় পেয়ে খুব সুখী, আমার আর কোনো দুখ্হ নেই. ও আসতে আসতে বলল সমু আমিও তোমায় প্রচুর প্রচুর ভালবাসি, আমি তোমায় সুখী করবই. আমি আসতে আসতে নিজের ঠোট দুটো ওর ঠোট এর কাছে নিয়ে গেলাম. আমি অনুভব করতে পারছি যে ও ঘন ঘন নিশ্বাস ফেলছে, ও খুব উত্তেজিত হয়ে পরেছে. উত্তেজিত আমিও হয়ে পরেছি. আমি আর ধৈর্য ধরতে পারলামনা, নিজের ঠোট দুটোর মধ্যে ওর নিচের মত সুন্দর ঠোট তা ঢুকিয়ে দিলাম. আসতে আসতে আমি দিপাকে কিস করতে শুরু করলাম. দীপা খুব খুব ঘন ঘন নিশ্বাস নিছে আর আমার পিঠে হাত বোলাচ্ছে. আমি ২-৩ মিনিট এর মধ্যেই ওকে ছেড়ে দিলাম, ও একবার আমার দিকে তাকিয়ে লজ্জায় মুখটা আমার বুকে গুজে দিল. আমি বললাম আমার বউ কি এত লাজুক হলে চলবে, তাকাও আমার দিকে লক্ষিটি. ও বলল না দেখবনা. আমি ওর মুখটা কিছুটা জোর করে তুলে আবার একবার ওকে কিস করতে শুরু করলাম. এবার ২ মিনিট পর ও নিজেই আসতে আসতে মুখটা সরিয়ে নিল আর আমার বুকটাকে খুব জোরে জড়িয়ে চোখ বন্ধ করে দিল. আমি ওর পিঠে হাত বোলাতে বোলাতে বললাম দীপা তোমার ভালো লেগেছে? দীপা বলল না একদম ভালো লাগেনি. আমি জোর করে ওর মুখটা ওপর দিকে তুললাম ও চোখ বন্ধই করে আছে. আমি আসতে করে আবার ওর ঠোট এ আমার মুখটা দিয়ে ভালো করে চুমু খেতে লাগলাম. এবার প্রায় ৫ মিনিট টানা আমি ওকে কিস করলাম, ও চেষ্টা করেছিল মুখটা সরিয়ে নিতে কিন্তু আমি না চাওয়ায় ও বাধা দেইনি. আমি আবার ওকে জিগ্গেস করলাম, দীপা লক্ষিটি আমায় বল প্লিজ তোমার কেমন লাগলো. ও নিচের দিকে তাকিয়ে বসে থাকলো. আমি ওর মাথাটা ধরে আমার দিকে ঘুরিয়ে বললাম, ডার্লিং তুমি চাওনা আমি সব কষ্ট ভুলে সুখী হই, তাহলে আজ এক্ষুনি আমার গা ছুয়ে তোমায় একটা কথা দিতে হবে. ও এবার আমার দিকে তাকালো. আমি বললাম দীপা তুমি কখনো আমায় মিঠে বলবেনা, আমি যা জিগ্গেস করব তার উত্তর দেবে আর আমি যা তোমায় বোঝাব তা বোঝার চেষ্টা করবে. ও মাথা নেড়ে সম্মতি জানালো. আমি বললাম আগে তুমি ভালো করে আমার দিকে তাকাও কেন এত লজ্জা পাচ্ছ সোনা. আমাদের সারাজীবন একসাথে থাকতে হবে, এরকম লজ্জা পেলে কি করে চলবে বল. প্লিজ আমায় বল তোমার কেমন লাগলো. ওর হাত দুটো আমি ধরে আবার বললাম প্লিজ দীপা আমার খুব জানতে ইচ্ছে করছে, তোমার কেমন লাগলো, আমি তোমায় খুশি করতে পারলাম কিনা. ও মুখটা নিচের দিকে করে বলল, আমার খুব ভালো লেগেছে সমু. আমি আর কিছু বললামনা, চুপ করে থাকলাম যাতে ও সব কিছু মন খুলে বলতে পারে. ও কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল সমু আমি কখনো কোনো ছেলের স্পর্শ কেমন হয় জানতামনা. এটাই প্রথম কেউ আমায় এত আদর করলো. আমার পুরো শরীরটা জুড়ে একটা অদ্ভুত শিহরণ হচ্ছিল. আমি তোমায় খুব খুব ভালবাসি, সমু তুমি