15-06-2020, 03:05 PM
(15-06-2020, 10:40 AM)warmonger956 Wrote: সমালোচনা আর কিভাবে করবে ? আমি কি লিখেছি ? একটা অনুরোধ করেছি লেখকের কাছে আপনার তাতে সমস্যা , ব্রেকেটে পাঠক হিসেবে নিজের ক্ষোভ কিছূটা উজার করে মৃদূ তিরস্কার করেছি । যেটুকু করেছি পাঠকের অধিকারের মধ্যেই পড়ার কথা ।
আর আপনি কি করছেন ? একবার বলছেন ভাল না লাগলে অন্য গল্প পড়ুন গিয়ে , আবার বলছেন নিজে লিখুন গিয়ে । আমি কখন বলেছি গল্প ভাল লাগে নি ? কখন বলেছি আমি এর চেয়ে ভাল লিখতে পারি ? তিলকে তাল কে বানাচ্ছে ? কে বেশি আক্রমনাত্নক ? কে জাত চেনাচ্ছে ?
আমার কমেন্ট আপনার সাথে কোন সম্পর্কই রাখে না , তাও গলা উচিয়ে আপনি উত্তর উত্তর কিছু প্রমান করার চেষ্টা করছেন । অন্যের বিষয়ে যারা নাক একবারে চেপে ঢুকিয়ে দিয়ে গলায় তাদের কিন্তু একটাই জাত ।
যাই হোক তর্ক কখনো ম্যাচুউরিটি প্রমাণ করে না । আমি হার মানলাম , আপনাকে পেলে একটা ঠান্ডা জুস খাওয়াতাম ঠান্ডা করার জন্য । অনেক তেল বেরিয়ে গেছে , রিপ্লেনিশমেন্ট দরকার ।
আপনি আমাকে জুস খাওয়াতে চেয়েছেন সেজন্যে আপনাকে ধন্যবাদ, তবে আমার মনে হয় কি সেটা আপনি নিজেই খান। তাতে আপনার উর্বর মস্তিষ্ক কিছুটা গ্লুকোজ পাবে তখন কমেন্টগুলো আরো ভালোভাবে বুঝে করতে পারবেন ! আমিও আর কথা বাড়াতে চাই না, ভাল থাকবেন ।