18-06-2020, 11:10 PM
(18-06-2020, 07:56 PM)buddy12 Wrote: শেষ আপডেট এর শেষ অংশ দেখুন।
ডাক্তার সোম যশকে নিয়ে কলকাতায় ফিরেছেন।
"লেক ভিউতে পৌছে মনে হল অন্য রকম। কিছু হল নাকি ? যশকে নিয়ে ভিতরে ঢুকতে বুঝতে পারে, মাম্মীর বন্ধু গোদাবরী এসেছে সঙ্গে বাবাজীও। মনে হচ্ছে আজ না এলেই ভালো হতো। এতদূর এসে ফিরে যাবে ? যশ তাহলে গোল পাকাবে। তিনতলায় উঠতে মাম্মীর সঙ্গে দেখা।
--খুব ভালো দিনে এসেছো।
পার্বতী ম্যাম যশকে দেখে বলল, আপনি যশবিন্দার, রাইট ?
যশ হেসে নমস্কার করে বলল, আপনি মাম্মী আছেন।"
হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। এরকম গল্পগুলোর ক্রসওভার নিয়ে কোনো কাহিনী হলে দারুন জমতো।