খুশি হয়েছ তো. আমি হেসে বললাম খুশি কি বলছ দীপা, এটা আমার সৌভাগ্য. দীপা তোমায় দেখতে খুব সুন্দর. আমি কখনো ভাবতেও পারিনি এত সুন্দর কোনো মেয়েকে আমি আদর করতে পারব. আমি তোমায় খুব সুখী করার চেষ্টা করব. দীপা আমার একটা অনুরোধ রাখবে? দীপা বলল এরকম কেন বলছ সমু, আমি তো তোমার ই. বলনা কি করতে হবে আমায় আমি তোমার জন্য সব ই করতে পারি. আমি বললাম দীপা, আমি তোমায় ঠিক যেভাবে আদর করলাম তুমিও আমায় ঠিক অভাবে একবার আদর কারো. দীপা মাথা নিচু করে বসে থাকলো. আমি ও চুপ করে বসে থাকলাম. এরকম ২ মিনিট পর আমি বললাম, ঠিক আছে ছাড়ো, দীপা তোমার বর দেখতে কুত্সিত. তোমার যদি আমায় আদর করতে ইচ্ছে না হয় আমি জোর করবনা. এইবলে আমি উঠতে গেলাম. দীপা আমার হাত ধরে টানলো. আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমায় এরকম বলতে পারলে, আমার কাছে তুমি ই পৃথিবীর সবচেয়ে সুন্দর. আমার কাছে এস সমু. আমি ওর দিকে তাকিয়ে থাকলাম. ও বলল আজ যা বললে আর কখনো বলবেনা তাহলে আমার মরা মুখ দেখবে. বলে নিজের মুখটা আমার কাছে নিয়ে এসে আমার ঠোট দুটো ওর ঠোট দিয়ে ফাক করে আমার নিচের ঠোট তা কিস করতে শুরু করলো. আমার এত সুন্দর লাগলো যে আমি কখনো বোঝাতে পারবনা. এভাবে প্রায় ১০ মিনিট আমায় ও কিস করলো, তারপর আমায় বলল এবার তুমি বল সমু তোমার ভালো লাগলো. আমি ওকে খুব জোরে জড়িয়ে ধরলাম আর ওর মাথাটা নিজের বুকে রেখে বললাম, দীপা আমার দীপা তোমায় আমি খুব খুশি করব দেখে নীয়. ও হেসে বলল আর খুশি করতে হবেনা, এত খুশি আমি এর চেয়ে বেশি হলে স্য করতে পারবনা. আর কিছুক্ষণ বসে আমরা আসতে আসতে ওখান থেকে উঠে চলে এলাম.
আমি কি দিপাকে ভালোবেসে ফেলেছি. মেয়েদের মধ্যে কি লুকিয়ে থাকে যা একটা ছেলেকে ১ ঘন্টার মধ্যেই ভেতর থেকে পুরোপুরি চেঞ্জ করে দেয়. কিছুদিন আগে অবধি ও আমি বিয়ে করতে চায়চিলামনা, আমার মনে ভালবাসা, প্রেম এইসব জিনিস গুলো খুব নেকা নেকা ছিল. কিন্তু আজ দীপার এই হাসি, আমার দিকে ওর তাকানো, হাত দিয়ে সামনে ঝুলে যাওয়া চুল গুলো ওপরে তুলে দেওয়া, ওর আমায় আলতো করে সমু বলে ডাক দেওয়া, আমাদের দুজনকে নিয়ে জেঠিমার এই ইয়ার্কি গুলো এগুলোই কেন বার বার করে আমার মনে ঘুরে ফিরে আসছে. আমি এতটুকু বুঝতে পারছি, আমার কিছু একটা হচ্ছে. ছোটবেলায় শরত্কাল আসার আগে ওই সোনালী রোদ্দুরটা বুকের মধ্যে একটা উষ্ণ হওয়া বিয়ে দিত. মন সারাক্ষণ এটাই বলত পুজো আসছে, নতুন জামা কাপড় পাব এইসব. সরস্বতী পুজোর সময় পাড়ার দাদা দিদিদের দেখতাম. দিদিরা নতুন সাড়ি পরে কলেজ এ যেত. পাড়ার দাদারা মেয়েদের কলেজ এর সামনে হাতে গোলাপ নিয়ে দাড়িয়ে থাকত. দিদি দের মুখের ওই মিষ্টি হাসি গুলো দেখলে মনটা পুরো জুড়িয়ে যেত. ইচ্ছে হত ইস যদি এভাবে কেউ আমার দিকে তাকিয়েও হাসত, কেউ আমার জন্য পাড়ার মোড়ে দাড়িয়ে থাকত. এগুলো কলেজ লাইফ এর কথা. তখন মনের মধ্যে সবসময় একটা ঠান্ডা হওয়া বিত. যদিও সেই সৌভাগ্য কখনই আমার হয়নি. জীবনে কোনো মেয়েকে নিজের সুখ দুখের সাথী করতে পারিনি. একটা সময় বিশাল ইচ্ছে ছিল, কোনো একজন মেয়ে থাকবে যাকে আমি ভালবাসব, লুকিয়ে লুকিয়ে চিঠি দেব, সাইকেল নিয়ে ঘুরতে যাব আরো কতকিছু. না আমার জীবনে এরকম কেউই জোটেনি কোনদিন. তারপর কলেজ ছেড়ে গেলাম কলেজ এ ইঞ্জিনিয়ারিং পড়তে. চিঠির জামানা পেরিয়ে মোবাইল আর sms এর যুগ এলো. কিন্তু আমার জীবনে মনের মানুষটা এলোনা. হয়ত কলেজ লাইফ এর ই মাঝামাঝি সময় আমার মন থেকে এই ইচ্ছে গুলো মোড়ে যেতে শুরু করে. তারপর কলেজ ছেড়ে গেলাম আমেরিকা ওখানে হায়ার স্টাডি তারপর বিশাল মাপের চাকরি. আসতে আসতে চেষ্টা করলাম সম্পূর্ণ নতুন এই পরিবেশটার সাথে এই অতি ব্যস্ত জীবনের সাথে মানিয়ে নিতে. মানিয়েও নিলাম কিন্তু নিজের অজান্তেই নিজেকে ওদের মতই তৈরী করলাম. হা হয়ত আমার এই চিন্তা গুলো জানলে অনেকেই আমায় ভুল বুঝবে, অনেকেই ভাববে আমি মানসিক রুগী, কিন্তু আমার এই তথাকথিত ফ্যান্টাসি গুলো আমার বেচে থাকার একমাত্র রসদ ছিল, অনেকগুলো বছর ধরে. কিন্তু দীপা এসে সব ওলট পালট করে দিল. হা এটা প্রচন্ড সত্যি আমি দিপাকে ভালোবেসে ফেলেছি. আজ যখন ও বলল আমি অফিস থেকে না আসলে ও খাবেনা. আমি কোনো কথা চিন্তা না করেই অফিস থেকে বেরিয়ে চলে এলাম. আমার খুব ভালো লাগছে যখন ই আমার ওর কথা গুলো মনে পড়ছে. মেয়েটা খুব খুব খুব ভালো. প্রাণশক্তি তে অফুরুন্ত, ওর মধ্যে একটা অদ্ভুত অভিমানী ধরণের চরিত্র আছে. আমার খুব ভাললাগছিলো ওর রাগ ভাঙাতে. ওর হাসিটা কি সুন্দর, যখন ই ও হাসছিল, ওর গালে খুব সুন্দর মতো একটা টোল পড়ছিল.
যাই হোক দীপা তো খুব খুশি আমি ওকে বাইরে ঘুরতে নিয়ে যাব বলে. ও খাওয়া দাওয়া শেষ করে আমায় জিগ্গেস করলো কখন বেরোবে বলে. আমি ওকে বললাম বিকেল ৫ টায় আমরা বেরোব বাড়ি থেকে. আমি ওকে বললাম দীপা আজ তুমি সালোয়ার তা পর. ও হেসে রাজি হয়ে গেল. ও ৪ তে থেকেই সাজতে সুরু করলো. সাদা সালোয়ার তা পরে ওকে সত্যি ই খুব সুন্দর লাগছিল. আমিও রেডি হয়ে গেলাম. ঠিক ৫ তার সময় আমরা দুজনে ঘর থেকে বেরোলাম. দিপাকে আজ প্রথম বার বাইক এর পেছনে বসলাম তাই আমার ও খুব ভালো লাগছিল. দীপা বা হাত দিয়ে আমার কাধটা হালকা করে ধরল. আমি লখ্য করছিলাম পারার সব বউ গুলো, আর ছেলে গুলো আমাদের দিকে দেখছে আর মুখ টিপে হাসছে. আমার তাই খুব ভালো লাগছিল. মনের মধ্যে একটা অদ্ভুত রোমান্স লাগছিল. এভাবে আধ ঘন্টা যাওয়ার পর আমরা বোটানিক্যাল গার্ডেন এ পৌছালাম. ওখানে তখন অনেক কম বয়সী ছেলে মেয়েরা বসে আছে. দীপার মাথায় সিদুর দেখে সবাই একটু ভ্রু কুচকে আমাদের দিকে দেখছে. এটা আমরা দুজনেই খুব ভালো করে বুঝতে পারছিলাম. আমাদের একটা অস্সস্তি বোধ হচ্ছিল. আসলে এই জায়গাতে কোনো দম্পতি সাধারনত আসেনা. ওরা হয়ত ভাবছিল আমি পরের বউ এর সাথে পরকিয়া করছি. যাই হোক আমরা একটু দুরে সবার চোখের আড়ালে গিয়ে একটা গাছের নিচে বসলাম. আমি আসতে করে দীপার হাতটা ধরলাম. দীপা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল এই কি হচ্ছে, এখানে সবাই আছে, আমার হাতটা ছার প্লিজ. আমি ছাড়লামনা, ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম. ও বেশিক্ষণ তাকাতে পারলনা. আমি আরেকটা হাত ওর কাধের ওপর দিয়ে ওকে আমার বুকের কাছাকাছি টেনে নিলাম. ও আমায় বলল কেন এরকম করছ সোনা আমি তো তোমার ই. বাড়িতে গিয়ে যত ইচ্ছে আমায় ভালোবেসো. আমি কিছু উত্তর দিলামনা শুধুই ওর দিকে তাকিয়ে থাকলাম. দীপা আমার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে আমায় বলল সমু আমি তোমায় খুব খুব খুব ভালবাসি. তুমি আমায় ছেড়ে দেবেনাতো কখনো. আমি মাথা নেড়ে শুধু না বললাম. দীপা ওহঃ সমু বলে আমার বুকে নিজের মাথাটা গুজে দিল. আমি আসতে আসতে ওর মাথায় হাত বোলাতে লাগলাম. ও খুব ঘন ঘন নিশ্বাস ফেলছিল. একটা মিষ্টি গঙ্গার হওয়া আর তার চেয়েও মিষ্টি মাথার ওপর একটা কোকিলের ডাক পুরো পরিবেশ তাকেই একটা অন্য মাত্র দিয়েছিল. আমি দীপার পিঠে হাত বোলাতে বোলাতে বললাম, দীপা আমার মনে খুব কষ্ট, তুমি শুনবে না আমার কথা. বল আমায়. দীপা চোখ বুজে আমার হাতের স্পর্শটা অনুভব করছিল. হঠাত আমার মুখে এই কথা শুনে ওর সম্বিত ফিরল. ও আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমায় আমায় বল অফিস এ কোনো প্রবলেম হয়েছে. আমি মুখটা অন্য দিকে সরিয়ে নিলাম. ও আমর দু গালে হাত দিয়ে টেনে আবার আমাকে ওর দিকে তাকাতে বাধ্য করলো. আমি ওকে বললাম দীপা আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগেনা. আমি অন্য কোথাও থাকতে চাই. দীপা বলল প্লিজ আমায় সব কথা বল কি হয়েছে. আমি আসতে আসতে শুরু করলাম, যেন দীপা আমার ছোটবেলাটা খুব কষ্টের. আমার বাবা সারাক্ষণ বাইরে থাকতেন, আর মা নিজের সার্থ ছাড়া কিছুই বোঝেনি কখনো. দাদারা সবাই ছোট থেকে বাজে কাজ করত, কেউ পড়াশুনা করতনা. আমার ভালো নিয়ে একমাত্র জেথিমাই ভেবেছেন চিরকাল. তাই আমার ভালোর কথা ভেবে জেঠিমা আমায় বাইরে পাঠিয়ে দিলেন. ওই বোর্ডিং কলেজ এর জীবনটা মনে পড়লে আমার এখনো কান্না পায়. দীপা আমি বাড়িতে থাকলে এসবই মনে পরে সারাক্ষণ. আমি জীবনে প্রচুর কষ্ট পেয়েছি. ক্লাস ৬ থেকে বাড়ির সবাইকে ছেড়ে থাকতে হয়েছে. আসতে আসতে সব রকম পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে হয়েছে, পড়াশুনা করতে হয়েছে. কত রাত যে একা একা কেদেছি, নিজেই জানি. কেউ আমায় কখনো বোঝেনি. এটা বলতে বলতেই আমি দীপার কোলে মাথা রেখে দিলাম. আমি বললাম দীপা আমায় যদি সত্যি জেঠিমা ছাড়া আর কেউ বুঝে থাকে ভালোবেসে থাকে তো সেটা তুমি, শুধু তুমি অন্য কেউ নয়. দীপা তুমি কখনো আমায় ভুল বুঝবেনা তো. এটা বলে আমি আসতে আসতে দীপার মাথাটা আমার মুখের দিকে টেনে নিলাম. দীপার সামনের চুল গুলো আমার মুখের ওপর পরছে, ওর উষ্ণ আদ্র নিশ্বাস আমার গাল ছুয়ে যাচ্ছে. ও দুহাত দিয়ে আমার দু গাল ধরে বলল, পাগল তুমি আমায় এই কথা গুলো আগে বলনি কেন. আমার ভালো লাগছেনা সমু তুমি এত কষ্ট পাও আর পেয়েই চলেছ. আমি তোমায় সুখী করব সমু. তুমি যেমন চাইবে ঠিক তেমন, আমি তোমার মনের মতো হব সমু. আমি ওর দিকে তাকিয়ে হাসলাম, আমার বা হাতের তর্জানিতা ওর ঠোটে ছুইয়ে ওকে বললাম দীপা তোমায় আমি খুব ভালবাসি. তুমি কখনো আমায় ভুল বুঝনা তাহলেই হবে. আমি তোমায় পেয়ে খুব সুখী, আমার আর কোনো দুখ্হ নেই. ও আসতে আসতে বলল সমু আমিও তোমায় প্রচুর প্রচুর ভালবাসি, আমি তোমায় সুখী করবই. আমি আসতে আসতে নিজের ঠোট দুটো ওর ঠোট এর কাছে নিয়ে গেলাম. আমি অনুভব করতে পারছি যে ও ঘন ঘন নিশ্বাস ফেলছে, ও খুব উত্তেজিত হয়ে পরেছে. উত্তেজিত আমিও হয়ে পরেছি. আমি আর ধৈর্য ধরতে পারলামনা, নিজের ঠোট দুটোর মধ্যে ওর নিচের মত সুন্দর ঠোট তা ঢুকিয়ে দিলাম. আসতে আসতে আমি দিপাকে কিস করতে শুরু করলাম. দীপা খুব খুব ঘন ঘন নিশ্বাস নিছে আর আমার পিঠে হাত বোলাচ্ছে. আমি ২-৩ মিনিট এর মধ্যেই ওকে ছেড়ে দিলাম, ও একবার আমার দিকে তাকিয়ে লজ্জায় মুখটা আমার বুকে গুজে দিল. আমি বললাম আমার বউ কি এত লাজুক হলে চলবে, তাকাও আমার দিকে লক্ষিটি. ও বলল না দেখবনা. আমি ওর মুখটা কিছুটা জোর করে তুলে আবার একবার ওকে কিস করতে শুরু করলাম. এবার ২ মিনিট পর ও নিজেই আসতে আসতে মুখটা সরিয়ে নিল আর আমার বুকটাকে খুব জোরে জড়িয়ে চোখ বন্ধ করে দিল. আমি ওর পিঠে হাত বোলাতে বোলাতে বললাম দীপা তোমার ভালো লেগেছে? দীপা বলল না একদম ভালো লাগেনি. আমি জোর করে ওর মুখটা ওপর দিকে তুললাম ও চোখ বন্ধই করে আছে. আমি আসতে করে আবার ওর ঠোট এ আমার মুখটা দিয়ে ভালো করে চুমু খেতে লাগলাম. এবার প্রায় ৫ মিনিট টানা আমি ওকে কিস করলাম, ও চেষ্টা করেছিল মুখটা সরিয়ে নিতে কিন্তু আমি না চাওয়ায় ও বাধা দেইনি. আমি আবার ওকে জিগ্গেস করলাম, দীপা লক্ষিটি আমায় বল প্লিজ তোমার কেমন লাগলো. ও নিচের দিকে তাকিয়ে বসে থাকলো. আমি ওর মাথাটা ধরে আমার দিকে ঘুরিয়ে বললাম, ডার্লিং তুমি চাওনা আমি সব কষ্ট ভুলে সুখী হই, তাহলে আজ এক্ষুনি আমার গা ছুয়ে তোমায় একটা কথা দিতে হবে. ও এবার আমার দিকে তাকালো. আমি বললাম দীপা তুমি কখনো আমায় মিঠে বলবেনা, আমি যা জিগ্গেস করব তার উত্তর দেবে আর আমি যা তোমায় বোঝাব তা বোঝার চেষ্টা করবে. ও মাথা নেড়ে সম্মতি জানালো. আমি বললাম আগে তুমি ভালো করে আমার দিকে তাকাও কেন এত লজ্জা পাচ্ছ সোনা. আমাদের সারাজীবন একসাথে থাকতে হবে, এরকম লজ্জা পেলে কি করে চলবে বল. প্লিজ আমায় বল তোমার কেমন লাগলো. ওর হাত দুটো আমি ধরে আবার বললাম প্লিজ দীপা আমার খুব জানতে ইচ্ছে করছে, তোমার কেমন লাগলো, আমি তোমায় খুশি করতে পারলাম কিনা. ও মুখটা নিচের দিকে করে বলল, আমার খুব ভালো লেগেছে সমু. আমি আর কিছু বললামনা, চুপ করে থাকলাম যাতে ও সব কিছু মন খুলে বলতে পারে. ও কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল সমু আমি কখনো কোনো ছেলের স্পর্শ কেমন হয় জানতামনা. এটাই প্রথম কেউ আমায় এত আদর করলো. আমার পুরো শরীরটা জুড়ে একটা অদ্ভুত শিহরণ হচ্ছিল. আমি তোমায় খুব খুব ভালবাসি, সমু তুমি খুশি হয়েছ তো. আমি হেসে বললাম খুশি কি বলছ দীপা, এটা আমার সৌভাগ্য. দীপা তোমায় দেখতে খুব সুন্দর. আমি কখনো ভাবতেও পারিনি এত সুন্দর কোনো মেয়েকে আমি আদর করতে পারব. আমি তোমায় খুব সুখী করার চেষ্টা করব. দীপা আমার একটা অনুরোধ রাখবে? দীপা বলল এরকম কেন বলছ সমু, আমি তো তোমার ই. বলনা কি করতে হবে আমায় আমি তোমার জন্য সব ই করতে পারি. আমি বললাম দীপা, আমি তোমায় ঠিক যেভাবে আদর করলাম তুমিও আমায় ঠিক অভাবে একবার আদর কারো. দীপা মাথা নিচু করে বসে থাকলো. আমি ও চুপ করে বসে থাকলাম. এরকম ২ মিনিট পর আমি বললাম, ঠিক আছে ছাড়ো, দীপা তোমার বর দেখতে কুত্সিত. তোমার যদি আমায় আদর করতে ইচ্ছে না হয় আমি জোর করবনা. এইবলে আমি উঠতে গেলাম. দীপা আমার হাত ধরে টানলো. আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমায় এরকম বলতে পারলে, আমার কাছে তুমি ই পৃথিবীর সবচেয়ে সুন্দর. আমার কাছে এস সমু. আমি ওর দিকে তাকিয়ে থাকলাম. ও বলল আজ যা বললে আর কখনো বলবেনা তাহলে আমার মরা মুখ দেখবে. বলে নিজের মুখটা আমার কাছে নিয়ে এসে আমার ঠোট দুটো ওর ঠোট দিয়ে ফাক করে আমার নিচের ঠোট তা কিস করতে শুরু করলো. আমার এত সুন্দর লাগলো যে আমি কখনো বোঝাতে পারবনা. এভাবে প্রায় ১০ মিনিট আমায় ও কিস করলো, তারপর আমায় বলল এবার তুমি বল সমু তোমার ভালো লাগলো. আমি ওকে খুব জোরে জড়িয়ে ধরলাম আর ওর মাথাটা নিজের বুকে রেখে বললাম, দীপা আমার দীপা তোমায় আমি খুব খুশি করব দেখে নীয়. ও হেসে বলল আর খুশি করতে হবেনা, এত খুশি আমি এর চেয়ে বেশি হলে স্য করতে পারবনা. আর কিছুক্ষণ বসে আমরা আসতে আসতে ওখান থেকে উঠে চলে এলাম.